নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াল্ট হুইটম্যানের কবিতা "O Captain! My Captain!" যা আব্রাহাম লিংকনকে নিয়ে লিখা; এই বলে সাহিত্যের শিক্ষক জন কিটিং তাকে ক্যাপ্টেন ডাকতে বললেন তাঁর ছাত্রদেরকে। শুধু তাই নয়। বললেন, "Carpe Diem- Seize the Day, Make your lives extraordinary"
অভিজাত রক্ষণশীল পরিবারের ছেলেদের জন্যে এক বোর্ডিং স্কুলে তিনি করলেন কবিতাকে নতুনভাবে অনুভবের সূচনা। কবিতা পড়া আর বুঝার দৃষ্টিভঙ্গি পাল্টে দেন কিটিং। কবিতার থিওরিটিক্যাল ব্যাখ্যা এতই ফালতু যে তিনি ছাত্রদের দিয়ে তাদের পাঠ্যবই এর পৃষ্ঠা ছিড়ে ফেলেন। Carpe Diem- Sieze the Day বলে ক্ষণস্থায়ী এই জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেয়ার অনুপ্রেরণা দেন। সমস্ত প্রথাগত নিয়ম প্রত্যাহার করে শুরু করেন নতুন এক পাঠদান ব্যবস্থার যার কল্পনা কেউ কখনো করেনি।
দ্যা ট্রুম্যান শো এর নয় বছর আগে ৮৯ সালে ডেড পোয়েটস সোসাইটি সিনেমাটা তৈরি করেন পরিচালক পিটার উইয়ার। সেরা চিত্রনাট্য হিসেবে অস্কার জয়ী এই সিনেমায় জন কিটিং এর অভিনয় করেন রবিন উইলিয়ামস। আছেন বিফোর ট্রিলোজির ইথান হক।
ব্যক্তিগত সেরা কয়েকটা সিনেমার মধ্যে ডেড পোয়েটস সোসাইটিও থাকলো।
২| ০৩ রা মে, ২০১৯ রাত ১১:৩৫
আকতার আর হোসাইন বলেছেন: যাক, ভাল লাগল। মুভিটি দেখার ইচ্ছা আছে
২২ শে মে, ২০২১ বিকাল ৪:৫৩
গৌতম গোস্বামী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:১৮
মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।