![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হৃদয় কোষের প্রতিটি সাইটোপ্লাজম
শ্লোগানে শ্লোগানে মিছিলে শামিল
মিছিলের নেতৃত্বে মাইটোকন্ড্রিয়া
প্লাস্টিডেরা ব্যানার হাতে এগিয়ে চলছে সদর্পে
একটাই দাবী, একটাই চাওয়া
মেলানিন বিহীন তোমার হাতের কনিষ্ঠাঙ্গুলী ছুঁবে।
অনাদায় থেকে গেলে দাবী-দাওয়া
জলকামান আর রাবার বুলেট উপেক্ষা করে
নিউক্লিয়াসেরা যোগ দিবে অনশনে
অটোফেজী হয়ে শেষ করবে নিজেদের
তোমাকে ছুঁবার আশায়।
আবার জন্ম হবে নতুন কোষের
তারাও পূর্বপুরুষদের অনুসারী হবে
ক্রোমাটিন তন্তুরা যাবে লংমার্চে
জ্বালাময়ী বক্তৃতা শেষে সেন্ট্রিওলেরা
স্মারকলিপি হাতে দাঁড়াবে স্নায়ুতন্ত্রে
আলোড়িত করে তুলবে মস্তিষ্কের প্রতিটি নিউরন
তোমাকে ছুঁবার আশায়।
অনুচক্রিকারা দাঁড়াবে লিফলেট হাতে চৌরাস্তার মোড়ে
লোহিত রক্তকনিকারা দেয়াল লিখনে ভরিয়ে দেবে কৌশিক জালিকা
কালোকাপড় বেঁধে মুখে
মানববন্ধনে দাঁড়িয়ে যাবে অনুচক্রিকা
মাইক্রোভিলাই বেড়ে যাবে বহুগুণ
তোমাকে ছুঁবার আশায়।
হৃদয়ের সিস্টোল-ডায়স্টোলের কর্মবিরতিতে
স্থির হয়ে যাবে দেহ
অক্সিজেন-কার্বনডাইঅক্সাইডের ধাওয়া-পালটা ধাওয়ায়
নিউক্লিয়ার ছিদ্র পাবে না খোঁজে
হরতাল-অবরোধে শিরা-ধমনীতে কাঁপন ধরাবে হিমোগ্লোবিন
একটাই দাবী
মেলানিন বিহীন তোমার হাতের কনিষ্ঠাঙ্গুলী ছুঁবে।
কোষীয় সংগ্রাম চলবেই অবিরত
পূর্বপুরুষ থেকে নবীনেরা
তৈরী করবে নতুন ইতিহাস
তোমাকে ছুঁবার আশায়।
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
হাবিব বলেছেন: সুস্বাগতম ভাইজান
২| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৮
ইসিয়াক বলেছেন: বায়োলজিক্যাল কবিতা । ভালো লাগলো ।
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫২
হাবিব বলেছেন: আবারো ধন্যবাদ রফিক ভাই, পাশে থাকার জন্য
৩| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভিন্নস্বাদ, ভিন্নঘ্রাণ...
ভালোলাগা জানবেন হাবিব স্যার
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৫
হাবিব বলেছেন: রং-গন্ধ-স্বাধ উপভোগ করার জন্য ধন্যবাদ জুনায়েদ ভাই। ভালো থাকবেন
৪| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২২
নুরহোসেন নুর বলেছেন: এরকম ভিন্ন স্টাইলের কবিতা পড়লে আবার প্রেমে পড়তে ইচ্ছে হয়,
অনেক ভাল লেগেছে স্যার!
প্রায় মুখস্হ করে রাখলাম একদিন একদিন নাতী/নাতনীদের শোনাবো বলে।
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৮
হাবিব বলেছেন: হা হা হা....... তাহলে আবার প্রেম করে ফেলুন। নাতি-নাতনিদের এমন কবিতা শুনালে অকালপক্ব হয়ে যাবে। সাবধান। এমন সুন্দর উৎসাহপূর্ণ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নুর হোসেন
৫| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩
আখেনাটেন বলেছেন: স্যার, আসসালামু আলাইকুম। বহুদিন পর দেখলুম মনে হচ্ছে স্যারজিকে।
কবি তো দেখি কোষকে কুরুক্ষেত্র বানিয়ে ছেড়েছেন। মজা পেলুম।
তবে কোষের প্রতিটি সাইটোপ্লাজমে হবে, নাকি প্রতিটি কোষের সাইটোপ্লাজমে হবে।
*অনেক বানানে গিট্টু রয়েছে।
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
হাবিব বলেছেন: জ্বি ভাই ..... অনেক দিন পরে আসলাম। আশাকরি আপনি ভালো আছেন। কোষের নিউক্লিয়াসের মধ্যে যুদ্ধটা সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম। কিন্তু দাঙ্গার কারনে সম্ভব হয়নি। আসলে, বহুকোষী হৃদয়ের প্রতিটি সাইটোপ্লাজম বুঝাতে চেয়েছি। পাঠান্তে সুমন্তব্য ও মূল্যায়ন শিরোধার্য। গিট্টুগুলো ধরিয়ে দিলে উপকৃত হতাম। আবারো ধন্যবাদ। শুভরাত্রি
৬| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩
আখেনাটেন বলেছেন:
*বুলেট, অক্সিজেন, মাইক্রোভিলি, শিরা।
ধন্যবাদ স্যার প্রতিমন্তব্যের জন্য।
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০
হাবিব বলেছেন: মাস্টার মশায়..... ঠিক করে দিয়েছি। শুভরাত্রি ভেঙ্গে আবার আগমন শুভ হোক। ভালো থাকবেন সবসময়।
৭| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০১
আখেনাটেন বলেছেন: উপরে একটি ভুল হয়েছে।
*মাইক্রোভিলি হবে না, মাইক্রোভিলাই হবে।
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১০
হাবিব বলেছেন: দুটোই ঠিক আছে। একবচনে মাইক্রোভিলাই, বহুবচনে মাইক্রোভিলি ..... ভুল বললাম কি?
৮| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭
রুমী ইয়াসমীন বলেছেন: স্যার তো মনে হচ্ছে কবিতায় পুরো জীববিজ্জান শিখিয়ে ছাড়বেন....
একদম ভিন্নস্বাদের কবিতা পড়ে ভিন্নরকম ভালোলাগা অনুভূত হচ্ছে। কবির প্রতি শুভকামনা রইলো ও আমার শুভেচ্ছা জানাই....
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১
হাবিব বলেছেন: রুমী আপু, তা আর পারলাম কই....... এক কোষই তো শিখাতে পারলাম না........ হা হা হা.... কবিতার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ
৯| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: দুটোই ঠিক আছে। একবচনে মাইক্রোভিলাই, বহুবচনে মাইক্রোভিলি ..... ভুল বললাম কি? -- হুম; একবচনে মাইক্রোভিলাস; বহুবচনে মাইক্রোভিলাই।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৭
হাবিব বলেছেন: যথাআজ্ঞা গুরুজি। ঠিক করে দিলাম।
১০| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: এ কেমন প্রেম? মাস্টারমশাই যেন ছাত্রীকে জীবনবিজ্ঞান ক্লাসে পড়াচ্ছেন...
ভিন্ন স্বাদের কবিতা++
শুভকামনা হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪
হাবিব বলেছেন: কোষীয় প্রেম এমন জটিলই হয়......... হা হা হা।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য দাদা। ভাল থাকুন।
১১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৪
কিরমানী লিটন বলেছেন: ভিন্ন ধারার কাব্য - অনেক ভালো লাগলো স্যার। দারন মুগ্ধতায় একরাশ ফুলেল শুভেচ্ছা। অভিবাদন কবি।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬
হাবিব বলেছেন: প্রিয় ছড়াকারের এমন মন্তব্যে আমি মুগ্ধ......
১২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৯
ল বলেছেন: প্রেমের বিজ্ঞান নয় স্যার জ্ঞান জানুন।।।
++
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৮
হাবিব বলেছেন: মন্তব্যে আরেকটু ব্যাখ্যা আশা করছি লতিফ ভাই
১৩| ১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০১
কলাবাগান১ বলেছেন: "ছুঁবার" কি জিনিস??? টাইটেল
আর প্লাস্টিড কিভাবে অনামিকা ধরবে???? সে তো বড় জোড় গাছের পাতাকে ছুতে পারে...।
প্লাস্টিড আর মেলানিন কে এক জায়গায় দেখলে ...বিজ্ঞানীরা অক্কা পাবে।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৪
হাবিব বলেছেন: ছুঁবার- ছুঁয়ে দেবার প্লাস্টিড তখনই হয় যখন ভালোবাসার বিষবৃক্ষ হৃদয়ে মাথাচাড়া দিয়ে উঠে। বিজ্ঞানীরা কবিতা পাঠে অক্কা পাবার থেকে নতুন করে গবেষনায় লেগে পড়ার সম্ভবনা বেশী। তারা হয়তো এটাও বের করতে পারে যে মানব হৃদয়রের কোষে পাস্টিড জন্ম নেয় যখন সে প্রেমে পড়ে
১৪| ১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:০৫
আমি তিতুমীর বলছি বলেছেন:
আমি বাবা বিজ্ঞান বুঝি না তাই আপনার হিট কবিতা আমার মাথার তিনফুট উপর দিয়ে চলে গেছে।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬
হাবিব বলেছেন: তবুও ভালো যে আপনার সাথে কবিতার কলিশন হয়নি। তিনফুট উপর দিয়ে গেছে মানে অল্পের জন্য বেঁচে গেছেন।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: মানব দেহ স্নায়ু তন্ত্র রক্তসংবহনতন্ত্র রক্তকণিকা সব মিলিয়ে মানব দেহের আবেগ অনুভূতি শক্তি সবকিছু মিলিয়ে ভিন্ন স্বাদের কবিতা । সুস্বাগতম হাবিব স্যার ।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮
হাবিব বলেছেন: শুকরিয়া সেলিম ভাই। আপনার উপস্থিতি শুভ হোক
১৬| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
সোনালী ডানার চিল বলেছেন: কবিতায় শব্দের যে নিরীক্ষা সেখানে ভালোলাগা রাখলাম-
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯
হাবিব বলেছেন: আপনার ভালোলাগায় উদ্দীপ্ত হলাম সোনালী ডানার চিল
১৭| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিজ্ঞানের খটোমটো শব্দগুলো বাদ দিয়ে উপমা দিলে কবিতাটা আরও উপাদেয় হত। তারপরও ভাল লেগেছে।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২১
হাবিব বলেছেন: বিজ্ঞানের খটোমটো শব্দ প্রয়োগের পরও যে আপনার ভালো লেগেছে তা শুনে খুবই আনন্দ পেলাম ভাই। ভালো থাকবেন । শুভ রাত্রি
১৮| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০
জুন বলেছেন: বহুদিন পর আপনাকে দেখছি হাবিব স্যার । ভালো ছিলেন তো ? চমৎকার একটি কবিতা নিয়ে আত্মপ্রকাশ করেছেন দেখছি ।
ভালোলাগা রইলো ।
আপনার কবিতাটি পড়ে সামুর পাতায় একই বিষয়ে আমার লেখা একটি কবিতার কথা মনে পড়লো ।
দেখতে পারেন অলস সময়ে
স্পর্শ
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯
হাবিব বলেছেন: আপু, আমি আসলে কোল্ড ওয়ার কবিতা দিয়ে শুরু করেছি। আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। একটু পেরেশানিতে আছি। দোয়া করবেন। আশা করি আপনিও ভালো আছেন। কবিতার এমন প্রশংসা শুনে আমি সত্যিই মুগ্ধ। আপনার কবিতাটিও পড়লাম। মন্তব্যও রেখেছি।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০২
আরোগ্য বলেছেন: দুঃখিত স্যার, বিজ্ঞান আমি কম বুঝি।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪
হাবিব বলেছেন:
২০| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তোমাকে ছোঁবার আগেই তুমি অস্পর্শতায় ফিরে যাও! - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
অথচ তোমাকে ছোঁবার জন্য সেই বৃক্ষ এতোটুকু ঝুঁকতে পারেনা। তুমি অলৌলিক কোন ঝড়ের প্রত্যাশা করতেই পারো। প্রবল ঝড়ে এক মানববৃক্ষের সমস্ত শাখা-প্রশাখা ভেঙ্গে তছনছ হয়ে লুটিয়ে পড়ুক সেই বৃক্ষের পদতলে, মাটিতে পড়ে থাকা ছায়ার বুকে, মিশে যাক সেই মাটিতে তোমার সাথে। তোমার নির্জীব ছায়াকে ছুঁয়ে যাক সেই ব্যথাতুর ভেঙ্গে যাওয়া হাত। - কালপুরুষ
ছোঁয়া - ছুঁয়ে দেবার ইচ্ছা। ’ছুঁবার’ মানে কি?
উপরের মন্তব্যে কলাবাগান ভায়া আপনার দৃষ্টি আকর্ষন করছিলেন।
ছুঁবার বানানটা বোধকরি সঠিক নয়্ । দারুন একটা কবিতায় প্রথম খটকা এখানেই খেলাম।
আপনি আরেকটু ভেবে দেখুন।উপরের নমুনা গুলো লক্ষ্য করুন।
কবিতার থিম এবং উপস্থাপনা দারুন।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
হাবিব বলেছেন: ভৃগুদা...... সিন্ধু সেচে মুক্তার আনার মতো করে কয়েকটি অমূল্য লাআন এনে বুঝিয়ে দিলেন। বাধিত করলেন সুমন্তব্যে। আপনার কথাটা ভাবছি আমি। শব্দটা পরিবর্তন করবো। অনেক অনেক কৃতজ্ঞতা রইলো। কবতিার প্রশংসায় মনটা ভরিয়ে দেবার জন্য আবারো ধন্যবাদ
২১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০
তারেক ফাহিম বলেছেন: বিরতির পর বায়োলজি নিয়ে হাজির হলেন দেখি স্যার।
ব্লগ বিরতির সময়গুলো আশা করছি ভালো কাটছে।
নতুন করে স্বাগত জানালাম প্রিয়।
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
হাবিব বলেছেন: অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আপনি ভালো আছেন আশা করি। আমি আরো দুইটা পোস্ট করেছি ইতোমধ্যেই। সময় করে পড়ার অনুরোধ রইলো।
২২| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে বাপ
বৈজ্ঞানিক কবিতা
খুবই সুন্দর হয়েছে
১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
হাবিব বলেছেন: যাকগে...... অবশেষে আড়ি বলেছি বলে সব পোস্ট্ই আসলেন। আড়ি কিছুটা লঘু করা হলো........... হা হা হা
২৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: কবিতার নামটি সুন্দর হয় নি।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২১
হাবিব বলেছেন: কি নাম দেয়া যায়?
২৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
অবলাল রশ্নি বলেছেন: অস্থির তো! +++
১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আগের পোস্টে মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
ইসিয়াক বলেছেন: আমি প্রথম