নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্যরকমের বিশাল কিছু

গৌতম গোস্বামী

চিন্তাতেই মুক্তি

গৌতম গোস্বামী › বিস্তারিত পোস্টঃ

মিথ অফ নর্মাল - গাবর মাটে

১৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮



গাবর মাটে'র (উচ্চারণ ফ্যাক্ট না, কেউ গাবো মেইটও বলে) এই বইটাতে চাইল্ডহুড ট্রমা নিয়ে ধারণা পাই। চাইল্ডহুড ট্রমা কীভাবে আমাদের জীবনের সকল ডিসিশনে, আচরণে প্রভাব ফেলে। আমাদের চিন্তাভাবনায় চাইল্ডহুড ট্রমার প্রভাব আমরা হয়তো টের পাই না, বিশেষত অনেক ট্রমা আছে যেগুলোকে ট্রমা হিসেবে আমরা ধরতেই পারিনা। কিন্তু এর প্রভাব আমাদের মধ্যে থেকে যায়।

এই হাঙ্গেরিয়ান-কানাডিয়ান ফিজিসিস্ট অনেক উদাহরণ দিয়ে দেখিয়েছেন, কিভাবে তার চাইল্ডহুড ট্রমা তার জীবনে প্রভাব ফেলেছে। একটা সাক্ষাৎকারে এমনও বলেছেন যে ৭০ বছর পরেও চাইল্ডহুডের প্রভাব (হোলোকাস্টের সময় যে তাঁর মা তাকে ফেলে রেখে চলে যান) তাঁর চিন্তায় রয়ে গেছে। এটা তাঁকে সবসময় অনিশ্চয়তায় রাখে। এমনকি মাইনর কোনো কারণেও কারো উপরে রাগ হয়, মনে হয় এই বুঝি সে আমাকে ছোট করলো।

ট্রমা হচ্ছে একটা সাইকোলোজিকাল আঘাত যেটা মানুষ পোষণ করে। এটা কনশাসলিও হতে পারে আবার সাবকনশাসলিও হতে পারে। বিশেষত বাচ্চারা বেশি ট্রমার শিকার হয়। কারণ, বাচ্চারা সবকিছু পার্সোনালি নেয়, একটা বাচ্চার সাথে ঘটা যেকোনো ঘটনা (মকারি, মনোযোগ না দেওয়া, কান্নাকাটি করলে ফেলে রাখা, কথা বললে সেটা না শোনা, এবিউজ, সেক্সুয়াল এবিউজ, এরকম আরো অনেক) ট্রমাতে পরিণত হয়, এবং এটা সারাজীবন সাস্টেইন করতে পারে। মানুষের সাথে কী ঘটছে সেটাই ট্রমা তৈরি করতে পারে এমন না, কোনোকিছু না ঘটেও ট্রমা হতে পারে (যখন কেউ চাহিদার জিনিসটা পায় না)।

এই বইটা থেকে অনেক ইন্টারপ্রিটেশনে আসা যায়। যেসব শিশুরা ইন্ট্রোভার্ট হয়, তার কারণ হচ্ছে তার সারাউন্ডিংস। সারাউন্ডিংস যদি সামহাও এক্সেপ্টেবল না হয়, এবং শিশুর সাথে মকারি করে, রেসিজম করে, জাজমেন্টাল কমেন্টেসের মাধ্যমে শিশুকে ইনফেরিওর করে, তাহলে সে বড় হয়েও এই ট্রমা অভারকাম করতে পারেনা। সারাক্ষন এই ইন্সিকিউরিটি মাইন্ডে থাকায় ইন্ট্রোভার্ট হয়ে যায়। তখন সারাউন্ডিংস তাকে আরো বেশি প্রেশার দেয় (ইন্ট্রোভার্ট হবার কারণে শোনা জাজমেন্টাল কমেন্টস)। আল্টিমেটলি ওই ইন্ডিভিজুয়ালের ইনিসিকিউরিটি আরো বাড়ে, সে আরো নিজেকে গুটিয়ে রাখে। সোস্যাল এক্সেপ্টেন্স পেলে হয়তো ব্যাপারটা হিলিং এর দিকে যেতে পারতো।

গাবর মাটে এডিকশন নিয়েও আলাপ করেছেন। মূলত এডিকশন কেনো হয়, এর সাথে ট্রমার কী সম্পর্ক, চাইল্ডহুডের কী সম্পর্ক। এডিকশন শুধুমাত্র এল্কোহল কিংবা কোনো ড্রাগসে হয় এমন না, ক্ষমতা, সম্পদ, ফুড, শপিং, ফ্যাশন, যেকোনোকিছুতেই এডিকশন হতে পারে। মূলত কোনো ইনকমপ্লিটনেস ফিলাপ করতেই মানুষ এডিকশনের আশ্রয় নেয়। এই ইনকমপ্লিটনেস তৈরি হয় চাইল্ডহুডের কোনো মেমোরি থেকে, কোথাও অপমানিত হবার মেমোরি অথবা কোন সাবকনশাস ট্রমা। একটা টেড-টকে দেখলাম মাটে ওয়ার্ল্ড লিডারদের ডিসিশন মেকিং আর এক্সপ্লয়টেশন নিয়ে এনালাইসিস করলেন। ক্ষমতার অসমাপ্ত লোভ একচুয়ালি ইনকমপ্লিটনেস থেকেই আসে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সবচেয়ে বেশি ইনকমপ্লিটনেস আর ইনফেরিওরিটিতে ভোগে। যেটা তাকে অবিরাম ক্ষমতার দিকে দৌড়াতে বলে। যেকারণে পাওয়ার প্র্যাক্টিস, ইগো প্র্যাক্টিস চলতেই থাকে।

ত চাইল্ডহুড ট্রমা থেকে আমরা কীভাবে হিলিং করতে পারি। একটা উপায় হতে পারে যে আমাদের আচরণের পিছনে কী কাজ করছে সেটা ফাইন্ড আউট করা। এতে সচেতনে আমরা এটা এভয়েড করতে পারি। এক্ষেত্রে, ট্রমা আমাদের উপরে কী প্রভাব ফেলে এটা ভাবার চেয়ে এই ট্রমার প্রভাবে আমাদের আচরণে কী প্রভাব আসতেছে সেটা ভাবা জরুরি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: জানলাম।
ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৩

জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: কোথায় পাবো এই বই টা, জানালে উপকৃত হবো।
আমিও চাইল্ড হুড ট্রমার মধ্য দিয়ে গিয়েছে, আমার এই ব্লগ টি পড়তে পারেন সেখানে লিখেছি।

https://www.somewhereinblog.net/blog/mdzrf/30343570

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৩

আরজু পনি বলেছেন: দারুণ পোস্ট। পড়‌তে পড়‌তে অ‌নেক‌কিছু ভাবলাম।

এমন আরো পোস্ট চাই।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৪৪

হাসান জামাল গোলাপ বলেছেন: একটি ভালো পোস্ট, ট্রমার তীব্রতা অনুযায়ী এর প্রভাব পড়ে। এটা নিয়ে দেশে আরো প্রচার হওয়া দরকার বিশেষকরে অভিভাবক মহলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.