|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 গিয়াস উদ্দিন লিটন
গিয়াস উদ্দিন লিটন
	এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
 
 
 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ সম্পর্কে প্রায় সকল পাঠকই অবগত, এবং সকলেই জানেন যে,এই নেতা ১৯৭৪ সালে  মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান, দুই বছর পরে ১৯৭৬ সালে পান উপ-প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব। ১৯৮১ সালের ১৬ জুলাই ৫৫ বছর বয়সে মালয়েশিয়ার ৪র্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন তিনি।সেই থেকে টানা ২২ বছর মাহাথির মুহম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। 
মাহাথির মোহাম্মদ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় যাবৎ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়াকে বদলে দেবার ক্ষেত্রে শিক্ষা হচ্ছে তার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। বর্তমানে মালয়েশিয়ায় শিক্ষার হার ৯০%। শিক্ষা ব্যায়ের ৯৫% সরকার বহন করছে।মালয়েশিয়ার বহু ধর্ম মত আর বিশ্বাসের মানুষকে তিনি গেঁথেছেন একই সুতায়। ২০১৮ সালে ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে আবারও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এ নেতা। 
 এত এত পরিচয়ের বাইরেও তাঁর আরেকটা পরিচয় আছে, বিশ্ববিখ্যাত এই মানুষটি  আমাদের বাংলাদেশেরই রক্তের উত্তরাধিকারী। সে বিষয়ে কিঞ্চিত আলোকপাত করতে আজকের এই পোস্ট-  
 বাংলাদেশের মানুষদের অভিবাসী হওয়ার ইতিহাস অনেক পুরনো।ইউরোপ,আমেরিকা সহ পৃথিবীর নানা দেশে সর্ব প্রথম যারা থিতু হয়েছেন তারা প্রায় সকলেই ছিলেন জাহাজের নাবিক। এরকমই একজন যুবক নাবিকের বাড়ি ছিল  চট্টগ্রাম জেলার উত্তরাংশে রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ও কাপ্তাইগামী সড়কের সামান্য পূর্বে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম মরিয়মনগরে।
ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এ যুবক জাহাজের চাকুরী নিয়ে মালয়েশিয়া পাড়ি জমান। দেশটি তার কাছে ভাল লেগে যায়। তাই জাহাজ থেকে নেমে সেখানেই থেকে যান। 
মালয়েশিয়ায় এ্যালোর সেটর অঞ্চলে গিয়ে একটা কোম্পানিতে চাকুরী নেন। এখানে গিয়ে তার সাথে পরিচয় হয় এক মালয় রমণীর। এক সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং তাদের ঘরে জন্ম নেন মুহম্মদ ইস্কান্দার। আর এই মুহম্মদ ইস্কান্দারের ছেলে সন্তান হিসেবে জন্ম নেন মাহাথির মুহম্মদ।
 ২০১৪ সালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) এক সমাবর্তন অনুষ্ঠানে মাহাথির বলেন, “চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়ার কোন একটি গ্রামে আমার দাদার বাড়ি ছিলো এবং দাদা পরবর্তীতে মালয়েশিয়াতে বসতি স্থাপন করেন” তাঁর এই কথার সূত্রধরেই খোঁজ নিয়ে যানা যায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত  মরিয়মনগর গ্রামেই উনার জন্ম। 
 বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী এই গুণী মানুষটির জন্য অনেক শুভ কামনা। 
 সূত্র-জীবনীগ্রন্থ ‘মালয়েশিয়ার মহানায়ক ড. মাহাথির মোহাম্মদ’
  https://www.youtube.com/watch?v=DFga7daOOYU 
http://www.bd-pratidin.com/international-news/2018/05/10/329089 
https://www.amadershomoy.com/bn/2018/05/10/539787.htm  
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী ১৩৭ জন গুণী সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন এখানে। 
 ৯৩ টি
    	৯৩ টি    	 +১৩/-০
    	+১৩/-০  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহাথিরের পৈতৃক ভিটা বাংলাদেশে এই নিয়ে আমাদের গর্ব হয়, পক্ষান্তরে বাংলাদেশের কোন নেতার পৈতৃক ভিটা মালয়েশিয়ায় হলেও, মালয়েশিয়ানরা তার পরিচয় দিতে লজ্জা বোধ করবে।
২|  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১১
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১১
মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ উনাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখুন।
  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিন ।
৩|  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৪
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৪
সাগর শরীফ বলেছেন: একা হাতেই তো টেনে তুললেন মালেশিয়াকে। তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।
  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনি একা হাতেই তো টেনে তুললেন মালেশিয়াকে। আর আমাদের নেতারা কে কি ভাবে দেশকে ঢুবাতে পারেন তার প্রতিযোগিতায় নামেন।
৪|  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৬
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাহাথির একজন সত্যিকারের স্টেটসম্যান। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত জেনে গর্ব বোধ করছি। 
ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরকম একজন নেতা আমাদের বড় বেশি প্রয়োজন। 
মন্তব্যের জন্য আপনিও ধন্যবাদ নিন জনাব।
৫|  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৪
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৪
তারেক_মাহমুদ বলেছেন: জেনে ভাল লাগলো এমন একজন মহানায়কের পুর্বপুরুষ বাংলাদেশি ছিল।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৯
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আর অনেক বিশ্ব বিখ্যাত মানুষের পুর্ব পুরুষ ছিল বাংলা দেশী । 
মনে হয় আমাদের পরিবেশ গুণী জন্মানোর জন্য ভাল বাট লালন পালনের জন্য ভাল নয়।
৬|  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪০
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪০
সাগর শরীফ বলেছেন: আমাদের নেতারা কে কি ভাবে দেশকে ঢুবাতে পারেন তার প্রতিযোগিতায় নামেন  ভাল বলেছেন।
নিজেদের সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করেন। আর আমরা ঘুগতে থাকি, ধুকতে থাকি।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাগর শরীফ
৭|  ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫২
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: আমাদের এখানে তার মতো কারো দরকার।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৬
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক বলেছেন কবি বিজন রয়
৮|  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
রুবে৭১ বলেছেন: আমরা সৌভাগ্যবান যে, তার শরীরে বাংলাদেশের রক্ত বইছে। বিশুদ্ধ মানসিকতার মহানায়ক তিনি। অথচ, এই দেশে জন্ম নিয়ে
কিছু নেতা,নেত্রীদের কথা শুনলে মনে হয় বেশ্যা পল্লিতেই জন্ম আর ভাষা গুলো ও সেখানকার। আর মানসিকতা তো উত্তরাধিকার সূত্রে পাওয়া। যারা আখের গোছাতে ব্যস্ত।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা সৌভাগ্যবান যে, তার শরীরে বাংলাদেশের রক্ত বইছে। বিশুদ্ধ মানসিকতার মহানায়ক তিনি। সুন্দর বলেছেন। 
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী ১৩৭ জন গুণী সম্পর্কে জানতে পোস্টের নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন  জনাব রুবে৭১ ।
৯|  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৬
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার তথ্য!
জেনে খুবই ভাল লাগল।
আমাদের একজন মাহাথীর খুব দরকার.......
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন হাসান জাকির ৭১৭১
১০|  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
সাইন বোর্ড বলেছেন: অাগে থেকেই কিছুটা জানতাম, অারো জানলাম ।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সাইন বোর্ড
১১|  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
চাঁদগাজী বলেছেন: 
আমরা উনাকে মরিয়ম নগরে আনবো একদিন।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এনেই শুরু করবো অপমান অপদস্ত  
১২|  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: জেনে অভিভূত! সত্যিই অসাধারণ একটি ঘটনা জানলাম। আপনাকে এজন্যে অনেক, অনে্ক, অনেক ধন্যবাদ।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
২২ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন সত্যপথিক শাইয়্যান ।
১৩|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:০৮
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:০৮
সনেট কবি বলেছেন: দাদার দেশের দায়িত্ব মাহাথির পেলে বেশ হতো হয়ত। এখন আমার কথায় কেউ আবার রেগে না গেলেই হয়।
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:২৫
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সর্বাগ্রে আমাদের দেশেই একজন মাহাথিরের দরকার।
১৪|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৩১
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৩১
পল্লব কুমার বলেছেন: মাহাথির মোহাম্মদ আসলেই একজন চমৎকার মানুষ। মালয়েশিয়া সহ আশেপাশের সিংগাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এদের সাধারণ মানুষজনও মাহাথিরকে আদর্শ মানে।
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:০২
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি যেসব দেশের কথা বলেছেন তারা গুণীর কদর করে আর আমরা তার উলটো।
১৫|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৪০
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৪০
রাকু হাসান বলেছেন: 
চমৎকার বিষয় জানালেন । জানা ছিল না । অনেক ধন্যবাদ ।
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৪৭
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাকু হাসান ।
১৬|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৫৬
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৫৬
অনেক কথা বলতে চাই বলেছেন: আমি আকাশ থেকে পড়লাম! বলেন কি! বিশাল ব্যাপার অথচ আমি জানি না?! আমার নানার বাড়ী রাংগুনিয়ার মরিয়মনগর। আমি আজই মা কে কথাটা জানাবো।
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫১
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: @অনেক কথা বলতে চাইঃ
জানাও চাই মশাই।
হয়তো দেখা যাবে আপনি মাহাথিরের অতি নৈকট্যিয় নাতি  আমি আর কিছু বললাম না  
১৭|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৫৬
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তার পিতামহ চাঁটগাইয়া ফুয়া আগেই জানতাম। তবে শুনেছিলাম তিনি গণিতের শিক্ষক ছিলেন এবং কোন এক ফিরিঙ্গি সাহেব তাকে নিয়ে গিয়েছিলেন সেখানে শিক্ষার আলো ছড়াবার জন্য।
রেফারেন্স সহ পরিপূর্ণ তথ্য উপস্থাপনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৫
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সূত্র গুলি নিশ্চিত করছে, মাহাথিরের পিতা ছিলেন শিক্ষক। 
পাঠোত্তর মন্তব্যের জন্য আমিই কৃতজ্ঞ হয়ে রইলাম, কি করি ভাই।
১৮|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৫৮
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকুর কমেন্ট এবং আপনার রিপ্লাই দুটোই অতি উচ্চমার্গীয়............
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:০৩
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাকু একজন ট্যালেন্টেড পার্সন।
১৯|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:০০
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @অনেক কথা বলতে চাইঃ 
জানাও চাই মশাই।
হয়তো দেখা যাবে আপনি মাহাথিরের অতি নৈকট্যিয় নাতি
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:০৪
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ক্ষীণ সন্দেহ হচ্ছে, আপনার কথাটা সত্য হতে পারে।
২০|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:০৭
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: আচ্ছা, মাহাথিরের মতোন কি আমাদের দেশে কোনো নেতা আছেন?
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:১০
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চেহারা সুরতে থাকতে পারে !!!
২১|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২০
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২০
জুন বলেছেন: মাহাথিরের শরীরে মালয় রক্ত আছে বলেই সে আজ মাহাথির । যদি সে পুরো বাংগালী রক্তের হতো তাহলে সে বিশ্বের যে দেশেই জন্মাক না কেন মারামারি, হিংসা প্রতিহিংসা আর দলাদলিতেই তার জীবন কেটে যেত কি বলেন গিয়াস লিটন ? হাচা না মিছা  
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:২৩
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশি রক্তের উত্তরাধিকারী প্রবাসীদের নিয়ে মোটামুটি খোজ খবর রাখার চেষ্টা করি। সেখানে মারাত্মক কোন ক্রিমিনালের সন্ধান আমি পাইনি। আমাদের রক্ত ঠিক আছে। দেশের পরিবেশ পরিস্থিতের কারনেই মনে হয় তারা মারামারি, হিংসা প্রতিহিংসা আর দলাদলিতে লিপ্ত হয়।
২২|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২৩
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @রাজীব নুরঃ 
উন্নয়নের সুনামিতে ভাসছি তাও ঐ মাহাথিরকেই খুঁজছেন !!!
এ জন্যেই তিনি কিছু করেন না। জানেন করে লাভ নেই...............
  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:২৫
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কিছু কইলাম না  
২৩|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:৩২
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:৩২
শাহিন-৯৯ বলেছেন: 
উন্নয়নের সুনামিতে ভাসছি তাও ঐ মাহাথিরকেই খুঁজছেন !!!
এ জন্যেই তিনি কিছু করেন না। জানেন করে লাভ নেই..............
সেরা মন্তব্য!!!! 
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৪
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছড়ায় তিনি হুল ফুটান, মন্তব্যে আরো বেশি।
২৪|  ২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:৩৫
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১০:৩৫
শাহিন-৯৯ বলেছেন: 
মাহাথির কিছুটা পুলিশি রাস্ট্র করেছিল তবে তা সম্পূর্ণ দেশের স্বার্থে।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৫
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হয়তো দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সেটার দরকার ছিল।
২৫|  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:১১
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:১১
কাতিআশা বলেছেন: তিনি বাংলাদেশী বংশোদ্ভূত জেনে গর্ব বোধ করছি।ভালো লাগল লেখাটা!
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৬
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কাতিআশা
২৬|  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ২:৩৫
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী এই গুণী মানুষটির জন্য অনেক শুভ কামনা। 
..................................................... খুবই ভালো লাগল। অথচ মাহাথিরের একটি মন্তব্য আমরা ভুলে গেছি
তখনও মালয়শিয়া উন্নত হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য দেখে বলেছিলেন কবে "আমাদের দেশে এমন একটি
বিশ্ববিদ্যালয় গড়তে পারব"
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১১
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার তথ্য দিলেন। মাহাথির সাহেবের এই কথাটির কোন রেফারেন্স দিতে পারলে আমি পোস্টে এড করে দিতাম।
২৭|  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৩:৫৭
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৩:৫৭
মলাসইলমুইনা বলেছেন: লিটন ভাই, 
ইতিহাস খুঁড়ে এই তথ্য কোথা থেকে উদ্ধার করলেন !
আমার সব পেয়েছির দিনগুলো কাটানো ছেলেবেলার চিটাগাংএর পুয়া মাহাথির ( বলাইতো যায় যতই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হোকনা কেন)! শুনে কতটা খুশি হওয়া যায় সেটারই পরিমাপ করছিলাম । কিন্তু সেই ভালো লাগা শেষ হয়ে ভবিষ্যতে ইহ জন্মের সেরা বাংলাদেশী প্রতিযোগিতায় সর্ব সেরা বাংলাদেশী নির্বাচনে আপনি বিতর্কের অশথ্ব গাছ বুনে দিলেন কিনা সেই ভয়ে এখন কাতর । না হাসা কাল বৈশাখী নিয়ে আবার কেউ না আসে এই লেখা তুলোধুনো সেই ভয়ে সিরিয়াসলি শংকিত !  ঐতিহাসিক তথ্য জানবার জন্য এই বেলায় ধন্যবাদটা নিয়ে নিন ।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১২
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠোত্তর সুন্দর মন্তব্যের জন্য আপনিও ধন্যবাদ নিন মলাসইলমুইনা।
২৮|  ২৩ শে অক্টোবর, ২০১৮  ভোর ৪:৪৭
২৩ শে অক্টোবর, ২০১৮  ভোর ৪:৪৭
সোহানী বলেছেন: বলেন কি লিটন ভাই............ এতো বড় নিউজ অথচ আমাদের পত্রিকা ওয়ালারা কোন কথা বলেনি কখনো!!!!!!!!!!!!!!!!!!
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৫
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি এই সিরিয়ালে সাধারণত পত্র পত্রিকায় কম আলোচিত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করি। আপনাদের ভালোবাসায় সিরিজটি লক্ষাধিক পাঠ অতিক্রম করেছে।
২৯|  ২৩ শে অক্টোবর, ২০১৮  ভোর ৬:৩২
২৩ শে অক্টোবর, ২০১৮  ভোর ৬:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @সোহানীঃ 
পত্রিকাওয়ালাদের আগে এ তথ্য ফাঁস করেছেন বলে লিটন ভাইকে চরিত্রহীন সাব্যস্ত করে মামলা হবে শুনেছি............ 
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৭
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভয় দেখান কেন ভাই? 
চারদিকে যা দেখছি, কোন কিছুকেই আর অসবভব বলে মনে হয়না।
৩০|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৭:৩৬
২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৭:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: আরে! লিটন ভাই, আপনি তো নতুন তথ্য দিলেন ।  তাহলে বলব জয়  বাংলা! জয় বাংলা। !   সাজ্জাদ ভাই জানলে খবর আছে , হা হা হা ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাজ্জাদ ভাই টা কে ? 
আপনার জন্যও শুভ কামনা রইল পদাতিক।
৩১|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:০৮
২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চেহারা সুরতে থাকতে পারে !!! 
মানুষের পরিচয় কর্মে।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৯
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চারদিকে শুধু চেয়াহা সুরতে মানুষ দেখি, কর্মে মানুষ কই রাজীব ভাই।
৩২|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:২৬
২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এমন চাপা পড়া ইতিহাস তুলে আনার জন্য ধন্যবাদ ভাই।
ইস্ মাহাথিরের মত যদি আমাদের নেতারা হতেন কতই না ভাল হতো।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২২
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে এমন লোকদের মূল্যায়ন হয়না, প্রায়শঃ তাদের জেল জুলুমের ভিতর দিয়ে যেতে হয়। 
 মন্তব্যের জন্য আপনিও ধন্যবাদ নিন মাইদুল ভাই ।
৩৩|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৭
২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৭
ঢাবিয়ান বলেছেন: আপনি এমন তথ কোথায় পেলেন বোধগম্মায নয়।উইকিপিডিয়ার তথ্যমতে, Mahathir Mohamad was born in 1925 in Alor Setar. Malaysia. Mahathir's father, Mohamad bin Iskander was from Penang, an Indian with a Malay mother with ancestors from the South Indian state of Kerala and the first Malay headmaster of an English school (now Maktab Sultan Abdul Hamid) in Alor Setar, while his mother Wan Tempawan binti Wan Hanafi, was from Kedah, of Malay descent .
ইন্মাটারনেটে সার্চ লাগিয়ে আরো দেখলাম যে , মালয়শিয়ায় বিরোধি দল সম্প্রতি  দাবী করেছে যে  ইন্ডিয়ারর কেরালা থেকে আগত মাহাথিরীরের পিতা একজন হিন্দু এবং তার পুরো নাম ইস্কান্দর কুট্টি। তবে মাহাথিরের মেয়ে এই অভিযোগ নাকচ করে বলেছে যে , এই ইস্কান্দর মাহাথীরের দাদা , পিতা নয়।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উইকিপিডিয়ার তথ্য ওহী নয়। তাছাড়া মাহাথিরের জবানীর বাইরে উনার জীবদ্দশায় তাঁর কন্যার সাক্ষ্য কতটা গ্রহণ যোগ্য ? 
২০১৪ সালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) এক সমাবর্তন অনুষ্ঠানে যেখানে তিনি নিজেই বলেছেন, “চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়ার কোন একটি গ্রামে আমার দাদার বাড়ি ছিলো এবং দাদা পরবর্তীতে মালয়েশিয়াতে বসতি স্থাপন করেন” 
তথ্যগুলো কোথায় পেয়েছি তার লিঙ্ক পোস্টের নিচে দিয়েছি  ঢাবিয়ান ভাই। 
অনেক ধন্যবাদ জানবেন।
৩৪|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৮
২৩ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৮
ঢাবিয়ান বলেছেন: সরি দুটো বানান ভুল। তথ্য ও বোধগম্য ।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝতে সমস্যা হয়নি, পুনঃ ধন্যবাদ নিন জনাব।
৩৫|  ২৩ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
২৩ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
শিখা রহমান বলেছেন: তথ্যবহুল লেখা। সুন্দর উপস্থাপনের জন্য পড়তে ভালো লেগেছে। 
মহাথির একজন জনবরেণ্য নেতা। ওনার বিষয়ে অনেককিছু জানতে পেরে ভালো লাগলো।
লেখাটার জন্য ধন্যবাদ। শুভকামনা।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এধরনের পোস্ট তৈরিতে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলিকে অবিকৃত রেখে  নিজের মত করে সাজিয়ে নেয়া ছাড়া আমার কোন কৃতিত্ব নাই। 
তা আপনার মত মেধাবী একজন মানুষের ভাল লাগায় আনন্দিত ও সন্মানিত বোধ করছি। 
অনেক ধন্যবাদ জানবেন ড, শিখা রহমান।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এধরনের পোস্ট তৈরিতে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলিকে অবিকৃত রেখে  নিজের মত করে সাজিয়ে নেয়া ছাড়া আমার কোন কৃতিত্ব নাই। 
তা আপনার মত মেধাবী একজন মানুষের ভাল লাগায় আনন্দিত ও সন্মানিত বোধ করছি। 
অনেক ধন্যবাদ জানবেন ড, শিখা রহমান।
৩৬|  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১১
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১১
মিথী_মারজান বলেছেন: ভাবতেই ভালোলাগছে মাহাথির মোহাম্মদের শেকড় এদেশে গাঁথা।
দাদার আদি নিবাস হিসাবে বাংলাদেশে তার কাছেও নিশ্চয়ই এক ভালোবাসার নাম।  
সেইসাথে খানিকটা আফসোসও হচ্ছে, উনাকে আমাদের দেশের জন্য পেলাম না আমরা।
বাংলার রক্ত গায়ে নিয়ে বেঁচে থাকা স্বাপ্নিক মানুষটার জন্য ভালোবাসা বেড়ে গেল আরো একধাপ।
চমৎকার এবং চাঞ্চল্যকর পোস্টটি উপহার দেবার জন্য আপনাকে অসংখ্য ধনবাদ ভাইয়া।
 
 
  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্লেশ স্বীকার করে পাঠোত্তর সুন্দর মন্তব্যের জন্য আপনিও ধন্যবাদ নিন মিথী_মারজান।
৩৭|  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৪
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদিন সবাই শেকড়ের কাছে জন্মের দায় মুছিতে .।.।।।পোষ্টটা পড়ে এতো ভাল লাগল । অনেক শুভ কামনা ভাই আপনার জন্য ।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৮
২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুরুন নাহার লিলিয়ান আপনার জন্যও অনেক শুভ কামনা ।
৩৮|  ২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
২৩ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুকের ছাত্তি তো ফুলায়া দিলেন ভায়া!
যখনই আপনার এই সিরিজ পড়ি- বুকটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলেের চেয়েও বড় হয়ে যায়!
মগর, যখন নিজের দেশে নিজের দিকে চাই- আবার চিপসায়া যাই! 
কত অযুত নিযুত সম্ভার মর্গ হয়ে বেঁচে আছে স্ব-দেশ ধুকে ধুকে
ভাবতেও কষ্ট হয়! আর তীব্র ঘৃনায় রি রি করে ওঠে অন্তর- তথাকথিত সমাজপতিদের ভেবে!
পূর্ণ বিপ্লবের অপুষ্ট স্বপ্ন কুড়ে কুড়ে খায়
  ২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩০
২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যিক মন্তব্যে কবির শব্দ চয়নে মোহিত হলাম। অনেক ধন্যবাদ ভৃগু ভাই।
৩৯|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
টিয়া রহমান বলেছেন: পোষ্টটা পড়ে অনেক কিছু জানলাম ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ
  ২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে প্রথম দেখছি, নতুন নাকি ? 
লিখে যান হাত খুলে । শুভ কামনা রইল।
৪০|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
করুণাধারা বলেছেন: আপনার এই সিরিজের লেখাগুলো আমি সাধারণত মিস করি না, সাথে সাথেই পড়ি। তবে এবার মন্তব্য করতে আসতে দেরি হয়ে গেল!!
ভালো লাগছে জেনে এমন মহান মানুষটি শেকড় এদেশেই। এমন তথ্যসমৃদ্ধ পোস্ট তৈরি করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, তবে তার বিনিময়ে আমাদের অনেকের ভালো লাগা আপনি অর্জন করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
  ২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠকের ভালবাসাই সিরিজটিকে টিকিয়ে রেখেছে।
 আপনার মন্তব্যটি অনেক ভাল লাগলো।  ধন্যবাদ জানবেন করুণাধারা
৪১|  ২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪০
২৩ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪০
ঢাবিয়ান বলেছেন: মাহাথির মুহাম্মদের বায়োগ্রাফিতেও আছে তার জন্ম ইতিহাস। তার পিতা ইন্ডিয়ান বংশদ্ভুত  এবং মা মালয়। অনলাইনে মাহাথির মুহাম্মদের জন্ম ইতিহাস সার্চ দিলেই পাবেন। মাহাথিরের দাদা বাংলাদেশী এবং তার জন্ম বাংলাদেেশে এই তথ্য যারা দিয়েছে তা পুরোপুরি একটা  মিথ্যাচার। 
মাহাথিরের মেয়ের বিষয়টাও আপনি ঠিক বুঝতে পারেননি। মাহাথিরের জন্ম পরিচয় সম্পর্কে তার আইডি কার্ডে লেখা আছে যে তার পিতার নাম হচ্ছে মুহম্মদ বিন ইস্কান্দর।এবার ইলেকশনের আগে মালয়েশীয়ায় বিরোধি পক্ষ অভিযোগ করে  যে মাহাথিরের পিতা মুসলিম নয় এবং তার আসল নাম ইস্কান্দর কুট্টি যিনি ইন্ডীয়ার কেরালা থেকে আগত এবং তার ধর্ম হিন্দু।মুসলিমপ্রধান মালয়েশীয়ায় রাজনীতিতে ধর্ম বিশাল একটা ফ্যক্টর। তখন মাহাথিরের মেয়ে যিনি নিজেও রাজনীতি করেন, তিনি জানান দেন যে এই কেরালা থেকে আগত ইস্কান্দর মাহাথির মুহাম্মদের পিতা নন, 
তার ( মাহাথিরের) দাদা। 
 
  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫১
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহাথির মুহাম্মদের বায়োগ্রাফিতেও আছে তার জন্ম ইতিহাস। তার পিতা ইন্ডিয়ান বংশদ্ভুত এবং মা মালয়। 
অবিভক্ত ভারতে বাংলাদেশও ভারতের অংশ ছিল। সেই সূত্রে তাঁকে ইন্ডিয়ান বংশদ্ভুত বলা হয়েছে হয়তো। 
শেষ কথা হচ্ছে, এখানে আমার কোন মত চাপিয়ে দেয়ার চেষ্টা নয়। তাই আমি সূত্রগুলি উল্যেখ করি। বিষয়টা নিয়ে জাতিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনও রিপোর্ট করেছিল। 
 অনেক ধন্যবাদ জানবেন ঢাবিয়ান
৪২|  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:১২
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:১২
টিয়া রহমান বলেছেন: জি ভাইয়া, আমি নতুন, আপনার জন্যও অনেক শুভকামনা
  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫২
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবারো ধন্যবাদ টিয়া।
৪৩|  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:১৭
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
অজানা একটি তথ্য দিলেন । আগে জানা ছিলোনা ।  
  ২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫২
২৩ শে অক্টোবর, ২০১৮  রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জনাব আহমেদ জী এস ভাই।
৪৪|  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১০:৪৬
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১০:৪৬
প্রামানিক বলেছেন: বাংলাদেশের জানতাম তবে গ্রামের নাম জানতাম না। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।
৪৫|  ২৬ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
২৬ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: এত চমৎকার একটা তথ্য অনেক পাঠকের মত আমারও জানা ছিল না। 
আমরা উনাকে মরিয়ম নগরে আনবো একদিন - চাঁদগাজী সাহেবের এ প্রত্যাশার কথা জেনে প্রীত হ'লাম। আশাকরি, উনি যতটুকু পারেন, রাজনীতিতে ওনার প্রভাব খাটিয়ে এ আশাবাদকে সত্যে পরিণত করার চেষ্টা করে যাবেন। উনি (মাহাথির) মরিয়মনগরে এসেছেন, এটা দেখতে পেলে আমি খুশী হবো। 
১,৫ এবং ২১ নং প্রতিমন্তব্যগুলো ভাল লেগেছে। 
পোস্টে প্লাস + + 
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
০৩ রা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি পোস্ট ও মন্তব্য খুটিয়ে পড়েন, এটা আমার খুব ভাল লাগে। 
পোস্টটি পড়ায় আনন্দিত, মন্তব্যে অনুপ্রাণিত। ধন্যবাদ জানবেন জনাব খায়রুল আহসান
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
০৩ রা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি পোস্ট ও মন্তব্য খুটিয়ে পড়েন, এটা আমার খুব ভাল লাগে। 
পোস্টটি পড়ায় আনন্দিত, মন্তব্যে অনুপ্রাণিত। ধন্যবাদ জানবেন জনাব খায়রুল আহসান
৪৬|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
মাহাথিরের পূর্বপুরুষগণ ভারতের কেরালা থেকে আগত। এই নিয়ে তাকে নির্বাচনের মাঠেও তার বিরোধীরা নাজেহাল মূলক বক্তব্য রাখতেন। 
তার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে আগত এটা কেবল বাংলাদেশীরাই বলে। এর কোন ভিত্তি নেই। 
পোস্টে ভালো লাগা।
৪৭|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
ঢাবিয়ান বলেছেন: মাহাথির মুহাম্মদের বায়োগ্রাফিতেও আছে তার জন্ম ইতিহাস। তার পিতা ইন্ডিয়ান বংশদ্ভুত এবং মা মালয়। অনলাইনে মাহাথির মুহাম্মদের জন্ম ইতিহাস সার্চ দিলেই পাবেন। মাহাথিরের দাদা বাংলাদেশী এবং তার জন্ম বাংলাদেেশে এই তথ্য যারা দিয়েছে তা পুরোপুরি একটা মিথ্যাচার। 
মাহাথিরের মেয়ের বিষয়টাও আপনি ঠিক বুঝতে পারেননি। মাহাথিরের জন্ম পরিচয় সম্পর্কে তার আইডি কার্ডে লেখা আছে যে তার পিতার নাম হচ্ছে মুহম্মদ বিন ইস্কান্দর।এবার ইলেকশনের আগে মালয়েশীয়ায় বিরোধি পক্ষ অভিযোগ করে যে মাহাথিরের পিতা মুসলিম নয় এবং তার আসল নাম ইস্কান্দর কুট্টি যিনি ইন্ডীয়ার কেরালা থেকে আগত এবং তার ধর্ম হিন্দু।মুসলিমপ্রধান মালয়েশীয়ায় রাজনীতিতে ধর্ম বিশাল একটা ফ্যক্টর। তখন মাহাথিরের মেয়ে যিনি নিজেও রাজনীতি করেন, তিনি জানান দেন যে এই কেরালা থেকে আগত ইস্কান্দর মাহাথির মুহাম্মদের পিতা নন, 
তার ( মাহাথিরের) দাদা। 
ব্লগার ঢাবিয়ান সঠিক।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৯
২২ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা ভাই, আমাদের কোন নেতাটেতার পৈতৃকভিটা মালয়শিয়ায় আছে নাকি?