|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 গিয়াস উদ্দিন লিটন
গিয়াস উদ্দিন লিটন
	এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
 
  
অনেক দিন ব্লগে কোন কৌতুক পোস্ট দেখিনা, তাই -----  
১/ এক মাতাল একটা রেস্তোরাঁয় গোলমাল করায় চার জন বেয়ারা তাকে ঘাড় ধরে ফুটপাতে ছুড়ে ফেলে দিল।
বাইরে লোকজন ততক্ষণে জমে গেছে। 
লোকটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমাকে এভাবে হেনস্থা করা! খাড়া দেখাচ্ছি তোদের! এই বলে সমবেত লোকদের উদ্দেশ্যে বলল, আমি ভেতরে গিয়ে ওই চার বেয়ারাকে এক এক করে এক্ষুনি রাস্তায় ছুঁড়ে ফেলছি আপনারা দেখুন। 
লোকটি হুড়মুড় করে রেস্তোরাঁয় ঢুকে পড়ল। একটু পরেই একজন ফুটপাতে এসে মুখ থুবড়ে পড়ল।
সমবেত লোকজন হরষধ্বনি দিয়ে উঠলো- সাব্বাস! সাথে কাউন্ট আপ! ১,১,১,---  
পড়ে থাকা লোকটির কণ্ঠস্বর শোনা গেল, ধুর মিয়ারা! কিসের এক এক করছেন, ওরা আমাকেই আবার ছুড়ে ফেলেছে! 
২/ “এক মোরগ আর একটা হাসকে অপরাধ করার জন্য জেল খানায় ঢুকানো হয়েছে। মন তাদের খারাপ খুব। হাসটি মোরগকে জিজ্ঞেস করলো – আচ্ছা ভাই, এরা কি আমাদের পাঁলক ছেটে দেবে? মোরগ বললো, আমি তো ঠিক বলতে পারবো না; তুমি বরং ঐ কোনায় বসে থাকা ইঁদুরটাকে জিজ্ঞেস করো। হাস তখন ইদুঁরকে জিজ্ঞেস করলো, আচ্ছা ইঁদুর ভাই, এরা কি আমাদের পালক ছেটে দেবে? ইঁদুর টা গম্ভীর হয়ে বললো – আমি ইঁদুর নই, আমি শজারু”। 
৩/ মহরমের বিরাট মিছিল বের হয়েছে। সেই মিছিলের মাঝামাঝি অবস্থানে আট দশ জন যুবক লোহার চেইন দিয়ে তাদের পিঠে আঘাত করছে আর হাই হোসেন, হাই হোসেন বলে সুর করে মাতন করছে। চেইনের আঘাতে তাদের পিঠ রক্তাক্ত হয়ে গেছে, তবুও থামছে না তারা। দেখা গেল বিদেশী এক ভদ্রলোক সেই মিছিল ঠেলে মিছিলের মাঝখানে যাবার চেস্টা করছেন রক্তের উৎস কোথায় তা দেখার জন্য। তিনি গিয়ে দেখলেন ঘটনা কি ঘটছে। অবাক হয়ে এ সব কান্ড দেখে কিছু বুঝতে না পেরে তিনি একজনকে জিজ্ঞেস করলেন – মাফ করবেন স্যার,  এই লোকগুলো এভাবে নিজেদের আঘাত করে রক্তাক্ত হচ্ছে কেন? ভদ্রলোক তখন বিদেশীকে সেই ১৪০০ বছর আগে কারবালায় কি ঘটেছিল তার একটা ছোটখাটো বর্ননা দিলেন। বিদেশি ভদ্রলোক সব শুনে কিছুটা দিশেহারা হয়ে বললেন – “তা এরা কি সেই খবর আজই পেল?”
৪/ রেস্তোরাঁয় ঢুকে চার পাঁচ পদের দামি খাবার খেয়ে একটা পান মুখে দিয়ে ভদ্রলোক বেয়ারাকে ডেকে বললেন, “এখানকার ম্যানেজারকে একবার ডেকে দাও”।
বেয়ারা ম্যানেজারকে ডেকে দিল। ম্যানেজার আসল।
ভদ্রলোক বললেন, আপনি আমাকে চিনতে পারেন? দুই বছর আগে আমি এই রেস্তোরাঁয় খাওয়ার সময় সামান্য কুড়ি টাকা দিতে পারি নি। মনে পড়ে, সে সময় আপনি বেয়ারাদের দিয়ে আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিলেন?
- আমাদের মাফ করবেন স্যার, সে সময় ভুল করে আপনাকে…..
-আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি আপনার বেয়ারাদের ডাকুন। 
- অবশ্যই স্যার এক্ষুনি তারা আপনার কাছে ক্ষমা চাইবে। 
- না না ক্ষমার কথা আসছে কেন?  আজও আমার কাছে টাকা নেই, তারা কাজ শুরু করুক। 
৫/ এক মৌলবী সাহেব সাধ্যমতো ধর্মকর্ম করতেন আর সময় পেলেই করতেন ওয়াজ। মৃত্যুর পর তিনি বেহেশতে ছোটখাটো একটা বালাখানা পেলেন। আর অল্প কিছু দাস দাসী। সেখানে তার সুখেই দিন কাটতে লাগল।
একদিন মর্নিং ওয়াক সেরে ফেরার পথে তিনি পাশের আলিশান বালাখানাটার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে , এ যে তাঁর দুনিয়ার প্রতিবেশী বাস ড্রাইভার। লোকটা মদ খেত, বউকে পেটাত, জুয়া খেলত। আর সেই কিনা বেহেশতে এমন বালাখানা হাঁকিয়ে বসেছে!
মৌলবী সাহেব একদিন ফেরেশতার দেকা পেয়ে রহস্যটা কী জানতে চাইলেন।
ফেরেশতা বলল, আপনার বালাখানা ছোট হবার কারন হল, আপনার ওয়াজ অধিকাংশ শ্রোতা মনে রাখে নি। দু’ একজন মাত্র আল্লাহর নাম 
মৌলবী সাহেব বললেন, তা ওই ড্রাইভার ব্যাটা কী করেছে, জানতে পারি কি!
ফেরেশতা বলল, সে যখন দু’ বোতল দেশী মদ টেনে বাস চালাত, তখন বাসের সকল যাত্রী তো বটেই, রাস্তার সব পথচারীও আল্লা! আল্লা! করত। তারই পুরস্কার ওই বিশাল বালাখানা। 
অনেক হিতাকাঙ্ক্ষী পোস্টটিকে  হিটাকাংখী ভাবতে পারেন, তাই শিরোনামে ১৮্+ দেয়নি। নিচের জোকটা মনে হয় সেরকম তাই ছোটদের জন্য আর নিচে না যাওয়ার নির্দেশনা রইল। 
৬/ বিদেশে পড়াশোনা করতে গিয়ে এক মেয়ে সেখানে এর ছেলেকে বিয়ে করে বসে। ছেলেটির আবার একটি পা ছিল না। 
মেয়েটি মাকে চিঠিতে জানালো- মা তুমি শুনে হয়তো দুঃখ পাবে তবুও বলছি- মাই হাসব্যান্ড হ্যাজ অনলি ওয়ান ফুট! 
উত্তরে মা লিখেছে- দুঃখ করিস না মা, তোর আব্বারটা মোটে পাঁচ ইঞ্ছি!!! 
 ৮২ টি
    	৮২ টি    	 +১২/-০
    	+১২/-০  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:০৬
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মিঃ আতিক।
২|  ১৮ ই মে, ২০১৭  রাত ১০:৫৩
১৮ ই মে, ২০১৭  রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ২ নম্বর টা বেশি  ভাল লাগলো । 
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:০৭
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।
৩|  ১৮ ই মে, ২০১৭  রাত ১১:৪৪
১৮ ই মে, ২০১৭  রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন: 
মোটামুটি নতুনই মনে হলো, ভালো
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:০৮
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী ।
৪|  ১৮ ই মে, ২০১৭  রাত ১১:৫৯
১৮ ই মে, ২০১৭  রাত ১১:৫৯
ধ্রুবক আলো বলেছেন: বেশ লাগলো কৌতুক, অনেক দিন পর আসলেই মজা পেলাম +++ 
সবগুলোই বালক ছিলো
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:১৫
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ধ্রুবক।
৫|  ১৯ শে মে, ২০১৭  রাত ১২:০০
১৯ শে মে, ২০১৭  রাত ১২:০০
ধ্রুবক আলো বলেছেন: বেশ লাগলো কৌতুক, অনেক দিন পর আসলেই মজা পেলাম +++ 
সবগুলোই ভালো ছিলো
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:১৬
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবারও ধন্যবাদ
৬|  ১৯ শে মে, ২০১৭  রাত ১২:১৯
১৯ শে মে, ২০১৭  রাত ১২:১৯
সুমন কর বলেছেন: ১, ৪ ভালো লাগল।
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:২৮
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
৭|  ১৯ শে মে, ২০১৭  রাত ১২:৫৫
১৯ শে মে, ২০১৭  রাত ১২:৫৫
নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহহা। বিনোদিত হতে কার না ভাল লাগে?  
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৩১
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নাগরিক কবি।
৮|  ১৯ শে মে, ২০১৭  রাত ১:৪১
১৯ শে মে, ২০১৭  রাত ১:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৬ নং টা দিয়ে আগের ৫ টার সৌন্দর্য নষ্ট করে দিয়েছেন। কালেকশান ভালো। হাসার মত...
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৩৩
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেটা নিয়ে আমিও চিন্তিত।
৯|  ১৯ শে মে, ২০১৭  রাত ২:২৪
১৯ শে মে, ২০১৭  রাত ২:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাসতে কঠিন অবস্থা। ঘুম হারিয়ে গেল মনে হচ্ছে ভাই। ভালোই হইলো কৌতুক গুলো পড়ে , প্রাণ খুলে হাসলাম ভাই
সবগুলিতে +++++
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৩৫
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমিও হাসছি ।
১০|  ১৯ শে মে, ২০১৭  ভোর ৪:২৪
১৯ শে মে, ২০১৭  ভোর ৪:২৪
উম্মে সায়মা বলেছেন: কৌতুকগুলো নতুন।মজা পেলাম  
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৪১
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ উম্মে সায়মা।
১১|  ১৯ শে মে, ২০১৭  সকাল ৭:৫৬
১৯ শে মে, ২০১৭  সকাল ৭:৫৬
কবীর বলেছেন: 
মোটামুটি সবগুলো ভাল লাগলো ।। মজা পেলাম   
   
 
ভালো থাকুন ।
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৪৭
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর।
১২|  ১৯ শে মে, ২০১৭  সকাল ১০:০৩
১৯ শে মে, ২০১৭  সকাল ১০:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মজার কৌতুক। 
ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন।
  ১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৫০
১৯ শে মে, ২০১৭  সকাল ১১:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই।
১৩|  ১৯ শে মে, ২০১৭  দুপুর ১২:০৬
১৯ শে মে, ২০১৭  দুপুর ১২:০৬
নাদিম আহসান তুহিন বলেছেন: আমিও অনেকদিন কৌতুক পড়িনা। আজ পড়লাম। পোস্টের জন্য ধন্যবাদ।
  ১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৪
১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ তুহিন।
১৪|  ১৯ শে মে, ২০১৭  দুপুর ১:২২
১৯ শে মে, ২০১৭  দুপুর ১:২২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: মজার কৌতুক  
  ১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৯
১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ফেরীওলা ভাই।
১৫|  ১৯ শে মে, ২০১৭  দুপুর ২:০০
১৯ শে মে, ২০১৭  দুপুর ২:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
 
  ১৯ শে মে, ২০১৭  রাত ৮:৪১
১৯ শে মে, ২০১৭  রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ---রঙ্গমেলায়।
১৬|  ১৯ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৬
১৯ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৬
জেন রসি বলেছেন: আপনার রম্য বা  কৌতুক মানেই বিশেষ কিছু। সবগুলোই মজার ছিল।  
 
শেষেরটা লা জবাব!   
  
  ১৯ শে মে, ২০১৭  রাত ৯:০৬
১৯ শে মে, ২০১৭  রাত ৯:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক বেশি ধন্যবাদ জেন।
১৭|  ১৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১১
১৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন সনেট লিখলাম, একটু দয়া করে দেখে দিবেন। কবিতাতে কবির মূল্যায়নই বড়। তাই জানালাম। যদি কিছু মনে না করেন। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না বলে এভাবে জানাতে হলো!
  ১৯ শে মে, ২০১৭  রাত ৯:০৯
১৯ শে মে, ২০১৭  রাত ৯:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পরীর চাকুরী লিখাটা কালই পড়লাম, সনেট ও পড়ে এসেছি। চমৎকার লিখেছেন।
১৮|  ১৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১৩
১৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কৌতুক পড়ে না হেসে পারলাম না। দারুন লিখেছেন।
  ১৯ শে মে, ২০১৭  রাত ৯:১২
১৯ শে মে, ২০১৭  রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
১৯|  ১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০৪
১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিঠর ভায়া লিঠন ভায়া
করলে তুমি কি
হাসতে হাসতে দেখো
কারো দাত পড়েছে কি??? 
 
+++++
  ১৯ শে মে, ২০১৭  রাত ৯:১৭
১৯ শে মে, ২০১৭  রাত ৯:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাতুরী দিয়ে বাড়ি দেয়নি,
দাঁত পড়বে না,
যদি পড়েও এর দায়
 লিখক নেবে না।
২০|  ১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০৯
১৯ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:০৯
হাতুড়ে লেখক বলেছেন: পড়েছিলাম সবগুলোই লিটন দা।
এখন ঘটনা হচ্ছে, 
আমি কিন্তু নিচে যাইনি  
  ১৯ শে মে, ২০১৭  রাত ৯:১৮
১৯ শে মে, ২০১৭  রাত ৯:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল কাজ করেছেন,  
২১|  ১৯ শে মে, ২০১৭  রাত ৮:৩৩
১৯ শে মে, ২০১৭  রাত ৮:৩৩
কানিজ রিনা বলেছেন: পাঁচ নং বেশী ভাল লাগল। ধন্যবাদ।
  ১৯ শে মে, ২০১৭  রাত ৯:১৯
১৯ শে মে, ২০১৭  রাত ৯:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আবার এত নিচে নামতে গেলেন কেন?  
২২|  ১৯ শে মে, ২০১৭  রাত ৯:৫২
১৯ শে মে, ২০১৭  রাত ৯:৫২
প্রামানিক বলেছেন: চমৎকার
  ২০ শে মে, ২০১৭  সকাল ১০:২৬
২০ শে মে, ২০১৭  সকাল ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রামানিক ভাই।
২৩|  ১৯ শে মে, ২০১৭  রাত ১১:৪৬
১৯ শে মে, ২০১৭  রাত ১১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: সব গুলোই পাশ তবে ২নংটা জিপিএ ৫!!
  ২০ শে মে, ২০১৭  সকাল ১০:৩৫
২০ শে মে, ২০১৭  সকাল ১০:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সচেতনহ্যাপী
২৪|  ২০ শে মে, ২০১৭  রাত ১২:০৬
২০ শে মে, ২০১৭  রাত ১২:০৬
ঢাকাবাসী বলেছেন: ভারী ভাল লাগল।
  ২০ শে মে, ২০১৭  সকাল ১০:৩৬
২০ শে মে, ২০১৭  সকাল ১০:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একাধিক ধন্যবাদ ঢাকাবাসী
২৫|  ২০ শে মে, ২০১৭  সকাল ৯:৩৪
২০ শে মে, ২০১৭  সকাল ৯:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে ব্লগে কৌতুক । খারাপ লাগল না। মাঝে মাঝে কৌতুক হলে মজা হয়। ধন্যবাদ ভাইয়া।
  ২০ শে মে, ২০১৭  সকাল ১০:৪২
২০ শে মে, ২০১৭  সকাল ১০:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার প্রিয় বিষয় ফান! তাই সুযোগ হলেই আপনাদের সাথে শেয়ার করি।
২৬|  ২০ শে মে, ২০১৭  দুপুর ১:১১
২০ শে মে, ২০১৭  দুপুর ১:১১
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।  
 
++++++
  ২১ শে মে, ২০১৭  দুপুর ১:২৭
২১ শে মে, ২০১৭  দুপুর ১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ পরী।
২৭|  ২১ শে মে, ২০১৭  দুপুর ১:২৪
২১ শে মে, ২০১৭  দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহহাাহাহাহাহা 
হাসি ছাড়া আর কিছু নাই
  ২১ শে মে, ২০১৭  দুপুর ১:২৯
২১ শে মে, ২০১৭  দুপুর ১:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বেশ হাসতে পারেন !!!
২৮|  ২১ শে মে, ২০১৭  বিকাল ৪:০৭
২১ শে মে, ২০১৭  বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা খুবই সত্য
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২২
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসির একটা ভয়েজ মেসেজ পাঠাইয়েন তো!!!!  
  
 
২৯|  ২১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৩
২১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৩
শায়মা বলেছেন: ৫/ এক মৌলবী সাহেব সাধ্যমতো ধর্মকর্ম করতেন আর সময় পেলেই করতেন ওয়াজ। মৃত্যুর পর তিনি বেহেশতে ছোটখাটো একটা বালাখানা পেলেন। আর অল্প কিছু দাস দাসী। সেখানে তার সুখেই দিন কাটতে লাগল।
একদিন মর্নিং ওয়াক সেরে ফেরার পথে তিনি পাশের আলিশান বালাখানাটার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে , এ যে তাঁর দুনিয়ার প্রতিবেশী বাস ড্রাইভার। লোকটা মদ খেত, বউকে পেটাত, জুয়া খেলত। আর সেই কিনা বেহেশতে এমন বালাখানা হাঁকিয়ে বসেছে!
মৌলবী সাহেব একদিন ফেরেশতার দেকা পেয়ে রহস্যটা কী জানতে চাইলেন।
ফেরেশতা বলল, আপনার বালাখানা ছোট হবার কারন হল, আপনার ওয়াজ অধিকাংশ শ্রোতা মনে রাখে নি। দু’ একজন মাত্র আল্লাহর নাম 
মৌলবী সাহেব বললেন, তা ওই ড্রাইভার ব্যাটা কী করেছে, জানতে পারি কি!
ফেরেশতা বলল, সে যখন দু’ বোতল দেশী মদ টেনে বাস চালাত, তখন বাসের সকল যাত্রী তো বটেই, রাস্তার সব পথচারীও আল্লা! আল্লা! করত। তারই পুরস্কার ওই বিশাল বালাখানা।  
হাসতে হাসতে মরে গেছি ভাইয়া!  
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২৪
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্যিস মরার আগে কমেন্টটা রেখে গেছো শায়মা!!   
 
৩০|  ২৪ শে মে, ২০১৭  রাত ৮:০৮
২৪ শে মে, ২০১৭  রাত ৮:০৮
তারছেড়া লিমন বলেছেন:  
   
   
   
   
  
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২৭
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ তার ভাই।
৩১|  ২৪ শে মে, ২০১৭  রাত ৮:৩১
২৪ শে মে, ২০১৭  রাত ৮:৩১
গেম চেঞ্জার বলেছেন: শেষেরটায়  (যদিও অনেক আগে জানা ছিল।)
 (যদিও অনেক আগে জানা ছিল।)
মহরমের ঐটায়   
    
    
   
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৯
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ , অনেক ধন্যবাদ গেম ভাই।
৩২|  ২৫ শে মে, ২০১৭  রাত ১১:০৮
২৫ শে মে, ২০১৭  রাত ১১:০৮
কল্লোল পথিক বলেছেন: 
২নাম্বার ও ৪নাম্বার টা বেশী ভালো লেগেছে।
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪০
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে আনন্দিত! ধন্যবাদ কল্লোল পথিক।
৩৩|  ২৯ শে মে, ২০১৭  রাত ১:৩০
২৯ শে মে, ২০১৭  রাত ১:৩০
বেনামি মানুষ বলেছেন: উপস্থাপনায় নতুনত্বের কারণে জানা কৌতুকগুলোও বেশ মজা দিয়েছে!
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৫
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম এলেন, স্বাগতম এন মন্তব্যের জন্য ধন্যবাদ বেনামি।
৩৪|  ২৯ শে মে, ২০১৭  ভোর ৪:৩৫
২৯ শে মে, ২০১৭  ভোর ৪:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৫
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সামিউল।
৩৫|  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২৭
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন পোস্ট দেন।
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৭
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''মগজে কারফিউ" কবি !!!
৩৬|  ৩১ শে মে, ২০১৭  রাত ৯:০৮
৩১ শে মে, ২০১৭  রাত ৯:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্লগে রস কষের বড় ই অভাব। আপনার মাধ্যমে একটু বিনোদিত হলাম।
  ০২ রা জুন, ২০১৭  বিকাল ৪:৫০
০২ রা জুন, ২০১৭  বিকাল ৪:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কলিমুদ্দি দফাদার ।
৩৭|  ০১ লা জুন, ২০১৭  রাত ৮:২৪
০১ লা জুন, ২০১৭  রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: নতুন কৌতুক কোথায়? 
  ০২ রা জুন, ২০১৭  বিকাল ৪:৫৪
০২ রা জুন, ২০১৭  বিকাল ৪:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন কৌতুকও আছে সেলিম ভাই। 
বাজেটে যে সব পণ্যের দাম কমেছে পত্রিকাগুলি তার একটা তালিকা দিয়েছে । 
দাম কমা কিছু পণ্য যেমন- কলা,চালের কুঁড়া, খেজুর,ডুমুর,আনারস,পেয়ারা,আম,গাব,লেবু,তরমুজ,ধনিয়া,সামুদ্রিক আগাছা, সামুদ্রিক শৈবাল,শিম,আখ,জীবন্ত ঘোড়া,গাধা,খচ্চর,ঘোটক,শামুক,পাখির ডিম,মধু,বাঁধা কপি, ফুল কপি,গাজর,শালগম,নারিকেল। 
(সুত্র-বাংলাদেশ প্রতিদিন) দেখে শুধু হাসতেই আছি   
 
৩৮|  ১১ ই জুন, ২০১৭  রাত ১১:৩৫
১১ ই জুন, ২০১৭  রাত ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: প্রথম তিনটে ভাল লেগেছে।
  ১৩ ই জুন, ২০১৭  রাত ৯:০৪
১৩ ই জুন, ২০১৭  রাত ৯:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
৩৯|  ১১ ই জুন, ২০১৭  রাত ১১:৫২
১১ ই জুন, ২০১৭  রাত ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন:  
   
  
ধন্যবাদ শেয়ারের জন্য !
  ১৯ শে জুন, ২০১৭  রাত ৯:১২
১৯ শে জুন, ২০১৭  রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মনিরাপু।
৪০|  ১৯ শে জুন, ২০১৭  দুপুর ২:৩০
১৯ শে জুন, ২০১৭  দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাসতেই আছি ----- হাসতেই আছি
  ১৯ শে জুন, ২০১৭  রাত ৯:১২
১৯ শে জুন, ২০১৭  রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:  
  
৪১|  ২৪ শে জুন, ২০১৭  রাত ১০:১১
২৪ শে জুন, ২০১৭  রাত ১০:১১
বর্ষন হোমস বলেছেন: 
হাঃহাঃহাঃ
বেশ মজার ছিল। সুন্দর পোষ্ট।ধন্যবাদ।
  ০১ লা জুলাই, ২০১৭  রাত ৮:০৩
০১ লা জুলাই, ২০১৭  রাত ৮:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ বর্ষন হোমস ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৭  রাত ১০:৫৩
১৮ ই মে, ২০১৭  রাত ১০:৫৩
মিঃ আতিক বলেছেন: মজা পেলাম