নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
পোস্টের আগে একটা বিজ্ঞাপন- ‘ বই মেলা থেকে ৩০০ টাকা দামের এক কপি ঋদ্ধ কিনুন, মাত্র ২০৩ টাকায়।
হুমায়ুন আহমেদ একবার লাসভেগাসের একটি ক্যাসিনোতে জুয়া খেলছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত খেলে হেরে ভুত!
সারা দিন উপাস,পেটে প্রচন্ড ক্ষিদা, ক্যাসিনোতে খাবারের অভাব নাই। কিন্তু টাকার জন্য তিনি খেতে পারছেন না। কপর্দকহীন তিনি বেরিয়ে এলেন। বাইরে বন্ধু অপেক্ষমাণ ছিল, তাকে নিয়ে এক খাবার হোটেলে ঢুকে তিনি গো-গ্রাসে গিলতে লাগলেন।
বন্ধুটি জিজ্ঞেস করলেন, কিরে তুই ক্যাসিনোতে কিছু খাস নি?
হুমায়ুন আহমেদ বললেন, ক্যাসিনোতে খাবারের দাম অনেক বেশি হবে, পাছে জুয়ার টাকায় কম পড়ে তাই খাইনি। পরে ক্ষিদায় টিকতে না পেরে যখন খেতে চেয়েছি তখন আর টাকা ছিলনা।
বন্ধুটি হো হো করে হেসে বললেন, গাধা, জানিস না ক্যাসিনোতে সব খাবার ফ্রি?
জুয়ায় দু’লাখ টাকা হারিয়েও উনার এত দুঃখ হয়নি, যতটা দুঃখ হয়েছিল ক্যাসিনোর ফ্রি খাবারটি না খেতে পারায়।
গতবার বইমেলা থেকে প্রায় ৩৩০০ টাকার বই কিনেছি। সকল স্টলেই দেখলাম বিকাশ বিজনেজ নাম্বারে বইয়ের মুল্য পরিশোধের সুবিধা আছে। আমার বিকাশে পর্যাপ্ত টাকা থাকার পরেও আমি সকল বইয়ের মুল্য ক্যাশ’এ পরিশোধ করি। পরে জানলাম, বিকাশে বিল পেমেন্ট করলে ১০% ক্যাশব্যাক দিচ্ছে।৩৩০ টাকা না পাওয়ায় হুমায়ুন আহমেদের মত আমারও আফসোসের সীমা ছিলনা।
এবার আর ভুল করিনি। নীল দা’র এক রঙ্গা এক ঘুড়ির বিজনেস বিকাশে ২৫% ছাড়ে ৩০০ টাকার ঋদ্ধ’র জন্য ২২৫ টাকা বিকাশ পেমেন্ট করলাম। সাথে সাথে ক্যাশব্যাক পেলাম ২২ টাকা পঞ্চাশ পয়সা।
তাই বলছিলাম, আপনার যদি বিকাশ একাউন্ট থাকে তাহলে বিকাশ পেমেন্টে বইয়ের মুল্য পরিশোধ করুন, তবেই আপনি ৩০০ টাকার ঋদ্ধ পেতে পারেন ২০৩ টাকারও কমে।
এই ফাঁকে ঋদ্ধ’র কথা বলি। ব্লগারদের মানসম্পন্ন লিখার সংকলন ঋদ্ধ একটি চ্যারিটি প্রকাশনা। আমাদের সহ ব্লগার বৃতি ব্লগের প্রতি ভালবাসা থেকে এর ফান্ডিং করে যাচ্ছেন। যা একটি নজীরবিহীন দৃষ্টান্তও বটে।
এইবার ঋদ্ধর বিক্রিত অর্থ দিয়ে একটা ফান্ড গঠন করা হবে এবং এই ফান্ড থেকে আগামি বইমেলায় ব্লগারদের লিখা নিয়ে ঋদ্ধ’র পরবর্তি সংখ্যা বেরুবে। পাঠক বুঝতেই পারছেন, ঋদ্ধর পথ চলা মসৃণ রাখতে এর বিক্রি হওয়াটা কতটা জরুরি। তাই বলছিলাম, আপনি যদি ব্লগার হন তাহলে এক কপি ঋদ্ধ অবশ্যই কিনুন। যারা মেলায় যেতে পারছেনা তারা নীল'দার এই নাম্বারে যোগাযোগ করুন - ০১৯৯৫৫২৯৬৫৪।
আপনার লিখা ছাপা না হলেও এক কপি ঋদ্ধ কিনুন। হয়তো এই সংখ্যায় আপনার লিখা প্রকাশিত হয়নি, প্রকাশনা অব্যাহত থাকলে আগামী যে কোন সংখ্যায় আপনার লিখা অবশ্যই আসবে।
আমি আশা করছি আপনার বই কেনার লিস্টিতে ঋদ্ধ এক নাম্বারে থাকবে।
পরিশেষে- ‘ঋদ্ধ’র পথ চলা অব্যাহত থাকুক এটাই হোক আমাদের প্রত্যাশা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজীব নুর ভাই, আশা করি এক কপি ঋদ্ধ কিনবেন।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
বিজন রয় বলেছেন: হুমমমমমম!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ‘ঋদ্ধ’র পথ চলা অব্যাহত থাকুক এটাই হোক আমাদের প্রত্যাশা।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে !!!
দারুন খবর দিলেন তো !!
ধন্যবাদ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপু কি দেশে ?
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০
মনিরা সুলতানা বলেছেন: না তো !!
তবে ঢাকা থেকেই সংগ্রহে নিচ্ছি ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুশি হলাম আপু। শুভ কামনা রইল।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩
জাহিদ অনিক বলেছেন:
ক্যাসিনোতে খাবার ফ্রি এটা আমিও জানতাম না !
তবে বইমেলায় বিকাশে পেমেন্ট করলে ক্যাশ ব্যাক দেয় এটা জানতাম- কিন্তু আমার বিকাশে কখনোই ব্যালেন্স থাকে না।
ঋদ্ধ-২ কিনেছে। আরও অনেককে বলেছি কিনতে।
আপনি ঠিকই বলেছেন, বৃতি হক এর ফান্ডিংএ এটা এক নজিরবিহীন দৃষ্টান্ত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি সংগ্রহ করেছেন জেনে ভাল লাগলো ।
ক্যাসিনোর জন্য আমেরিকা আর থাইল্যান্ড নাকি বিক্ষাত। আপনার অভিজ্ঞতা কোন দেশের ?
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমায় নহেগো ভালবাসো শুধু
আমি ঋদ্ধ'র জন্য ভালোবাসা চাইতে এসেছি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওহহো ---- বইটার সম্পাদনা যে তুমি করেছো এটা লিখতে ভুলে গেছি ---
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! আপনার অভিজ্ঞতা এবং দুঃখবোধ আমাকে দুঃখিত করলো ! হুমায়ূন আহমেদও এই কাতারে আছেন, সো বিইং লেজেন্ড !!
এই বইটি কিনবো । আপনার পরামর্শ কাজে লাগবে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিনবেন জেনে আনন্দিত!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নিন কথাকথিকেথিকথন
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বইটি অবশ্যই সংগ্রহ করতে হবে। দারুণ লিখেছেন লিটন ভাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক আনন্দিত হলাম সম্রাট ইজ বেস্ট ।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার লেখা আর প্রকাশ হবে না ঋদ্ধতে। বই কিনে কি হবে? সম্পাদক বদলানোর কি কোন সম্ভাবনা আছে। তাহলে প্রকাশিত হলে হতেও পারে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হতাশ হচ্ছেন কেন সেলিম ভাই? চর্চা চলুক, ঋদ্ধ হবে মানসম্পন্ন লিখার আর্কাইভ।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
উম্মে সায়মা বলেছেন: বইটি সংগ্রহ করার ইচ্ছে আছে। ভালো লাগল আপনার পোস্টটি। ধন্যবাদ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে আনন্দিত, ধন্যবাদ নিন সায়মা।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
সায়েদুল ইসলাম এর বাংলা ব্লগ বলেছেন: ২১শে ফেব্রুয়ারি মেলায় যাব। সংগ্রহ করব।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সায়েদুল ইসলাম ভাই ।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
তারেক_মাহমুদ বলেছেন: দারুণ একটা বর্ণনা দিয়েছেন বইমেলায় গেলে অবশ্যই কিনবো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক খুশি হলাম, আপনি শুধু এক কপি ঋদ্ধ কিনলেন না আপনি হয়ে গেলেন ঋদ্ধর একজন পৃষ্ঠপোষক ।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা ভাই আমি ইট্টু ইট্টু লেখালেখির চেষ্টা করি
আপনার দারুন ঋদ্ধ আহবানে মুগ্ধ। মেলায় এখনো যাওয়া হয়নি!
নিজেদের বলে একটা কথা আছে না? অবশ্যই কেনার তালিকায় প্রথমেই থাকবে
+++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে আনন্দিত, অনেক অনেক ধন্যবাদ ভৃগু ভাই।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
হুমায়ুন আহমদের সাথে আপনার মিল আছে, দেখছি; বইটা আবার কিনেন, এবার বিকাশ ব্যবহার করুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার কিন্তু বেকাশে পেমেন্ট করেছি গাজী ভাই।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
অন্তরন্তর বলেছেন: আমিও কিনলাম ২২৫ টাকায় কিন্তু বিকাশের খবর জানতাম না। গতকাল বইমেলায় প্রচণ্ড ভিড় ছিল আর আমি দো চোখ ভরে দেখেছি। খুব ভাল একটা সময় কাটালাম বহুদিন পর। শুভ কামনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি মেলায় যাই কি না যাই তাই একজনকে দিয়ে একটা সংগ্রহ করেছি। কাল এক কাজে ঢাকা যাবো সময় পেলে মেলায় ঢু মারার ইচ্ছা আছে। ভালো সময় কাটালেন জেনে ভাল লাগলো । ধন্যবাদ অন্তরন্তর।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
চমৎকার ..... চমৎকার....... চমৎকার একটি বিজ্ঞাপন ।
ব্লগকে ভালোবেসে , ব্লগারদের লেখার কলমকে চলমান রাখতে আপনার এই লেখাটি একটি ব্যতিক্রম ও একই সাথে অভিনব ।
শুধু "ঋদ্ধ" ই নয়, বইমেলামুখী সকল ব্লগারদের উচিৎ সামুর নিয়মিত ব্লগারদের বই কিনে উৎসাহ দেয়া । তার মানে এই নয় যে, উৎসাহ পেয়ে আমরা বর্তে যাবো এবং ব্লগারদের বই কেনার হিড়িক দেখে অপুষ্টিতে ভোগা, রুগ্ন লেখায় ভরে বই প্রসব করতেই থাকবো । বরং এই উৎসাহকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা হৃষ্টপুষ্ট, স্বাদে-গন্ধে ভরপুর , পাতে তোলা যায় এমন এমন লেখায় ব্রতী হবো ।
আমার এমন করে বলাতে হয়তো অনেকেই নাখোশ হবেন , কিন্তু বলাটিকে ভেবে দেখবেন আশা করি, নইলে লেখক হিসেবে আমাদের উত্তরণ ঘটবে তো না-ই উল্টো সামাজিক সাইটগুলোতে অসহায় ভাবে নিজের ঢোল পিটিয়ে যেতে হবে প্রতিটি বছর বই কেনার জন্যে । বই কিনবে লোকে লেখকের নাম দেখে নয় ( যদিও আমাদের দেশে পাঠকদের বোধ অন্যরকম ) লেখার বিষয় আর মান দেখে । এই অভ্যেসটা চালু করার দায়িত্ব নিতে হবে আমাদেরকেই । তাহলেই একজন নব্য লেখক পরিচিতি পাবেন , নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন লেখালেখির জগতে ।
"ঋদ্ধ" র উদ্দেশ্যের সাফল্য আসুক এমনটা তো চাই-ই , চাই " বৃতি " র এই মহতী প্রচেষ্টা বৃতি যেন ধরে রাখেন অবিচল ভাবে । চাই, "ঋদ্ধ" র পেছনে যারা যারা রয়েছেন তারও এমনি করে আদরে সোহাগে লেখক ব্লগারদের একাট্টা করে রাখবেন বছরের পর বছর ।
সবাইকে শুভেচ্ছা .................
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
শুধু "ঋদ্ধ" ই নয়, বইমেলামুখী সকল ব্লগারদের উচিৎ সামুর নিয়মিত ব্লগারদের বই কিনে উৎসাহ দেয়া । সুন্দর বলেছেন।
আমরাও চাই পৃষ্ঠপোষকতার ভিতর দিয়ে সামুর লিখকরা উঠে আসুক। পাঠকের এই সহযোগিতাকে লিখকগন দুর্বলতা না ভেবে সুযোগ হিসাবে নিবেন এবং সাহিত্যাঙ্গনে নিজের একটা স্থান করে নিবেন এমতই প্রত্যাশা।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
‘ঋদ্ধ’র পথ চলা অব্যাহত থাকুক
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নুরু ভাই।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
ধ্রুবক আলো বলেছেন: ঋদ্ধর জন্য শুভ কামনা, চলার অব্যাহত থাকুক ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ।
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
সোহানী বলেছেন: এইতো দু:খবোধ বাড়িয়ে দিলেন ...... বই কিনতে না পারার দু:খ।
যাহোক, আমার পারিপার্শ্বের ছায়াতলের সবাইকে বলেছি সংগ্রহ করতে, হয়তো কোন একদিন পেয়েও যাবো। তবে কাদের কাদের লিখা এ পর্যন্ত এসেছে তাদের তালিকা দিলে ভালো লাগতো, অন্তত জানতে পারতাম।
সেলিম ভাইয়ের দু:খ বা অভিযোগ মানতে পারছি না। যদি কোন কবিতা ছাপা হয় এবং এর প্রধান নামগুলোর মধ্যে আপনার নাম থাকতে বাধ্য....................
ধন্যবাদ। যদিও শায়মার লিখা পড়ে জেনেছিলাম আগে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! দেশে থাকলে না হয় একখান কুরিয়ার করতাম।
আমি খোঁজ নিয়ে জেনেছি সেলিম ভাই কোন লিখাই জমা দেন নি ।
অপ্সরা এক পোস্টে লিখকদের নাম দিয়েছে আপু।
২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০
আবু তালেব শেখ বলেছেন: খুলনা বসবাস করি। এখানে বসে কিভাবে পেতে পারি বইটা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নীল দার একটা নাম্বার দেয়া আছে । ওই নাম্বারে বিকাশ পেমেন্ট করে উনাকে ফোন দিন। ব্যবস্থা হয়ে যাবে।
আগ্রহের জন্য অনেক ধন্যবাদ আবু তালেব শেখ ।
রকমারীতেও পেতে পারেন, আমি খোঁজ নিচ্ছি----
২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঋদ্ধ কেনার জন্যে ৯ তারিখ গিয়েছিলাম। দুইটি স্টলেই খোঁজ করেছি। দুই স্টলের মানুষগুলো দু'রকম কথা বললো।
কেউই ঋদ্ধ-২'র সঠিক হদিস দিতে পারলো না। তারিখও বলতে অপারগ।
শেষে ভাবলাম, এটা একটা প্র্যাংক।
বাজেট শেষ করলাম অন্য একটি বই কিনে!
শুভেচ্ছা সকল লেখিয়েদের।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না না এটা কোন কাজের কথা নয়, ঋদ্ধ কেনার আগে বাজেট শেষ হতে পারেনা।
২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
জুন বলেছেন: ঋদ্ধ এর প্রকাশক সংকলক ও লেখক সবার প্রতি রইলো আন্তরিক শুভকামনা । তবে শুধু ঋদ্ধই না আমাদের সকল ব্লগার যাদের বই মেলায় প্রকাশ হচ্ছে বা হয়েছে তাদের জন্য ও রইলো শুভেচ্ছা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে শুধু ঋদ্ধই না আমাদের সকল ব্লগার যাদের বই মেলায় প্রকাশ হচ্ছে বা হয়েছে তাদের জন্য ও রইলো শুভেচ্ছা । আমার পক্ষ থেকেও সকলের জন্য শুভেচ্ছা রইল।
২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঋদ্ধ কিনবো। তবে নিজে কিনতে পারবোনা জানি। কাউকে পাঠিয়ে সংগ্রহ করে নিব।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে প্রীত হলাম , অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই।
২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০
শাহরিয়ার কবীর বলেছেন: ঋদ্ধ কেনার ইচ্ছা ছিল কিন্তু এবার বই মেলায় এখনো যেত পারিনি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেলায় না গিয়েও ঋদ্ধ সংগ্রহের ব্যবস্থা আছে শাহরিয়ার ভাই
২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ‘ঋদ্ধ’র পথ চলা অব্যাহত থাকুক......
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি সুমন কর ।
২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮
মলাসইলমুইনা বলেছেন: গিয়াস ভাই, বৃত্তি হোক সম্ভবত একটা ওয়েব সাইটের কথা বলেছিলেন ঋদ্ধ -২ কিনতে পাওয়া যাবে তাই না ? সেই ওয়েব সাইটটা কি হয়েছে ? একটা ওয়েবে বইটা কেনার ব্যবস্থা থাকলে দেশের বাইরে থেকে অনেকেই সহজেই কিন্তু বইয়ের অর্ডারটা করতে পারতো সহজেই |
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদেশ থেকে সংগ্রহ করার উপায় বা ওয়েবসাইটের কথা আমার জানা নাই, জেনে নিতে হবে---
২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: হুমায়ুন আহমেদ সম্পর্কে নতুন কিছু জানা হল।ঋদ্ধ সংগ্রহে রাখার অবশ্যই চেষ্টা থাকবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অাব্দুল্লাহ অাল কাফি ভাই
২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩১
শাহিন-৯৯ বলেছেন: শুভ কামনা রহিল-ঋদ্ধ-২ জন্য।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহিন-৯৯
২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৭
সালাহ উদ্দিন শুভ বলেছেন: তা স্টল নাম্বার, পরিবেশকের নাম-টাম কিছু বলুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঋদ্ধ নিয়ে আরো পোস্ট হয়েছে তাই দেই নি।
আপনার জ্ঞাতার্থে স্টল নং ৬৫৪, এক রঙ্গা এক ঘুড়ি স্টল।
৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩০
মাআইপা বলেছেন: চমৎকার উপস্থাপনা।
ঋদ্ধ’র শুভ কামনা রইল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মাআইপা ।
৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮
কালীদাস বলেছেন: পোস্ট দিয়া ভালা কাম কর্সেন। দেখি, বাসার লোকজন গেলে কমু নে আমার জন্য এক কপি কিন্যা রাখতে। কোন প্রকাশনী, স্টল নাম্বার কত ডিটেইলস কৈলে ভাল হৈত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক রঙ্গা এক ঘুড়ি, স্টল নং ৬৫৪ ।
অনেক ধন্যবাদ কালীদাস
৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। উক্ত নাম্বারে যোগাযোগ করে বই কেনার চেষ্টা করব।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার
৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
সামিয়া বলেছেন: আমি তো আপনাদের নাম দেখে আগেভাগেই বইটি কিনে বসে আছি, ৩০০ টাঁকায়ই কিনেছি ।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামিয়া
৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
পার্থ তালুকদার বলেছেন: ঋদ্ধতে আমার লিখা একটা প্রবন্ধ আছে !! সংগ্রহ করতেই হবে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজের লিখা থাকলে তো সংরহ করা ওয়াজীব।
৩৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯
আরাফআহনাফ বলেছেন: গত ১৩তারিখ আমিও লস খাইসি - ৭৭ টাকা! ! !
লস কমানোর জন্য হলেও ঋদ্ধ কিনতে হবে দেখছি ! !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই কিনবেন আরাফআহনাফ
৩৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
তারেক ফাহিম বলেছেন: ঋদ্ধ কেনার ইচ্ছে আছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম
৩৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
শামচুল হক বলেছেন: হুমায়ুন আহমেদের মত আমিও তো আফসোসে মরতেছিৃ, মেলার দ্বিতীয় দিন আমিও তো হাজার টাকার বই কিনেছি বিকাশে, টাকাও ছিল কিন্তু নগদে কিনে কিছুই পাইনি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার বিকাশে ঋদ্ধ কিনুন
৩৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নীলসাধুর উড়ভাষ সংখ্যা নাকি বিকাশ সংখ্যা দিলেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা নীল'দার নাম্বার যা বিজনেস বিকাশ সাপোর্টেড।
৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২
জেন রসি বলেছেন: টাচি বিজ্ঞাপন। উদাহরনটাও মজার। ধন্যবাদ আপনাকে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন জেন রসি ভাই।
৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল শিরোনামসহ পোষ্টের ভিতরের বিষয়াবলি । পাঠকদেরকে বিশেষকরে ব্লগে যারা লিখেন তাদের জন্য বেশ উৎসাহ ও প্রনোদনাদায়ক কথামালা সমৃদ্ধ পোষ্টটি সার্বিকভাবে বই মেলার জন্যই গুরুত্বপুর্ণ । ঋদ্ধ ২ এর বিক্রয়লব্ধ অর্থ একটি মহতি কাজে ব্যয় হবে শুনে খুবই ভাল লাগল , এর সার্বিক সাফল্য কামনা করি । ঋদ্ধ ২ বইটি গতকাল সংগ্রহ রা হয়েছে । বইটির প্রকাশক , সম্পাদক ও লেখকদের প্রতি রইল ধন্যবাদ । এ ছাড়াও আরো কয়েকটি বই সংগ্রহ করা হয়েছে । ব্লগের সকল লেখকদের লেখা নিয়ে প্রকাশিত বইগুলির বিষয়েও সার্বিক সাফল্য কামনা করছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঋদ্ধ তে আপনার লিখাটিও পড়লাম।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নিন ডঃ ।
৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৭
রোকসানা লেইস বলেছেন: বইমেলায় যাওয়া হলো না। ফ্রিতে বই নেয়ার সুযোগ পেলাম না। তবে সব জেনে রাখলাম আগামীতে কাজে লাগাব বলে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফ্রিতে কে বই দিচ্ছে?
তবে মেলায় না গেলেও এক টা ঋদ্ধ সংগ্রহ করবেন আশা করি।
৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো উদ্যোগের জন্য শুভ কামনা রইল। তবে নগদে কিনলেও একটু ছাড় দিলে পাঠকের সুবিধা। সবাইকে কেন বিকাশে বন্দী করতে হবে?
০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল প্রস্তাব, ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন
৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
খায়রুল আহসান বলেছেন: এর আগের ঋদ্ধ এক কপি কিনেছিলাম। এবারে এখনও বই মেলায় যাবার অবকাশ পাইনি। সেদিন, ২০ তারিখে একটু ঢুঁ মারতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত হলো না। গেলে অবশ্যই কিনবো।
এ পোস্টটি দিয়ে আপনি পরোক্ষভাবে ঋদ্ধ এর প্রকাশক, সম্পাদক এবং অর্থায়নকারীকে সহায়তা করলেন, আর নিজে বই কিনে প্রত্যক্ষভাবে। আপনার এ কাজটাও অনুকরণীয়।
০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই
৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
শামছুল ইসলাম বলেছেন: ঋদ্ধ-কে নিয়ে আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো । ইনশাআল্লাহ এক কপি সংগ্রহ করবো । sb]ঋদ্ধ যাত্রা শুভ হোক, মসৃণ হোক । আমীন ।
০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শামছুল ইসলাম ভাই
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।