নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

যাপিত রম্য =p~

২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪




রিকশা ওয়ালা শফি।
রিকশা চালানো ছাড়া আর সব কাজ সে ভালো পারে।খাল পাড়ের রাস্তায় রিকশা চালাতে গেলে কোন এক বিচিত্র কারণে তার রিকশাটি খালে পড়ে যায়। মাসে ২/৩ বার যাত্রি সহ রিকশা খালে পড়ে যাওয়াটাকে সে আল্লাহর লীলা ছাড়া এখন আর অন্য কিছু ভাবছে না।

বিদ্যুৎ অফিসে যাবো, ও পথে খালটাল নাই দেখে তার রিকশায় উঠলাম, যেতে যেতে বলল- ভাই গালপাট্টা জিনিসটা বহুত কামের।
বললাম- গালপাট্টা কি?
বলল- এই যে আপনি গালে লাগাইছেন,আমি লাগাইছি-

বুঝলাম মাস্কের কথা বলছে।
ভেবে ভালো লাগলো, করোনা প্রতিরোধে শফির মত একজন পাগলাটে রিকশা ওয়ালা পর্যন্ত মাস্কের উপকারীতা বুঝতে পারছে, জাতী হিসাবে আমাদের এ এক বিশাল অর্জন।
তার বক্তব্য শোনার লোভ সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম - এটা যে কামের জিনিস সেটা তুমি কিভাবে বুঝলে?

উত্তর দিল- 'গালপাট্টা লাগাই এক পাওনাদারের সামনে দিয়া তিন বার চক্কর দিছি, চিনতে পারেনাই।'

পরিশেষে- হোক পাওনাদার বা করোনা এ থেকে বাঁচতে ঘরের বাইরে গেলে অবশ্যই 'গাল্পাট্টা' পরুন। =p~ =p~

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: গাল্পাট্রা নামটা সেইরকম।

২| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: গালপট্টি

৩| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই।

৪| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শফি 'পাট্টা' বলেছিল।ধন্যবাদ নিন হাসানাত সাহেব।

৫| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




ভালা হৈছে । তয় এডা ক্যামোন রঙ্গ ? যে ফটুকখানা টাঙ্গাইছেন হেডা কি গালপাট্টা বান্দ্ধা রিক্সাওয়ালা শফির নাকি "যেমন খুশি সাজো" রূপে আমাগো রম্য লেখকের নিজের ????? :P :#) :|

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেক আগে ডাকাতেরা গালপাট্টা পরতো শুনেছিলাম।

এই নাম ঐ বেটা জানে কেমনে?

মনে হয় ডাকাতের বংশ।

৭| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২০

পদাতিক চৌধুরি বলেছেন: গালপাট্টা বহুৎ চমক হয়েছে। হেহেহে
আপনাকে নিয়ে আবার ঘুরিয়ে-ফিরিয়ে খালপাড়ের দিকে যায়নি তো?

৮| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



ফেনীতে করোনা দীর্ঘদিন থাকলে, শফি কিছুটা উপকৃত হবে।

৯| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সংগ্রিহীত ছবিগুলোর মধ্যে এটা আমার খুব পছন্দের একটা ছবি।
সাধারণত লেখার পরে পোস্টের সাথে জুতসই একটা ছবি সংগ্রহ করি। এখানে ছবিটি সংগ্রহ হয়েছে আগে। পরে এই ছবি ব্যবহার করা যায় এরকম একটি জুতসই লেখা লিখতে গিয়ে শফি কাহিনির অবতারণা।
মজার মন্তব্যের জন্য ধন্যবাদ নিন আহমেদ জী এস ভাই।

১০| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শব্দটা আমি শফির কাছে প্রথম শুনি।
মাস্ক এর চমৎকার বাংলা হতে পারে এই গালপাট্টা।

মন্তব্যের জন্য ধন্যবাদ নিন কবিতা পড়ায় প্রহর।

১১| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পদাতিক দা, ওপথে কোন খাল নাই দেখে আমি শফির রিকশায় উঠেছিলাম। তবে একটা বড় পুকুর আছে যার পাড় নাই। ওখান দিয়ে যেতে আমার গা ছমছম করছিল কারণ শফির ঝুলিতে যাত্রী পুকুরে ফেলার অভিজ্ঞতাও রয়েছে।

১২| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন চাঁদ গাজী সাহেব।
তবে পাওনাদারদের ভয়ে মাস্ক পরেও করোনা ঠেকানো সম্ভব!

১৩| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফটোক দেইখ্যা টাসকি খাইছি
এমন গালপাট্টা রিকসাআলী পাইলে
দিনে সাতবার খালে পড়তেও রাজি আছি।
ঠিকানাটা চাই লিটন ভাই

১৪| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুর মোহাম্মদ নুরু ভাই, আপনার মন্তব্য পড়ে হাসতেই আছি।

১৫| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুর মোহাম্মদ নুরু ভাই, আপনার মন্তব্য পড়ে হাসতেই আছি।

১৬| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৩

আমি সাজিদ বলেছেন: শফির কথা পড়ে আর কান্ড দেখে খুবই মজা পেলাম।

১৭| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন আমি সাজিদ

১৮| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২০

নেওয়াজ আলি বলেছেন: নতুন শব্দ জানলাম । পড়ে মজা পাইলাম

১৯| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৯

নীল আকাশ বলেছেন: বুদ্ধি খারাপ না। যারা পাওনাদার খুজে বেড়াচ্ছে কিন্তু কিছুদিন হলো পাচ্ছে না তাদের কাজে লাগবে।

২০| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন নেওয়াজ আলি

২১| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন নীল আকাশ

২২| ০১ লা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই সব কয়ে ফেলছে
নূরু ভাইয়ের অনুভবে আমি হিন্দি রিমিক্স গাই

ও গালপাট্টা ওয়ালী তেরা নামতো বাতা :P =p~ =p~ =p~

আপনার উত্তর গুলো প্রতিমন্তব্যের বাইরে আলাদা কমেন্ট হিসেবে কেনু আসছে ভায়া?
কোন সমস্যা?

২৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

মেহবুবা বলেছেন: গালপাট্রার অবদান দেখছি ব্যাপক!

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৫

অজানা তীর্থ বলেছেন: প্রিয় লিটন ভাইয়া,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রশিক মানুষ হিসেবে আপনাকে ছোট বেলা থেকে দেখে আসছি। ছোট বেলায় সৈয়দ মুজতবা আলির 'রসগোল্লা” পড়েছি, তখন রম্য বুঝতাম না। আপনার এই ছোট যাপিত রম্য পড়ে বুঝলাম একজন লেখক যখন নিজের মনের রং মিশিয়ে হাসি কৌতুকের মাধ্যমে তার অভিজ্ঞতার যে বহিঃপ্রকাশ করে এবং যা পরিশেষে একটি শিক্ষণীয় বার্তা প্রকাশ করে তাই রম্য।
“গালপাট্টা লাগাই এক পাওয়ানাদারের সামনে দিয়া তিনবার চক্কর দিছি, চিনতে পারে নাই।“ হা হা হা
করনা থেকে বাঁচার জন্যা ঘরে বাইরে গেলে অবশ্যই গালপাট্টা পরুন। এটাই এই রম্যের শিক্ষা।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভৃগু দা, মোবাইলে সামুর ফুল ভার্সন আসেনা তাই রিপ্লাই দিলে সেটা আলাদা কমেন্ট হয়ে যাচ্ছে।

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাওনাদার থাকলে এপ্লাই করে দেখতে পারেন মাহবুবা

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর, দীর্ঘ মন্ত্যব্য। অনেক ধন্যবাদ জেনো অজানা তীর্থ। ল্যাপটপ বিকল হওয়ার পর
প্রায়শই লগইন না করে সামু পড়ি এজন্য মন্তব্য করা হয়না। তবে তোমার কবিতা পড়া হয়। ভালো থেকো।

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৯

কবিতা ক্থ্য বলেছেন: লিটন ভাইয়ের পাওনাদার এলাকায় কয় জন?

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা সত্যি ই অনেক কামের।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি পাওনাদারের থেকে রক্ষা পাইছিলেন নাকি? =p~

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:২৮

কবিতা ক্থ্য বলেছেন: ভাই, আপনি আওয়াজ দেন না কেনো?

২১ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝিনি ভাই।

৩১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:


আজকে প্রথম আলো( আন লাইন ) লিখেছে
বাংলাদেশে করোনা-রাত কেটে যাচ্ছে

সুত্র : Click This Link
গালপাট্রার দিনই ও মনে হয় শেষ হতে চলেছে!!!
আশাই জীবন, আশা নিয়েই না হয় থাকা যাক । করোনা কেটে যাক ।

শুভেচ্ছা রইল

২১ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ডঃ এম এ আলী ভাই

৩২| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩২

শায়মা বলেছেন: ভাইয়া সামু থেকে লেখালিখি ছেড়ে দিলে নাকি!!!

সেই নভেম্বরের পরে আর লেখাই নেই!!!

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লগইন করা না হলেও পাঠক হিসাবে নিয়মিত আছি শায়মা।

৩৩| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: আমি পাইলে ও আপনি পাওনাদারের কাছ থেকে রক্ষা পান নাই মাস্ক এর পর ও সেইটা বুঝা যাচ্ছে :P
এতদিন কি বাইন্ধা রাখছিল ? ব্লগে ও আসতে দ্যায় নাই ?

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাকি দোকানে আপনার জামিনদার হওাটাই ভুল ছিল। =p~ =p~

৩৪| ১৫ ই মে, ২০২১ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: গালপাট্টা নামটা বেশ চমৎকার হয়েছে। শিরোনামের ছবিটা সুন্দর!

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন জনাব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.