নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
* আমও গেলো ছালাও গেলো!
আমার জন্মের আগের কথা। আমাদের ছিল গরু মহিষের বিশাল বাথান। এক কোরবান ঈদের দিন সকালে চর থেকে পুরা বাথান বাড়ীর দরজায় আনা হল। কোন গরুটা কোরবান করা হবে সেটা দাদাজান নির্বাচন করবেন।
বাথান আর রাখালদের কাজের তদারকি করতেন আমার জেঠাতো ভাই নুর আলম (পরবর্তিতে হাজী, বর্তমানে মরহুম)। তিনি লড়াইএর জন্য একটা ষাঁড়কে খুব যত্ন করে লালন পালন করছেন। ইতিমধ্যে ষাঁড়টি দুইটা ফাইট জিতেছে। (এই সব দাদা জানে না, দাদার দৃষ্টিতে ষাঁড়ের লড়াই হারাম) পাছে দাদার নজর এই ষাঁড়ের উপর পড়ে তাই তিনি ষাঁড়টাকে দলের পিছনে রাখলেন।
এক সময় খড়মে খট খট শব্দ তুলে বাথানের সামনে হাজির হলেন রূপা গাজী ভুঁইয়ার উত্তর পুরুষ আবদুল হামিদ ভুঁইয়া। রাশভারী আর মেজাজি মানুষ তিনি, তাঁর কথার উপর কেউ কথা বলেছে এরকম নজির নাই। তিনি বাথানের উপর একপলক তাকিয়ে লড়াইয়ের ষাঁড়টাকে দেখিয়ে বললেন, এইটা হালাল করে দে।
মনে মনে হাহাকার করে উঠলেন নাতি নুর আলম। দাদাজানের কথার উপর কথা চলে না। তবুও বুকে সাহস সঞ্চয় করে গায়ে গতরে সেকেন্ড পজিশনে থাকা গরুটাকে দেখিয়ে বললেন, দাদাজি আমার ইচ্ছা ছিল এই গরুটা কোরবানী করার।
নাতির আবদার বলে কথা! নাতী একটা আবদার করেছে এইটা তিনি রাখবেন না, এত বড় অবিবেচক তিনি নন।
- তাহলে এইটাও কোরবানী করে দে, বলে দাদা খড়মে শব্দ তুলে বাড়ীর পথ ধরলেন।
*হুলাল তেলের গন্ধে-
ক্লাশ এইটে পড়ি। আমাদের ক্লাসে ছাত্রী ছিল ৪ জন। একদিন আকাশ মেঘলা, ক্লাস অন্ধকার। লেইজারের সময় শেখ ওয়ালী উল্যাহ নামে এক ছাত্র মেয়েদের বেঞ্চে বসার স্থানে ঘুমিয়ে পড়েছে।
লেইজারের পরের ক্লাস এনামুল হক স্যারের, উনার পিছে পিছে ছাত্রীরা এল। আগেই বলেছি ক্লাস রুম ছিল অন্ধকার, তারা হুড়মুড় করে বেঞ্চে ঢুকে কেউ বসলো ওয়ালী উল্যাহর মাথার উপর, কেউ বুকে, কেউ তলপেটে।
কয়েক সেকেন্ড! ঘটনার আকস্মিকতায় ওয়ালী উল্যাহ উয়াউ উয়াউ করে বিকট চিৎকার করে উঠলো। তার সাথে মেয়েরা 'গেছিরে', 'খাইছেরে', আল্লারে বলে চিৎকার! এ যেন চিৎকার প্রতিযোগিতা! কে কাকে হারাতে পারে তাই সমানে পাল্লা দিয়ে জেতার চেষ্টা, সাথে লাফ! কারো ফাটলো মাথা, কারো হাঁটু।
স্যার ওয়ালী উল্যাহকে পাকড়াও করলেন, কিরে বেটা মেয়েদের 'হুলাল তেল'এর গন্ধে ঘুম এসে গেছে না? এই সালাউদ্দিন বেত আন!!
(হুলাল তেল- সুগন্ধি তৈল)
* অভিনব আজান
আমাদের কাছারী ঘরটা ছিল বিশাল। এক রুমে তালেবে এলেম হুজুর, খোলা অংশে কাজের লোক, আরেক রুমে আমি আর লজিং মাস্টার।
হুজুর নতুন এসেছেন। আগের হুজুরের মত এই হুজুরের উপরও আমার জেঠার নির্দেশ ছিল, ফজরের আজান দিয়ে সকলকে নিয়ে জামাতে নামাজ পড়তে হবে। একদিন আজান না শুনলে আমার জেঠা কৈফিয়ত চাইতেন। হুজুর যথারীতি কাছারির মাঠে দাড়িয়ে আজান দেন, আমরা যথারীতি জামাতে শামিল হইনা। হুজুরকে বলে দেয়া হয়েছে আমার জেঠা জিজ্ঞেস করলে যেন বলা হয় আমরা জামাতের সহিত সালাত আদায় করেছি।
একদিন আজানের বিকট শব্দে আমার ঘুম ভেঙ্গে গেল! বিষয় কি ? আজ আজানের সাউন্ড এত বেশি কেন?
বিছানা থেকে উঠে খেয়াল করলাম আজানটা হুজুরের রুম থেকে আসছে। ভাবলাম হুজুর মনে হয় আজ আজানের জন্য বাইরে মাঠে যায়নি, রুমে থেকেই আজান দিচ্ছে। তার পরও রুমে উঁকি দিয়ে দেখলাম, দেখি হুজুর শোয়া অবস্থায় লেপের ভিতর থেকে মুখটা বের করে বিকট শব্দে আজান দিচ্ছে। আজান শেষ হলে লেপমুড়ি দিয়ে যথারীতি ঘুম!
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যকারী চাইলেই চা কফি পায়, আপনার লাগবে?
২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
অভিনব আজান:
ফেনীর মানুষেরা সব সময়ই আবিস্কারক হিসেবে নাম করেছেন।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রেটার নোয়াখাইল্লা বলে কথা গাজী ভাই
৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
বিটকেলের শিরোমনি আছিলেন কুট্টিকালে সাথে সেইরাম বিটলা হুজুর
++++
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই ওই হুজুর ছিলেন বিটলা হুজুর। তার কাছে ধর্মিয় কথাবার্তার চেয়ে ওয়াসিম অঞ্জুর গপ শুনেছি বেশি।
৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২
জাহিদ অনিক বলেছেন: ১ম ও শেষটা বেশি ভাল ও বেশি মজার।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষের পাঞ্চলাইনটা সেই রকম। দারুণ...
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার।
৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
আনু মোল্লাহ বলেছেন: বেশ মজা পাইছি পুস্ট খান পইড়া।
ম্যালা ম্যালা শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে আনন্দিত, অনেক ধন্যবাদ আনু মোল্লাহ।
৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: লেখক বলেছেন: প্রথম মন্তব্যকারী চাইলেই চা কফি পায়, আপনার লাগবে?
চা কফি না, আইস্ক্রিম , চকলেট লাগবে
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আপনার গল্পে প্রথম কমেন্ট করে শোধ বোধ করে দিয়েছি। আমার পাওনাটা আপনি খেয়ে নেবেন
৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৮
কালো আগন্তুক বলেছেন: হাহাহা। মজার স্মৃতি। পড়ে ভাল লাগল।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কালো আগন্তুক ।
৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩
জেন রসি বলেছেন: আপনার লেখার গুনে একেবারে ঘটনার ভেতরে ঢুকে ফেলা যায়। এতে মজাটা আরো বেশী করে উপভোগ করা যায়।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে বরাবরই অনুপ্রাণিত বোধ করি। অনেক ধন্যবাদ জেন রসি।
১০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মজার পোষ্ট। এরকম ঘটনা আগে অহরহ ঘটতো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ শাহাদাৎ হোসাইন ।
১১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২১
বিষাদ সময় বলেছেন: দেখি হুজুর শোয়া অবস্থায় লেপের ভিতর থেকে মুখটা বের করে বিকট শব্দে আজান দিচ্ছে। আজান শেষ হলে লেপমুড়ি দিয়ে যথারীতি ঘুম!
হাঃ হাঃ হাঃ । সেই রকম হুজুর দেখি!!!
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিষাদ সময়
১২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্মৃতি সব সময়ই মধুময়।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন
১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেখি হুজুর শোয়া অবস্থায় লেপের ভিতর থেকে মুখটা বের করে বিকট শব্দে আজান দিচ্ছে।
এই হুজররা সব নাশ করেছে!
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জনাব মোহাম্মাদ আব্দুলহাক ভাই। কাব্য গ্রন্থের কদ্দুর কি হল? আশা করছি বই মেলায় বইটি হাতে পাবো।
১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
ধুতরার ফুল বলেছেন: বাহ! সব গুলোই চমৎকার। হুজুর তো আরো বেশি।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ধুতরার ফুল ।
১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । দারুণ ! মজায় ভরপুর ।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথন।
১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পেছনে পরে গেলাম । আমার জন্য কি কিছু আছে?
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আছে, কি খাবেন বলুন সেলিম ভাই। ঠাণ্ডা , গরম, সফট না হার্ড
১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার প্রকাশিত বই দেশে যাবে না
আমি আমাজনে প্রকাশ করি।
আপনাদের উৎসাহে অনেক এগিয়েছি, যদিও এ বই ৬ বছর আগে প্রকাশ করার কথা ছিল। সমস্যা হলো, অনেক তথ্য যোগ করতে হচ্ছে এবং, কবিতার শৈলী ঠিক করতে হচ্ছে। আমার কাছে কত কবিতা আছে আমি নিজেই জানি না।
এখন প্রশ্ন হলো, আমি যা কবিতা ভাবছি তা কি কবিতা?
উৎসাহের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাজন সম্পর্কে আমার ধারনা ভাসা ভাসা। এরাকি পিডিএফ ভার্সন প্রকাশ করে নাকি প্রিন্ট?
এখন প্রশ্ন হলো, আমি যা কবিতা ভাবছি তা কি কবিতা? এ আপনার নিছক বিনয় ।
১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: amazon kindle এ এখনও বাংলা বই প্রকাশ করা যায় না। তবে প্রিন্ট কপি ওরা বিক্রি করে। জানিনা দেশে ডেলিভারি দেবে কিনা। তবে শুনেছি বছর দুয়কের মধ্য ওরা বাংলাদেশে মারকেটিং করবে।
আমার সাইটে পিটিএফ আছে। চাইলে নামিয়ে পড়তে পারবেন।
কপিরাইট এবং নিরাপত্তার জন্য আমি আমাজেন প্রকাশ করেছি। লণ্ডন বই ছাপিয়ে বেশি লোকসান হবে।
আমার সাইট
সময় হলে দেখে জানাবেন।
উৎসাহের জন্য আবারও ধন্যবাদ।
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সাইটে গিয়েছি। প্রচুর কাজ করছেন। শ্রদ্ধা নিন ।
আপনার জাতে বাংলাদেশী বইটা পড়তেছি, অসাধারণ লিখেছেন।
'শাব্দিক' এরা কারা? প্রকাশক?
১৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪১
মনিরা সুলতানা বলেছেন: যেমন ছাত্র তেমনি হুজুর মিলেছিল দেখছি
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুজুর ভালা মানুষ , আমিও
২০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মজারু!
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন জনাব।
২১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: ক্লাশ এইটে পড়ি। আমাদের ক্লাসে ছাত্রী ছিল ৪ জন। একদিন আকাশ মেঘলা, ক্লাস অন্ধকার। লেইজারের সময় শেখ ওয়ালী উল্যাহ নামে এক ছাত্র মেয়েদের বেঞ্চে বসার স্থানে ঘুমিয়ে পড়েছে।
লেইজারের পরের ক্লাস এনামুল হক স্যারের, উনার পিছে পিছে ছাত্রীরা এল। আগেই বলেছি ক্লাস রুম ছিল অন্ধকার, তারা হুড়মুড় করে বেঞ্চে ঢুকে কেউ বসলো ওয়ালী উল্যাহর মাথার উপর, কেউ বুকে, কেউ তলপেটে।
কয়েক সেকেন্ড! ঘটনার আকস্মিকতায় ওয়ালী উল্যাহ উয়াউ উয়াউ করে বিকট চিৎকার করে উঠলো। তার সাথে মেয়েরা 'গেছিরে', 'খাইছেরে', আল্লারে বলে চিৎকার! এ যেন চিৎকার প্রতিযোগিতা! কে কাকে হারাতে পারে তাই সমানে পাল্লা দিয়ে জেতার চেষ্টা, সাথে লাফ! কারো ফাটলো মাথা, কারো হাঁটু।
স্যার ওয়ালী উল্যাহকে পাকড়াও করলেন, কিরে বেটা মেয়েদের 'হুলাল তেল'এর গন্ধে ঘুম এসে গেছে না? এই সালাউদ্দিন বেত আন!!
(হুলাল তেল- সুগন্ধি তৈল)
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
ভাইয়া হাসতে হাসতে মরে গেছি!!!!!!!!!!!!!!!
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝা যাচ্ছে লিখার পুর্ন রস আস্বাদনে সচেষ্ট ছিলে শায়মা । অনেক ধন্যবাদ।
২২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: রুমে উঁকি দিয়ে দেখলাম, দেখি হুজুর শোয়া অবস্থায় লেপের ভিতর থেকে মুখটা বের করে বিকট শব্দে আজান দিচ্ছে। আজান শেষ হলে লেপমুড়ি দিয়ে যথারীতি ঘুম!
হা হা হা হা হা এমন ফাঁকিবাজ হুজুর !!!!!!!!!!!!!!!!!!!!!
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনার পিছনে কোন মুসল্লি থাকেনা বিধায় হুজুরও একা একা নামাজে মজা পাচ্ছিলেন না মনে হয়---
২৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০১
সুমন কর বলেছেন: মজার স্মৃতি। ১ম আর ৩য় বেশি ভালো লাগল।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি সুমন কর ।
২৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১১
উম্মে সায়মা বলেছেন: বেচারা আপনার জেঠাতো ভাই
আর হুজুর
আমি হাসতে হাসতে শেষ.....
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সায়মা ।
২৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
পোস্টের শিরোনাম "* আমও গেলো ছালাও গেলো! " হওয়ার মাজেজা বোঝা গেলোনা ।
কার আম গেলো ? আম গেলো, না হুলাল তেল মাখা ৪জন থিইক্কা লিটন সাহেবের বিশেষ একজন গেলো ???
ছালা যাবে কেন ? তালেবে এলেম হুজুর এর লুঙ্গি খুইল্লা যাবে নইলে লেপের ভিতর থেকে মুখটা বের করে বিকট শব্দে আজান দিবে কিল্লাই ????
এই চ্যাংড়ামী তো আপনি শিখাইছেন হেগো ...............
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার জেঠাতো ভাই লড়াইএর গরুটা বাঁচাতে গিয়ে আরেকটা যেটাকে লড়াইএর জন্য প্রস্তুত করতে পারতেন সেটাও হারালেন। তাই লিখার এমত শিরোনাম।
এই চ্যাংড়ামী তো আপনি শিখাইছেন হেগো ............... নাহ ভাইজান আমি ভালা পুলা আছিলাম
২৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বই মেলায় চটপটির বিল দেয়ার সময় আপ্নার আর ছবির বফের মাঝে যখন তুমুল হট্টগোল শুরু হলো তার সমাধান হয়েছিলো ১ম গল্পের মাধ্যমে...................মনে পড়ে???
ওয়ালীউল্লাহ না আমার আপ্নারেই সন্দেহ হৈতেছে.................কাহিনী আপ্নের লগে পুরাই যায়
৩য় গল্পে ঈশপের শিক্ষা হৈলো সঙ্গ দোষে লোহা ভাসে...................
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার মন্তব্য করেছেন কি করি ভাই। তা ছবির বফ ও আছে নাকি ? তার জামাই জানলে খবর আছে
২৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসাইতে হাসাইতে মাইরবেন নাকি!!
অনেক মজার কৌতূহল সৃষ্টি করেছেন। ভালো লাগা রইল তিন পর্বেই
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন
২৮| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজা পাইলাম। ধন্যবাদ ভাই।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ।
২৯| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১
শিখণ্ডী বলেছেন: লিটন ভাই হাসতে হাসতে ঘুম ছুটে গেল
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘুমের মধ্যে পড়ছিলেন নাকি ???
৩০| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ফেনীর লোক মানেই জ্ঞানী !!
দারুণ লিখেছেন ভাই ! হাসতে হাসতে আমি শেষ !!
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেনীর লোক মানেই জ্ঞানী !! সত্য বলেছেন শাহরিয়ার কবীর ভাই
হাঁসতে হাঁসতে সবাই শেষ হয়ে গেলে কোরবানীর গোশত খাইবো কে ?
৩১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:১২
ঘাসফুলে প্রজাপতি বলেছেন: মজা পাইলুম
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ঘাসফুলে প্রজাপতি।
৩২| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:১২
সচেতনহ্যাপী বলেছেন: সব সিরিয়াসের মাঝে হাসিটার কদর কিন্তু কম না।।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো বলেছেন সচেতনহ্যাপী ।
৩৩| ২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ঈদের শুভেচ্ছা নিন সামিউল ইসলাম বাবু
৩৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লেগেছে ভাই ।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ হাসু মামা ।
৩৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৫
নীলপরি বলেছেন: ৩নং টা বেশী ভালো । প্রতিটাই দারুন ।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ পরি।
৩৬| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার মজার স্মৃতি পড়ে অনেক মজা পেলাম ভাইয়া।
আপনার ক্লাসে মাত্র চার জন মেয়ে পড়ত!এইটা নিয়া কি ভাইয়া আপনার কোন আফসোস হয়?হাহা।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে গার্লসস্কুল থাকায় সব মেয়েরা ওখানে পড়তো। অতি আধুনিক দুচারজন তাদের মেয়েদের সহশিক্ষা স্কুলে ভর্তি করাতেন। আমাদের আগের বেইসে নাইন টেনে কোন মেয়েই ছিল না।
৩৭| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮
বারিধারা বলেছেন: - তাহলে এইটাও কোরবানী করে দে, বলে দাদা খড়মে শব্দ তুলে বাড়ীর পথ ধরলেন।
হাসতে হাসতে শেষ
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওই গল্পের মুল মজাটাই এখানে , ধন্যবাদ বারিধারা ।
৩৮| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হুজুরের অভিনব আজানের কথা শুনে তো হাসতে হাসতে চিকুনগুনিয়া রুগী হইয়া গেলাম। এটাও ভালো ছিল- হুজুর যথারীতি কাছারির মাঠে দাড়িয়ে আজান দেন, আমরা যথারীতি জামাতে শামিল হই না।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি দুজনকে এই লাইনটা পড়তে দিয়েছি, তারা টানের উপর পড়ে গিয়েছেন 'না' টা বাদ দিয়ে।
একটা 'না' এর জন্য আমার পুরা লিখাটা মাঠে মারা যাচ্ছিল ।
আপনার মন্তব্য লাইনটা উল্যেখ থাকায় বেশ ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ রইল শ্রদ্ধেয়।
৩৯| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: হাসতে হাসতে শেষ ।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে মামলায় ফাঁসাবেন নাকি মফিজ ভাই?
৪০| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০১
বিজন রয় বলেছেন: যাক যাক, সবই যাক।
আম যাক, ছালাও যাক, বন্যাও যাক।
আপনেরাও যান গা।
শায়মা কইছেন.....................
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
ভাইয়া হাসতে হাসতে মরে গেছি!!!!!!!!!!!!!!!
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি বিজন রয় ।
৪১| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩
আখেনাটেন বলেছেন: চমৎকার করে উপস্থাপন করেছেন। মজা পেলুম।
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন আখেনাটেন ।
৪২| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
রাতু০১ বলেছেন: প্রানবন্ত শৈশব, সু্ন্দর স্মৃতি।
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাতু।
৪৩| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
মানিজার বলেছেন:
২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপস্থিতি জানান দেয়ায় ধন্যবাদ মানিজার।
৪৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
তারেক ফাহিম বলেছেন: নোয়াখাইল্যা বলে কথা
না হেসে যাবে কই।
বিটলা হুজুরের বাড়ীও নিশ্চই নোয়াখালী
২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কম বয়সি হুজুর একটু বিটলামিতো করবেই।
হুজুর ছিল ফেনীর।
৪৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
তারেক ফাহিম বলেছেন: শিরোনামটি কিন্তু খাঁটি নোয়াখাইল্যা ভাষা
২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নোয়াখাইল্যা ভাষা হলেও হতে পারে। মিঠুন চক্রবতির একটা গান শুনেননি , আমও গেলো ছালাও গেল চোষ এখন আমড়া----
৪৬| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০
ভুয়া মফিজ বলেছেন: দেরিতে হলেও পড়লাম.....হাসতে হাসতে চোখে পানি এসে গেল। না, ভূল বুঝবেন না, এটা আনন্দের পানি! সবগুলোই মজার তবে প্রথমটা ফাটাফাটি........
২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মফিজ ভাই দাঁড়ান , টিস্যু নিয়ে আসছি----
তবে নমতব্যে আনন্দিত, ধন্যবাদ জানবেন জনাব।
৪৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: হাঁসতে হাঁসতে সবাই শেষ হয়ে গেলে কোরবানীর গোশত খাইবো কে?
আমার বাড়ী উত্তর বঙ্গের দিকে ভাই ! ঐ দিকে তো সব ডুবে গেছে ! এখন গোশত খাওয়াটা অনিশ্চত!!! এবার আপনার বাসায় দাওয়াত নিতে চাই !! কী বলেন !!
২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শাহরিয়ার কবীর ভাই, আপনা মাইনসেরে দাওয়াত দেওন লাগেনা, চলে আসেন । ভাড়া বিকাশ করবো কিনা বলেন?
৪৮| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনা মাইনসেরে দাওয়াত দেওন লাগেনা, চলে আসেন । ভাড়া বিকাশ করবো কিনা বলেন?
আপন মানুষ হিসাবে যে স্বীকৃতি এর উপরে আর কোন স্বীকৃতি হয় না!! দাওয়াত দেওয়া লাগবে না !! এমনিতেই সময় করে চলে আসবো ভাই !!ভাড়া না, দিলে এখন ঈদ সেলামি দেন !!!! আর আপনাদের ফেনীতে ‘‘পাসপোর্ট অফিসার’আমার মামা ছিলেন অনেক বছর ! অনেক দিন যেতে বলেছেন কিন্তু যাই যাই করে আর যাওয়া হয়নি !! অবশ্য ওনি এখন বদলি হয়ে গেছেন !!
ধন্যবাদ ।
২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মামা নাই তো কি হইছে, আমরাতো আছি------
৪৯| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
সোহানী বলেছেন: হাহাহাহা....... হাসতে হাসতে আমি নাই। আপনার স্টকে আর কতো ঝামেলার গল্প আছে!!!! ছোটবেলায় যে কি ছিলেন তা বোঝা যাচ্ছে ........................
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসি আনন্দে থাকতে চাই। ছোট বেলা থেকেই আমার মেমোরী শুধু ফানি ঘটনা গুলিই ধরে রেখেছে, যখন যা মনে পড়ে আপনাদের সাথে শেয়ার করি। অনেক ধন্যবাদ সোহানী।
৫০| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০২
ধ্রুবক আলো বলেছেন: স্মৃতী কথা, দারুম লাগলো। খুব মজার!
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ধ্রুবক আলো ।
৫১| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪
হাসান মাহবুব বলেছেন: ৩ নাম্বারটা ব্যাপক!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই
৫২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৩
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ঈদের শুভেচ্ছা নিন কবি।
৫৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রসে পাকা ঠনঠন
গিয়াস উদ্দিন লিটন
হাসতে হাসতে শেষ! সবাই দেখছি তিন নম্বরের ওপর বেজায় খুশি। আমিও
কিন্তু আমার কাছে প্রথমটিতেও হিডেন হিউমার ছিল। হাজি নূর আলমের মনের পরবর্তি অবস্থা কেমন ছিল, জানলে ভালো হতো।
ঈদ মুবারক
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাজি সাহেবের মনের অবস্থা পাঠক ই বুঝে নিক
৫৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হে হে।
এগুলা কি সত্যি ঘটনা? ১ নং খুবই মজার ছিল
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩টাই সত্যি
৫৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: ছোটকালের স্মৃতিমাখা টুকরো টুকরো বিষয়গুলিকে কৌতুক মাখা গল্প হিসাবে দেখতে পেয়ে ও সেগুলি পাঠে খুব ভাল লাগল ।
জানা গেল সে সময়কার সমাজ ও পারিবারিক অনেক নিয়মাচারের কথা । বিষয়গুলি যেন আমাদের সমাজ জীবন থেকে প্রায় উঠেই গেছে । ভাল লাগল প্রথম গল্পে থাকা নীচের কথাগুলি ।
এক সময় খড়মে খট খট শব্দ তুলে বাথানের সামনে হাজির হলেন রূপা গাজী ভুঁইয়ার উত্তর পুরুষ আবদুল হামিদ ভুঁইয়া।
অবাক লাগে সে সময় খরম পায়ে বিশেষ করে বইলা উলা খরম (যা দেখতে ছিল নিন্মের চিত্রের মত) পায়ে দিয়ে অবলিলায় মাইলের পর মাইল পদব্রজে ঘুরে বেড়াতে পারতেন তারা ।
ছোটকালে আমার দাদাকে দেখেছি এরকম খরম পায়ে উচু নীচু জায়গায় বেশ সাবলিল ভাবে হেটে চলেছেন । তাদের শরীরের জোড় , ভারসাম্য ও স্বাস্থ্য কত ভাল থাকলে এরমভাবে অতি বৃদ্ধ বয়সেও সাবলিলভাবে খরম পায়ে হাটতে পারতেন তা এখন ভাবতে গেলেও অবাক লাগে ।
ধন্যবাদ সুন্দর গল্প আমাদের কাছে পরিবেশন করার জন্য ।
শুভেচ্ছা রইল ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে সময় খড়মের কাঠের গুনাগুনের উপর আভিজাত্য প্রকাশ পেতো। অভিজাতদের খড়ম হত দামী কাঠের। উপরের খুটিটি হত রুপা,পিতল বা মহিসের শিং এর।
আমার আম্মা বাদলার দিনে ঘরের বাহিরে খড়ম ব্যব হার করতেন। ওগুলি পায়ে দিয়ে আমি একবার তিন আছাড় খেয়েচিলাম।
আপনার সুন্দর মন্তব্য ভাল লাগ্লো। অনেক ধন্যবাদ ড: এম এ আলী ভাই।
৫৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
বিলিয়ার রহমান বলেছেন: আয়েশ করে পড়ে খায়েশ মিটিয়ে হাসলাম!!!
++
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার ভাই
৫৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাম অথবা ছালাটা থাক
পোষ্টে ভালোলাগা রেখেগেলাম।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সামিউল ইসলাম বাবু ভাই।
৫৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: আম গেলো ছালাও গেলো!!!!!!
সঙ্গে কি পোস্টও গেলো.......?
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা ল্যাপটপ নষ্ট সেলিম ভাই।
৫৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
কানিজ রিনা বলেছেন: দারুন, আহারে হুজুর তার পিছনে দাড়াইয়া
কেউ নামাজ পড়েনা বলে অভ্যাস বসত
লেপের ভিতর থেকেই মুখ বের করে আজান
মেড়েছেন।
শেষের রম্যটা বেশী হাসি পেল। ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ কানিজ রিনা
৬০| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১০
সোহানী বলেছেন: বহুদিন আপনার লিখা দেখি না....... বিজি!!!
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ল্যাপটপ্টা অকেজো। ভাল থাকলেও যে ফাটাফাটি কিছু লিখে ফেলতাম বিষয়টা এমনও নয়।
আপনার নজরদারীতে আছি দেখে নিজেকে ভাগ্যবান ভাবছি। অনেক ধন্যবাদ জানবেন সোহানী।
৬১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৯
কালীদাস বলেছেন: হা হা
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপস্থিতি জানান দেয়ায় ধন্যবাদ কালীদাস।
৬২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: স্মৃতিতে মধু আছে ।।।
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আব্দুল্লাহ্ আল মামুন
৬৩| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: পড়ে মনে হলো, সত্য ঘটনা অবলম্বনে রচিত। তবে তিনটেই দারুণ হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটাই সত্য। প্রথমটা মুরুব্বিদের মুখে শুনা পরের দুইটা নিজের দেখা।
একবছর আগের পোস্ট, তালাশ করে পাঠোত্তর মন্তব্যের জন্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
৬৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ। অনেকটা জোর করেই বোধহয় টেনে আনলাম আপনাকে এখানে!
১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নোটিফিকেশন প্রায়শ ভুল মেসেজ দেয়,আবার অনেক সময় দেয়ও না তাই এখন আর দেখিনা। এ কারনে মন্তব্যের খবর জানতে সমস্যা হয়।
তবে মন্তব্য পেলে এর রিপ্লাই করা আমার কাছে ওয়াজিবের মত মনে হয়।
৬৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ জনাব খায়রুল আহসান
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০
তামান্না তাবাসসুম বলেছেন: আহা স্মৃতি