নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

"সনেট কবিকে" নিয়ে "সনেট" রচনা

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭



ছবি: "সনেট কবি" ব্লগ থেকে...



ব্লগে তার নাম জানি "সনেটের কবি"
আসল পরিচয় সে "ফরিদ চৌধুরী"
"আহমদ" বাদ গেছে মাঝখান থেকে
এইটুকু ভুল জানি মাফ পেতে পারি।
সনেটের ইতিহাসে বিস্ময় লেখন
"নয়শত ঊনত্রিশ" সনেট এখন,
"একশত তিনজন" ব্লগারকে নিয়ে
বিশাল ভান্ডার তার সনেটের বাড়ি।

"আসমাউল হুসনা" আল্লাহর নাম
সনেট লিখে দিলেন ব্লগে দেখলাম
আল্লাহ দিয়ে দিবেন এর প্রতিদান।
মজবুত কলমের দৃঢ় বর্ণনাতে
সত্যেরা স্বাধীন হোক এইতো চাওয়া
লেখনিতে ভরে যাক এ ব্লগের মান।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা সনেট কবির জন্য।

তবে পোস্টকারী ব্লগার তার নিজের নামে 'স্যার' সম্বোধন লিখেছেন!! এটা কি.............???

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাবিব বলেছেন:




ধন্যবাদ হাসান জাকির ৭১৭১ আপনার মন্তব্যের জন্য।
আমার নামের শেষে "স্যার" সম্বোধনটা আসলে আমাকে স্যার বলতে হবে এই মানসিকতা থেকে নয়।
আমার প্রিয় একজন মানুষ আমাকে এই নামে ডাকে সব সময় সেই কারনে দেয়া।
আশা করি বিষয়টি সহজ ভাবে নিবেন।
কিছু ভুল হলে ক্ষমা প্রার্থী।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ একগুণী আরেক গুণীকে তুলে ধরেছেন।
+++++++++++++++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাবিব বলেছেন:




মোঃ মাইদুল সরকার ভাই!
আপনার এতগুলো প্লাসে সত্যিই আপ্লুত।
সনেট কবি যে মাপের মানুষ আমি আসলে তার ধারে কাছেও নাই।
শুভ সন্ধ্যা জানবেন।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

এম এ কাশেম বলেছেন: গুণীর কদর বুঝে গুণী
শব্দ দিয়ে শব্দ বুনি
সনেট কবির সনেট শুনি
ঢোলের বাদ্য বাজে আপনি।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

হাবিব বলেছেন:





আমি তো ভাই গুনি নই
সবে গুনির ছাত্র,
দোয়া করবেন হতে পারি যেন
আল্লাহর প্রিয় পাত্র।

এম এ কাশেম ভাই,
প্রথম আমার ব্লগে এলেন স্বাগত জানাই
এইতো আশা মনের কোণে যেন আপনাকে কাছে ভাই।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো সনেট লিখে ফেললেন। সুন্দর

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাবিব বলেছেন: মামুন ভাই আপনার সুন্দর কমেন্টসে আমারও ভালো লাগলো। শুভ সন্ধ্যা।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য প্রয়াস, উভয়ের জন্যই শুভ কামনা রইল ।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আরোহী আশা বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতায় +++

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

হাবিব বলেছেন: ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ভালো থাকবেন।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাথরের সাথে ঘর্ষণে জ্বলবে আগুন!
দুই সনেট কবির অগ্নিতাপে হচ্ছি দহন!
আগুনে পোড়াবে ক্লেদ শুদ্ধ হবে মন,
কবিদ্বয়ের আগমনে পুলকিত সর্বজন।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন:




পাপ মুক্ত সমাজ গড়ি
....................................

আহা কি দারুণ কথা দারুণ মন্তব্য
নূর মোহাম্মদ নূরু! একি শুনালেন,
আবেগে আপ্লুত আমি আপনার শব্দে
কি ঝংকার তুলে গেল আমার ব্লগেতে।
কলমের গতিবেগ বাড়লো দিগুণ
পুড়ে যাবে যাক সব মিথ্যা অহংকার
সত্যপথে যাত্রী মোরা বাতিলে ডরিনা
সদা ঈমান রাখিবো এক আল্লাহতে।

পাথরের ঘর্ষনেতে আগুন জ্বলুক
জালিমের মসনদ কাঁপিয়া উঠুক
আসুন কাব্যের সুরে প্রতিবাদ করি,
আগুনের তাপে যাবে হিংসা বহুদূরে
পুলকিত হোক সব পুণ্যত্মা হৃদয়
মিলে মিশে পাপ মুক্ত সমাজটা গড়ি।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

শাহাদাত নিরব বলেছেন: সনেট কবির লেখা তো খুঁজে খুঁজে পড়ি ।
অসাধারন উনার লেখা ।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

হাবিব বলেছেন:
শাহাদাত নিরব ভাই! আপনাকে প্রথম প্রথম আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। আশা করি নিয়মিত পাবো আপনাকে।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব! সুন্দর সনেট । অভিনন্দন শ্রদ্ধেয় সনেট করি ভাই কে।

অশেষ ধন্যবাদ হাবিব ভাইকে,এমন একটি সুন্দর সনেট দিয়ে কবিকে সম্মানিত করার জন্য।

দু'জনকেই অনিঃশেষ শুভেচ্ছা ও ভালবাসা রইল।


০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

হাবিব বলেছেন: পদাতিক ভাইয়া। আপনার মন্তব্যে ভালো লাগা জানিবেন। শুভ সন্ধ্যা। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সনেট কবি বলেছেন: আবেগ আপ্লুত না হওয়ার সংগত কোন কারণ নেই। সনেট কবিকে নিয়ে সনেট বেশ হয়েছে। হাবিব স্যারের জন্য নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা। আশা করি জাতি স্যারের কাছ থেকে অনেক কিছু পাবেন।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

হাবিব বলেছেন:




সনেট কবির সুন্দর গোছানো কথার কমেন্টস আমাকে অনেক বেশি ঋণী করে দিলো।
শুধু প্রার্থনা একটাই আল্লাহ যেন প্রিয় ভাইটির কথা কবুল করেন।
রাব্বি যিদনি এলমা।
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নিউটনিয়ান বলেছেন: সনেটিয় ভালোবাসা

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন: আপনি ভালোবাসা দিলেন যখন আমিও আপনার তৃতীয় সূত্রের প্রতিফলন ঘটাতে চায়। অনেক ভালোবাসা জানবেন। শুভ সন্ধ্যা।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

হাবিব বলেছেন: হৃদয় ছুয়ে গেলো আপনার ছোট্ট অথচ হৃদয়গ্রাহী কমেন্টসে।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

নজসু বলেছেন: আপনার কাছে যখন প্রথম শুনলাম প্রিয় সনেট কবিকে নিয়ে সনেট রচনা করছেন
তখনই মনে হলো সুন্দর একটি কাজ করছেন।
শ্রদ্ধেয় সনেট কবিকে আপনার সনেটের মাধ্যমে শ্রদ্ধা জানাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

হাবিব বলেছেন:




প্রিয় সুজন ভাই! আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন।
সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা জানবেন।
আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

সনেট কবি বলেছেন: আমাকে নিয়ে লেখা সনেটে সু-মন্তব্য করায় সকল সহ ব্লগারগণকে আন্তরিক শুভেচ্ছা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

হাবিব বলেছেন:




প্রিয় সনেট কবি!
আপনার বিনয়ী মন্তব্য সত্যিই প্রশংসনীয়।
আপনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
আশা করি ভালো আছেন।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

আরোগ্য বলেছেন: হাবিব স্যারতো ভালোই সনেট লিখে যাচ্ছেন। অভিনন্দন সনেট কবিকে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

হাবিব বলেছেন:




আরোগ্য প্রিয় ! আপনার সুমন্তব্যে ধন্যবাদ জানবেন।
আমার লেখার প্রশংসার পাশাপাশি ভুল ধরার অনুরুধ রইলো।
আশা করি সুস্থ আছেন।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

এস এম ইসমাঈল বলেছেন:
সুপ্রিয় সনেট কবিকে বিনম্র শ্রদ্ধায় নিবেদিত পংক্তি মালা লেখার জন্য অভিনন্দন প্রিয় হাবীব স্যার।
অভিনন্দন হে প্রিয় সনেট কবি
লিখেছি অধম এই আমি
কেমন হল জানালে হবো খুশী।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন সনেট কবির কবিতায়
মুগ্ধ আমি হায়, মুগ্ধ হইল সবাই
নয় শত ঊনত্রিশ সনেটের গড়া
গড়েছেন একক রেকর্ড, বিশ্ব জোড়া।।
ব্লগার ফরিদ আহমেদ নামে চিনে
সনেট কবি আরেক নাম রেখো মনে
অনুসারী জানি তাঁর একশত তিন
লিখেছেন তাই নিয়ে সনেট রংগীন।।
ধর্ম কর্মেও দেখছি আছে তাঁর মন
পাক নামে করেন সনেট বিরচন
সদা হাসি খুশী তিনি, মহা গুনীজন
ব্লগের কবিরা সবে তাঁর ভক্তজন।।
তাঁর গুণ মুগ্ধ ভক্ত আমি অভাজন
বেঁচে থাক সনেট কবি, দীর্ঘ জীবন।।

সুপ্রিয় সনেট কবিকে বিনম্র শ্রদ্ধায় নিবেদিত পংক্তি মালা লেখার জন্য অভিনন্দন প্রিয় হাবীব স্যার।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

হাবিব বলেছেন:




এস এম ইসমাইল ভাই!
অসাধারণ অসাধারণ লিখেছেন।
মুগ্ধতা আপনার লেখায়।
দোয়া চাই যাতে আর ভালো লিখতে পারি।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সনেট মামার নাম আশা করি গ্রীজের বুকে রেকর্ড করবে ।শুভকামনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

হাবিব বলেছেন:




আমিও চাই সনেট কবির নাম যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পায়।
আপনার মনোবাসনা পূর্ণ হোক।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

ওসেল মাহমুদ বলেছেন: কবিদের জানাই শুভেচ্ছা !

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

হাবিব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আমার ব্লগে আসার জন্য। আশাকরি ভালো আছেন।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার মতন ছন্দ মেলাতে পারিনে, নইলে........

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

হাবিব বলেছেন:
আপনার নিক নামটাই তো ছন্দময়। আপনি অবশ্যই পারবেন। জাযাকাল্লাহ খাইরান।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

এস এম ইসমাঈল বলেছেন: জীবনটা যদি হতো সনেটের মতো
কিংবা কোন রংগীন স্বপ্নের মতো
তবে কেমন হতো??

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

হাবিব বলেছেন:



ভাই! আপনার কথার সূত্রধরেই একটা সনেট লিখে ফেললাম
আপনাকেই প্রতি উত্তর করতে চেয়েছিলাম কিন্তু করলাম না ।
একটু পরেই আমার ব্লগে দিবো ইনশা- আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.