নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রীশ বাৈড়

গ্রীশ বাৈড় › বিস্তারিত পোস্টঃ

***** সাথী *****

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮

কী চেয়েছিলাম........
বলো কী চেয়েছিলাম তোমার কাছে?
চাইনি অন্ধকার কোনো তন্দ্রাহীন রাতে তোমার সজ্জাসঙী হতে,
চাইনি অতি যত্নে আগলে রাখা তোমার ঐ খিল ধরে যাওয়া উর্বর জমিটাতে লাঙল চালাতে,
চাইনি সিদুরের রঙে তোমার সিঁথিকে রঙিন করতে,
উত্তরী কুহেলী সিক্ত শিউলি, বকুল মালা হয়ে তোমার গলায় জড়াতে।

এমন স্বপ্ন দেখার দু:সাহস হয়নি কখনো।
চেয়েছিলাম দুটি আদ্র চরন...
আর সহস্র সহস্র অব্দে বাজানো একটি হিরন্ময়ী করিডোর,
তোমার চঞ্চল মনটাতে শুধু শেফালির সুবাস হবো,বসন্তের কোকিল হয়ে তোমার ঘুম কেড়ে নেব... দীঘীর নীল জল হয়ে তোমার শরীর ধুয়ে দিয়ে যাব, আর নরম ঘাসে শিশির হয়ে তোমার পা ধুয়ে দিয়ে যাব।

বিনম্র শ্রদ্ধায় আজীবন পাশে রবো,কথা দিলাম.....

ভালো থেকো.....................
.... শুভ রাত্রি......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

উদাস কিশোর বলেছেন: ভাল লিখেছেন . . . . . ।
শুভেচ্ছা ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৩

গ্রীশ বাৈড় বলেছেন: ধন্যবাদ,ভাই উদাস কিশোর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.