নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্যরকমের বিশাল কিছু

গৌতম গোস্বামী

চিন্তাতেই মুক্তি

গৌতম গোস্বামী › বিস্তারিত পোস্টঃ

কাইলি ব্লুজ (২০১৫)

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৭



বৃষ্টিস্নাত কাইলি শহরে একটা ছোট্ট ক্লিনিক। ক্লিনিকটাতে দেখা যায় দুইজন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এক বিমূর্ত জীবন যাপন করেন। তাঁদের মধ্যে একজন যার নাম চেন, একদিন উনার প্রয়াত মায়ের ইচ্ছাপূরণের জন্যে ভাইয়ের ত্যাজ্যপুত্রের খোঁজে বের হোন। খুঁজতে বের হয়ে তিনি একটি ট্রেনে ভ্রমণ করেন। ক্লিনিকের আরেক চিকিৎসক, একজন একাকী প্রৌঢ়া মহিলা চেনকে উনার প্রাক্তন প্রেমিককে খুঁজে বের করার অনুরোধ করেন। প্রেমিকের উদ্দেশ্যে উনি একটি পুরোনো ছবি, একটি শার্ট এবং একটি গানের ক্যাসেট চেনের কাছে দিয়ে দেন। কিন্তু যাত্রাপথে চেন দাঙ্গমাই নামে এক রহস্যময় শহর অতিক্রম করেন। এই শহরে সময়টা যেনো লিনিয়ার নয়, বরং অতীত, বর্তমান আর ভবিষ্যৎ মিলেমিশে চলছে। মানুষের জীবন যেনো পরষ্পরকে জড়াজড়ি করে চলছে। সময়ের উর্ধ্বে চলে যাওয়া এমন এক শহরে গিয়ে চেন তাঁর স্বপ্নে নাকি বাস্তবে আছেন সেটা বুঝতে পারেন না।



এই গেলো সিনেমাটার সারসংক্ষেপ। এমনই এক সুরিয়ালিজমের মধ্য দিয়েই চাইনিজ পরিচালক বি গান তৈরি করেছেন সিনেমা কাইলি ব্লুজ। সুরিয়ালিজম তথা পরাবাস্তববাদ নিয়ে অনেক লেখা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই মতবাদের সারমর্ম এই দাঁড়ায় যে, অবচেতন মনের চিন্তাকে মেটাফোরের মাধ্যমে প্রকাশ করা। এই প্রকাশ হতে পারে উদ্ভট এবং আশ্চর্জজনক সুন্দর। প্রচলিত আর্টের ধারাকে চ্যালেঞ্জ করার জন্যে সুরিয়ালিজমের উদ্ভব হয় ১৯২০ সালে, ফ্রান্সের প্যারিসে। সুরিয়ালিজমের উপরে ভিত্তি করে অসংখ্য ছবি, সাহিত্য এবং সিনেমা তৈরি হয়েছে। অবচেতনের স্বপ্নকে বাস্তবে ফুটিয়ে তুলার ভাষা দিয়েছে সুরিয়ালিজম। আমেরিকান পরিচালক ডেভিড লিঞ্চ সুরিয়ালিস্ট চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে উল্লেখযোগ্য। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচককের সিনেমা স্পেলবাউন্ডেও (১৯৪৫) সুরিয়ালিজমে ছুঁয়া আছে। সেখানে একটি স্বপ্নের দৃশ্যপট তৈরির জন্যে হিচকক সাল্ভাদোর দালির সহায়তা নেন এবং কাজের সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেন।



আইএমডিবির ট্রিভিয়াতে দেখা গেলো কাইলি ব্লুজে একটানা ৪০ মিনিটের মতো লম্বা সময়ের একটা শটও আছে, যদিও সিনেমা দেখার সময়ে দৃশ্য নিয়ে এত মুগ্ধ ছিলাম যে ডিউরেশন নিয়ে কোনো ভাবনাই ছিলো না। পুরোটা সিনেমা জুড়ে ছিলো যেনো একের পর এক মোহময় চিত্রপট। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি বি গান একজন কবি। তাই শিল্পপ্রেমী যে কারো কাছে সিনেমার দৃশ্যপটগুলো কবিতার মতো মনে হওয়া অস্বাভাবিক নয়।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো ভালো মুভি দেখা হয় না, ভাষা না বুঝতে পারার কারনে।

২২ শে মে, ২০২১ বিকাল ৪:৫৬

গৌতম গোস্বামী বলেছেন: সাবটাইটেল দিয়ে দেখতে পারেন ত। বিদেশি ভাষার প্রায় সব ভালো সিনেমারই ইংরেজি সাবটাইটেল পাওয়া যায়। মাঝেমধ্যে কপাল ভালো থাকলে বাংলা সাবটাইটেলও পাওয়া যায়।

২| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬

Laboni বলেছেন: Latest Movie “Roohi (2021)” Download Linkview this link

৩| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৮

Laboni বলেছেন: Roohi 2021[link||view this link]

৪| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫২

Laboni বলেছেন: Tom Hanks এর আরেকটি অসাধারন মুভি Saving Private Ryan

১৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৮

গৌতম গোস্বামী বলেছেন: দেখেছি। ধন্যবাদ।

৫| ১৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪২

Laboni বলেছেন: দুইটি অসাধারন বাংলা মুভি দেখুন, মন ভাল হয়ে যাবে। একটি হল বাইশে শ্রাবণ আরেকটি দ্বিতীয় পুরুষ

৬| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৪

Laboni বলেছেন: নওয়াজউদ্দীন সিদ্দিকির অভিনয় আর সিনেমার প্লট, এই দুয়ে মিলে এক অপূর্ব সৃষ্টি "বাবুমশাই বন্দুকবাজ" মুভিটি। সময় করে একবার দেখবেন।

৭| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:১৭

Laboni বলেছেন: Beasts of No Nation (2015)" You should watch this movie

৮| ২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:০০

খালিদ খান ৯৭ বলেছেন: মতবাদটা ভাল করে বুঝি নি। বিস্তারিত কীভাবে বুঝবো দয়া করে বলবেন।

২২ শে মে, ২০২১ বিকাল ৫:০৫

গৌতম গোস্বামী বলেছেন: সুরিয়ালিজম নিয়ে উইকিপিডিয়ায় পড়তে পারেন। তাছাড়া আরো বিভিন্ন ওয়েবসাইটে এটা নিয়ে বিস্তারিত লিখা আছে।
ইউটিউবেও অনেক ভিডিও লেকচার রয়েছে। দেখতে পারেন।

৯| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৭

জীবন যেমন ১২ বলেছেন: এটার সন 2015 হবে

২২ শে মে, ২০২১ বিকাল ৫:০০

গৌতম গোস্বামী বলেছেন: ঠিক করে দিলাম। ধন্যবাদ।

১০| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৫

রাহাত আরা স্বর্ণা বলেছেন: চেন কি পুরুষ নাকি মেয়ে? রিভিউ পড়তে পড়তে ভাবছিলাম ছেলে কিন্তু এটাচড পিকচার দেখে মনে হচ্ছে মেয়েই। যাইহোক, দেখবো মুভিটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.