নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্যরকমের বিশাল কিছু

গৌতম গোস্বামী

চিন্তাতেই মুক্তি

গৌতম গোস্বামী › বিস্তারিত পোস্টঃ

একজন কমলালেবু\'র কিছু কথা

১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯


'একজন কমলালেবু' জীবনানন্দ দাশকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের এক জনপ্রিয় উপন্যাস। কমলালেবু নামটা জীবনানন্দেরই একটা কবিতা থেকে নেয়া, যার মৃত্যুশয্যায় শুয়ে মনে হয়েছিলো এই পৃথিবীতে আবার ফিরে আসতে একটা হিম কমলালেবু হয়ে।

একবার যখন দেহ থেকে বা’র হ’য়ে যাব
আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে?
আবার যেন ফিরে আসি
কোনো এক শীতের রাতে
একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।
-কমলালেবু, জীবনানন্দ দাশ।

জীবনানন্দ চিন্তার দিক দিয়া অনেক আগাইয়া ছিলেন। বর্তমানে যারা জীবনানন্দকে পাগলের মতো পড়ছেন তাদের থেকেও এগিয়ে গিয়েছিলেন জীবনানন্দ। কবিতার মাধ্যমে সমাজের অনেক ট্যাবু থেকে বের হতে পারছিলেন। এজন্যেই রক্ষণশীলদের কাছে এতটা বিরাগভাজন হতে হয়েছিলো।

'একজন কমলালেবু' এক বিফলতার গল্প। যেখানে একজন বিফল মানুষ জীবনের সবরকমের ব্যর্থতা নিয়া রহস্যময় এক মৃত্যুকে বরণ করেছেন। শাহাদুজ্জামান এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখাইতে চাইছেন। আত্মহত্যাও হতে পারে, দূর্ঘটনাও হতে পারে এতে তেমন কিছু যায় আসে না।

ক্লিন্টন বি সিলির 'অনন্য জীবনানন্দ' আর শাহাদুজ্জামানের 'একজন কমলালেবু' এই দুইটাই পড়ে ফেললে ঝামেলা হয়ে যায় লাবণ্যদেবীর অবস্থান নিয়া। শাহাদুজ্জামান জীবনানন্দের স্ত্রীকে অনেকটা ভিলেন হিসেবে দেখাইছেন। এতটা নেগেটিভ চরিত্রে দেখানোর কোনো দরকার ছিলোনা। এটা কি বইএর জনপ্রিয়তা পাবার জন্যে কিনা, যদি হয় তাইলে ত হইলোই।

'একজন কমলালেবু'তে শাহাদুজ্জামান খুঁজেছেন জীবনানন্দের অদেখা সেই নারীকে। তিনি খুঁজে পেয়েছেনও একজনকে। এই অবৈধ প্রেমিকার (বর্তমান সমাজের চোখে) সাথে জীবনানন্দের সম্পর্কের সুমধুর বর্ণনা রয়েছে যা অত্যন্ত সুস্বাদু। এই ব্যাপারটাও উপন্যাস হিসেবে বইটার জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.