নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বাংলাদেশী শিক্ষক (ছবি পোস্ট -১)

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

'প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন' পর্ব- ১৬৫ থেকে ২১৫

'প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন' সিরিজে গড়ে পাঁচ জন গুণীকে নিয়ে এক একটা পোস্ট দিচ্ছিলাম।বাংলাদেশের যে পরিমান গুণীজন সারা বিশ্বে ছড়িয়ে আছেন,এইক্ষনে ভেবে দেখলাম, পাঁচ জনকে নিয়ে পোস্ট দিলে আমার এই সিরিজ কখনো শেষ হবেনা।উপরন্তু সদয় পাঠকদের বিরক্তি আর ধৈর্যচ্যুতি ঘটারও আশংকা করছি।তাই এখন থেকে এক পোস্টে ৫০ জনকে নিয়ে কয়েকটা পোস্ট করার আশা রাখছি।সঙ্গত কারণে বিশদ আলোচনায় যাওয়া যায়নি,তবে আগ্রহী পাঠকের কথা বিবেচনা করে সকলের নাম পরিচয়ের নিচে বিস্তারিত জানার লিঙ্ক দেয়া হল, যা একই সাথে তথ্যসুত্র হিসেবেও কাজ করবে।

১।ডঃ আনার কলি



এসোসিয়েট প্রফেসর , ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স, ব্রকপোর্ট কলেজ, নিউয়র্ক, ইউএসএ।
https://www.brockport.edu/academics/computing_sciences/faculty/kamal

২। ডঃ শাহিন আহমেদ


এসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অব কম্পিউটার ইনফরমেশন সিস্টেম আন্ড টেক নোলজি।ইউনিভার্সিটি অব ওয়েস্ট আলবামা।
http://facstaff.uwa.edu/sahmed/

৩। ডঃ জি মাইনুদ্দিন,



এসোসিয়েট প্রফেসর, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
http://www.nccu.edu/directory/details.cfm?id=rmainuddin

৪। ডঃ মেহারুজ কামাল ,



এসোসিয়েট প্রফেসর, পলিটিল্যাল ইকোনোমিক্স ডিপার্টমেন্ট, সোকা ইউনিভার্সিটি ,জাপান।
https://www.soka.ac.jp/faculty-profiles/anar-koli/

৫। ডঃ মৃণাল কে দেওয়ানজী,



এসোসিয়েট প্রফেসর, নিউক্লিয়ার সায়েন্স, দা ক্যাথোলিক ইউনভার্সিটি অব আমেরিকা।
http://materialsscience.cua.edu/Faculty/Mrinal/Mrinal.cfm

৬। ডঃ সামিয়া হক



এসিস্ট্যান্ট প্রফেসর, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইনজিনিয়ারিং, ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা, ইউএসএ।
https://sc.edu/study/colleges_schools/engineering_and_computing/faculty-staff/hoque_shamia.php

৭। ডঃ মতিয়ার রহমান



প্রফেসর, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি টেকনোলজি, ব্রুনাই।
Click This Link

৮। ডঃ মোহাম্মদ আব্দুল আউয়াল (ছবি পাওয়া যায়নি)

প্রফেসর, ফিজিক্স, নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজি,
https://commons.gc.cuny.edu/members/abdulawalbd/

৯। ডঃ হাবিব আহমেদ



প্রফেসর , ইকোনোমিক্স, ডারহাম ইউনিভার্সিটি, ইউকে।
https://www.dur.ac.uk/directory/profile/?mode=staff&id=6304

১০। ডঃ মাসুক সালেহিন



এসিস্ট্যান্ট প্রফেসর, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, র্যা ডফোর্ড ইউনিভার্সিটি, ইউএসএ।
http://www.radford.edu/content/wchs/home/social-work/faculty-staff.html

১১।ডঃ হাফিজ টি এ খান



প্রফেসর,স্টাটিস্টিক্স ডিপার্ট্মেন্ট, মিডেলসেক্স ইউনিভার্সিটি, ইউকে।
https://twitter.com/htakhan


১২।ডঃ কামরুল হাসান




প্রফেসর, ক্যামেস্ট্রি ডিপার্ট্মেন্ট, শারজাহ ইউনিভার্সিটি, আরব আমিরাত।
http://www.sharjah.ac.ae/en/academics/Colleges/Sciences/dept/ch/Pages/ppl.aspx

১৩/ ডঃ হাবিবুর রহমান



এসিস্ট্যান্ট প্রফেসর,ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, University of Wisconsin-Milwaukee, ইউএসএ। Click This Link

১৪। ডঃ এম জাহিদ হাসান



প্রফেসর অব ফিজিক্স,প্রিন্সটন ইউনিভার্সিটি, ইউএসএ।
Click This Link

১৫। ডঃ শিবা পি কর



এসিস্ট্যান্ট প্রফেসর আন্ড সাস্টেইনেবল এনার্জি স্পেশালিষ্ট, University of Wisconsin - Stevens Point ইউএসএ।
Click This Link

১৬। ডঃ ডালিয়া রোখসানা



Associate Professor ,Computational and Bioinorganic Chemistry, হুইট্মেন কলেজ ইউএসএ।
https://www.whitman.edu/academics/departments-and-programs/chemistry/chemistry-faculty-and-staff/dalia-rokhsana

১৭। ডঃ আহসান মাইন



Associate Professor Mechanical & Materials Engineering, রাইট স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ।
https://people.wright.edu/ahsan.mian


১৮। ডঃ মুহাম্মেদ আজিজ রহমান



এসিস্ট্যান্ট প্রফেসর,ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কানাডা।
https://www.mun.ca/engineering/undergrad/archive/marahmanARCHIVED.php

১৯।ডঃ এম এ করিম


প্রফেসর, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপা, সাউদার্ন পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটি,ইউএসএ।

২০। ডঃ মুহাম্মাদ রকিব উদ্দিন



প্রফেসর, ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্ট, ইউনিভার্সিটি টেকনোলজি, ব্রুনাই।
Click This Link

২১। ডঃ মাহবুবুর রহমান মিনার



প্রফেসর, জিউগ্রাফি ডিপার্ট্মেন্ট, টেম্পল ইউনিভার্সিটি,ইউএসএ।
https://www.researchgate.net/profile/Mahbubur_Meenar

২২। ডঃ মিজানুর রহমান



প্রফেসর,সোসিওলোজি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।
http://ubd.academia.edu/MdMizanurRahman

২৩। ডঃ রুমি সাম্মিন



এসোসিয়েট প্রফেসর, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ওবেইরলিন কলেজ, ইউএসএ।
https://www.oberlin.edu/md-rumi-shammin

২৪।ডঃ দিলরুবা আহমেদ



লেকচারার,আর্টস, Chatham University , ইউ এস এ ।
http://www.chatham.edu/academics/programs/graduate/mfacw/facultydetails.cfm?FacultyID=260

২৫।ডঃ এ বি এম শাখাওয়াত আলী।



ডাইরেক্টর এন্ড প্রফেসর কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অব ফিজি।
http://www.unifiji.ac.fj/department-of-computer-science-and-information-technology-staff/

২৬।ডঃ আবু সানচয়



এসিস্টেন্ট প্রফেসর,ইকোনোমিক্স,টোকিও ইউনিভার্সিটি, জাপান।
http://www.ide.go.jp/English/Researchers/abu_shonchoy_en.html

২৭।ডঃ মোহাম্মদ হাসান আলী



Assoc Professor, Electrical Computer Engineering , University of Memphis , ইউএসএ।
https://umwa.memphis.edu/fcv/viewprofile.php?uuid=mhali

২৮।মোহাম্মদ পারভেজ জাহান



প্রফেসর, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,ওয়েস্টার্ন ক্যান্টাকি ইউনিভার্সিটি, ইউএসএ।
https://www.wku.edu/ams/staff/muhammad_jahan

২৯।ডঃ মুরশেদ চৌধুরী




এসিসট্যান্ট প্রফেসর,ইকোনোমিক্স ডিপা,University of New Brunswick,কানাডা।
Click This Link

৩০।ডঃ জাকিরুল আলম ভূঁইয়া



Assistant Professor,Department of Computer and Information Sciences,Fordham University ,ইউএসএ।
https://www.fordham.edu/info/25112/cis_faculty_and_administration/9590/dr_md_zakirul_alam_bhuiyan

৩১। ডঃ মিনহাজ উদ্দিন আহমেদ



Analytical Chemistry and Biotechnology,
Faculty of Science, দারুসসালাম ইউনিভার্সিটি, ব্রুনাই।
https://minhazua.wordpress.com/

৩২।ডঃ গোলাম মুস্তাফা



এসোসিয়েট প্রফেসর, পলিটিক্যাল সায়েন্স,কিম্প ইউনিভার্সিটি, কাজাখস্তান।
https://minhazua.wordpress.com/

৩৩।ডঃ আজিজুল মুকসুদ



প্রফেসর,Geo-Environmental Engineering, Yamaguchi University, Japan
https://drazizul.wordpress.com/about/

৩৪।ডঃ মুহাম্মদ জালাল ভুঁইয়া



প্রফেসর,বিজনেস, University of Guelph-Humber, কানাডা।
Click This Link

৩৫।ডঃ আলী কাজী



প্রফেসর,ফ্যাকাল্টি অব বিজনেস, ইউনিভার্সিটি অব ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
https://www.researchgate.net/profile/Ali_Quazi

৩৬।ড আবু রায়হান মুহাম্মদ মনিরুজ্জামান



এসোসিয়েট প্রফেসর, সিভিল ইঞ্জনিয়ারিং, RMIT University, অস্ট্রেলিয়া।
http://www1.rmit.edu.au/browse/About RMIT/Contact/All contacts/Staff/by name/M/ID=v6l3tzjit2jf;STATUS=A

৩৭।ডঃ জাকি ওয়াহহাজ



সিনিয়র লেকচারার ইন ইকোনোমিক্স, কেন্ট ইউনিভার্সিটি, ইউকে।
https://www.kent.ac.uk/economics/staff/profiles/zaki-wahhaj.html

৩৮।ডঃ শরীফ আহমেদ মুকুল



এসোসিয়েট প্রফেসর,রিসার্সার এন্ড কনসালটেন্ট,এগ্রিকালচার,University of the Sunshine Coast, অস্ট্রেলিয়া।
http://www.wildmukul.com/


৩৯। ডঃ তন্ময় ইসলাম



Assistant Professor of Economics, Elon University, USA
https://www.elon.edu/e/directory/profile.html?user=tislam

৪০।ডঃ এম নিয়াজ আবদুল্লাহ



Prof. Department Of Development Studies,Faculty Of Economics And Administration
University of Malaya
https://umexpert.um.edu.my/m-niaz

৪১। ডঃ এমডি মিজানুর রহমান



প্রফেসর,বায়োলজি,Texas A&M University-San Antonio, USA
Click This Link

৪২। ডঃ কাজি শাহরিয়ার (ছবি পাওয়া যায়নি)

Associate Professor of Economics in San Diego State University. USA
http://qshahriar.sdsu.edu/

৪৩।ডঃ নাজনিন রহমান



Professor, Human Genetics , Institute of Cancer Research, UK
https://www.icr.ac.uk/our-research/researchers-and-teams/professor-nazneen-rahman

৪৪।ডঃ নওশাদুজ্জামান



প্রফেসর, কম্পুটারসায়েন্স ডিপাঃ, University of Rochester, USA
http://www.cs.rochester.edu/u/naushad/

৪৫। ডঃ মুহাম্মদ আব্দুল মতিন (ছবি পাওয়া যায়নি)

Electrical & Electronic Engineering, Universiti Teknologi Brunei ব্রুনাই ।
http://www.utb.edu.bn/academic/fe/people/abdul-matin/

৪৬। ডঃ রাশিদুল বারী



ম্যাথমেটিক্স ডিপাঃ,Baruch College, USA
Click This Link

৪৭।ডঃ শামসুল ভুঁইয়া



Adjunct Associate Professor, Agriculture & Food Sciences, University of Queensland, Australia
Click This Link

৪৮।ডঃ আতাহারুল চৌধুরী



Life Sciences dept. University of Guelph, Canada.
Click This Link

৪৯।. ডঃ গোলাম মরতুজা



Zoology dept. King Saud University. Saudi Arabia
http://king-saud.academia.edu/MGolamMortuza

৫০। সেলিমা জামান



Lecturer, Women's Studies, Eastern Michigan University, USA
http://www.emich.edu/wgstudies/faculty/zaman.php


প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - পর্ব ১ হইতে ২১৫ এখানে





মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

শাহিন-৯৯ বলেছেন: বাংলদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা অতিথি লেকচারার হিসাবে কাজ করলে অনেক কাজে আসবে মনে হয়।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর প্রস্তাব করেছেন শাহিন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

করুণাধারা বলেছেন: ছবিসহ এই চমৎকার পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন। অনেক বছর পর আমার এক সহপাঠীর ছবি দেখে ভাল লাগল।

হয়ত আপনি জানেন যে, সামুর গল্পকার শিখা রহমান মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আশাকরি তার সম্পর্কেও লিখবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিখা রহমান নামে কাউকে এখনো পাইনি , শিখা খান নামে একজনকে পেয়েছি যিনি অ্যামেরিকার Tougaloo College এর Psychology র অধ্যাপক। আশা করি উনাকেও পেয়ে যাবো । B-)
দীর্ঘ পোস্ট খুটিয়ে পড়ায় আপনাকে ধন্যবাদ করুণাধারা ।
তা আপনার সহপাঠি কোন জন?

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫

আবু তালেব শেখ বলেছেন: জানলাম আমরা বাংগালিরা কত এগিয়ে গেছি। এনারা যদি বাংলাদেশে এসে শিক্ষকতা করতেন তাহলে বড়ই উপকৃত হত দেশ।

ডঃ আনারকলি নামেও যেমন মাধুর্য রুপেও তেমন আলোকছটা

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এঁদের সকলের কাজের ক্ষেত্র আমাদের দেশে হয়তো এখনো হয়ে উঠেনি।
ক্ষেত্র পেলে এঁরা অবশ্যই দেশে ফিরবেন এরকম আশা করি।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২

করুণাধারা বলেছেন: এই যে শিখা রহমান https://ceenve.calpoly.edu/faculty/rahman/

water resources এর অধ্যাপক। আপনি কি ব্লগে কখনো তার গল্প পড়েন নি?

৩৬নং।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডঃ শিখা রহমান সম্ভবত ইনি-
উনার লিখা পড়েছি হয়তো!
ড আবু রায়হান মুহাম্মদ মনিরুজ্জামান স্যার আপনার সহপাঠী জেনে ভাল লাগলো । আরো ভাল লাগলো ডঃ শিখা রহমান সামুর একজন ব্লগার জেনে।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

কালীদাস বলেছেন: ব্লগে রাগিব হাসান ছিলেন, উনি আলবামার সিএসই ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, এতদিনে সম্ভবত এসোশিয়েট হয়ে গেছেন, শিওর না। ১১ নাম্বারের হাফিজ স্যার এখন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনে, এবছরই মিডলসেক্স ছেড়ে দিয়েছেন। এরা দুইজনই বাংলাদেশে বুয়েটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন।

একটা ছোট সাজেশন, মাইন্ড না করলে খুশি হব: এভাবে ছবি না দিয়ে, জাস্ট নাম উল্লেখ করাটাই মনে হয় যথেষ্ট। আমার ছবি কোনদিন এরকম কোন পোস্টে চলে আসলে আমি বিব্রত বোধ করব।

তবে চমৎকার উদ্যোগ বলতে হবে, আবারও :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাফিজ স্যার এখন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনে, এবছরই মিডলসেক্স ছেড়ে দিয়েছেন। ছবি না দিলে আপনি উনাকে হয়তো সনাক্ত করতে পারতেন না। :)
আপনি ছদ্মনামে লিখছেন, হয়তো চিনতে পারবোনা। তার পরো কখনো আপনি আমার পোস্টে উঠে এসেছেন এরকম বুঝতে পারলে সহব্লগার হিসেবে আমি বিষয়টিকে রীতিমত সেলিব্রেট করবো। :)
অনেক অনেক ধন্যবাদ মিঃ কালীদাস ।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

আল ইফরান বলেছেন: প্রফেসর ড. আবদুল আউয়ালঃ আমার স্কুলের বড় ভাই এবং কিছুকাল নর্থসাউথ ইউনিতে পড়িয়েছেন। অসম্ভব বিনয়ী ও নম্র মানুষ।
ড. নিয়াজ আসাদুল্লাহ সাহেব এসডিজি স্পেশালিস্ট, গত বছর দেশে এসেছিলেন, দেখা ও কিঞ্চিত কথা হয়েছিল।
ইঞ্জিনিয়ারিং ও লাইফ সাইন্সের মানুষদের দেশে আনার মত ব্যবস্থা আমাদের দেশে এখনো নাই, সামনে করতে পারবে কি না সেইটা নিয়েও আমি যথেস্ট সন্দিহান। এক ড. আবেদ সাহেবকে নিয়ে যে জল ঘোলা করেছিলো এই দেশ, ৫০ লক্ষের উপর টাকা উনি এখনো সরকারের কাছে পাওনা, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে আমাদের দেশে এখনো সেভাবে গুণীর কদর হচ্ছেনা। বিদেশে বিলাসী জীবন উপেক্ষা করে দেশে চলে আসা ডঃ জাফর ইকবালকে মার খেয়ে আমরা কাঁদতে দেখেছি।
ডঃ জামাল নজরুল ইসলামকে অসচ্চল জীবন কাটাতে দেখেছি, দেখেছি ডঃ ইউনুসকে অপদস্ত হতে।
আশা করি একদিন অবস্থার পরিবর্তন হবে।
দুজন ডঃ আপনার পরিচিত জেনে ভাল লাগলো , ধন্যবাদ জানবেন আল ইফরান

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনাদের এখনই বাংলাদেশে আসার দরকার নেই। বিশ্ব জানুক বাংলাদেশীরাও মেধাবী।

@কালীদাস - ছবি দিলেও আমরা তো জানবো না কে কালীদাস :P :P

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @কালীদাস - ছবি দিলেও আমরা তো জানবো না কে কালীদাস :P :P যদি কখনো উনাকে আমার পোস্টে আনতে পারি আশা করবো তিনি যেন পরিচয় দেন। আমরা যেন গর্ব করতে পারি ডঃ কালীদাস আমাদের সহব্লগার :)

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২

এম আর তালুকদার বলেছেন: অনেক ভাল লাগলো।
০১ নং মন্তব্যকারী শাহিন-৯৯ ভাইয়ের সাথে সহমত।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন এম আর তালুকদার ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: উনাদের সবার জন্য শুভেচ্ছা !
আমাদের মহাকবি র জন্যই ও না দেখেই ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরো কিছু পোস্ট দেই আপু, তার পর ডঃ কালিদাসকে কেছকি মেরে ধরে বলবো ,'আপনি কোনটা বলেন?' :P

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭

কালীদাস বলেছেন:
@ বিচার মানি তালগাছ আমার এবং মনিরা সুলতানা: ওটা জাস্ট কথার কথা। আমার মেইন জব পুরাপুরিই বাংলাদেশের, বাইরে কোথাও ফুলটাইম জবে যাওয়ার আগ্রহ নেই। কিন্তু কোনদিন কেউ এক্সিডেন্টলি বাংলাদেশের পেশাটাকেও যদি কোথাও মেনশন করে ফেলে বাইরের লিংকগুলোসহ- আমি আনইজি ফিল করব।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের আনন্দের জন্য আপনার 'আনইজি ফিল'কে আমরা কেয়ার করবো না! :P :P

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বলতে চেয়েছি আপনার নিক আর আসল নাম কেউ জানবে কীভাবে?@ কালিদাস

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনাকে কি ভাবে চিনবো তা মনিরা;পুর রিপ্লাইএ বলেছি :P :P

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

আমি তনুর ভাই বলেছেন: Usually I never comment on blogs but your article is so convincing that I never stop myself to say something about it. You’re doing a great job Man,Keep it up.

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি তনুর ভাই, আপনি তেমন কমেন্ট করেন না এ কারনেই আপনার নিকটি অপতিচিত মনে হচ্ছে। আমার পোস্টের কারনে আপনার অপ্রিয় কাজটি করলেন জেনে ভাল লাগছে। অনেক ধন্যবাদ জানবেন ভাই।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: দেশের জন্য দায়িত্ববোধ তাদের কতটুকু আছে??/ তারা পারে ভালোকিছু করতে।কারণ তাদের মেধা আছে। বরাবরের মত সুন্দর পোস্ট। আমার জানাশুনা দু্ একজন আছে । !:#P

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পোস্টে +

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজকন্যা।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

আখেনাটেন বলেছেন: বেশ খেটেছেন পোস্ট তৈরিতে।

ভালোলাগা।

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন আখেনাটেন

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহারে, সুমায় মতন বাপ মা'র কথা শুনলে আইজ আমার নামও লিস্টিতে থাকতো |-) :-<

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'সময় গেলে সাধন হবে না'' :P :P

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এত শিক্ষক দেখে মনে হচ্ছে বাইরের দেশে শিক্ষক হওয়া কোন ব্যাপারই না। =p~

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চেস্টা একটা চালাবেন নাকি মোহেবুল্লাহ অয়ন ভাই :P

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন দেখি মেয়রের পদ খালি আছে। ওটায় চেষ্টা চালানো যেতে পারে ব্লগাররা পাশে থাকলে। =p~

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




গুণীদের কদরহীন এই দেশে আমাদের গুণীদের তুলে ধরছেন ধারাবাহিক ভাবে, নিরলস। আমরা শুধু জানছি আর একটা একটা দীর্ঘশ্বাস ফেলছি .........................

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন আহমেদ জী এস ভাই।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

জাহিদ অনিক বলেছেন:

ইনারা দেশের সম্পদ হতে পারত,
সঠিক ব্যবস্থাপনা ও সুযোগের অভাবে হতে পারলেন না !

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করি একদিন আমরা এদের কাজে লাগাতে পারবো।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনার কারণে এতো খবর জানতে পারলাম।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ধ্রুবক আলো

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: লজ্জা পাইলাম :P


৪০ নাম্বারের নিয়াজ আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল বছর দুয়েক আগে, কুয়ালালামপুরে একটা কনফারেন্সে। খুবই প্রাণচঞ্চল একজন মানুষ।

অনেকদিন আগে আপনার একটা পোস্টে বলেছিলাম, দেশ ছাড়তে বাধ্য হওয়া বাংলাদেশিদের একটা তালিকা বানাতে পারলে ভাল হত। আপনার এই তালিকায় যাদের পাবেন তাদের অনেকেই দেশ ছাড়তে বাধ্য হওয়া লিস্টে আসবে। হাফিজ স্যার ঢাকা ভার্সিটিতে ফুল প্রফেসর ছিলেন ব্রিটিশ নাগরিক থাকা অবস্হাতেও; একই সাথে অক্সফোর্ডের একটা রিসার্চ ইনস্টিটিউটের মেম্বার প্লাস মিডলসেক্সের চাকরিটাও চালাতেন। ওনাকে ছুটি দেয়া নিয়ে আরও কয়েকজন টিচার হিপোক্রেসি করায় ক্ষোভে চাকরি ছাড়েন।

এরকম আরও অনেক পাবেন, আমি নিজেই চারপাঁচজনের নাম বলতে পারি এই মুহুর্তে। দেশের বাইরে প্রচুর চাহিদা থাকার পরও এনারা দেশে ব্যাক করে বঞ্চনা এবং দুর্ব্যবহারের শিকার হয়ে বাইরে স্হায়ী হয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকেই ভুল বুঝে, বলে এঁরা দেশের মায়া ছেড়ে অর্থের প্রলোভনে নিজের দেশ ছেড়ে চলে গেছে।
এরকম নেতিবাচক মন্তব্য আমার এই সিরিজে অনেক এসেছে। অথচ কেন এরা দেশ ছেড়েছেন সে খবর কেউ রাখেনা।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এত সব বাংলাদেশী গুণীজনকে একসাথে করে
আমাদের সামনে তুলে ধরার জন্য । কামনা করি তাঁরা
নীজ নীজ কর্মের মাধ্যমে নীজ দেশের সুনাম বিশ্বমাঝে
আরো বিকসিত করুন । উনারা প্রিয়তে গেলেন ।

শুভেচ্ছা রইল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর শুভ কামনা, আমাদের ঘরের গুণী ডঃ এম এ আলী ভাই অনেক ধন্যবাদ জানবেন।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো তথ্য। সবাইকে একসাথে পেয়ে আরো ভালো লাগছে।

তবে, ৩৮ নং-এর ডঃ মূকুল এখন দেশে। সে আই,ইউ,বি'র শিক্ষক।

ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে গুনিদের কাজের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, ডঃ শরীফ আহমেদ মুকুল আই,ইউ,বি''তে আছেন জেনে এমতই মনে হচ্ছে।
তথ্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নীল-দর্পণ বলেছেন: ভাবতেই ভাল লাগে বাংলাদেশের উনারা আবার এটা ভাবতেই খারাপ লাগে যে দেশ উনাদের পেল না!
যাই হোক, ভাল লাগল আপনার এই পোস্ট।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করি এমন দিন আসবে যেদিন মেধাবীরা এদেশকে সেবা দিবেন।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: এসব গুণীজনদের পরিচয় পেয়ে ভাল লাগলো। আমাদের সহব্লগারগণের মধ্যে কেউ কেউ এঁদের পরিচিত/সান্নিধ্যপ্রাপ্ত জেনে আরও ভাল লাগলো। আশাকরি, একদিন আমাদের সহব্লগারগণের মধ্য হতেও কেউ কেউ আপনার ভবিষ্যৎ কোন তালিকায় উঠে আসবেন।
খুব ভাল উদ্যোগ। সাধুবাদ জানাচ্ছি।
পোস্তে ভাল লাগা + +

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি জদ্দুর জানি ডঃ রাগিব হাসান ও ডঃ শিলা রহমান সামুর দুজন ব্লগার। শিলা রহমানের দ্বিচারিণী গল্পে গতকাল আপনি চমৎকার মন্তব্য করেছিলেন।

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্টে লাইক ও প্রিয় রেখে দিলাম,ভাই !!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

টারজান০০০০৭ বলেছেন: তিক্ততার সাথে কহিতেছি, যাহারা যোগ্য ফ্যাকাল্টি দেশে কর্মরত তাহাদের তাড়াইতে হিংসুকের অভাব নাই ! খোদ সহকর্মীদের কাছ থেকেই তাহারা সবচেয়ে বেশি হিংসার সম্মুখীন !

পোস্ট দারুন লাগিল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথা অমুলক নয়। এমন অনেকেই আছেন যারা পিএইচডি করে দেশে কাজ করেছেন, আবার তিক্ত অভিজ্ঞতার সম্মুখিন হয়ে দেশ ছেড়েছেন।

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

চানাচুর বলেছেন: Click This Link

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি আমার তালিকায় আছেন। ধন্যবাদ চানাচুর।

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

কাতিআশা বলেছেন: খুব গর্ব লাগছে যে, ২১ নং এর সম্মানীয় ব্যক্তিটি আমার ক্লাসমেট ছিল..Proud of you Meenar Mahboob!

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষয়টা জেনে আমারও ভাল লাগছে। ধন্যবাদ কাতিয়াশা।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৭

শিখা রহমান বলেছেন: এই লেখাটার কথাই বলছিলেন নিশ্চয়ই। হুউউউ...করুণাধারা আর আপনার মন্তব্যের মানুষটা আমিই "শিখা রহমান"। ধন্যবাদ আর শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে ভাল লাগলো ।
আপনার মন্তব্য পেয়ে সন্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ জানবেন ডঃ শিখা রহমান।

৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৫

অন্তরন্তর বলেছেন: আপনার এধরনের পোস্টগুলো সবসময় অসাধারন। যাঁদের কথা লিখেছেন সবার জন্য গর্বিত একজন বাংলাদেশি হিসেবে। এমন আরও অনেক অনেক পোস্ট দিবেন সেই অপেক্ষায়। শুভ কামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি। ধন্যবাদ অন্তরন্তর

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৪

সোহানী বলেছেন: কালীদাস বলেছেন: দেশ ছাড়তে বাধ্য হওয়া বাংলাদেশিদের একটা তালিকা বানাতে পারলে ভাল হত।

লেখক বলেছেন: অনেকেই ভুল বুঝে, বলে এঁরা দেশের মায়া ছেড়ে অর্থের প্রলোভনে নিজের দেশ ছেড়ে চলে গেছে।

:( :( :( :( :( :(

এরকম কোন তালিকা বানাইলে বইলেন, প্রমান সহ হাজিরা দিমু............

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি মনে করি প্রবাসী গুণীরা কোন না কোন কারনে বাধ্য হয়ে প্রবাসে পড়ে আছেন।
গুনের কদর প্রাপ্তি,মেধা বিকাশের উর্বর ক্ষেত্র, কাজের অনুকুল পরিবেশ, আর্থিক সামাজিক নিরাপত্তা এই 'কোন না কোন' কারনের মধ্যে পড়ে।
তবে কালিদা 'দেশ ছাড়তে বাধ্য হওয়া' বলতে ভিন্ন কিছু বুঝিয়েছেন সে আমি বিলক্ষন বুঝতেছি ।
প্রমান সহ হাজিরা দিমু............ যখন দরকার হয় দিয়েন, আপাতত এই পোস্টে হাজিরা দেয়ার জন্য ধন্যবাদ নিন সোহানী । :D

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

কথাকথিকেথিকথন বলেছেন:





কেউ জঙ্গলে থেকে জঙ্গলে সভ্যতা বানায়, আর কেউ তাকে জঙ্গল ভেবে, বসবাসের অযোগ্য বলে অন্যত্র পাড়ি জমায় যেখানে সভ্যতা আছে । এবং ঐ সভ্যতাকে আরো তোষামোদ করে । এই দুয়ের মধ্যে সত্যিকার কে মহান, কে যোদ্ধা ? আমরা তা বুঝতে পারি ।

কিছু কঠিন কথা বলালাম হয়তো । তবে ওনারা হয়তো অন্যকোন মহৎ উদ্দেশ্যে প্রবাসে পাড়ি দিয়েছেন। উনারা গুণীজন, দেশের গর্ব । বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন । তবে দেশের হয়ে ডিরেক্ট কাজ করলেই তবে সত্যিকার দেশপ্রেম ফলিত হবে। মাতৃভূমিকে নিজ হাতে সাজানোর মত আনন্দ এবং সুখ আর কোনকিছুতে আছে বলে আমার মনে হয় না ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ । এতোগুলো গুণীজনকে একসাথে তুলে ধরেছেন বলে । অনুপ্রেরণা জাগানিয়া।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে মেধার কদর হয়না।
এদেশে মেধা; ঘুষ, দুর্নিতি কৌটা আর সুপারিশের নিচে চাপা পড়ে যায় ।
কথন ভাইএর অবগতির জন্য জানাচ্ছি- ক্যামব্রিজের অধ্যাপক ডঃ জামাল নজরুল ইসলাম দেশ সেবার উদ্যেশ্যে এসে অনেক কাঠ খড় পুড়িয়ে চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ে ঢুকতে পেরেছিলেন।

৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: আমার প্রিয় সিরিজ। ধন্যবাদ লিটন ভাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: তাদের জন্য গর্বে বুক ভরে যায়।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজকন্যা ।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অারো অাছেতো...

অারো নতুন পোষ্টদিন। গুনিজনদের নিয়ে সেই অপেক্ষাই রইলাম।

প্রিয়তে...

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরেকটা পোস্ট দিয়েছি,দেখুন আপনার পরিচিত কেউ আছে কিনা। নইলে পরের পর্ব গুলিতে পেতে পারেন।
ধন্যবাদ সামিউল ইসলাম বাবু

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আলো আধারে বলেছেন: আরো অনেকেই বাদ পরেছে.। বাকি গুলা কবে প্রকাশ করবেন

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরেকটা পোস্ট দিয়েছ আরো পর্ব হবে। ধন্যবাদ আলো আধারে।

৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বাংলাদেশী অনেক শিক্ষক আছেন।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন একে একে সকলকে আনার আশা রাখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.