নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n--আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।\n

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

যাপিত রস ! রম্যও হতে পারে !

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪





মাওলানা হাবিবুর রহমান এক জায়গায় ওয়াজ করতে গেছেন । গোল টুপি , লম্বা টুপি , কিয়াম , বে-কিয়াম সহ সেখানে ধর্ম নিয়ে নানা বাড়াবাড়ি । এক পর্যায়ে দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে দু গ্রুফে শুরু হল ধুস মারামারি ।
একজনকে দৌড়ে ধরা হল , তার মাথার উপর তিনটা ছাতা দুইটা লাঠি যে কোন সময় আঘাত হানতে প্রস্তুত ।
- বল তুই দোয়াল্লিন না জোয়াল্লিন ।
- আক্রান্ত ব্যক্তির মহা বিপদ ! আক্রমনকারীরা কোন দলের সেটাই সে জানেনা , কোনটা বলে ফেঁসে যায় ! তাই বলল – ভাই আমারে মাফ করেন , আমি নামাজই পড়ি না ।

এক ঘটনার পরপ্রেক্ষিতে আজ সকাল থেকে গল্পটা খুব মনে পড়ছে ।

সেখ আহাম্মদ মিয়া । পিতৃপ্রদত্ত এই নাম দারিদ্র্যের নিচে চাপা পড়ে ‘’সেক্কা’’’য় রুপান্তর ঘটেছে । পেশায় রিকশা চালক । কিঞ্চিত ছিটগ্রস্থ ।
সকালে একজনের সাথে হাতাহাতির ঠিক পূর্ব মুহূর্তে আমি উপস্থিত হলাম। জিজ্ঞাস করলাম কি হইছে ?

দ্বিতীয় ব্যক্তি কিছু বলতে চাইছিলেন এমন সময় সেক্কা নিজেই বলা শুরু করলো ।

শুনেন ভাই , গত বছর হাউস করি দুই তিন দিন তারাবি পড়ছিলাম । এর পরেই আমার উপর পড়ছে আল্লার গজব ! ৪ মসজিদ থেকে তারাবির চাঁদার জন্য আসছে । তাদের বললাম আমি টেণ্ডল বাড়ির মসজিদ ছাড়া অন্য কোথাও তারাবি পড়ি নাই , তাও পড়ছি মাত্র ২/৩ দিন ।
চান্দা ওয়ালারা জানাইলো , যেখানে পড়েন তারাবির চান্দা দিতে হইব । কি আর করা দিলাম ।

এই কারবার দেখে আমি সতর্ক হয়ে গেছি । চান্দা মিয়ারা চলে ডালে ডালে আমি চলি পাতায় ।
এখন এই লোক আমার কাছে সমাজের তারাবির চান্দার জন্য আসছে , অথচ আল্লার কসম , এইবছর আমি তারাবি’ই পড়ি নাই ।



মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

ডঃ এম এ আলী বলেছেন: বেশ উপভোগ্য হয়েছে রম্য কাহিনীটি । ঘটনা এমনিই মাঝে মাঝে ঘটে থাকে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম ঘটনাটা মাওঃ হাবিবুর রহমানের নিজের জবানীতে শোনা । আসলেই আমাদের চোখের সামনে অনেক সময় এমন কিছু ঘটে যায় যা রম্য কৌতুককেও হার মানায় । প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী ।

২| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

কল্লোল পথিক বলেছেন:








হা......হা......হা....

সেক্কার বুদ্ধি আছে,
কি দরকার ঝামেলায় পড়া!

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল পথিক ।

৩| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: হা হা ।
দোয়াল্লিন আর জোয়াল্লিন এই পার্থক্যটা কেমনে করে?

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে আমাদের এলাকায় এক সময় অনেক বাদানুবাদ হত , মারামারিতেও রুপ নিত ।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আরণ্যক রাখাল ।

৪| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৩

নাবিক সিনবাদ বলেছেন: মোল্লা মুন্সিরা ইসলামটারে বেঁইচ্যা খাইলো! হাদীসে বলা হয়েছে, যে ব্যক্তি কোরান পড়ে টাকা উপার্জন করবে, কেয়ামতের মাঠে মুখে মাংস বিহীন অবস্হায় সে উপস্হিত হবে।

এই স্পট হাদীস জানা থাকার পরেও তারাবী পড়িয়ে কীভাবে তারা লোকজনের কাছ থেকে চাঁন্দা উঠায়?
ওদের মনে আল্লাহর ভয় বলে কিছু আছে বলেতো মনে হয় না?

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই নিয়ে বিস্তর মতভেদ আছে , আমি নিতান্তই অজ্ঞ বিধায় সেদিকে গেলাম না নাবিক সিনবাদ ।

৫| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: গিয়াস ভাই, এবার কিন্তু ভালো লাগেনি....!

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে আগামীতে ভাল করার উৎসাহ পেলাম সুমন কর ।

৬| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শাহরিয়ার কবীর বলেছেন: চান্দা মিয়ারা চলে ডালে ডালে আমি চলি পাতায় ।
মজা পেলাম

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ।

৭| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:২১

জনৈক অচম ভুত বলেছেন: সেক্কারে স্যালুট। B-))

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেক্কার পক্ষ থেকে ধন্যবাদ ভুত ভাই । B-))B-))

৮| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৪৭

জেন রসি বলেছেন: অনেক আগে একবার লম্বা টুপি আর গোল টুপি পড়া নিয়ে সংঘাতে কয়েকজনের নিহত হওয়ার সংবাদ পড়ছিলাম!!!

এটাকে যাপিত জীবন থেকে নিঃসৃত রস নিয়ে রম্য বলা যাইতে পারে!

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটাকে যাপিত জীবন থেকে নিঃসৃত রস নিয়ে রম্য বলা যাইতে পারে! সুন্দর মুল্যায়নের জন্য ধন্যবাদ জেন রসি ।

৯| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




অনেক কিছু বোঝার আছে ।

হোক না হয় রম্য , সাধারনের বোধের অগম্য ।
শুধু হাসবেই যাপিত রসে , জানবেনা সমাজ যে কই যাবে শেষে ................

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-))
B-))
B-))
B-)) ছন্দে ছন্দে দারুন মন্তব্য
কাব্যই কি আপনার শেষ গন্তব্য ?
আপনার কমেন্ট লাগলো বেশ !
ধন্যবাদ আহমেদ জী এস । B-))B-))

১০| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:২৯

কালনী নদী বলেছেন: মজার ঘটনা, তবে এমনটি প্রথম শুনলাম মসজিদের নামে চাঁদাবাজি। জঘন্য!
এমন কাজে সরাসরি বাধা দেওয়া উত্তম।

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন কালনী নদী

১১| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২৪

ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম। অবশ্য এসব ঘটনা বাংলাদেশেই ঘটে!

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেরিতে রিপ্লাই এর ত্রুটি মার্জনা করবেন , এবং মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন ।

১২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গিয়াসলিটন ভাই, অনেককাল আগে একটা সিরিয়াস বিষয় নিয়ে রম্য পোস্ট এসেছিলো এই ব্লগে । ঐ পোস্টে একজন আপত্তি জানিয়েছিলো । আপনি বলেছিলেন, যে রম্য করতে পারে, সে ঈশ্বরকে নিয়েও রম্য করতে পারে । ঐ কথাটা এখনো মনে পড়ে, সত্যি বলতে কি, কথাটা আমার ভালো লেগেছিলো ।
ভারি মজা পেলাম পোস্টটা পড়ে; তাই পুরনো কাসুন্দি ঘাঁটলাম আর কী!

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে ,''বাচলামি জানলে শশুরের সাথেও করা যায়।'' তবে আমি যে ঘতনা লিখেছি তা পুরাই বাস্তব ।

১৩| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন: সব ই ঠিক আছে তবে

তারাবি না পড়া টা ঠিক হয়নি বলে মনে হয়

ধন্যবাদ

লেখাটা পড়ে ভাল লাগল

ঈদ মোবারক

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেক্কা অনেকটা ছিটগ্রস্থ মানুষ , তার বেলায় শরিয়তের অনেক বিষয়ে ছাড় থাকার কথা ।

১৪| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৪

ডঃ এম এ আলী বলেছেন:

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নোটিফিকেশান শো করেনি , দুঃখিত ডঃ এম এ আলী ভাই , আপনার রমজান ঈদের শুভেচ্ছার জবাব যখন দিচ্ছি তখন কোরবান ঈদ এলো বলে । :((

১৫| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:

সেক্কোর মতো চালাকরে সংখ্যা বাড়তেছে। খুব ক্রাপ কতা! সবই কিয়ামতের লক্ষন ;)

=p~ =p~ =p~

দারুন মজার কিছু লিখেছিলাম। অনেকের বদহজমী হইলে পরে আবার লিস্টে নাম উঠতে পারে তাই মুইছে দিলাম ;)

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! ভৃগু ভাইএর ''দারুন মজার কিছু'' শুনা হইল না । :((

১৬| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১২

আবুল হায়াত রকি বলেছেন: সালাম জানবেন ভাই। ফেসবুকে আপনার একটি পোস্টে পড়েছিলাম আমার কথা সাইটে আপনার লেখা ছাড়ায় আপনি কিছুটা কুব্ধ, আসলে এটা বোঝতে ভুল। আমার কথা গুগলের সার্চ ইন্জিনের মতন একটি বাংলা সার্চ ইন্জিন। সেখানে আপনার লেখা থাকায় অনেক পাঠক দেশ-বিদেশ থেকে সহজে খোজে নিয়ে পড়তে পারছেন। লক্ষ্য করে দেকবেন সেখানে প্রথম দিকের সামান্য কিছু অংশ দেওয়া থাকে, বাকিটা কিন্তু আপনার ব্লগে এসেই পাঠক-কে পড়তে হচ্ছে। আপনাকে শুধু ফেক্টরটা্ দড়াতে এতকিছু বলা আপনি আবার মন খারাপ করবেন না।

ভাই ফেসবুক কালনীকে লক করে রাখছে বিদায় সেখানে ইনএক্টিভ :(

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবুল হায়াত রকি ভাই , অনেক আগ থেকেই আমি আপনার এই সাইটের ভক্ত ! জাস্ট পাঠকের কৌতূহল সৃষ্টি করতে যা লিখেছি তা কোন মতেই ভুল বুঝাবুঝি নয় ।
ভাই ফেসবুক কালনীকে লক করে রাখছে বিদায় সেখানে ইনএক্টিভ :( কালনী কি আপনি ?
অনেক ধন্যবাদ জানবেন ।

১৭| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কূটমাথা কারে কয়
বুঝায়ে দিলো শেক্কা;
কৌশলে চান্দারে
বেশ দিলো টেক্কা।

তাও কই,বোধ থেকে
সালাত ছেড়ে পালাবি?
তোমারে সুধাই ভায়া
পড়েছ কি তারাবী??

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
নোটিফিকেশান শো না করায় এক মাস পরে রিপ্লাই দিচ্ছি , সাথে দুঃখ প্রকাশ করছি ।

ক্ষেমা দিয়েন মোরে
ও ভাই 'কি করি'
দেরীতে রিপ্লায় দিয়ে
আমি লাজে মরি ।।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আমিও দিসি। না দিয়া উপায় কী?

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক্কেরে ভালা কাম করছেন গেম ভাই ।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমি হাঁসবো না কি কাঁদবো ঠিক করতে পারতেছিনা! কি অসাধারণ রম্য অথচ সত্য। ভালো থাকুন।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোঃ মঈনুদ্দিন ।

২০| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

খায়রুল আহসান বলেছেন: যাপিত জীবন থেকে নেয়া রম্যকাহিনী ভাল লেগেছে। কয়েকটা মন্তব্য ও তার উত্তরও ভাল লেগেছে।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিন বছর পরে আপনার মন্তব্যটি নজরে এল।
অনেক ধন্যবাদ জানবেন জনাব খায়রুল আহসান ।

২১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৪২

মা.হাসান বলেছেন: লিটন ভাই, সত্যই, আপনার পোস্টে এলে মন ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ। তত্ত্বকথা বললাম না, অনেক শুভ কামনা।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক পুরনো পোস্টে আপনাকে দেখে ভাল লাগছে।
ধন্যবাদ জনাব মা.হাসান।

২২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:১১

খায়রুল আহসান বলেছেন: তিন বছর পরে আপনার মন্তব্যটি নজরে এল - পুরনো পোস্টগুলোতে মাঝে মাঝে চোখ বুলোতে এলে আমাকে পেয়েও যেতে পারেন! :)

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্বী, আমার অনেক পুরনো পোস্টে আপনার ফুটপ্রিন্ট পড়েছে, আমি আনন্দিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.