নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

অন্য রকম ভোটের গল্প।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২




যারা পত্রপত্রিকা পড়েন তাদের মনে থাকার কথা, ২০০১ সালে সন্দীপ পৌরসভা নির্বাচনে একজন ভোটারও ভোট দিতে যাননি। সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত 'শুণ্য' ভোট কাস্ট হওয়ায় নির্বাচন কমিশন কাউকে পৌরসভা চেয়ারম্যান বা কমিশনার নির্বাচিত ঘোষণা করতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন আগে কেউ কখনো দেখেনি।
আসুন বিষয়টি জানি-
নির্বাচনের যখন তফসিল ঘোষণা করা হয়, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ওই নির্বাচনে বিএনপিসহ অন্য কোনো দলের যারাই প্রার্থী হতে চেয়েছে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদেরকে এলাকা ছাড়া করেছে। তাই নির্বাচনে বিরোধী মতের কেউ প্রার্থী হতে পারেনি।


কিছু আইনি জটিলতায় ওই নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে যায়। ২০০১ সালের অক্টোবরে ক্ষমতায় আসে বিএনপি। সে বছর শেষদিকে সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক করা হয়।
এবার বিএনপির নেতাদের পালা। ভোটের আগেই আওয়ামী লীগের লোকজনকে তারা এলাকা ছাড়া করেন। এবং ভোটের দিন কোনো ভোটারকে কেন্দ্রমুখী হতে দেননি। এভাবেই রচিত হয় ইতিহাস।
এ ইতিহাসে খুশি হতে পারেননি সে সময়ের প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদ। তিনি মহা ক্ষুব্ধ হয়ে পড়েন। কমিশনের বৈঠক ডেকে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের নতুন দিন ঠিক করেন।

সতেরো বছর পর আবার ইতিহাস রচিত হলো। এবার সন্দ্বীপ থেকে এক সময়ের শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনায়। গত ১৫ই মে ২০১৮ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একটি ভোট কেন্দ্রে ৯৯ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে। ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটি হাজী শরিয়তুল্লাহ বিদ্যাপীঠে এই ঘটনা ঘটেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ফলাফল বলছে, কেন্দ্রটির ১,৮১৮ জন ভোটারের মধ্যে মাত্র একজন বাদে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আশ্চর্যজনকভাবে এর একটিই অর্থ দাঁড়ায়, স্থানীয় ভোটার তালিকার শুধুমাত্র একজন বাদে আর সবাই সেদিন তাদের এলাকায় উপস্থিত ছিলেন এবং ভোট দিয়েছেন।

চক্ষু চড়কগাছ হওয়ার মতই তথ্য বটে! এ ব্যাপারে সেই সময়ে নির্বাচন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এরকম ভোট পড়া অস্বাভাবিক... কিছু অনিয়মের কারণে এমনটা হয়ে থাকতে পারে।’ বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন কি না, প্রশ্ন করা হলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজী হননি।

সতেরো বছর আগে সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে একজন ভোটারও ভোট দিতে না পারায় যে ইতিহাস রচিত হয়েছিল খুলনায় তার উল্টো ইতিহাস রচিত হলো। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এ ইতিহাস গড়ার সম্পূর্ণ কৃতিত্ব নিতেই পারেন। সন্দ্বীপে আওয়ামী লীগের নেতাকে নির্বাচিত হতে দিবেন না বলে বিএনপির নেতা-কর্মীরা কাউকে ভোট দিতে দেননি। আর খুলনায় বিএনপি নেতাকে পরাজিত করতে ওই কেন্দ্রে একজন বাদে সবার ভোট প্রদানের ব্যবস্থা করেছে।

সন্দ্বীপের ঘটনার পর নির্বাচন কমিশন ক্ষুব্ধ হয়েছিল। খুলনা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন খুশি হয়ে বলেছিল, চমৎকার নির্বাচন হয়েছে।

দেখা যাচ্ছে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে যেমন ইতিহাস গড়া যায় তেমনি বিকল্পভাবেও ইতিহাস গড়া যায়; যেমন হয়েছিলো সন্দ্বীপ এবং যেমন ঘটেছিল খুলনায়। কে কোন ইতিহাস লিখতে চান সেটা যার যার নিজের মেধা মনন রুচির উপর নির্ভর করছে।

(সুত্র-দ্য ডেইলি স্টার। পোস্টে ব্যবহৃত ছবিটি 'সিলেট সংবাদ' নামক নিউজ পোর্টাল থেকে নেয়া হয়েছে)


মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

অপু তানভীর বলেছেন: আমার প্রশ্ন হচ্ছে, খুলনায় ঐ একজনটা কে? বেটাকে ধরে নিয়ে এসে পেদানী দেওয়া দরকার !
ইতিহাসটা আরও ভাল ভাবে গড়তে দিলো না ! :D

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি সম্ভবত মুনকিরনাকির সাহেবের ইন্টারভিউ বোর্ডে ছিলেন। :D

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: আজ দুপুরে এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ভোট দিবেন কাকে? সে প্রতিত্তোরে বলল, ভোট দেয়া তো দূরের কথা ভোট কেন্দ্রেই যাবো না।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামাণিক ভাই, সকালে এক জায়গায় যাওয়ার জন্য সিএনজি ওয়ালাকে ফোন দিয়েছিলাম। নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসায় জিজ্ঞেস করলাম - বিষয় কি?
সিএনজি ওয়ালা কয় -জিয়ার সৈনিক বলি যখন আওয়াজ শুনি তখন মাথা ঠিক থাকেনা, মিছিলে গেছিলাম।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০০

এস.এম.সাগর বলেছেন: আমি ও আমার পরিবারের সদস্যগন ভোট দেয়া থেকে বিরত থাকবো।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উত্তর কোরিয়ায় নাকি এরকম কোন অপসন নাই। ভোট আপনাকে দিতেই হবে হয় প্রার্থিকে নয় ডামি প্রার্থীকে।
শিক্ষার ক্ষেত্রে নাকি স্পেনকে অনুসরণ করা হচ্ছে,নির্বাচনের ক্ষেত্রে অনুসরনিয় যদি উ কোরিয়া হয়?

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬

মোগল সম্রাট বলেছেন:


ভোটার আসুক আার নাই আসুক আজ বসন্ত :) :D

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব কথার শেষ কথা কিংবা দশ কথার এক কথা বলেছেন

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৪

কামাল১৮ বলেছেন: ভোট দেয়া জাতীয় দায়িত্ব।দেয়া না দেয়া আপনার ইচ্ছা।না ভোট দেয়ার ব্যবস্থা থাকা দরকার ছিলো।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সম্ভবত প্রহসনের ভোট দেয়া জাতীয় দায়িত্বের মধ্যে পড়েনা।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: গণ্ডগোল হওয়ার ভয়ে অনেকে ভোটকেন্দ্রে আসেন না। এবার হয়তো পরিবর্তন হতে পারে। স্বতন্ত্ররা হয়তো মাঠ জমিয়ে তুলতে পারেন।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৯১এর মত উৎসব মুখর ভোট আর দেখা যায় নি। এখন উৎসবের স্থান দখল করেছে আতংক।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




সেলুকাস; কি বিচিত্র এই দেশের ভোট !!!!!!!! :||

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৭ই জানুয়ারীর নির্বাচন ও কম বৈচিত্রপুর্ন হবেনা।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১২

কামাল১৮ বলেছেন: প্রহসনতো করছে বিএনপি জামাত ভোট প্রতিহতের কথা বলে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এখানে লাংগল প্রার্থীর পোস্টারে শেখ হাসিনার ছবি,নৌকার পোস্টারে শেখ হাসিনার ছবি,ঈগলের পোস্টারেও শেষ হাসিনার ছবি এরকম একটি অংশগ্রহণ মুলক নির্বাচন প্রতিহত করার ঘোষণা প্রহসন তো বটেই!

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

বিজন রয় বলেছেন: আপনি আবার কোত্থেকে উদয় হইলেন জনাব?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিচ্ছু না লিখলেও আমি প্রত্যেক দিন সামুতে উদয় হই কবি বিজন দা।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২১

জিকোব্লগ বলেছেন:



২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬০

লেখক বলেছেন: উত্তর কোরিয়ায় নাকি এরকম কোন অপসন নাই। ভোট আপনাকে দিতেই হবে হয় প্রার্থিকে নয় ডামি প্রার্থীকে।
শিক্ষার ক্ষেত্রে নাকি স্পেনকে অনুসরণ করা হচ্ছে,নির্বাচনের ক্ষেত্রে অনুসরনিয় যদি উ কোরিয়া হয়?



উত্তর কোরিয়ায় নির্বাচনের দিনে সব প্রাপ্ত বয়স্ক নাগরিককে ভোট দিতে খুব ভোরে নির্বাচন
কেন্দ্রে হাজির হতে হয়। এরপর ভোটার যখন ভোটকেন্দ্রে ঢুকবেন, তখন তার হাতে একটি
ব্যালট পেপার দেয়া হবে। ব্যালট পেপারে একটাই নাম থাকবে। সেখানে কোন কিছু লিখতে
হবে না। কোন বাক্সে টিক চিহ্ন থাকবে না। ভোটার শুধু ব্যালট পেপারটি নিয়ে একটি বাক্সে
ভরে দেবে। আপনি গোপন ঘরে ঢুকে ব্যালট পেপারের নামটা কেটে দিতে পারেন। তা করতে
পারেন, যদি আপনার ঘাড়ে দুটি মাথা থাকে। তবে উত্তর কোরিয়ানদের একটা করে মাথা
থাকায় তাঁরা প্রকাশ্যেই ব্যালট পেপার বাক্সে ঢোকানোর কাজটি সারেন। 'ভোট দেয়া' শেষ
হয়ে গেলে ভোটাররা নির্বাচন কেন্দ্রের বাইরে যাবেন এবং সেখানে উপস্থিত অন্যান্য ভোটারদের
সাথে মিলে বাধ্যতামূলক মজা করবেন এই কারণে যে দেশের সুযোগ্য নেতাদের প্রতি সমর্থন
জানাতে পেরে আপনি খুবই খুশি। বিস্তারিত জানতে দেখুনঃ বিবিসি

অন্যদিকে, বাংলাদেশে ভোটকেন্দ্রে না গেলে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেয়ার কথা
বলছেন লীগের নেতারা। আবার, লীগের নেতাদের কথানুসারে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা
মার্কায় ভোট না দিলে আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলো
কিন্তু কিছু থাকবে না। আর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে।

মানে কি দাঁড়ায়, মৌখিক ভাবে ২০২৪ সালের নির্বাচনে উত্তর কোরিয়া মডেল-ই অনুসরণ
করা হবে। এরপরে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ বুঝে কিছু পরিবর্তন এনে
তা বাংলাদেশের আইনে লিখিত করে দিবেন।

ভালোইতো, উত্তর কোরিয়ায় অল্প খরচে সুষ্ঠু, সুন্দর, ১০০% ভোটে সংসদ নির্বাচন হয়।
হরতাল অবরোধ লগি বৈঠা হানাহানি জ্বালাও পোড়াও হয় না। কারচুপি-জালিয়াতির প্রশ্নই
ওঠে না। বাংলাদেশেও হয়তো তাই হবে। বাংলাদেশ আরেকটি নতুন ইতিহাস গড়বে।
B-) B-) B-)

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উ কোরিয়া আর আমাদের বর্তমান ভোটের সংস্কৃতিতে তেমন কোন পার্থক্য দেখিনা।
এক বড়লাটকে ঢাকায় সংবর্ধনা দেয়া হচ্ছে। আয়োজনের জাক ঝমক দেখে তিনি হোস জমিদার কে জিজ্ঞেস করলেন - এই বিশাল আয়োজনের খরচের অর্থ আপনারা কোথায় পেলেন?
জমিদার বল্লেন- জনগণ স্বেচ্ছায় চাদা দিয়েছে।
বিস্মিত লাট আবার জিজ্ঞেস করল- জনগণ স্বেচ্ছায় এত টাকা চাদা দিল?
জমিদার উত্তর দিলেন,অবশ্যই দিল,কারন আমার স্বেচ্ছায় চাদা দিতে জনগনকে বাধ্য করি।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১০

বাকপ্রবাস বলেছেন: ভোটের দিন একটা সুবিধা, মরহুমরা আসা যাওয়া করে, তাদের উপস্থিতি টের পাওয়া যায়, তায় ভোট হওয়া দরকার

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্বি, প্লানচেট এর বাংলাদেশ ভার্সন হচ্ছে ভোট।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কথা হচ্ছে, হেরে যাবে নিশ্চিত জানার পরও কেন অন্য দলের প্রার্থী নির্বাচনে দাঁড়ায়? নিজের টাকা কেউ এভাবে উড়াতে পারে? সময় এসেছে আমাদের নির্বাচনী ধারা পাল্টানোর...

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এসব দুনম্বরী টাকা,এজন্য টাকার প্রতি এদের মায়া থাকে না।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: ভোট দেওয়ার উৎসাহ জনগন হারিয়ে ফেলেছে।
তারা জানে ভোট দিলেও যা হবে, না দিলেও তা হবে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজীব দা, আপনাকে একটা গল্প শুনাই-
.

একজন কৃষি বিশেষজ্ঞ উপস্থাপক টেলিভিশনের ক্যামেরায় একজন ছাগলচাষির সাক্ষাৎকার নিচ্ছেন।
উপস্থাপকঃ আপনি আপনার ছাগলকে কী খাওয়ান?
ছাগলচাষিঃ কোনটারে? কালোটা না সাদাটা?
উপস্থাপকঃ কালোটারে...
ছাগলচাষিঃ ঘাস।
উপস্থাপকঃ আর সাদাটারে?
ছাগলচাষিঃ ওইটারেও ঘাস খাওয়াই।
উপস্থাপকঃ ও আচ্ছা। আপনে ওইগুলানরে রাতে কই রাখেন?
ছাগলচাষিঃ কোনটারে? কালোটা না সাদাটা?
উপস্থাপকঃ কালোটারে?
ছাগলচাষিঃ ওইটারে বাইরের ঘরে বাইন্দা রাখি।
উপস্থাপকঃ আর সাদাটারে?
ছাগলচাষিঃ ওইটারেও বাইরের ঘরে বাইন্দা রাখি।
উপস্থাপকঃ আপনি ওগুলানরে কী দিয়া গোসল করান?
ছাগলচাষিঃ কোনটারে? কালোটা না সাদাটা?
উপস্থাপকঃ কালোটারে?
ছাগলচাষিঃ পানি দিয়া গোসল করাই।
উপস্থাপকঃ আর সাদাটারে?
ছাগলচাষিঃ ওইটারেও পানি দিয়া গোসল করাই।
উপস্থাপকঃ(রাগান্বিত) দুই ছাগলের সবকিছু একই হলে তুই বারবার কালোটারে সাদাটারে জিগাস কেন?
ছাগলচাষিঃ কারণ,কালো ছাগলটা আমার।
উপস্থাপকঃ আর সাদা ছাগলটা?
ছাগলচাষিঃ ওইটাও আমার…

রাজীব দা,সাদা কালা যারেই ভোট দেন,দুইটার মালিকই একজন। জনগণের উৎসাহ থাকে কি করে?

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:

ভালো কথা মনে করিয়ে দিলেন।
তবে একটি কেন্দ্রে শতভাগ ভোট পরা খুব একটা নতুন আশ্চর্য বিষয় নয়। একটি কেন্দ্র মানে একটি স্কুল ধরেন। এক-দেড় হাজার ভোটার থাকে।
কিছু কিছু গ্রামে বা কেন্দ্রে মেয়র বা চেয়ারম্যান নির্বাচনে প্রচন্ড প্রতিযোগিতা হয়। বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের উপর হাউস টু হাউস ব্যাপক প্রচারণা করে। ভোটাররা একপ্রকার বাধ্য হয় ভোট কেন্দ্রে যেতে

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান ভাই, ভোটার তালিকা হালনাগাদ থেকে নির্বাচন পর্যন্ত একটা মানুষের ও মৃত্যু হয়নি? কেউ অন্যত্র গমন করেনি?কেউ সিরিয়াস অসুস্থ ছিলনা? এও কি সম্ভব? অবশ্য আপনারা সম্ভব বললে তার উপর আর কোন কথা নাই।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১১

নাহল তরকারি বলেছেন: আমার হিসেব মতে কোন ভোট কেন্দ্রে ৭০% এর উপরে ভোট গণনা করার কথাই না।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাহল ভাই,গননা বলতে কি কাশটিং বুঝিয়েছেন?

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২

ডঃ এম এ আলী বলেছেন:




ভোট খুবই লাভজনক বিষয়;
ভোট দিলে রাজতন্ত্র আর
না দিলে গনতন্ত্র ,
দু দিকেই মহালাভ।
মাঝখানে জনতার বিপদ;
কেও হাহাকার করে
কেও পুড়ে মরে আবার
কেও জেলে ভরে ।

শুভেচ্ছা রইল

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জনাব ডঃ এম এ আলী উপরে ১০ ও ১৩ নং রিপ্লাই এ প্রাসঙ্গিক দুটি গল্প বলেছি

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: লিটন ভাই,
এবার চিত্র ভিন্ন হবে। মিলিয়ে নিয়েন এবার ভোটার ভোট দিতে যাবেন।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০ নং মন্ত্যব্যে আলোচিত দেশেও মানুষ ভোট দিতে যায়।

১৮| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা দেশের সর্বশেষ তথাকথিত নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে লিখেছিলেন। সে নির্বাচনটাও আপনার উদ্ধৃত দুটো নির্বাচনের ইতিহাসের সাথে তৃ্তীয় 'ইতিহাস' হয়ে ভাস্বর হয়ে থাকবে। তবে গুরুত্বের দিক দিয়ে সেটাই হবে সর্বাধিক প্রহসন ও ধোঁকাবাজির ইতিহাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.