নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
করোনা কালিন ঘর থেকে তেমন একটা বেরুতে পারছিলাম না,তাই অনলাইনে একটা মাস্ক কিনলাম। তা যে এমন বিপত্তি ডেকে আনবে বুঝিনি। বউ মাস্কটা গভীর ভাবে নিরীক্ষণ করে জিগ্যেস করল,"কত পড়ল?"
একটু কমিয়ে বললেই ভাল হত কিন্তু আমি সত্যিটাই বলে দিলাম, "একশো ষাট টাকা।"
আমার কথা শুনে বউ বার কয়েক মাথা চাপড়ে বলল, "অ্যাঁ বলো কী! একশো ষাট টাকা এই ন্যাতা কাপড়ের মাস্কটার দাম? ওহ্ ঠকানোর জন্য কী পৃথিবীতে তুমি ছাড়া আর একটা মানুষও নেই?"
আমি গম্ভীর গলায় বললাম, "সবাই তো কিনছে।"
বউ বলল, "ঠিক আছে দাঁড়াও, আমি বিনা পয়সায় মাস্ক বানিয়ে দেখিয়ে দিচ্ছি।"
.
অতঃপর শুরু হল বউয়ের মাস্ক প্রস্তুত অভিযান।
এখান থেকে ওখান থেকে যত পুরানো বাতিল গেঞ্জি,জাইংগা, পায়জামা সব জড়ো করা হল।
রঙচটা জীর্ণ কাপড়ে তৈরি হতে থাকল ডজন ডজন মাস্ক।
দেখে আমি বললাম, "এই মাস্ক কে পরবে? আমি অন্তত পরছি না।"
বউ বলল, "আচ্ছা তোমার জন্য দুটো স্পেশাল মাস্ক বানিয়ে দেব।"
একদিন চকচকে দুটো মাস্ক আমার হাতে দিয়ে বউ বলল, "এগুলো তোমার। পরে দেখো কেমন হয়েছে।"
স্বীকার করলাম ভাল হয়েছে। জিগ্যেস করলাম, "কোন কাপড়ে বানালে? নতুন মনে হচ্ছে?"
বউ বলল, "তোমারই দুটো গেঞ্জির কাপড়ে।"
মুহূর্তে স্পেশাল মাস্কের রহস্য ফাঁস হয়ে গেল। কদিন আগেই অনলাইনে দুটো কালো টি-শার্ট কিনেছিলাম হাজার খানেক টাকা দিয়ে, এখনও পরা হয়নি, সেইগুলো দিয়েই বউ মাস্ক বানিয়েছে!
আমি হায় হায় করে উঠলাম!
.
পরে বলেছিলাম, "অত যে মাস্ক বানালে কী হবে সেগুলো?"
বউ বলল, "গরিবদের বিলিয়ে দেব।"
পরদিন আমাদের বাড়িতে মাছওয়ালা এলো মাছ বেচতে। তাকে বউ দুটো মাস্ক দিতে গেল।
মাছওয়ালা বলল, "পুরানো কাপড়ের? না দিদি নেবনা। আমার এই গামছাই ভাল।" ঠিকা ঝিকে তার পরিবারের পুরো প্যাকেজ মানে পাচ জনের জন্য পাচটা মাস্ক দিতে চাইলে ঝি ছ্যা ছ্যা করে উঠলো- এগুলা না খালু জানের জাইংগা দিয়া বানাইলেন?
গরিব হইতে পারি খালা তয় খবিশ না!
অপমানিত বউ তদ্দণ্ডেই সমস্ত মাস্ক জড়ো করে দেশলাই জ্বেলে দিল।
শুনে পরে দুধ ওয়ালা আফসোস করে বলেছিল, "আহারে জ্বালিয়ে দিলেন সব? আমাকে দিলেন না কেন?"
বউ উৎসাহী হয়ে বলল, "তুমি নিতে?"
তারপর আমার দিকে তাকিয়ে বলল, "দেখলে তো! হুহ্ কেউ নাকি নেবে না!"
মুড়িওয়ালা বলল, "আমি সত্যিই নিতাম। আমার তিন-মাসের বাচ্চাটা সারাদিন হাগে গু পরিষ্কার করতে মেলা ন্যাকড়া লাগে যে!"
সৃষ্টিকর্মের এই অপমানে স্রষ্টা উদাস হয়ে বসে ছিল অনেকক্ষণ!
মুল লেখা-বাসু_মুখোপাধ্যায়।
ঈষৎ সংশোধিত ও সংক্ষেপিত।
২| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৭
ইসিয়াক বলেছেন: গরিব হইতে পারি তয় খবিশ না
৩| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪২
অধীতি বলেছেন: হা হা হা। স্রষ্টা উদাস হয়ে বসেছিল অনেক্ক্ষণ।
৪| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৯
খায়রুল আহসান বলেছেন: শেষ লাইনটা বড় চমৎকার হয়েছে।
এই জন্য বাঙালিকে কোন কিছু সেধে দিতে নেই।
৫| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন জ্যাকেল।
৬| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ইসিয়াক ভাই।
৭| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অধীতি,সৃস্টির প্রতি আমরা যে অনাচার করছি, আমাদের স্রস্টাও সম্ভবত বিমুঢ়!
৮| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না স্যার,ফ্রি পেলে বাংগালী নাকি আলকাতরাও খায়।
তাই বলে জাইংগা দিয়ে মাস্ক? এ নির্ঘাত অনাচার
৯| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২১
জুন বলেছেন: আপনার উত্তর দেয়ার সমস্যা দেখি এখনো সমাধান হয় নি গিয়াসউদ্দিন লিটন
রম্যরচনায় আপনার হাত দারুণ।
+
১০| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জুন,আমার মোবাইলে ফুল ভার্সন আসেনা। মোবাইল ভার্সন থেকে রিপ্লাই দিলে দেখি আলাদা মন্তব্য হয়ে যায়।
ছোট খাটো একটা ব্যাবসা করি,অত্যাধিক ব্যস্ততায় ল্যাপটপে বসা হয়না। যদ্দরুন পোস্টও করা হয়না। দীর্ঘ অনুপস্থিতিতে আপনারা ভুলে যাবেন তাই মাঝে মধ্যে মোবাইল থেকে পোস্ট করি।
১১| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
কামাল১৮ বলেছেন: সৃষ্টি কর্তা(যদিও প্রমান নাই)আমাদের কাজকর্ম দেখে বিমুঢ় হয়ে বসে আছেন।এইডা আমি কি বানাইলাম।
১২| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্দ বলেননি কামাল ১৮+
১৩| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৯
শেরজা তপন বলেছেন: শেষ লাইনটা হেভভী পাঞ্চ মেরেছে
১৪| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনার নতুন স্যুট ছিলো না? স্যুটের কাপড়ের হলে সবাই নিতো।
১৫| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন শেরজা।
১৬| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাদগাজী, ছিলনা,থাকলে গিন্নী ওটা দিয়েও ট্রাই করতেন
১৭| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখাটা যখন সামুর প্রথম পাতায় প্রথম লিখা হিসেবে ছিলো (কোন মন্তব্য ছিলো না) তখন থেকে আপনার পোস্টের কমেন্ট সেকশনে বসে বসে শহীদ কাদরীর কিছু কবিতা এডিট করছিলাম (লগড ছিলাম না)। মূল লিখার দিকে মোটেই খেয়াল করা হয়নি। বেশ কয়েক ঘন্টা পরে চোখে পড়লো। গোগ্রাসে পড়ে ফেললাম। পড়ার আগে কিছু অপরাধবোধ কাজ করছিলো। পড়ার পর অবশ্য হাসতে হাসতে মনে ভালো হয়ে গেছে। লিখার জন্য ধন্যবাদ।
১৮| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: চমৎকার রম্যরচনা!
১৯| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫১
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
তা মাস্কের কারনে রম্যস্রষ্ঠা গিয়াস উদ্দিন লিটন এর মোট খরচা হলো কতো ?
ব্লগারদের জন্যে এটা একটা ধাঁধা হতে পারে....
২০| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগলো।
২১| ০৯ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:১৯
হাবিব বলেছেন: নতুন গেঞ্জির শোকে মন্তব্যের জবাব দিতে ভুলে গেলেন মনে হয়। এইভাবে কেউ মন্তব্যের জবাব দেই নাকি??
২২| ০৯ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠোত্তর দির্ঘ মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ ইফতেখার ভুইয়া।
২৩| ০৯ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন গুনি লেখক জুলভার্ন।
২৪| ০৯ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: দারুন রম্য।
২৫| ০৯ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই, খরচের কি আর শেষ আছে? এই ধরেন সকালে একাই ৪৫৭০ টাকার নাস্তা এই পেটে ঢুকাইলাম, এখন আবার ক্ষীধা লেগে গেছে।
বলতে পারেন এই চিকনা শরিরে এত টাকার কি খাইলাম।তাইলে খোলাশ করি- ৪৫০০ টাকা দিয়ে একটা দাত লাগিয়েছিলাম, সকালে নাস্তার সাথে পেটে চলে গেছে
২৬| ০৯ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর ভাই
২৭| ০৯ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাবিব, আপনি একটা গিফট করবেন কইলে এখনই শোক ভুলে যামু
২৮| ০৯ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মোস্তফা সোহেল।
২৯| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৩
মেহেদি_হাসান. বলেছেন: মোবাইল দিয়ে ইউস করলে স্ক্রল করে একদম শেষে দেখুন "full version" লেখা আছে ওখানে ক্লিক করলে ডেস্কটপ ভার্সন আসবে। ওখান থেকে পিসির মতো রিপ্লাই করতে পারবেন।
৩০| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জনাব মেহেদী হাসান, অনেক আগে সেভাবে কাজ হত,এখন ফুল ভার্সন ক্লিক করলে লেখা আসে দিস পেজ ডাজ নট ওয়ার্কিং।
৩১| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫১
সোহানী বলেছেন: হাহাহাহাহা................. অনেকদিন পর!
৩২| ১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৪
কল্পদ্রুম বলেছেন: মজার তো।
৩৩| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্মরণে রেখেছেন দেখে আনন্দিত, ধন্যবাদ জানবেন সোহানী'জী।
৩৪| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন কল্প দ্রুম
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪১
জ্যাকেল বলেছেন: হা: হা: হা:
হাসালেন আপনি।