নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

হেয়ার স্টাইল- \'পকেটমার কাটিং\' (রম্য) =p~ =p~

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮




প্রথমে একটা কুইজ।
এক শহরে মাত্র দুই জন নাপিত। আপনার চুল কাটানোর প্রয়োজন। আপনি দেখে নিতে চাইলেন কে ভাল চুল কাটে। প্রথমে গেলেন শহরের পুর্ব পাশের সেলুনে। দেখলেন দোকানটি বেশ নোংরা, এদিক সেদিক স্তুপ স্তুপ চুল পড়ে আছে। নাপিত বেটার চুলের স্টাইলও বেশ জঘন্য।

এবার গেলেন পশ্চিমের সেলুনে; সেখানে গিয়ে দেখলেন দোকানটি বেশ পরিচ্ছন্ন। নাপিতের মাথার দিকে তাকিয়ে দেখলেন তার চুলের কাটও চমৎকার!
প্রশ্ন হচ্ছে আপনি কোন সেলুনে চুল কাটাবেন?

আপনি উত্তরটি ভাবতে থাকুন এই ফাঁকে আমি করে যাই ঈদের আগে নিজের চুল কাটানোর এক নিরস বয়ান।
‘নাপিত ছোঁড়া, কবিরাজ বুড়া’ বলে একটা প্রবাদ প্রচলিত আছে। অর্থাৎ নাপিত কম বয়সি হলে ভাল, কবিরাজ বেশি বয়সি হলে ভাল।

অপ্রাসঙ্গিক হলেও কবিরাজ বিষয়ে আরেকটি উর্দু প্রবাদ মনে এলো-‘ নিম হাকিম খাতরায়ে জান,নিম মোল্লা খাতরায়ে ঈমান।‘ কম জানা কবিরাজ জানের জন্য হুমকি,কম জানা মোল্লা ঈমানের জন্য হুমকি।‘ তবে কম জানা নাপিত কিসের জন্য হুমকি এবিষয়ে প্রবাদে কিছু বলা নাই। বলা নাই বলে আফসোসেরও কিছু নাই। বলা নাই বলা হবে। আমিই নাহয় বলছি।

প্রবাদে অনেক ভাল ভাল কথা বলা আছে তবে সে সব আমরা সব সময় মানি না। আমিও ‘নাপিত কম বয়সি হলে ভাল’ এই প্রবাদ না মেনে বেশি বয়সি রমনীর কাছে চুল কাটাই। রমনী শুনে কেউ আবার ভেবে বসতে পারেন আমি বোধ হয় পার্লারের কোন ষোড়শীর কাছে চুল কাটাই। তাদের জ্ঞাতার্থে- এই রমনী সেই রমনী নয়,এ হচ্ছে রমনী মোহন শীল।

সকালে তার দোকানে গিয়ে দেখি অনেক লোক ওয়েটিংএ। রমনী আমার দিকে পত্রিকা বাড়িয়ে দিয়ে তেলতেলে এক হাসি দিল, বলল – বিশ মিনিট অপেক্ষা করেন। বিশ মিনিট পেরিয়ে যখন এক ঘন্টা পেরুলো তখন বাধলো এক বিপত্তি। চুল কাটা, শেভ শেষ হওয়ার পর ওপারেশন চেয়ারে বসা এক কাস্টমার দুই হাত উপরে তুলে উঁ উঁ করছে। আমি ভাবলাম বেটার কাছে মনে হয় টাকা নাই তাই স্যারেন্ডার করছে।

রমনীর রাডারে কিন্তু সংকেতটি ঠিক মতই হিট করেছে, সে বলল- ঈদের সিজনে এসব কামাই না।
কি কামায় না দেখার জন্য আমি উঁকি দিলাম! দেখলাম বেটার বগল তলে ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা’ অবস্থা!! অনায়াসে ছনের চালের গোয়াল ঘরের এক চাল হয়ে যাওয়ার কথা! চুদুর পুতের মনে হয় বছরে একবার মানে রমজান ঈদের আগেই ওগুলা কাটার কথা মনে হয়। যাক নাজুক তবীয়তের পাঠকের ঘেন্না লাগতে পারে তাই সেদিকে আর গেলাম না।

‘হালার পুত কেন কাটবিনা বলে স্যারেন্ডারকারির তেলেবেগুনে জ্বলে উঠা, বাদানুবাদ, হাতা হাতিতে আরো ২০ মিনিট কেটে গেল। রমনীর পাশের চেয়ারের কম বয়সি ছোড়াটার (নাপিত) চেয়ার খালি হলেই আমাকে ডাকছিল। দাদা আসেন দাদা আসেন। যেন তার কাছে চুল কাটতে আমি মুখিয়ে আছি।

এই বেটার কাছে আমি এখন আর ভুলেও চুলকাটা বা শেভ করিনা। কিছুদিন আগে বেটার চেয়ারে শেভ করতে বসেছি। সে হাত ভিজিয়ে আমার নাকের নিচের অংশে পানি লাগাতে গিয়ে অসতর্কতায় তার একটা আঙ্গুল আমার মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছে।
পরে খেয়াল করে দেখি তার ওই আঙ্গুল থেকে সদ্য ব্যান্ডেজ খোলা হয়েছে, এখনো ঘা শুকায় নি। ওয়াক!! এখন বেটাকে দেখলেই আমার গা রি রি করে উঠে। সুতরাং তার ডাকে সাড়া দেয়ার প্রশ্নই আসেনা। আমি অপেক্ষা করছি রমনীর জন্য। মোট ঘন্টা দুয়েক পরে অপেক্ষার অবসান হয়। আমার ডাক আসে।

মাথার সামনের কিছু চুল কাটার পরেই দরজায় দাঁড়িয়ে কে যেন হুঙ্কার দিল- ‘রমইন্না, তুই বলে সেয়ানা হইছস?’ তাকিয়ে দেখি – রুদ্রমুর্তিটি এলাকার ত্রাস কিরিচ মিলন।
ভয়ে কুঁকড়ানো রমনী শুধু দাদা দাদা করে গেল।

-তুই না সকালে বাসায় গিয়ে আমার পোলার চুল কাটার কথা?
-দাদা এক্ষুনি যাচ্ছি বলেই সে ক্ষুর কাঁচি গোছাতে লাগলো।
- যাচ্ছি বলে দাঁড়িয়ে আছিস কেন বলেই লাথি দিতে উদ্যত হল এমন সময় কিরিচের নজর পড়লো পাশের চেয়ারে কাস্টমারের উপর।

অনেক দিন পর তোরে বাগে পাইছি বলেই সে ঝাঁপিয়ে পড়লো তার উপর। ধস্তাধস্তি, কাস্টমারদের হুড়োহুড়িতে শিকার ফসকে গেল। মুহূর্তে সেলুন ফাঁকা। রমনীও দিল দৌড়। যাওয়ার আমাকে আঙ্গুল চোষানো ছেলেটাকে বলে গেল- বিশু তুই দাদার চুলগুলি কেটে দে।

এতক্ষণ রণক্ষেত্রের মধ্যেও সাহস করে বসে ছিলাম। এই ক্ষণে বিশুর আঙ্গুলের দিকে তাকিয়ে খিঁচে দৌড় দিতে চাইলাম। কিন্তু পারলাম না। কারন আয়নায় তাকিয়ে দেখি চেয়ারে আমি বসে নেই। সেখানে বসে আছে সদ্য ধৃত এক পকেটমার, উত্তেজিত জনতা যার চুল গুলি এবড়োথেবড়ো করে কেটে দিয়েছে।

মন্তব্য ৭৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: হা হা হা হা আহারে ভাইয়া!


ঈদের সাজের এই করুন দশা!!!!!

আমি হলে আত্মহত্যা করতাম! :P

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্যিস!! তোমাদের সেলুনে যেতে হয়না।

২| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন: সেদিন বিউটি পারলারে এক মেয়ে বলে তার চুল ঠিকঠাক রিবন্ডিং হয়নি সে টাকা ফেরৎ চায়! বিউটি পারলার তো দেবেই না। শেষে সে তার ইয়া ষন্ডা গন্ডা বয়ফ্রেন্ড নিয়ে হাজির!!!!! বাইরে আরও কয়েকটা ছিলো........তোমার কিরিচআলির মত! শেষে মেয়েরা সব ভয় পেয়ে গেলো! আমি তো পারলে চেয়ারের তলায় ঢুকে যাই আর একটু হলে।

শেষে বিউটি পারলারের মালিক আমাদের ভয় দেখে টাকা ফেরৎ দিয়ে ঐটাকে বিদায় করে দিলো! আমাদের চিল্লাচিল্লি( বিশেষ করে আমি সাহসী নারীর:) ) ভয় না থাকলে সেও দেখে নিত বুঝাই যাচ্ছিলো!

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা আমাদের এলাকায় পার্লারের কারনে এক মেয়ের বিয়েই ভেঙ্গে যাচ্ছিল। বউ সাজানোর পর বউর চেহারা পুরাই উপজাতী। ছেলে পক্ষ কয় আমাদের অন্য মাইয়া গছাই দিতেছে। :):)

৩| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আমিও বেঁচে গেছি ভায়া...

সেলুনের পথ ভূলেছি অর্ধযুগতো হবেই....

ছেড়েছি চুলেরে-তার আপনার হালে!
যেতে পারে কতদূর.. কতকালে
চুল তার কবেকার অন্ধকারের হালে ;) :P

রম্যে মজা পাইলাম, মগর কুইজের উত্তর দেন নাইক্যা :-B

+++

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কবি মানুষ সেলুনের পথ ভুললেও আসুবিধা নাই, আমরাতো আর কবি নই।
দেখি কুইজের উত্তর কেউ দেয় কিনা ।

৪| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: হাহাহা..........রম্য পড়ে মজা পেলাম।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

৫| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব মজার কাহিনী পড়লাম, শেষের ঘটনাটায় একটু বিস্মিত হলেও হাসি থামতেই চাইছে না।

রমণী'রা যে কবে সম্মানিত হবে!!!

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর

৬| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৩ ০
লেখক বলেছেন: হাহাহাহাহা আমাদের এলাকায় পার্লারের কারনে এক মেয়ের বিয়েই ভেঙ্গে যাচ্ছিল। বউ সাজানোর পর বউর চেহারা পুরাই উপজাতী। ছেলে পক্ষ কয় আমাদের অন্য মাই গছাই দিতেছে। :):)

আমিও অনেকবার উপজাতী হয়ে গেছি! :(

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও অনেকবার উপজাতী হয়ে গেছি! :( হাহাহাহাহাহা
কুইজটার বিষয়ে কিছু বললে না শায়মা?

৭| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


জয়নাল হাজারীর প্রভাব রয়ে গেছে?

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন আরো বড় হাজারীর আমল চলছে গাজী ভাই ।

৮| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: হ হা হা ... ভাই। ঈদের নাপিতরা ভালোই টাকা ইনকাম করে এবং ডাক্তারের কাছে যেমন সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে , তেমন ঈদের সময় ওদের কাছেও সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে !!! আপনার এ গল্প পড়ে মজা পেলাম ...। =p~

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজা পেয়েছেন জেনে আনন্দিত। অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

৯| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩২

গেম চেঞ্জার বলেছেন: রম্যখরার মাঝখানে এই পোস্টটা ঠাটফাটা রোদ্রে এক পশলা বৃষ্টির ন্যায়! :)

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে আনন্দিত। ধন্যবাদ গেম ভাই।

১০| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

গেম চেঞ্জার বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হওয়ার ইমো হইবে!!

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :):):):)

১১| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

বাকোশপোলের কালাম বলেছেন: গিয়াস ভাই আমি এই লেখাটা আপনার নাম উল্লখ করে যদি আমি আমার ফেসবুকে গ্রুপে দেই তাহলে কি অনুমতি দিবেন? ও আর ধাঁধাঁটার উত্তর হল আমি প্রথম নাপতের কাছে যাব, কেন সেটা আর বল্লাম না।

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুমতি দিলাম =p~ =p~

১২| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৪০

নয়ন বিন বাহার বলেছেন: হুম! প্রথম সেলুনইতো যাব।
রম্যে রমন হল ভালই। :-B :-B :-B

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক উত্তর, ধন্যবাদ নয়ন।

১৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসতে হাসতে ঘুম ভাইঙ্গা গেছে। আমি ঘুমাচ্ছিলাম। স্বপ্নের মধ্যে পড়তেছিলাম আর কী!

তবে বগল কাহিনি আর আঙুল মুখানির জায়গায় সত্যি গা গিন গিন করে উঠছিল।

চমৎকার লাগলো।



ধাঁধা। সবাই তো পরিষ্কার নাপিতের কাছেই চুল কাটতে যাবে। এই ধাঁধার রহস্য কী? যার মাথার কাটিং ভালো তার চুল কেটেছে নোংরা নাপিতটা, আর বাকিটা বুঝে নেন। তবে এ অবস্থায় নাপিতের চেয়ে রমণীর কাছে যাওয়াই ভালো (স্ত্রী) :)

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আপনার ঘুম ভাঙ্গিয়ে দিলাম! :) :)
গিন গিনের বিষয়ে গিন্নিরও দৌড়ানী খাইছি। কয় কোন দিন হাগা মুতা নিয়া লিখা শুরু করবা আল্লা জানে!! :)
ধাঁধাঁর উত্তরে গিয়েতো আরেকটা ধাঁধাঁ বানাই ফেলছেন ভাই =p~ =p~

১৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: হাসছি মন্তব্য করতে করতে।। প্রবাসে থাকায় বড্ড বেচে গেছি।।
আর কুইজের ব্যাপারে ১৪নং মন্তব্যে লাইক দিয়েছি।।

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রবাসে কি চুল কাটা লাগে না? =p~ =p~
আমিও লাইক দিয়েছি ।

১৫| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৫:৪৯

উম্মে সায়মা বলেছেন: হাহাাহ। পকেটমার =p~ =p~

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সায়মা আমাকে কিছু বল্লা???? =p~ =p~

১৬| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ঈদ পরবর্তী রম্য পোষ্টি বেশ সুখপাঠ্য ।
সেলুনে আমি যাইনা , বাপ বেটা মিলে নীজেরাই ঘরে বসে্ই র্কমটা করি !!
পয়সা সময় দুটোই বাঁচে , হা হা হা !!

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পয়সা , সময়তো বাঁচেই ; কারো আঙ্গুলও চুষতে হয়না =p~ =p~

১৭| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:৩৮

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........... আমি নাই আপনার পোস্ট পড়ে।

আহারে নিজেই একটা হেয়ার কাটার কিনে চালান... চুল কাটার জন্য জীবন কাটার দরকার নাই।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........... আমি নাই আপনার পোস্ট পড়ে।
তাইলে মন্তব্য করলো কে???? :)

১৮| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:২৩

নীলপরি বলেছেন: দারুন রম্য । :)

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নীলপরি

১৯| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

ওমেরা বলেছেন: ধাঁধার জবাবটা দিতে চেয়েছিলাম কিন্ত অনেকেই বলেদিয়েছে তাই আর কিছু বল্লাম না ।

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার মানে আপনি সঠিক উত্তরটা ভেবেছিলেন!
ধন্যবাদ জানবেন ওমেরা।

২০| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:০২

জুন বলেছেন: বেচারা এই নাপিতদের নিয়ে যে কত রম্য লেখা হয়েছে এটা জানলে নাপিতরা এক যোগে সুইসাইড করতো গিয়াসউদ্দিন লিটন /:)
আপনার মজার রম্য তেমনি মজার =p~
+

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাপিতদের নিয়ে আমার নিজেরই আরেকটা রম্য পোস্ট আছে জুন আপু!!!!
মজার মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

২১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


গিউলি ভাই, রম্যটা বেশ জমজমাট! :D :D

+

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রডা। :D :D

২২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন রম্য

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বড় মাপের একজন কবির ভাল লাগায় অনুপ্রাণিত ।

২৩| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




তা হলে আপনার মাথায় জঙ্গলটা কিসের ? উইগের ? :|| আর পকেট কাটার কাজকামও জানা আছে ? B-))
এখন তো আপনি নিজেই চুল ও পকেট কাটার দু'দুটো আলাদা বিজনেস ভেঞ্চারে নেমে যেতে পারেন । অভিজ্ঞতা বলে কথা !!!!! পুঁজি ছাড়া ব্যবসা । :-<

=p~ =p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আবার পকেট কাটলাম কখন ? তবে আপনার মত সঙ্গী পেলে যে কোন বিজনেসে আমি নামতে পারি জি এস ভাই। =p~ =p~

২৪| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব মজার হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১৭

ধ্রুবক আলো বলেছেন: হা হা হা খুব মজার ছিলো, এরকম পরিস্থিতি হলে ঈদ এক সপ্তাহ পরে করতে হবে B-)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ধ্রুবক আলো

২৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১৭

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন ভাই...

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

২৭| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার বর্তমান ছবি দেখতে খুব ইচ্ছে করছে যে!!! ব্লগে আপলোড করুন না, প্লিজ!!! :)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চুলের ঘনত্ব কমেছে এই যা । কল্পনায় দেখুন সত্যপথিক শাইয়্যান । =p~ =p~

২৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


ছাগলনাইয়ার লোকজন ফেনীতে যেতে চাহে না ভয়ে, শুনলাম।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি এইসব জায়গা চিনেন কেমনে গাজী ভাই।

২৯| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

প্রাইমারি স্কুল বলেছেন: হা হা হা হা -........কিন্তু আপনার মাথার চুল তো ভালোই দেখা যাচ্ছে ।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা অনেক আগের ছবি :D

৩০| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪

মিঃ আতিক বলেছেন: কিরিস মিলনের উপস্থিতি ও ডায়লগ গুলো ভয়ানক ছিল।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা অনেক ধন্যবাদ মিঃ আতিক ।

৩১| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: চুল ফেলে আই মিন টাকলু হয়ে গেলে এসব বিড়ম্বনা কমতে পারে । ১৭ কোটি মানুষের দেশ সেলুন বলুন আর গাড়ীই বলুন ইদের আগে ভীড় থাকবেই ।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই।

৩২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১১

আখেনাটেন বলেছেন: এতদিন আপনার এই ক্লাসিক চোখে পড়ে নাই ক্যান? মাফ চাই। :P

হাসতে হাসতে পেটের ছ্যাড়াব্যাড়া অবস্থা।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন আখেনাটেন ।

৩৩| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫০

মোশাররফ হোসেন সৈকত বলেছেন: হে হে হে হি হি হি হা হা হা

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোশাররফ হোসেন সৈকত।

৩৪| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: দারুন রম্য পোস্ট, মজা পেলাম।
পরে আবার আসছি।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব।

৩৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: বুড়ো নাপিতের নামটা দারুণ!
আমি সাধারণতঃ রোযা আসার আগেই এ কাজটা করে ফেলি, আবার ঈদের পরে। মাঝখানে আর সেলুনমুখো হই না এসব ঝামেলার কারণে।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাথার উপর টাক বেটা আগ্রাসী রাজ্য বিস্তার নীতি চালিয়ে যাচ্ছে । তার পরও মাসে একবার সেলুনমুখো হতে হয়। আপনার বুদ্ধিটি চমৎকার, ঠিক করেছি আমিও কাজটা ১৫ রমজানের ভিতর সেরে ফেলবো ।

৩৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা, হা, হা

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.