নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
সতর্কতা ; বিকৃত , দগ্ধ একটি ছবির কারনে দুর্বল চিত্তদের ভিতরে না যাওয়ার অনুরোধ রইলো । ছবিটা বড় আকারে দেখলে অনেকের ভয়ের উদ্রেক হতে পারে ।
আমি পিশাচ নই, পেত্মী বা ডাইনী নই।
ওরে আমি নরখাদক রাক্ষস নই।
আমি কোনো রক্তচোষা ড্রাকুলাও নই।
ওর শুয়োরের বাচ্চারা আমাকে চিনতে পারিস নাই।
আমাকে তালা দিয়ে আটকে রেখেছিলি
কারখানার কেচি গেইটের মধ্যে।
তারপর ঝলসে গেছে আমার পুরো শরীর।
তোরা এভাবেই শেষ করে দিলি আমার জীবনটাকে।
আমাকে বেওয়ারিশ কয়লা বানাইয়া
এখন তোরা শোক দিবস মারাস !
কিন্তু কি অপরাধ ছিল আমার।
আমি কি ক্ষতি করেছি তোদের ?
আমি তো তোদের পদ্মা সেতু নির্মাণের কাজে বাধা হই নি?
তিন গুন বেশি দামে কুইক রেন্টালের
বিদ্যুৎ বিল বাকি রাখিনি ।
আমিতো দরবেশের মতো
শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা সরাইনি ।
আমিতো হলমার্কের মত
সোনালি ব্যাংকের চার হাজার কোটি টাকা গায়েব করিনি ।
আমিতো ডেস্টিনির মত লক্ষ লক্ষ মানুষকে ফকির করিনি
তাহলে ঐ শুয়োরের বাচ্চা ইতর
আমারে পোড়াইয়া দিলি ক্যান?
ঐ অন্ধ আইন, ঐ লুলা খোড়া প্রতিবন্ধি সংবিধান।
হাইকোর্টের বারান্দায় খাড়াইয়া সিগ্রেট ফুকছস নি।
তাই যদি না হবে তো আমি জ্বইলা গ্যালাম কেমতে।
ঐ কুত্তার বাচ্চা সুপারভাইজারের দল
তোরা কি তখন বেশ্যা পাড়ায় গা টিপাইতেছিলি ?
যখন আমি পুড়ে মরছিলাম তখন
কেচি গেইটে তালা লাগানো ছিলো ক্যান?
এর উত্তর দে ওরে বেজন্মার দল।
ঐ শুয়োরের বাচ্চা ফ্যাক্টরী ম্যানেজার
এ জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল?
একাত্তরেও আমাদেরকেই মরতে হয়েছিল।
বিশ্ব বেহায়া এরশাদকে খেদাতে গিয়ে,
নব্বইয়ে গুলি খেয়েছিল আমাদেরই নুর হোসেন,
এর পরেও আজ আমাদের পুড়ে মরতে হয়?
ওরে কারখানা মালিক,
তুই তাদের ঘাম বিক্রি করে মার্সিডিজ হাঁকাস,
ক্লাবে গিয়া ফুটানি দেখাস ,
কারখনায় আগুন নিরাপত্তার খরচ বাঁচাইয়া
চেম্বার ইলেকশনে কোটি টাকা খরচ করিস ,
আগুন যখন লাগে তখন কি
এসি রুমে বইসা বউরে ঠকাইয়া
মোবাইলে কল গার্লের লগে দরদাম করতাচিলি ?
তা যদি না হবে তো
আমরা পুইরা কয়লা হইলাম ক্যান ?
ওরে খানকীর পুতেরা ,
জবাব দে আমরা পুইরা কয়লা হইলাম ক্যান ?
কিছুই বলবো না
শুধু বলি ঐ শুয়োরের বাচ্চা গণতন্ত্র,
তুই কোন ডাস্টবিনে বইয়া ময়লা ঘাটতেছিস?
ওরে বেজন্মা গণতন্ত্র নামের ইতর
আর চুপ থাকিস নে
এবার মুখটা খোল;
জবাব দে,
তুই জবাব দে,
জবাব দেরে হারামজাদা।
২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনে আগুনে ১১৭ জন নিহত হয়,এই প্রেক্ষিতে ৯ ডিসেম্বর ২০১২সালে উপরের লেখাটি সামুতে পোস্ট করি।লিংক- Click This Link
সময়ের প্রাসঙ্গিকতা বিবেচনায় ঈষৎ সম্পাদনা করে লেখাটি রীপোস্ট করা হল।
১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্য,ধন্যবাদ জানবেন সেলিম ভাই।
২| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৩
ঢাবিয়ান বলেছেন: মিড নাইট ইলেকশনের গনতন্ত্রেতো এমনটাই হবার কথা। শ্রমিক পুড়ে কয়লা হওয়াকে নেতারা বলে দুর্ঘটনা আর অন্যদিকে জনগন বুদ হয়ে থা থাকে থাকে ব্রাজিল আর্জেন্টিনা আর উদ্দাম পোষাকে কান গালিচায় হেটে চলা রেহানা মরিয়মকে নিয়ে।
১০ ই জুলাই, ২০২১ রাত ১১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এসব পরিকল্পিত দুর্ঘটনা ঠান্ডা মাথায় মানুষ খুনের শামিল।
আজ দেখলাম- পুলিশ মাইকিং করছে-করোনাকালিন পরিস্থিতি বিবেচনা করে আগামী কালের ব্রাজিল আর্জেন্টিনার খেলা জায়ান্ট স্ক্রিনে দেখা যাবেনা, অনেকে এক সাথ হয়ে খেলা দেখা যাবেনা, যার যার ঘরে বসে দেখতে হবে। কোন রুপ আনন্দ মিছিল করা যাবেনা।
এই হচ্ছে আমাদের প্রশাসন আর জনগনের অবস্থা। দেশের অবস্থা ভাবার সময় কোথায়?
৩| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সকল কর্পোরেট সন অব পিগ পাপিয়াদের নিয়ে ব্যস্ত ছিলো। সমাজে পাপিয়াদের আর কর্পোরেট সন অব পিগদের লাম্পট্য বন্ধ করার একটি মাত্র পথ। - যাবজ্জীবন কারাদণ্ড। জেলে দেওয়ার আগে পাপিয়া আর কর্পোরেট সন অব পিগদের কোমরে বুট পায়ে একটি করে লাথি দিতে হবে যাতে স্পাইনাল কর্ড থেতলে যায়, ছিড়ে যায়।
১০ ই জুলাই, ২০২১ রাত ১১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আইন থাকার পরেও যে দেশে খুনের আসামিরই যাবত জীবন কারাদন্ড হয়না, ক্ষেত্র বিশেষে অপরাধ মার্জনা করে জামাই আদরে বিদেশ পাঠিয়ে দেয়া হয় সেদেশে আপনার কর্পোরেট সন অব পিগদের যাবজ্জীবন কারাদন্ড আশা করি কিভাবে?
৪| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৩
ঢুকিচেপা বলেছেন: এর চাইতে কষ্টের আর কিছু আছে বলে মনে হয় না।
যারা মৃত্যুবরণ করেছে তারা তো অনুভূতি থেকে মুক্ত কিন্তু এদের পরিবার এমন করুণ পরিণতি কিভাবে সহ্য করবে ?
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদের কস্ট দেখার কেউ নেই।
আল্লাহ মৃতদের পরিজনদের শোক সইবার শক্তি দিন,
৫| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৫
কামাল১৮ বলেছেন: মানবতার বিকাশ হয় নাই।আমরা ধার্মিক কিন্তু মানবিক না।
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধর্ম কাউকে মানবিক হতে নিষেধ করেনি।
খারাপ লোক না ধার্মিক না মানবিক।
৬| ১১ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৬
স্প্যানকড বলেছেন: কেউ কথা রাখেনি এমন কি চুতমারানির গনতন্ত্র ও শাসন ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন গিয়াস ভাই।
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ভাল থাকুন,নিরাপদে থাকুন স্প্যানকড /
৭| ১১ ই জুলাই, ২০২১ রাত ১:৩৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গিয়াসউদ্দিন লিটন ভাই, হতভাগাদের এই ছবিগুলো সরিয়ে নিলে ভালো হয়। আমাদের অনেকেরই এই ধরণের দৃশ্য সহ্য করার মতো মানসিক শক্তি নেই।
কানাডার সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের অর্জন নিয়ে আজ পর্যন্ত তেমন কিছু প্রচারিত হতে দেখিনি। কিন্তু আজ তারা আমাদের গোটা জাতির এই চরম ব্যর্থতার ও লজ্জার সংবাদ প্রচার করছে বারবার। আমি জানি আমার প্রতিবেশীদের সাথে দেখা হওয়া মাত্রই আমাকে এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে কেন বার বার আমার দেশে এই ধরণের ঘটনা ঘটেই যাচ্ছে।
আমার মনে হয় সময় এসেছে সবাই দলমত নির্বিশেষে অন্তত এই আওয়াজ তুলি যে, ওই প্রতিষ্ঠানের মালিক ও বড়োকর্তাদের ক্যাপিটাল পানিশমেন্ট প্রদান করা হোক। শুধু গ্রেপ্তার দেখিয়ে ও পরবর্তীতে আইনের মারপ্যাচে এদের বেগম পাড়া
বা মালয়েশিয়ায় পালিয়ে দেয়ার সুযোগ করে দেয়া যায় না কিছুতেই। এই ধরণের চরম মর্মান্তিক ও দায়িত্বজ্ঞানহীন মৃত্যুর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানই পারে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদের পানিশমেন্টের পাশাপাশি এ সেক্টরের দায়্বিত্বশীল সরকারী আমলা কামলাদেরও শাস্তি হওা দরকার ।
সর্বোপরি সরকার এ দায় এড়াতে পারেনা।
৮| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:৩২
সোহানী বলেছেন: কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি।
ছবিগুলো সরিয়ে নেয়ার অনুরোধ রইলো।
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন সোহানী।
কবিতায় পুইরা কয়লা হইলাম ক্যান ? কথাটি বার বার এসেছে ,তাই খুব প্রাসঙ্গিক ভাবে "কয়লা'র(?) ছবিগুলি এসেছে।
৯| ১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো সরিয়ে নেয়ার অনুরোধ করছি।
১১ ই জুলাই, ২০২১ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবিগুলি হৃদয়বিদারক।
খুব প্রাসঙ্গিক না হলে ছবি গুলি দিতাম না হাসান ভাই।
১০| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৪
নীল আকাশ বলেছেন: এই দেশে পাপীদের ভালোভাবে বিচার হয় না।
১১ ই জুলাই, ২০২১ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেদেশে বিচারহীনতার সংস্কৃতি আস্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সেদেশে বিচার আশা করাও বাতুলতা।
১১| ১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মর্মান্তিক। জবাব দেয়ার কোন দায় কারো নেই। হায় দেশ, হায় গনতন্ত্র।
১১ ই জুলাই, ২০২১ রাত ১০:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন মোঃ মাইদুল সরকার
১২| ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৬
জহিরুল সরকার বলেছেন: উহ্
১৩| ১৩ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫১
জহিরুল সরকার বলেছেন: দুর্ঘটনা কমাতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: এ সব মর্মান্তিক ঘটনাগুলো বিনা তদন্তে (অথবা নামকাওয়াস্তে তদন্তে, লোক দেখানো মাত্র), বিনা বিচারেই চাপা পড়ে যাচ্ছে। মৃতদের অভাগা পরিবারগুলো কখনোই যথার্থ ক্ষতিপূরণ পায় না।
যাদের গাফিলতির কারণে এরা কয়লা হয়েছে, তারাও যেন একই পরিণতি না হলেও, অন্ততঃ উচিত শাস্তি লাভ করে।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: মরমান্তিক ।