নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৫৯৩ সালের লন্ডন। তখন রোজ থিয়েটার চালাতেন উইলিয়াম শেক্সপিয়ার। রাইটার্স ব্লকে ভুগতে থাকা শেক্সপিয়ার নতুন নাটক লেখার সিদ্ধান্ত নেন। কিন্তু শুধু নাম ছাড়া আর কিছু ঠিক করতে পারেননা। প্রথমে নাম ঠিক হলো 'রোমিও অ্যান্ড এথেল: আ পাইরেটস ডটার'। এই নাটকের অডিশন নেবার সময়ে থমাস কেন্ট নামে একজনকে পছন্দ হয়ে যায় মূল চরিত্রের জন্যে। ছদ্মবেশী থমাস কেন্ট হচ্ছেন ভায়োলা। সে সময়ে থিয়েটার স্টেজে মেয়েদের অভিনয় ছিলো নিষিদ্ধ। কিন্তু ভায়োলা থিয়েটার এতই পছন্দ করতেন যে ছদ্মবেশে লুকিয়ে এসে অভিনয় করে যেতেন। সেই থেকে ভায়োলার সাথে পরিচয় পরে প্রেম। 'রোমিও অ্যান্ড এথেল' এর নাম পরিবর্তিত হয়ে হলো 'রোমিও অ্যান্ড জুলিয়েট'।
ভায়োলার সাথে শেক্সপিয়ারের প্রেম আর সেই থেকে রাইটার্স ব্লক ভেঙে শেক্সপিয়ারের ফিরে আসা এই নিয়ে ১৯৯৮ সালের সিনেমা 'শেক্সপিয়ার ইন লাভ'। পরিচালক জন মেডেনের এই রোমান্টিক কমেডি জিতে নেয় সাতটি অস্কার।
সিনেমার সংলাপগুলো এত সুন্দর যে বারবার শুনার মতো। রোমান্টিক ঘরানার সিনেমাগুলোর মধ্যে দাপট নিয়ে অবস্থান করছে 'শেক্সপিয়ার ইন লাভ'।
২| ০৩ রা মে, ২০১৯ রাত ১১:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: যাক, ভাল লাগল। মুভিটি দেখার ইচ্ছা আছে
৩| ০৪ ঠা মে, ২০১৯ রাত ২:০৯
অর্পিতা মন্ডল বলেছেন: বাহ্, সুন্দর তথ্য।
২২ শে মে, ২০২১ রাত ৮:১৮
গৌতম গোস্বামী বলেছেন: ধন্যবাদ।
৪| ০৪ ঠা মে, ২০১৯ দুপুর ১২:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: মুভিটা তো দেখতে হইবেক
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:১৭
মাহমুদুর রহমান বলেছেন: গ্রেট।