নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্যরকমের বিশাল কিছু

গৌতম গোস্বামী

চিন্তাতেই মুক্তি

গৌতম গোস্বামী › বিস্তারিত পোস্টঃ

ইউনিভার্সিটি অফ হাওয়াই এর হ্যামিল্টন লাইব্রেরি

১০ ই নভেম্বর, ২০২৩ ভোর ৪:৩৮


অক্টোবরের ১৫ তারিখ সন্ধ্যায় ইউনিভার্সিটি লাইব্রেরিতে গেলাম একটা বই ফেরত দিতে, আর আরেকটা বই আনতে। বই রিকুয়েষ্ট করলে ওরা খুঁজে বের করে আনে। একদিন সময় নেয়। কিন্তু আমি ঐদিনই বই আনতে চাইলে তিনতলায় এশিয়ান সেকশনে যেতে বলে। লাইব্রেরির ম্যাপ নিয়ে তিনতলায় গেলাম। এশিয়ান সেকশনে যাওয়ার পর দূর থেকে দেখলাম রবীন্দ্রনাথ নিয়ে কিছু বই। ভাবলাম এটা ত খুবই স্বাভাবিক, রবীন্দ্রনাথ-বিষয়ক বই ত থাকবেই। ট্রাভেলার তারেক অণু'র ভ্রমণ বৃত্তান্ত পড়ে জেনেছি পৃথিবীর মোটামুটি সব প্রান্তেই উনি রবীন্দ্রনাথ এর কোনো-না-কোনো চিহ্ন অন্তত পেয়েছেন। আমার তখন বাংলা হরফের বই দেখবার লোভ লাগলো। দূর দেশে এসে মায়ের ভাষায় লেখা দেখতে অবশ্যই ভালো লাগার কথা। যখন বাংলা বই এর সেকশনে গেলাম, তখন দেখি শুধু রবীন্দ্রনাথ না, আরো কিছু বই আছে। দেখতে শুরু করলাম। যতই হাঁটছি, যতই দেখছি, বই এর ডাইভার্সিটি বাড়ছে। তারপর দেখলাম বাংলা সাহিত্যের মোটামুটি সব চেনাজানা সাহিত্যিকের গল্প উপন্যাস এখানে আছে। নাম না জানা অনেকের লেখা বইও আছে। ঠিক যেমন বাংলাদেশের একটা বড় লাইব্রেরিতে গেলে বই দেখতাম, ঠিক তেমনি বই দেখা শুরু করলাম। এত এত বাংলা বই দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এমন কালেকশন এখানে থাকবে তা আমি কখনো কল্পনাও করিনি। কেউ এখানে বাংলা বই নিয়ে পড়ে কিনা, তাও জানিনা। যদি পড়েওবা, তাহলে হাতেগোনা কয়েকজন হয়তো থাকবে। কিন্তু বইয়ের এই ডাইভার্স কালেকশন বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের সেকশনের চেয়ে কম মনে হয়নি। অনেকক্ষেত্রে বেশি হবে। হরপ্রসাদ শাস্ত্রীর বই যেমন আছে, তেমনি আছে আনিসুল হকের বই।

পৃথিবীর মানচিত্রে খুব ছোট্ট একটা দ্বীপ হাওয়াই, এখানে এক ইউনিভার্সিটি লাইব্রেরিতে বাংলা বই এর এত বিশাল কালেকশন। এটা ভালো লেগেছে আমার খুব। দিনেরবেলা The River (1951) নামে একটা সিনেমা দেখেছিলাম ঐদিন। তৎকালীন Bengal riverside এর জীবন নিয়ে বানানো সিনেমা। সিনেমায় তখনকার মানুষের জীবন দেখা যায়, অন্যকারো ভাষায় নিজের কালচারের প্রেজেন্টেশন দেখতে ভালো লাগে। সিনেমাটাও ভালো লেগেছে। আর সন্ধ্যায় দেখলাম এত এত বাংলা বই। বাংলার প্রতি একটা মায়া লাগলো। বইপড়া আর সিনেমা দেখার দিনগুলো মনে হলো, মনে হলো বন্ধুদের সাথে বই আর সিনেমা নিয়ে আলাপ করার সময়ের কথা। কত সুন্দর স্মৃতি সব জীবনে।

লাইব্রেরির ভিতরে এশিয়ান সেকশনের মধ্যে যেখানে সব বাংলা বই রাখা আছে, সেখান থেকে কিছু ছবি







মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৬

জনারণ্যে একজন বলেছেন: বেশ ভালো লাগলো জেনে, গৌতম।

যদি ভুল না করি এবং যতদূর মনে আছে - আজ থেকে পাঁচ বছর (কম বেশি হতে পারে কিছুটা) আগেই ওরা বাংলা লিটারেচার পড়ানোর জন্য শিক্ষক খুঁজেছিলো।

এ'বছরের শেষে (দেশে যদি না যাই), ওখানে যাওয়ার সম্ভাবনা আছে। কয়েকদিন বেশি থাকা হ'লে দেখি আপনাকে খুঁজে বের করা যায় কিনা।

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

গৌতম গোস্বামী বলেছেন: পড়বার জন্যে ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫২

শায়মা বলেছেন: বাহ!

জেনে খুবই ভালো লাগলো!

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯

গৌতম গোস্বামী বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

শ্রাবণধারা বলেছেন: বাংলা বইয়ের এই কালেকশনটা দেখে খুব ভালো লাগলো। বিদেশের লাইব্রেরিতে বাংলা বই দেখলে কি যে ভালো লাগে!

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

গৌতম গোস্বামী বলেছেন: হ্যাঁ। এটা আনন্দের।

৪| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: দুর দেশের লাইব্রেরিতে সারি সারি বাংলা বই দেখে বেশ চমৎকার লাগল।

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

গৌতম গোস্বামী বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

গৌতম গোস্বামী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.