নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
বাড়ীতে কার যেন বিয়ে। নানা স্থান থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে। সমবয়সীই জুটে গেছে ৫/৬ জন। ফুটবল, হাডুডু, গোল্লাছুট সহ নানা আয়োজনের মাধ্যমে দিনটা শেষ করেছি। মুল এডভেঞ্চার পর্ব রাতে,এক বান আবুল বিড়ি আর দুইটা ম্যাচ কিনে তার প্রস্তুতিও শেষ করে রেখেছি। সাথে মাউথ ওয়াশ হিসেবে পর্যাপ্ত আমগাছের কচি পাতা।
এই কাজ আমরা যে এইই প্রথমবার করছি ঘটনা এমন নয়, তবে তখন ধুম্র উদগীরন বস্তু ছিল পাঠ খড়ীর , এবারের মাল জেনুইন। মাস খানেক আগেও আমরা ধুম্র ফুঁকেছিলাম। এক সন্ধ্যায় জনৈক পথচারী আমাদের সামনে বিড়ির গোড়ালি ফেলে হন হন করে চলে গিয়েছিল। গবি হামলে পড়লো গোড়ালির উপর, পরক্ষনেই গালি; মাদার-দ খবিশ! পুরাই খাই ফেলছে। তার পরও বেশ কোশেশ করে দুই টান গবি আর এক টান সেলিম দিয়ে আমার দিকে যখন বাড়িয়ে দিল, দেখি আমি ঠোঁট লাগানোর মত কোন জায়গা বিড়িতে নাই, খেতে হলে আমাকে কয়লাটাই চিবিয়ে খেতে হবে।দুই নখ দিয়ে ধরে আমার দিকে যে কয়লাটা বাড়িয়ে ধরেছিল তার নখ পুড়ে যাচ্ছে দেখে সেইই জিনিষটা ফেলে আঙ্গুল রক্ষা করেছে।
গবি আমার পিঠ চাপড়ে বলল – মন খারাপ করিস না, আপার বিয়ের আর মাস খানেক বাকি দেখুম কয়টা খাইতে পারস। আজকেই সেই কাঙ্ক্ষিত বিয়ের গায়ে হলুদ। আজকেই চলবে আমাদের বিড়ি টানা অনুষ্ঠান। শুধু যে বিড়ি টানা তা নয় আজকের অনুষ্ঠানটা বেশ গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়ও বটে। কারণ গবি পূর্বেই ঘোষণা দিয়েছে কিভাবে নাক দিয়ে ধোঁয়া ছাড়তে হয় আজ তা শিখানো হবে।
আমাদের যে কোচ,অবৈধ মালগুলি সেই গবির কাছে রক্ষিত আছে। আমরা সবায় একত্রিত হবার আগেই গোয়াল ঘরের চিপায় গিয়ে গবি একটাতে অগ্নিসংযোগ করে নাক দিয়ে ধোঁয়া উদ্গিরন পর্বের রিহার্সেল দিচ্ছিল। তার খুক খুক কাশির শব্দে রঙ্গমঞ্চে আগমন ঘটে মুরুব্বিস্থানিয় এক ভিলেনের, তিনি গবিকে শুধু কানচড় মেরেই থেমে থাকেন নি, সাথে হাতিয়ে নিয়েছেন সব অবৈধ মাল।
গবির কাছে সব ঘটনা শুনে সেলিম ক্ষেপে উঠলো। সে সব সময় পকেটে মারণাস্ত্র নিয়ে ঘুরে। সিদ্ধান্ত হল ওটা ওই ভিলেনের উপর প্রয়োগ করা হবে। আমরা পরিকল্পনায় বসলাম কিভাবে মারণাস্ত্রের সফল প্রয়োগ ঘটানো যায়। (মারণাস্ত্রটি হল ‘বান্দরিয়ার শলা’’ ভাল নাম আলকুশি বা বিলাই খামচি।চোতরা পাতা জাতীয় গা চুলকানো বস্তু)
সংবিধিবদ্ধ সতর্কিকরনঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গবি ছিল আমাদের সকল দুস্কর্মের কোচ ।
প্রথম ও একমাত্র মন্তব্যের জন্য ধন্যবাদ রাজপুত্র।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
প্রবাসী পাঠক বলেছেন: প্রথমবার ধুম্র পানের জন্য মোটামুটি ২ মাইল হন্টন করিতে হইয়াছিল। জঙ্গলের ভিতর প্রবেশ করিয়াও মনে হইত কে যেন দেখিয়া ফেলে!
০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক ঠিক অনেক লুকাইছি। কুত্তা একটা সামনে এসে পড়লেও মনে হইত সে বাড়ীতে বলে দিবে।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সব সময় পকেটে মারণাস্ত্র নিয়ে ঘুরে। সিদ্ধান্ত হল ওটা ওই ভিলেনের উপর প্রয়োগ করা হবে। আমরা পরিকল্পনায় বসলাম কিভাবে মারণাস্ত্রের সফল প্রয়োগ ঘটানো যায়। (মারণাস্ত্রটি হল ‘বান্দরিয়ার শলা’’ ভাল নাম আলকুশি বা বিলাই খামচি।চোতরা পাতা জাতীয় গা চুলকানো বস্তু)
ধুম দু:খ ভুলতে বান্দরিয়ার শলা নট বেড এট অল! ... হা হা হা
শোলা কাঠি দিয়ে যে ভিত্রে আগুন চলে আস আগে বলে দিবেন না!!!! উপসসসস .. জিভটা বুঝী এখনো জ্বলে
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জিভ ঠোট কত পুড়িয়েছি তার ইয়ত্তা নাই।
কবিতো বলেছেনই ' দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে।'
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
সাহসী সন্তান বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণ বার্তা তো সিগারেটের প্যাকেটের গায়েও লেখা থাকে, কিন্তু যার খাওয়ার সে তো খাবেই! আমরা অবশ্য মাউথ ওয়াশ করার জন্য পেয়ারা বা লেবুর পাতা ব্যবহার করতাম! তবে এখন ভাল হইয়া গেছি!
মানে আবুল বিড়ির পাঠ চুকিয়ে ইন্টেনশানটা অন্যদিকে ঘুরাইয়া লইছি! আর মাউথ ওয়াশের জন্য সুইংগাম! তাতেও অবশ্য শান্তি নাই, কেউ কেউ মুখ হা করাইয়া চেক করতে চায়! এত ভালু একজন পোলার মুখের কথাই বিশ্বাস করবার চায় না!
রম্য দারুণ হইছে! শুভ কামনা লিটন ভাই!
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও অনেক বার 'মুখ হা করা' চেক এর মুখে পড়ছি , এই সময় উপরের দিকে শ্বাস টাইনা রক্ষা পাইছি
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
সুমন কর বলেছেন: হাহাহাহাহা..........মজা পাইলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা হা
অনেকদিন পর হাসির মতো হাসলাম।
জব্বর!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও জব্বর ধন্যবাদ বিজন রয়।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
কালীদাস বলেছেন: বিটলামি মন্দ করেন নাই। কবের ঘটনা এইটা?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ল্যাংটা কালের ঘটনা ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
মনিরা সুলতানা বলেছেন: কি যে অবস্থা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মনিরাপু।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা,,,, আবুল বিড়ি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবুল বিড়ি চিনেন নাকি? আবুল খায়ের গ্রুপ অফ ইন্ড্রাস্টিজের প্রথম শিল্প।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মনে তো দেখি কৈশোরর স্মৃতি এখনো টগবগে যুবক !
হ হা হা । চমৎকার !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'পুরনো সেই দিনের কথা ভুল্বো কিরে হায়---''
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
মোঃ আমান চৌধুরী বলেছেন: সামুর অফিসের ঠিকানা কোউ দিতে পারবেন? [email protected]
সামুর অফিসের ঠিকানা কোউ দিতে পারবেন? [email protected]
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি জায়গামত আইসা পড়ছেন
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মজাই মজা! কিন্তু প্রথমের পিকটা কেনু বুঝলুম না -- ভ্যাআআআ ! পিঠ চাপড়ানো?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বান্দরিয়ার শলা লাগানোর প্রতিক্রিয়ার প্রতিক হিসাবে ছবিটি ব্যবহৃত হয়েছে ঈপ্সিতা।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
অগ্নি সারথি বলেছেন: প্রত্যেক বিড়িখোরের সিমিলার একটা ইতিহাস থাকবেই। এর বাইরে কোন শালা নেই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অগ্নি ভাইকি বিড়ির ভিতর অন্য কিছু ডুকাইছেন নাকি?
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
প্রামানিক বলেছেন: সকল কাজের কাজি গবি এখন কি করে?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রবাসী ।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
হাসান মাহবুব বলেছেন: তারপর?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার পর কিছু মনে পড়লে আরেক দিন হাসান ভাই।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: তার আর পর আছে কি?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরের কি আর শেষ আছে বিজন রয়।
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫
সোহানী বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণ .... ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কিন্তু বলে ‘বান্দরিয়ার শলা’... নট ফেয়ার লিটন ভাই !!!!!!!!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭
খায়রুল আহসান বলেছেন: মারণাস্ত্রটার (‘বান্দরিয়ার শলা’&rsquo প্রয়োগ শেষ পর্যন্ত হয়েছিল কিনা, হলে কার উপর এবং কী প্রতিক্রিয়া হয়েছিল, সেটার উল্লেখ থাকলে ভাল হতো।
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রয়োগ পরবর্তি প্রতিক্রিয়া সুখকর ছিলনা তাই সেদিকে আর যাইনি ।
পাঠোত্তর মন্তব্যে আনন্দিত, ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
১৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
আখেনাটেন বলেছেন: হা হা হা। আমরা ডলতাম বিছাতুর পাতা।
০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এলাকার চোতরা পাতাই মনে হয় আপনার বিছাতুর পাতা।
২০| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৭ ই মে, ২০১৯ বিকাল ৩:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন আর্কিওপটেরিক্স
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: গবি আমার পিঠ চাপড়ে বলল – মন খারাপ করিস না, আপার বিয়ের আর মাস খানেক বাকি দেখুম কয়টা খাইতে পারস।
গবি! বুকে আয় ভাউ।