নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
বিরহের ক্ষত মনে বিঁধে সারাক্ষণ
এই বুঝি দেবদূত ডাক দিয়ে যায়,
কি এমন আছে মোর ওপারের ধন
দিতে পারি যাকে আমি রহমের পায়?
নাটাই রয়েছে তাঁর সুকঠিন হাতে
সময়ের অবকাশে উড়তেছি মোরা,
কার লাভ কার ক্ষতি ভেবেছো কি তাতে
ভেঙে গেলে প্রাণ ঘুঁড়ি লাগবে কি জোড়া?
যতই আমোদে থাকো দুনিয়ার 'পরে
ক্ষমতার মসনদে যত থাকো তুমি,
ডাক পেলে যেতে হবে মৃত্তিকা ঘরে
সাথী হবে সাদা থান যত হও নামী!
ক্ষমতার মোহে পরে আছে চোখ উর্ধ্বে?
সময় থাকতে মুখে ''আল্লাহ" সুর দে!
ছবি: গুগল থেকে
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৪৭
হাবিব বলেছেন: ধন্যবাদ প্রিয় চৌধুরী ভাই, সক্কাল সক্কাল আপনার দেখা পেয়ে ভালো লাগছে........
২| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: যথার্থই বলেছেন নাটাই ও ঘুড়ি।
আমাদের আল্টিমেট ডেস্টিনেশন।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৪৮
হাবিব বলেছেন: শেষ গন্তব্যের দিকেই আমরা ছুঁটছি অবিরত।
ভালোবাসা জানাই, আপনার ও আপনার পরিবারের জন্য।
৩| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:১৬
আরোগ্য বলেছেন: আমার নানু একটা গান গায়। এমন রূপক কথা আছে। শেষের একটা লাইন শুধু মনে পড়ছে। " পাবান বেচারা কেয়া কারেগা দড়ি মেরা হাত "।
১৭ ই জুন, ২০১৯ রাত ৯:২১
হাবিব বলেছেন: আগেকার দিনের লোকগুলো মস্ত জ্ঞানের কথা জানতেন
৪| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:২৮
আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,
ঘুড়ি যতোই লাট খাবে ততোই তার বোকাট্টা হয়ে গাছের মগডালে জড়িয়ে ঝুলে থাকার সম্ভাবনা।
সুন্দর হয়েছে সনেট ও তার ভাবার্থ।
১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:০৭
হাবিব বলেছেন:
আর আমরা মানুষেরা জড়িয়ে যাই পাপের সাগরে.......
উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই
৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:০৮
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই
৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: কতদিন পর আপনার একটা সনেট পড়লাম।
বিষয়বস্তু অত্যান্ত ভালো লাগলো।
১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:০৮
হাবিব বলেছেন: আপনার দেখাও পেলাম অনেক দিন পর। আশা করি ভালো আছেন
৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:০৩
ল বলেছেন: হাবিব ♨ স্যার ব্যাক।।।
সনেটে টালমাটাল আষাঢ়ে গুঞ্জন ।।।।।
সময় থাকতে বলি আল্লাহ আল্লাহ।।।।
মাবুদ যদি করেএএ দয়াআা
১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:০৯
হাবিব বলেছেন: কাব্যিক মন্তব্য করলেন কবিতার পুরুষ
৮| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:১৮
করুণাধারা বলেছেন: বরাবরের মতই ভালো হয়েছে! পড়ে নিজের দিকে ফিরে তাকাতেই হয়।
১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:১০
হাবিব বলেছেন: শুকরিয়া, ভালো থাকবেন আপু
৯| ১৮ ই জুন, ২০১৯ ভোর ৫:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সনেট পড়লেই মনে পড়ে মাইকেলের কথা।
১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:১০
হাবিব বলেছেন: তিনি তো সনেটের জনক। মনে পড়তেই হবে
১০| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৩
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতার স্যার, ভালো লাগার চূড়ান্ত পর্যায়ে আপনার কবিতার শব্দের গাথুনী।।
১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:১১
হাবিব বলেছেন:
মেঘ প্রিয় বালক, আপনার মন্তব্য আমাকে উচ্ছ্বসিত করলো........
ভালো থাকবেন সবসময়।
১১| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৩
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই
১২| ২০ শে জুন, ২০১৯ সকাল ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার সনেট!
অবশ্যম্ভাবী পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। যতটুকু সুতো বরাদ্দ, ঠিক ততটুকুই উচ্চতায় উঠতে পারবো আমরা।
দিনশেষে, মালিকের ঘরে।
কবিতায় প্লাস + +
২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৬
হাবিব বলেছেন:
শ্রদ্ধেয় কবি ভাই, আপনার মন্তব্য আমার কবিতাকে যেন পূর্ণতা দান করলো।
কবিতার প্রশংসার জন্য আবারো ধন্যবাদ
১৩| ২০ শে জুন, ২০১৯ সকাল ৮:৪৪
কালো যাদুকর বলেছেন: আপনার সনেট ভাল হয়েছে। ++ ধন্যবাদ।
২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৬
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জাদুকর ভাই। ভালো থাকবেন।
১৪| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৪:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আহ্বান রেখেছেন স্যার, কবিতার কথামালায় মুগ্ধতা জানিয়ে গেলাম
০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৪৩
হাবিব বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন
১৫| ২৭ শে জুন, ২০১৯ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগা। ধন্যবাদ
০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৪৩
হাবিব বলেছেন: শুকরিয়া, ভালো থাকবেন ইসিয়াক
১৬| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিব ভাই,
আমি এসেছিলাম আপনার কোনো নতুন পোস্ট পড়তে। আমার পোস্টে আপনি বললেন কিনা লেখক এর অনেক লেখাপড়া বাকি আছে। না!আপাতত আপনার ব্লগের সব আপডেট আছে। হা হা হা হা...
শুভকামনা ও ভালোবাসা আপনার গোটা পরিবারকে।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫১
হাবিব বলেছেন:
দাদা.... আমি আপনার কথা বলিনি। আমার কথা বলেছিলাম।
আপনার অনেক পোস্ট আমার পড়া বাকি আছে।
আশা করি ভালো আছেন।
১৭| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০
আরোগ্য বলেছেন: কি খবর স্যার? কই আছেন? নিখোজ কেন?
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২
হাবিব বলেছেন: আরোগ্য, আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিপিএন সমস্যার কারনে আসা হয়ে উঠেনি তেমন। আর নিজের কাজ নিয়েও কিছুটা বিজি ছিলাম। আশা করি আপনি ভালো আছেন।
১৮| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০২
ইসিয়াক বলেছেন:
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৩
হাবিব বলেছেন: দু:খিত ভাই ইসিয়াক, যথা সময়ে উত্তর দিতে পারিনি।
১৯| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ২:০৭
আরোগ্য বলেছেন: স্যার আপনি কি অসুস্থ?
আশা করি সব ঠিক আছে।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫
হাবিব বলেছেন: জ্বি ভ্রাতা, সব ঠিকই আছে। ব্যক্তিগত সমস্যার কারনে ব্লগ থেকে দূরে আছি। আরো কিছুদিন হয়তো দূরে থাকবো।
২০| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮
ইসিয়াক বলেছেন:
চুপিচুপি এসেছিলে আমারো দ্বারে ,
আমি পেরে গেছি জানতে।
কেন এই মৌনতা বুঝিনি হায় ,
তবু চাইবোনা শুনতে।।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৬
হাবিব বলেছেন:
কিছুকথা কিছু সুর কিছু মন ছন্দ
কিছু ভাব কিছু লাভ কিছু ভালো মন্দ।
২১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা ঢুকতে পারলেন এতদিনে
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৬
হাবিব বলেছেন: মহা আনন্দ পাচ্ছি বুনো............... ভালো আছেন নিশ্চয়?
২২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাইয়া
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩
হাবিব বলেছেন: শুকরিয়া........
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার নতুন লেখা চাই।
০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
হাবিব বলেছেন: ভাইয়া, আমিও নতুন লেখা পোস্ট করতে চাই, তবে ব্লগে সময় দিতে পারছিনা বলে নতুন লেখা পোস্ট করছিনা। যথাসময়ে মন্তব্যের জবাব না দিতে পারলে আমার খারাপ লাগে। তবে আনার আগ্রহ দেখে ভীষণ আনন্দ পেলাম।
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
ইসিয়াক বলেছেন: পোষ্ট পাই না কেন??????????????????????????????????????
মিস ইউ!মিস ইউ!
মিস ইউ!মিস ইউ!মিস ইউ!মিস ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
হাবিব বলেছেন: এতো মিস..........?????? আমিও মিস করি আপনাদের সবাইকে। তবে এইবার মনে হয় নতুন পোস্ট দেয়াই লাগবে। দোয়া করবেন। শীগ্রই পোস্ট করবো। আমাকে মিস করার জন্য আর এভাবে বলার জন্য আপনাকে লাল গোলাপের পাপড়ির শুভেচ্ছা ও ভালোবাসা।
২৫| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সনেট
শুভকামনা
১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
হাবিব বলেছেন: এতোদিন আগের সনেটে এখন মন্তব্য করছেন? তবু্ও শুকরিয়া
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আমি আজ প্রথম হবো ।চমৎকার।