নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
আগেকার দিনে কার্ড দিয়ে বিয়ের নিমন্ত্রন দেয়া হতো। (এখনো হয়) নিচে বিশেষ দ্রষ্টব্যে লিখা থাকতো -'পত্র দ্বারা নিমন্ত্রন ত্রুটি মার্জনিয়।' কার্ড দাতার মনে প্রচ্ছন্ন একটা আশা থাকতো প্রতি কার্ডে উপহার আসবে। অনেক লোভী মানুষ উপহার দেয়ার কথা কার্ডে ইংগিতে জানিয়েও দিতেন। সেসব কার্ডে লিখা থাকতো -''শুধু উপহার নয়, দোয়াও কাম্য ।'' মানে আপনি উপহারতো দিবেন এব্যাপারে আমি নিশ্চিত, সাথে দোয়াও কইরেন। এটা লিখা ছাড়াও যাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ দেয়া হত তার খালি হাতে বিয়ে বাড়িতে যাওয়া ছিল সামাজিকতার পরিপন্থি। তাই মানুষ বিয়েতে সাধ্যমত উপহার দিত।
অন্য অঞ্চলের কথা জানিনা আমাদের অঞ্চলে উপহার সামগ্রীর ভিতর পিতল,এলুমুনিয়ামের কলসি,হারিকেন, শাড়ী, ব্লাউজ পিচ , বই, কলম (হিরো, উইংচং, ইয়থ, পার্কার) ঘড়ি, গোল্ডের আংটি ইত্যাদির প্রচলন ছিল। বেশি দেয়া হত বই। সেকালে বইএর দ্বিতীয় পেজে উপহার শিরোনামে একটা পাতা থাকতো । এতে লিখা থাকতো -----এর বিয়েতে প্রীতির নিদর্শন সরূপ 'কাগজের নৌকা' (বা অন্য কোন নাম) বই খানি অর্পণ করিলাম ।'' ইতি---
বইয়ের ভিতর বেশির ভাগ ছিল ইসলামী বই। মুকসুদুল মোমিনিন নামক বইটি কোন কোন বিয়েতে ৪/৫ কপিও পড়তো। আরো থাকতো শরত, রবীন্দ্রনাথ, নিহার রঞ্জন গুপ্ত ও রোমেনা আফাজের বই। এ যুগের মানুষ নিহার রঞ্জন, রোমেনা আফাজকে চিনে না। বোম্বে, কলিকাতা ও বাংলাদেশে নিহার রঞ্জনের উপন্যাস নিয়ে ৫৫ টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। আর রোমেনা আফাজের উপন্যাস নিয়ে তৈরি হয়েছে ১৫ টির মত জনপ্রিয় চলচ্চিত্র।
যাক বলছিলাম বিয়ের উপহার বই নিয়ে-
সত্য মিথ্যা জানিনা বা কোন রেওয়ায়েতও দিতে পারবোনা । অনেকের মুখে শুনেছি , বই চুরিতে নাকি গুনাহ নাই । এই ফতুয়ার উপর আমি নিজেও অনেক আমল করেছি । আগেই বলেছি, আগেকার দিনে বিয়েতে প্রচুর বই উপহার দেয়া হ । আমি তক্কে তক্কে থাকতাম এই বইগুলি কিভাবে 'বেগুনাহ' কম্মের মাধ্যমে নিজের করে নেয়া যায় । এক বিয়ে বাড়ি থেকে ''স্বামী স্ত্রির গোপন মিলন '' নামের একটি বই নিজের করে নিলাম । দুই তিন পাতা পড়ে কান লাল হয়ে গেল । নাহ , এই মারফতি লাইনের জ্ঞান সাধনা প্রকাশ্যে করা যাবেনা , আমাকে নিভৃতচারী হয়ে যেতে হবে, হতে হবে গৌতম বুদ্ধ ।
কাছারি ঘরে নির্জনে পাঠ্য বইএর আড়ালে রেখে বইটি পড়ার চেষ্টা করছি । পাশের রুম থেকে বয়সে আমার একটু বড় লজিং হুজুর এসে দুইবার আমাকে রেকি করে গেল । ভাগ্যিস হুজুর দেখেনি , আমি বইটি লুকিয়ে ফেলি । মনে মনে মহা বিরক্ত ! নিরবে যে একটু জ্ঞান সাধনা করবো ,শালার বেটাদের জন্য সে সুযোগও নেই ।
তৃতীয় বার হুজুর এসে মিচকা একটা হাসি দিয়ে বলল ,’’ পড়ে একটু দিয়েন লিটন ভাই ।‘’
'কিসের বই? আমিতো পাঠ্য বই পড়ছি' বলে আমি আকাশ থেকে পড়ার চেষ্টা করলাম।
হুজুর দেখি আরো এক কাঠি সরেস!! কয়- আমি নিজে দেখলাম, আপনি রসময় গুপ্ত পড়ছেন!!!!
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসেন কেন মিঃ মানিজার ?
২| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭
আখেনাটেন বলেছেন: লুকিয়ে বই পড়ার মজাই অালাদা। ছোটকালে এজন্য ডজনখানেকবার মার খেয়েছি।
মজা পেলুম পড়ে।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রায় সকল সর্বভুক পাঠকেরই ছোট বেলায় টুকটাক মাইরধরের ভিতর দিয়ে যেতে হয়েছে। ধন্যবাদ আখেনাটেন।
৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
হুজুরেরা সাধারণ তরুণ, সাধারণ যুবক।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্য বলেছেন গাজী ভাই।
৪| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮
বিষাদ সময় বলেছেন: ব্যপক মজা পাইলাম..........
কিন্তু ভাই "নিবৃতে জ্ঞান সাধন", না "নিভৃতে জ্ঞান সাধন" ?
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুলটি নজরে আনায় আপনাকে ধন্যবাদ বিষাদ সময়। (সংশোধন করা হয়েছে)
৫| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ।
৬| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মজার বাট লৌকিকতা ছিল।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
৭| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
শিরোনামে হয়তো আপনি "নিভৃতে" শব্দটা ব্যবহার করতে চেয়েছিেলন?
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জি গাজী ভাই, সংশোধন করেছি।
৮| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
নিভৃতে করেন আর হাটে বসেই করেন, জ্ঞান সাধনা পাকা হয়না জ্ঞানের প্রয়োগ হাতে নাতে না করলে
সাধনা লব্ধ জ্ঞান প্রয়োগ না করতে পারলে জীবনটাই ষোলআনা মিছা ...............
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সব লাইনের জ্ঞান সাধনাই তখন নিষিদ্ধ ছিল, প্রাক্ট্রিক্যাল তো অনেক দূর !!!
৯| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: তখন অল্প পড়ে প্রস্থান করিয়া ছিলাম। জ্ঞান আর জ্ঞান, এখন জ্ঞানের যত কথা আছে শুনলে হয়ে যাই অজ্ঞান।
ভালো লিখেছেন ....
ধন্যবাদ লিটন ভাই ।
ভালো থাকুন সবসময়.....
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ আর শুভ কামনা জানবেন শাহরিয়ার কবীর ।
১০| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫০
চিটাগং এক্সপ্রেস বলেছেন: নিভৃতে জ্ঞান সাধন করুন সমস্যা নেই। কিন্তু সেই জ্ঞান সবার মাঝে বিলিয়ে দিন।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্ঞান বিলানোর লোক পাচ্ছিনা, সবাই দেখি পিএইচডি করে বসে আছে )
১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১২:০২
নয়ন বিন বাহার বলেছেন: আমি তক্কে তক্কে থাকতাম এই বইগুলি কিভাবে 'বেগুনাহ' কম্মের মাধ্যমে নিজের করে নেয়া যায় ।
হা.হা..হা......
কি কথা মনে করিয়ে দিলেন লিটন ভাই।
জীবনে এ্ই বেগুনাহ কম্ম যে কত বার করেছি তার ইয়ত্তা নেই। তবে আমি একটা এথিক মেনে চলতাম। আগে চাইতাম। না দিলে পরে ব্যবস্থা নিতাম আরকি।
লুকিয়ে বই পড়ার মজাই ছিল আলাদা। কত বার মার খেয়েছি বাবার হাতে। তবুও...............
মনে পড়ে সেই সব দিনের কথা।
আপনাকে ধন্যবাদ।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে আমি একটা এথিক মেনে চলতাম। আগে চাইতাম। না দিলে পরে ব্যবস্থা নিতাম আরকি। এই রথিকটা অনেক সময় বিপদজনক ছিল। আরে মিয়া 'রসময়' টাইফের বইগুলি তো আর মুরুব্বিদের কাছে চাওয়া যেত না। সেগুলির বেলায় ডাইরেক্ট একশান চুরি।
১২| ২৫ শে জুলাই, ২০১৭ ভোর ৪:২২
সোহানী বলেছেন: হাহাহাহাহা....
বিয়েতে বই গিফ্ট.... কোন প্রজন্মের কথা ভাইজান...........................
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশির দশকের কথা বলছি সোহানী। একটা বইএর দাম ছিল আড়াই থেকে তিন টাকা। ব্লাউজ পিছ ৫ টাকা, হারিকেন ২৫ টাকা, গোল্ডের রিং ২০০ টাকা, হাহাহাহা
১৩| ২৫ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৭
কাউয়ার জাত বলেছেন: চুরি তো চুরিই। হোক তা বই বা অন্যকিছু।
তবে আমার মনে হয় মাজারের টাকা চুরি করলে পাপ না হইলেও হইতে পারে।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ও কম্মও বাদ রাখিনি কাউয়া ভাই। একবার যাত্রা দেখে ফিরছি, রাত সাড়ে তিনটা। সামনে মাজার। কাঠের বাক্স ভেঙ্গে ২২ টাকা পাইছিলাম । পরের দিন দুই বন্ধুতে মাংশ পরটা।
১৪| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা
বই চুরিতে নাকি গুনাহ নাই । এই ফতুয়ার উপর আমি নিজেও অনেক আমল করেছি । দারুণ মজার কথা
অনেক ভালো লাগলো।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে বরাবরই অনুপ্রাণিত বোধ করি।
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়।
১৫| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
নাহ , এই মারফতি লাইনের জ্ঞান সাধনা প্রকাশ্যে করা যাবেনা , আমাকে নিভৃতচারী হয়ে যেতে হবে, হতে হবে গৌতম বুদ্ধ ।
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিজ্ঞতার সাথে মিলে গেছে নাকি ভৃগু ভাই
১৬| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে খুব হাসলাম ভাইয়া।
আর হুজুর বলে কি সে রসময় সাহেবের বই পড়তে পারবেনা।
ধন্যবাদ ভাইয়া।
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোস্তফা সোহেল ভাই, পরে দেখছি হুজুরের কাছে 'ওসবের" বিশাল স্টক ছিল ।
১৭| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮
প্রামানিক বলেছেন: হা হা হা অবশেষে হুজুরের কাছে ধরা খেলেন।
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর প্রামানিক ভাইকে দেখে বেশ ভাল লাগছে। আশা করি সুস্থ আছেন।
১৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিসের বই? আমিতো পাঠ্য বই পড়ছি' বলে আমি আকাশ থেকে পড়ার ভান করলাম।
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৯| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫
রাতু০১ বলেছেন: মারফতি লাইনে আনাগোনা সবারই ছিল
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও দেখি বদ পাবলিক ছিলেন
২০| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪
রক বেনন বলেছেন: হা হা হা!! লিটন ভাই, বইখানা একটু দিয়েন!!
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা হুজুরের কাছে খোঁজ করেন রক বেনন
২১| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । একি জ্ঞান সাধন করিলেন ! ব্যাপারটা অকালে পেকে যাওয়া হয়ে গেলো না !!!
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তখন জুতা,সেন্ডেল,চটি, ভাল খারাপ যা পাইতাম তাই পড়তাম কথন ভাই।
২২| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
রোমেনা আফাজের নাম আমি জানতামনা।
কিছুদিন পূর্বে দস্যু বনহুর ডাউনলোডাইতে গিয়া তার নাম জানলাম।
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন একজন লেখিকা ছিলেন রোমেনা আফাজ।
২৩| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
নাগরিক কবি বলেছেন: আসেন বই পড়ি
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেগুলা আছে নাকি ?
২৪| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সহমত আপনার সাথে। রোমেনা আফাজ আসলেই অসাধারণ লেখিকা ছিলেন।
আফসোস আমাদের মতো আজকালকার পোলাপাইন উনাকে চেনে না। আজকালকার পোলাপাইন আছে ফেসবুক আর ক্লাস অফ ক্লানের মতো ফালতু গেমস নিয়া
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে যুগের একজন গৃহবধূ হয়ে তিনি যে প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন তা বিরল বৈকি ।
২৫| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
এস এম মামুন অর রশীদ বলেছেন: মোহাম্মদ আবুল কাসেমের দস্যু বাহরাম-ও থাকত তালিকায়।
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোমেনাক আফাজের দস্যু বনহুরের জনপ্রিয়তার রেশ ধরে মোহাম্মদ আবুল কাসেম লিখেছেন দস্যু বাহরাম, শাহ সিকান্দার আজাদ লিখেছেন দস্যু মুনলাইট। সে গুলিও বেশ জনপ্রিয় ছিল।
২৬| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুগের সাথে সাথে
সব কিছুর ধরণ পাল্টাইছে।
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক বলেছেননুরু ভাই, এখনকার পোলাপাইন বইই পড়েনা, সারাক্ষণ আছে ফেসবুক নিয়া।
২৭| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
ধ্রুবক আলো বলেছেন: দারুন লাগলো ভাই, বেশ মজা করে লিখেছেন। +++
গোপনে যে বই পড়ছিলেন, সেটা আমি একবার কিছু অংশ পড়েছিলাম তাও আরও তের চোদ্দ বছর আগে। কথাটা শেয়ার না করে পারলাম না ভাই, সরি ভাই
তবে এই লেখাটায় একটা মেসেজ আছে, আন্তরিক ধন্যবাদ ভাই।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও দেখছি আমার মত সর্বভুক পাঠক ছিলেন। আপনিও আন্তরিক ধন্যবাদ জানবেন ধ্রুবক আলো ।
২৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেকের মুখে শুনেছি , বই চুরিতে নাকি গুনাহ নাই । এই ফতুয়ার উপর আমি নিজেও অনেক আমল করেছি ।.............
২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও আমল করেছেন নাকি সাদা ভাই?
২৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হুজুর দেখি আরো এক কাঠি সরেস!! কয়- আমি নিজে দেখলাম, আপনি রসময় গুপ্ত পড়ছেন!!!! ..........হুজুররা বরাবরই একটু বেশী সরেস হয়
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন:..........হুজুররা বরাবরই একটু বেশী সরেস হয়
৩০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই জহুরির 'আসল' বই এ চোখ পড়েছে...
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুজুর ভুল দেখেছেন, আমি ভালা পুলা----
৩১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩
তারেক ফাহিম বলেছেন: আপনি রসময় গুপ্ত পড়ছে : বই রসময় গুপ্ত আহ. শুনে কী য লাগলো।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৩২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৫
প্রোলার্ড বলেছেন: গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের আশে পাশে কি এখনও যাওয়া হয় ?
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি ভালা পুলা , জানিনা।
৩৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: হাহাহা.......... মজার।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি
৩৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিতাবের ফযিলত ও শানে নুযুল আরো বিস্তারিত গ্রাস্ত করিলে দেলের মকছুদ পূরণ হৈতো.................
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ভালা পুলা না
৩৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২
নীলপরি বলেছেন: দারুন ।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নীলপরী
৩৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৯
পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক মজাদার জ্ঞান অর্জন হলো তবে বাল্যকালে কিরীটি রয়, মনিরা, নুরীদের চিনতাম রোমেনা আফাজের ভাই মনে হয় (ঠিক জানিনা) দস্যু ফ্লাইংহুড নামে একটা সিরিজ চালু করেছিলো তবে বেশীদুর আগাতে পারেনি।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জি আপনি ঠিক বলেছেন পুলক। আপনাকে ধন্যবাদ।
৩৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬
ধ্রুবক আলো বলেছেন: নিহার রঞ্জন গুপ্ত ও রোমেনা আফাজের বই
নামগুলো উল্লেখ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। আসলেই এই নামগুলো হারিয়ে যাচ্ছে কালের প্রবাহে।
২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনঃ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ।
৩৮| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আপনি ভালা পুলা না
কেম্নে হমু ভালা পুলা?
গুরু থাকে সোনাগাজী....................
২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার দেলের মকছুদ পূরণ করিতে হইলে প্রাক্ট্রিক্যালে যাইতে হয়, তবে প্রাক্ট্রিক্যালের সরঞ্জামাদি শিশ্যকে জোগাড় করিতে হইবে।
৩৯| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাল-সামানের নাম কহিলে বাধিত হইতুম
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপাতত একখান 'ছবি'(?) নিয়া আহেন। মারফতি কথাবার্তা এর বেশি জনসমক্ষে কওন যাইব নাহ।
৪০| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘুইরা ফিরা খালি ছবি আর ছবি...............রুমীরে কৈয়া দিমু
২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রুমির নাকি বিয়া ঠিক হইছে, কি করির মাঝে যেন হৃদয় ভাঙ্গার শব্দ শুনলাম !!
৪১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জবাব আমি গেমু সংক্রান্ত পোষ্টেই দিছি................অনুষ্ঠানে না থাকলে মাইন্ড খামু
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৪২| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: খ্যাক খ্যাক শিরোনামের সাথে আগাগোড়া সবটাই মিলে গেছে। প্রতিটি কমেন্টেই প্রচুর খ্যাক খ্যাক ইমোজি! অসাধারণ পোস্ট! মনে হচ্ছে আস্তে আস্তে এই কার্ড প্রদান শেষে উপহার লাভের স্টাইলটা বদলাতে শুরু করেছে, কারণ, এখন প্রায় বিয়েই হচ্ছে কমিউনিটি সেন্টারে।। ধন্যবাদ ভালো থাকুন।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ভালো থাকুন মোঃ মঈনুদ্দিন । তা আপনি যে খ্যাক খ্যাক ইমো দিলেন না ?
৪৩| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩
বিজন রয় বলেছেন: এ যুগে ছোড়া-ছুড়িরা সারাদিন পড়ে থাকে ইন্টারনেটেভ
ওসব বিখ্যাত লেখকদের বই পড়ার সময় কোথায়!!
এ জন্য তো সমাজের অবস্থা ১২টা।
তা কেমন আছেন?
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ যুগে ছোড়া-ছুড়িরা সারাদিন পড়ে থাকে ইন্টারনেটেভ
ওসব বিখ্যাত লেখকদের বই পড়ার সময় কোথায়!! সঠিক বলেছেন কবি ।
৪৪| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়ে ব্যপক মজা পাইলাম সেই সংগে আপনি যে বেগুনাহ' কম্মের মাধ্যমে ছোট বেলায় নিজের হস্তদ্বয় পাকা করিয়াছেন তাহাতে কোন সন্দেহ নেই।
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাকা হস্তের মাধ্যমে আসছে যেভাবে গেছেও সেভাবে, বরং সুদে আসলেই গেছে।
৪৫| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৮
উদাস মাঝি বলেছেন: লিটন ভাই , অসাম লিখেছেন ।
আচ্ছা বইখানা কি এখনও আছে? ধার নিতাম আর কি
১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কাছে নাই মাঝি ভাই। এসবের স্টক নাকি সব 'কি করি আজ ভেবে না পাই' এর কাছে।
৪৬| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: পুরানা স্মৃতি মনে করায়া দিলেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহাবুব ভাই
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০
মানিজার বলেছেন: