নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
আমি সাধারণত শেষের দিকেই বইমেলায় যাই। এবার গেছি ২৩ তারিখ।সাথে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা দোস্ত রফিক। মেলায় আগেও গেছি, তবে এবারের অনুভুতি ভিন্ন। মেলায় আমার দু;টি বই এসেছে। (প্রবাসে বাংলাদেশি গুণীজন ও ক্ষুদে জিনিয়াসদের কথা) ৪টার সময় ঢুকেই প্রথম গেলাম, একাডেমী চত্তরে। সেখান থেকে কিছু বই কিনে সোজা সোহরাওয়ার্দি ।
প্রথমেই গেলাম দিব্যপ্রকাশের স্টলে। দেখলাম, 'ক্ষুদে জিনিয়াসদের কথা' বইটি শিশু কর্নার সহ তিন জায়গায় ডিসপ্লে করা হয়েছে। রফিক একটি বই হাতে নিয়ে সেলস ম্যানকে বলল, এই বইয়ের লিখক। সেলস ম্যান আগ্রহের সহিত হাত বাড়িয়ে দিল। জানালো, আপনার বইটি আমি দুই কপি কিনে ভাগ্নি আর ভাতিজাকে গিফট করেছি।
সে সবাইকে আমার আগমন জানান দিল। সবার মাঝে হালকা চাঞ্চল্য অনুভব করলাম। এখানে কি ম্যানেজার সাহেব আছেন জিজ্ঞেস করায় আরেকজন হাত বাড়িয়ে দিল, জানালো ম্যানেজার সাহেব মেলায় কখনো আসেন না। নিজের পরিচয় দিল দিব্য প্রকাশের মার্কেটিং ম্যানেজার বলে। এও জানালো আপনার ক্ষুদে জিনিয়াসদের কথা বইটি খুব চলছে। ধরে নিলাম লিখককে খুশি করার জন্য এরা সব লিখককেই এমত বলে থাকে।
ভিতরে বসলাম। সেখানে আগ থেকে একজন লেখিকা বসে ছিলেন। স্যারের কথা জিজ্ঞেস করলাম, জানালো- কিছুক্ষনের ভিতর চলে আসবেন। কিছু সময় পরে স্টল থেকে বেরিয়ে পড়লাম কর্নেল (অবঃ)খায়রুল আহসান ভাইএর খোঁজে। পাশের স্টল জাগৃতি প্রকাশনী থেকে উনার তৃতীয় বই বেরিয়েছে, উনার সেখানে থাকার কথা।
ইতোমধ্যে আমার সাথে যোগ দিয়েছেন সামহয়ার ইন ব্লগের সত্যেন্দ্র নাথ দত্ত ‘কি করি আজ ভেবে না পাই।‘ আরেকজন আমার কলেজ লাইফের বন্ধু নিউ ইয়র্ক প্রবাসি হুমায়ুন।
জাগৃতিতে খায়রুল আহসান ভাইকে পেলাম না। ৪/৫ বার খোঁজ করার পর স্টল থেকে একজন ভদ্র মহিলা বললেন, আপনাদের মনেহয় খুব বেশি প্রয়োজন, উনার নাম্বার নিন যোগাযোগ করুন।
ঘুরে ঘুরে প্রায় ৩৫০০ টাকার বই কিনে আবার দিব্য প্রকাশে ফিরে এলাম।
দেখি মইনুল আহসান সাবের স্যার স্টলে বসে আছেন। মার্কেটিং ম্যানেজার পরিচয় করিয়ে দিলে হ্যান্ডশেক করে ভিতরে আসতে বললেন।
কুশলাদি জিজ্ঞাসের পর জানালেন, ‘আপনার ব্যাপারে আজই ম্যানেজারের সাথে আলাপ হয়েছে, আপনাকে ফোন করার কথা। বিষয়টি হচ্ছে ক্ষুদে জিনিয়াসের আর বেশি কপি বাকি নাই। মার্চেই আমরা বইটির দ্বিতীয় মুদ্রণে যাবো। আমি চাচ্ছিলাম দ্বিতীয় মুদ্রণে বইটি ৮০ পৃষ্ঠা থেকে উন্নিত করে ১০০ পৃষ্ঠা করতে। আপনি মার্চের ১৫ তারিখের ভিতর অতিরিক্ত ২০ পৃষ্ঠার পাণ্ডুলিপি পাঠিয়ে দিলে আমরা কাজটি দ্রুত শেষ করতে পারবো।''
স্যারের সাথে কিছুক্ষন হ্যাঁ ,হ্যু বলে আলাপ চালিয়ে গেলাম, বুঝলাম আমি ফ্রি হতে পারছিনা । তাই কিছু সময় স্টলে থেকে আবার বেরিয়ে পড়লাম। জম্পেশ আড্ডা আর পুচকা খেতে খেতে কখন যে ৮ টা বেজে গেছে খেয়াল করিনি। ৪ জন হাটতে হাটতে দোয়েল চত্তর। সেখানে আরেক রাউন্ড চা, সাথে অগ্নি সহযোগে জনপ্লেয়ার আন্ড বেন্সন হেজেস।
রাত ৯ টায় চেপে বসলাম গাড়িতে, বিদায় ঢাকা। বিদায় বই মেলা-২০১৭।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার স্টলে জিজ্ঞেস করেছি, জানালো এক দিনও আসোনি। মনে হয় পরে কোন দিন গেছো।
২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
সুখবর, অভিনন্দন।
আপনি ঢাকার বাহিরে থাকেন?
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী আমি ফেনী থেকে।
৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
রাজনীতির উপর কোন বই চোখে পড়েছিল?
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রচুর!!
শেখ হাসিনা, আবুল মাল, ওবায়দুল কাদের,খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নুর সহ অনেকের লিখা বই দেখেছি। ধারনা করছি এসব রাজনীতি সংস্লিস্ট বই হবে। এর বাইরে এমাজ উদ্দিন, সিরাজুল ইসলাম চৌধুরী সহ অনেকের রাজনৈতিক বই দেখেছি।
৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:১৮
আরণ্যক রাখাল বলেছেন: বই প্রকাশের অনুভূতি কেমন??
আপনাকে চিনেছি। পাশের দুজন?
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিঃসন্দেহে আনন্দদায়ক!
একজন ব্লগার 'কি করি আজ ভাবে না পাই' ।
৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ভাল লাগল কিছু ক্ষনের বই মেলায় থাকার অভিজ্ঞতার বিবরণ জানতে জানতে । ইদানীং বই মেলায় যাওয়া হয়ে উঠেনা বিবিধ কারণে । তবে অনেক অাগে বাংলা একাডেমিতে বই মেলা শুরু হওয়ার প্রথম দিকে যেতাম সেখানে । পকেটে টানা টানি থাকায় তখন স্টলে গিয়ে পছন্দের বইটিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে শেষ করে ফেলতাম , অবশ্য কিছু কিছু জায়গা বাদ দিয়ে , বই না কিনায় স্টলের লোকজন বিরক্ত না হওয়া পর্যন্ত এই কর্ম চলত । যাহোক বিনে পয়সায় বই পড়তে পড়তে কখন যে কেটে যেত সারা বেলা তা টেরই পেতাম না । বেকারের সময়টা কাটত ভালই, মেলা শেষ হলেই মনটা যেতো বিষিয়ে এই ভেবে যে কি করে কাটাব বেকারের অলস বেলা ।
শুভেচ্ছা রইল, সাফল্য কামনা করি প্রকাশিত বইগুলির জন্য ।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! এক সময় সময় ছিল টাকা ছিল না, এখন টাকা আছে সময় নাই।
আপনার স্ম্মন্তব্য ভাল লাগলো ডঃ আলী ভাই।
৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৫৪
ইউনিয়ন বলেছেন: বই ভাল সাড়া পেয়েছেন জেনে ভাল লাগল।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ইউনিয়ন।
৭| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৭
নয়ন বিন বাহার বলেছেন: চমৎকার বর্ননা দিলেন। মনে হল যেন আমিই ওখানে উপস্থিত।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ নয়ন ।
৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অভিনন্দন।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি।
৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:১৫
ক্লে ডল বলেছেন: সত্যিই ভাল লাগছে আপনার বই দ্বিতীয় মুদ্রণে যাবে জেনে !
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ক্লে ডল।
১০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
"শেখ হাসিনা, আবুল মাল, ওবায়দুল কাদের,খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নুর সহ অনেকের লিখা বই দেখেছি। ধারনা করছি এসব রাজনীতি সংস্লিস্ট বই হবে। এর বাইরে এমাজ উদ্দিন, সিরাজুল ইসলাম চৌধুরী সহ অনেকের রাজনৈতিক বই দেখেছি। "
- অবশ্যই বাদাম বিক্রেতারাই শেষ ক্রেতা হবে। এদের বই ফ্রি দেয়ার পর, শুধু বাদাম বিক্রেতারা নেবে।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না গাজী ভাই, কর্তাকে খুশি করার জন্য অনেকে কিনবে। পরে সের দরে বেচলে তখন না হয় বাদাম বিক্রেতাদের কাজে লাগবে।
আমার এসবে কোন আগ্রহ ছিলনা , নাইও ।
ব্লগারদের বাইরে আমি ঐতিহাসিক কিছু বই কিনেছি।
১১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:২০
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে ক্ষুদে জিনিয়াসদের কথার ২য় সংস্করণ হচ্ছে!!
এ কেবল সম্ভব হয়েছে আমি শুভকামনা জানিয়েছি বলে!!
ঠিক বলেছি না ভাইজান!
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক বলেছেন বিলিয়ার।
এখন আবার তেল পড়া ,পানি পড়া ওয়ালাদের ভাত মাইরেন না
১২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৫
ধ্রুবক আলো বলেছেন: আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ, বইটি দ্বিতীয় মুদ্রণে প্রকাশ হবে জেনে খুবই ভালো লাগছে। এই খবরে অন্যান্য ব্লগার ভাই বোনেরাও উৎসাহিত হবে।
অনেক শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য, আপনার জন্যও শুভ কামনা।
১৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩২
শায়মা বলেছেন: গিয়েছিলাম কিন্তু তারা জানেনি!!!!!!
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এইটা কোন কথা হইল?
তোমার বই কেনার পর সেলস ওমেন 'কি করি----'কে ভাংতি নাই বলে কিছু টাকা ফেরত দিতে পারেনি। কি করি বলছিল সেগুলি তোমার কাছ থেকে আদায় করবে।
১৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০১
শায়মা বলেছেন: হা হা হা কি করি ভাইয়া এত বড়লোক হয়ে এই কথা বলতে পারলো!!!!!!!!!!
আমি কি সেলসম্যান ওম্যানের কাছে জীবনেও টাকা নিতে যাবো নাকি!!!!!!!!!
আমি তো ওমুখোও হবো না ভাইয়া!!!!!!!!!!
আবার আক্কেল সেলামীও দিতে হবে!!!!!!!!!!!!!
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কি করিকে সাফোর্ট করেছি। শায়মার বই কিনতে গিয়েই যখন গচ্চাটা গেল, তখন শায়মাকেই এর শোধ দিতে হবে।
১৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৭
প্রামানিক বলেছেন: আপনার বইয়ের সফলতা দেখে খুশি হলাম। তবে ঢাকায় এসে আমাকে ফোন দিলে আরো বেশি খুশি হতাম। ধন্যবাদ আপনাকে।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ইদার্নিং ফেবু, ব্লগে দেখিনা , ভাবলাম বিজি আছেন।
১৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৩
হাসান মাহবুব বলেছেন: নেক্সট বই কী নিয়ে লিখবেন?
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাজার হাজার বইয়ের ভিতর গত বই মেলায় রম্য বেরিয়েছিল মাত্র দুইটি। এবারও ওরকমই হবে। একটা রম্য সংকলন বিষয়ে প্রকাশকের সাথে কথা বলেছি। মেলার আগে জানালাম না কেন বলে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
আশা করছি পরবর্তিতে বইটি প্রকাশিত হবে ইনশাল্লাহ!
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত অভিজ্ঞতাটুকু শেয়ার করলেন বলে খুশী হ'লাম। একটা পোস্ট দেয়ার কথা ভাবছেন বলে বলেছিলেন। সেটা এখানে আত্মপ্রকাশ করলো। যাহোক, আমি সেদিন ঢাকার বাইরে টাঙ্গাইলের একটা ছোট উপজেলায় অবস্থান করছিলাম, তাই যেতে পারিনি। আর দুর্ভাগ্যজনকভাবে আপনার কলটাও মিস করেছিলাম।
আপনার বই দ্বিতীয় সংস্করণে যাচ্ছে, এটা একজন লেখক হিসেবে বড় একটা খুশীর খবর। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এ বিরাট সাফল্য অর্জনের জন্য।
"কি করি" কোন জন? আপনার ডানে না বামে?
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বইটাও ভাল চলছে বলে স্টল থেকে জেনেছি।
শুশ্রুমণ্ডিত জন 'কি করি--' ।
অনেক শুভ কামনা জানবেন খায়রুল আহসান ভাই।
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১০
কালীদাস বলেছেন: অভিনন্দন
ক্ষুদে জিনিয়াসদের উপরে কোন লেখা কি ব্লগে দিয়েছিলেন? মিস করে গেছি মনে হচ্ছে!
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না , দেয়নি।
অনেক ধন্যবাদ কালীদাস।
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লাগল আপনার বইমেলার অভিজ্ঞতা, বিশেষ করে 'ক্ষুদে জিনিয়াসদের কথা'র পরবর্তী সংস্করণের কথা জেনে। অভিনন্দন লিটন ভাই।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য বেশ ভাল লাগলো । অনেক ধন্যবাদ জানবেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।
২০| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ।
২১| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিস ইউ ভায়া!!!
দেখেছি আছেন- কিন্তু আমার অফিসটা অড টাইমে- বিকেল ৪টা থেকে শুরু! তাই শত ইচ্ছা থাকা স্বত্ত্বেও গুনিজনের নৈকট্যটুকু মিস করলাম!
অভিনন্দন সাফল্যের সুখবরে
+++++
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে কিঞ্চিত ভুল হয়েছে, গুনিজনের নৈকট্যটুকু মিস করলেন হবে।
অনেক ধন্যবাদ ভৃগু ভাই।
২২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: হুম অভিনন্দন সাফল্যে
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা সুলতানা।
২৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৫০
জুন বলেছেন: আপনার সাফল্যে সত্যি খুশী হয়েছি গিয়াস লিটন । বই মেলাটাও ঘোরা হলো ঘন্টাখানেক ধরে
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অগণন ধন্যবাদ জুন'আপু।
২৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১
গেম চেঞ্জার বলেছেন: দারুণ ভাল লাগছে এই পোস্ট আর সফলতার কথা শুনে!
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনা জানবেন গেম ভাই।
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মেলায় কয়েক ঘন্টার বর্ণনা পড়ে ভালো লাগলো। ভালো লাগলো আপনার বই ভালো চলছে জেনে।
দ্বিতীয় কিস্তিও ভালো চলুক সেই কামনা।
আপনার জন্য শুভকামনা সবসময়।
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যিও শুভ কামনা নয়ন।
২৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
শেয়াল বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসেন কেন শেয়াল মামা ।
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে অভিনন্দন লিটন। আগামীতে আপনার আরও বই প্রকাশিত হোক, এই কামনা করি।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ।
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার সাথে যুব পরিবারের সদস্য দেখে ভাল লাগল।আমি কুড়ি বছর এ পরিবারে আছি। আরো ভাল লাগল আপনার বইয়ের কাটতির কথা শুনে। দোয়া করি তারা হয়ে উঠুন বাংলার আকাশে। অভিনয়ে আমার ছাত্র সাইদুল ইসলাম বাবু ভাল করছে। এভাবেই প্রত্যেকে তার নিজ সেক্টর থেকে দেশ উন্নয়নের যুদ্ধ করলে আমরা উন্নত বাংলাদেশ পাব বলে আশা করতে পারি। শুভ কামনা রইল।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন কবি।
আমার ব্লগে প্রথম এলেন, চা কপি কিছু ------
২৯| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৭
সোহানী বলেছেন: ওয়াও..... আপনার বইয়ের সাফল্যে খুবই ভালো লাগছে। খুব বই মিস করছি বইমেলা। কম করে ১০ বার যাওয়া হতো আমার..... আহ্ সেই দিন!!!!!!!!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই, বই প্রেমীদের প্রাণের মেলা বই মেলা।
সম্ভব হলে আগামীবার চলে আসুন সোহানী।
৩০| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ব্লগার গিয়াস উদ্দিন লিটন
স্নিগ্ধ পূর্ণিমা বিধৌত জোছনা প্রভায়
শুভ্র চন্দ্রিমা ছড়ানো সাহিত্য গঠন,
মুগ্ধ লেখায় গিয়াস উদ্দিন লিটন
শান্তি জড়ানো কি যেন পরতে পরতে।
চন্দ্র রূপালী ধারার সাহিত্য সভায়
মুক্ত আবহ মায়ার লিখন ধরন,
জ্যোতি যেথায় বিমূর্ত, সর্বত্র ধারন
করে করের নৈপূণ্যে প্রশান্তি জগতে।
বিদ্যা দ্যুতির চমকে নিমিষে আটক
জ্ঞান সন্ধানী মানুষ আকুল গম্ভীর
বিদ্যা মেলায় মহীত আগ্রহী পাঠক
প্রাপ্তি লেখক পুস্তকে সমূদ্র গভীর।
জ্ঞান রত্নের প্রত্যাশী পাঠক সকল
পাঠে গিয়াস সমগ্র কৃতার্থ সফল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে নিয়ে সনেট !!! বিরাট সন্মানিত বোধ করছি কবি।
শুভ কামনা জানবেন ।।
৩১| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৭
নীলপরি বলেছেন: জেনে খুবই ভালো লাগলো ।
অনেক শুভেচ্ছা রইলো ।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন নীলপরি।
৩২| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৮
সাব্বির নুসরাত খান বলেছেন: আমি নতুন ব্লগার আমার ব্লগে স্বাগতম আপানাদের সবাইকে।
১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগে স্বাগতম !
আপনার দ্বিতীয় মন্তব্যটিই দেখছি আমাকে করেছেন
৩৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
বইমেলার পর, বইয়ের কি অবস্হা হয় সাধারণত:?
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রশ্নটা উচ্চমার্গীয় ! আপনার কাছেই জবাব আশা করছি চাঁদগাজী ভাই।
৩৪| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬
কলমের কালি শেষ বলেছেন: তাহলে তো বোঝাই যাচ্ছে গত মাসে আপনার বই এবং বইমেলা নিয়ে জম্পেস সময় কেটেছে । লেখকদের জন্য বই মেলা হচ্ছে দীর্ঘ একমাসের ঈদ !
কেবল জিনিয়াসরাই তো এমন জিনিয়াসদের নিয়ে বই লিখতে পারে ।
সোনাগাজীর ঠিক কোন এলাকা বা গ্রামে আপনার বাড়ী ? যদিও ব্যাক্তিগত প্রশ্ন । না দিতে চাইলেও সমস্যা নেই ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাসা , ব্যবসা দুটোই সোনাগাজীতে।
৩৫| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:১১
মাঝিবাড়ি বলেছেন: "ক্ষুদে জিনিয়াসদের কথা" বইটা কোথায় পাওয়া যাবে দাদা??
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিব্য প্রকাশ,৩৮ বাংলা বাজার,(কম্পুটার মার্কেট) ঢাকা অথবা Click This Link
আপনার আগ্রহে অনুপ্রাণিত । ধন্যবাদ জানবেন মাঝিবাড়ি ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:১০
শায়মা বলেছেন: আমিও তো গিয়েছিলাম ভাইয়া!!!!!!!!
আসলেও এই বই সব পিচ্চিদেরকেই পড়ানো উচিৎ!!!!!!
আমার প্রিয় ভাইয়াদেরকে দেখে অনেক ভালো লাগলো ভাইয়ামনি!