নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান হবার পর থেকে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছি। প্রতিদিন নিজেকে প্রশ্ন করি—আমি কে? আমি কী? কোথা থেকে এসেছি? কিছুই জানি না। কখনো নিজেকে শূন্য মনে হয়। মাঝে মাঝে ভাবি, এই জগৎ সংসার কেমন করে শূন্য থেকে শূন্যে মিলিয়ে যায়।

সাফায়েতুল ইসলাম

সম্প্রতি লেখক শহরের কোলাহল ছেড়ে যতটুকু পারা যায় গ্রাম আর প্রকৃতির কাছাকাছি থাকতে চান। বিকেলে মাঠে ঘুড়ি উড়িয়ে শৈশবে ফিরে যাওয়া, সন্ধ্যায় ঝিঁঝিঁপোকার দল বুকে নিয়ে এক টুকরো নীরবতা খুঁজে পাওয়া — এ যেন তার নতুন জীবনের ছোট ছোট জয়। আজকের দুনিয়ার অস্থিরতা আর যুদ্ধের গন্ধের ভেতরেও তিনি স্বপ্ন দেখেন গ্রামের শান্ত আকাশ আর মাটির ঘ্রাণে ভিজে থাকার। শহরের ব্যস্ত দালান থেকে পালিয়ে মাটির কাছে ফেরার এ চেষ্টাই তার সবচেয়ে বড় আরাধ্য।

সাফায়েতুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সাফায়েতুল ইসলাম

০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৮

সাফায়েতুল ইসলাম (MD. Shafayetul Islam) (জন্ম: ১৯৯২ জুনের ৪ তারিখ) একজন বাংলাদেশি লেখক, কনটেন্ট নির্মাতা, এবং সাহিত্য ও আধ্যাত্মিকতা-ভিত্তিক চিন্তাবিদ। তিনি মূলত মনস্তত্ত্ব, দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে লেখালেখি করে থাকেন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক ইস্যুতে সাহসী ও বিশ্লেষণধর্মী লেখা উপস্থাপন করেন। তিনি বর্তমানে জাপানের একটি গ্লোবাল গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা
সাফায়েতুল ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা বিড়মপাড়া ডাক্তার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় ব্রিলিয়ান্ট স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন থেকে, যেখানে তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। ষষ্ঠ শ্রেণিতে তিনি ভর্তি হন খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে এবং সেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। উন্নত শিক্ষার লক্ষ্যে তিনি পরবর্তীতে চট্টগ্রাম শহরে চলে আসেন। সেখানে তিনি মেরন সান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করেন। উচ্চমাধ্যমিক পর্যায়ে তিনি বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম-এ ভর্তি হন এবং সেখান থেকে এইচএসসি পাশ করেন।

তার উচ্চশিক্ষা জীবনের শুরু স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ, যেখানে তিনি অনার্স কোর্সে দুই বছর অধ্যয়ন করেন। এই সময়কালেই তিনি নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পার্ট-টাইম চাকরিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে ভর্তি হন এবং জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই শিক্ষাজীবনের সময়কালেই তিনি সাহিত্যচর্চা, মনস্তত্ত্ব ও সাংবাদিকতায় গভীর আগ্রহ ও দক্ষতা গড়ে তোলেন, যা তার পরবর্তী কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাহিত্যকর্ম ও একাডেমিক জীবন
সাফায়েতুল ইসলামের সাহিত্যজীবনের সূচনা হয় তাঁর স্নাতক অধ্যয়নকালেই। তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায়ই তিনি সৃজনশীল চর্চায় নিজেকে জড়িয়ে ফেলেন। কোভিড-১৯ মহামারির সময়ে তিনি রচনা করেন তাঁর প্রথম গ্রন্থ লাবিবের বিভ্রম, যা তেরোটি মনস্তাত্ত্বিক ছোটগল্পের একটি সংকলন। এই বইটি তাকে একজন লেখক হিসেবে পরিচিত করে তোলে এবং পাঠকের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাহিত্য তার কাছে শুধুমাত্র একটি সৃজনশীল মাধ্যম নয়, বরং আত্ম-অন্বেষণের একটি উপায়। তিনি মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতা নিয়ে গভীর আগ্রহী এবং এই আগ্রহ থেকেই তার লেখায় উঠে আসে আত্মার ধ্যান, পুনর্জন্ম, সুফিবাদ, এবং বিশ্বাস বনাম অবিশ্বাসের দার্শনিক প্রশ্ন। বর্তমানে তিনি তার দ্বিতীয় গ্রন্থ এবং বেশ কিছু প্রবন্ধ ও ভিডিওভিত্তিক সাহিত্য প্রকল্প নিয়ে কাজ করছেন, যেখানে ধর্ম, সমাজ, এবং অস্তিত্ববাদ নিয়ে বিশ্লেষণধর্মী আলোকপাত করা হচ্ছে।

একাডেমিক জীবনে তিনি বিভিন্ন কর্মশালা, সেমিনার, মিডিয়া ভিজিট ও সৃজনশীল প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যা তার চিন্তার জগৎকে আরও গভীর ও সমৃদ্ধ করেছে। সাংবাদিকতাকে তিনি কেবল তথ্য পরিবেশনের একটি মাধ্যম নয়, বরং সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখেন। ভবিষ্যতে নিউজ জার্নালিজমে মাস্টার্স করার পরিকল্পনা রয়েছে তার, যাতে তিনি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন এবং গণমাধ্যমে দায়িত্বশীল প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন।

পেশাগত জীবন
সাফায়েতুল ইসলাম বর্তমানে SBT Japan-এ একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। তিনি মূলত জাপান থেকে কেনিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে গাড়ি রপ্তানি-আমদানি কার্যক্রমে যুক্ত আছেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, বিক্রয় সংক্রান্ত লজিস্টিক সাপোর্ট এবং লেনদেন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে থাকেন এবং গ্রাহকদের জটিল প্রক্রিয়াগুলো বুঝিয়ে সহায়তা করার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলায় বিশ্বাসী।
পেশাগত জীবনের প্রতিটি ধাপে তিনি নিজেকে আরও দক্ষ ও মানবিকভাবে পরিপূর্ণ করে তোলার চেষ্টা করে আসছেন। মনোবিজ্ঞান ও সাহিত্যের প্রতি তার গভীর আগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রতিনিয়ত কাজের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি সংযোজন করে চলেছেন। পেশাগত উচ্চমান রক্ষা করাই তার অন্যতম লক্ষ্য।

ব্যক্তিগত জীবন
সাহিত্যের পাশাপাশি সাফায়েতুল ইসলাম ভোজন, ভ্রমণ এবং দার্শনিক চিন্তাভাবনা করতে ভালোবাসেন। তার পেশাগত যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণ একটি কাজ থেকে—চট্টগ্রামে “পিজ্জা হাট”-এ ওয়েটার হিসেবে কাজ করার মাধ্যমে। এই অভিজ্ঞতা তাকে বাস্তব জীবনে চাপ সামলে চলতে ও কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে সাহায্য করেছিল।

স্নাতক শেষ করার পর তিনি চট্টগ্রাম শহরের একটি অনলাইন সংবাদমাধ্যম Poriborton.com-এ কাজ করার সুযোগ পান, যেখানে তিনি কনটেন্ট রচনার দক্ষতা অর্জন করেন। এরপর ঢাকায় iTech Digital Company-তে সহকারী স্ক্রিপ্ট ও কনটেন্ট ডেভেলপার হিসেবে যোগ দেন এবং সেখানে তিনি টিভিসি স্ক্রিপ্ট, প্রোমোশনাল হেডলাইন এবং প্রোডাক্ট স্পেসিফিকেশন লেখার কৌশল রপ্ত করেন। পরবর্তীতে, তিনি Smart Technologies BD Ltd.-এ কনটেন্ট রাইটার হিসেবে যুক্ত হন। সেখানে তিনি কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যারের ওপর তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। তবে কোভিড-১৯ মহামারির কারণে তিনি চাকরি হারান, কিন্তু এই বাধা তাকে থামাতে পারেনি। মহামারির ধকল কাটিয়ে তিনি Aorasoft.com-এ কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করেন, যেখানে নীতিমালা, শিপিং প্রসিডিউর ও সফটওয়্যার স্পেসিফিকেশন ভিত্তিক কনটেন্ট তৈরি করার পাশাপাশি SEO কপিরাইটিং ও ডিজিটাল মার্কেটিং-এও অভিজ্ঞতা অর্জন করেন।

এরপর তিনি Smart Technologies BD Ltd.-এর সহযোগী প্রতিষ্ঠান Smart Solution-এ ব্রাঞ্চ ম্যানেজার পদে দায়িত্ব গ্রহণ করেন। এই ভূমিকায় তিনি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, কনটেন্ট ডেভেলপমেন্ট পরিচালনা, ব্যবসা বিশ্লেষণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শাখার কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন।

ভিডিও ও ভিজ্যুয়াল প্রোজেক্ট
সাফায়েতুল ইসলাম একজন দক্ষ কনটেন্ট ক্রিয়েটর যিনি সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও বাস্তব জীবনের নানা বিষয়কে কেন্দ্র করে ভিজ্যুয়াল প্রজেক্ট নির্মাণ করেন। বাংলা সাহিত্যের উপর ভিত্তি করে তিনি একাধিক ভিজ্যুয়াল পোয়েট্রি ভিডিও নির্মাণ করেছেন, যেগুলো ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ কবিদের কবিতাকে তিনি চিত্র, আবহ সংগীত ও আবৃত্তির মাধ্যমে জীবন্ত করে তুলেছেন।

বাংলা প্রকল্পের পাশাপাশি, তিনি ইংরেজি ভাষায় ফিল্ম রিভিউ ও মিউজিক ভিডিও বিশ্লেষণমূলক কন্টেন্টও তৈরি করেন। তার ভিডিও নির্মাণের কাজগুলোতে বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তুর পাশাপাশি থাকে শক্তিশালী গল্প বলার দক্ষতা ও ভাবনাপ্রবণ দৃশ্য-সংগঠন। সাংবাদিকতা পটভূমির ধারাবাহিকতায় তিনি নিয়মিত নিউজপেপার, ব্লগ ও প্রেস রিলিজ লেখেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতা ও চিন্তাশীল আলোচনার অনন্য উদাহরণ উপস্থাপন করেন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লেখক নিজেই কি?

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩১

সাফায়েতুল ইসলাম বলেছেন: হ্যাঁ, এটি আমি নিজেই। এই পোস্টটি আমি করেছি একটি ভিন্ন উদ্দেশ্যে — মূলত SEO ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিনে আমার প্রোফাইলের রিকগনিশন বাড়ানোর জন্য। তাই এটি ব্লগে প্রকাশ করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!

২| ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো প্রতিনিয়ত।

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৪

সাফায়েতুল ইসলাম বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ আপনাকে। আপনার এই শুভকামনা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনার প্রতিও রইলো শুভকামনা ও ভালোবাসা।

৩| ০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

কামাল১৮ বলেছেন: অনেক গুন আছে।তার কিছু ছাড়ুন।দেশ সমাজ ও সমাজের মানুষজন নিয়ে কিছু লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.