নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথা:- আগে যদি জানিতাম!

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮



তখন অষ্টম শ্রেণিতে পড়ি। নভেম্বর মাসের শেষের দিকের কথা। ক্লাসে যাবার পথে একটা বালিকা উচ্চ বিদ্যালয় পড়তো পথে। সেই বিদ্যালয়ের একটা মেয়ের সাথে পরিচয় হয়। রাস্তায় আসা যাওয়ার সময় রোজ দেখা হতো। তবে কথা হতো না তেমন। আমি আগে আগে যেতাম আর মেয়েটি যেত পেছনে পেছনে। এতো আস্তে হাটতাম তবুও আমার থেকে পেছনে পরে যেত। জীবনের প্রথম প্রেমপত্র দিয়েছিলাম সেই মেয়েকে। সরাসরি নয়, দিয়েছিলাম ক্লাসে পুরষ্কার হিসেবে পাওয়া কলমের ভেতরে ভরে। কি লিখেছিলাম মনে নেয়, তবে দু-চার লাইন ছন্দ যে ছিলো তা বেশ মনে আছে। এই যেমন, "গাছটা হইলো সবুজ বন্ধু ফুলটা হইলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।" "দুধ থেকে ছানা হয় ছানা থেকে মিষ্টি, ভালোবাসা থেকে হয় প্রেমের সৃষ্টি।" "ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে........" এই টাইপের পাঁচমিশালি ছন্দ। কিন্তু চিঠির উত্তরে যা লিখলো তাতে দেখলাম আমার থেকে কয়েক ধাপ এগিয়ে মেয়েটি। কি লিখেছিলো সেটা না হয় নাই বললাম! ;)

প্রেমের পর্ব বেশ ভালোই চলছিলো। মাঝখানে শীতের ছুটিতে তার সাথে দেখা নেই অনেক দিন। ২০০৬ সালের কথা। তখনো মোবাইল এতো এভেইলেবল হয়নি। না হলে কি হবে, টিভি সিনেমা দেখে দেখে প্রেমের বিভিন্ন কলাকৌশল রপ্ত হয়ে গিয়েছিলো। লাইলি-মজনু, শিরি-ফরহাদের প্রেম কাহিনী মানুষের মুখে-মুখে। ইউসুফ-জুলেখার প্রণয় কাহিনীও তখন বেশ জনপ্রিয় মুখরোচক গল্প। বড়দের কাছে শুনতাম জীবনে কোনদিন দাঁড়ি না কাটলে নাকি শিরি-ফরহাদের বিয়ে খাওয়া যাবে। সিনমাগুলোতে একটা ডায়লগ শুনে শুনে প্রেম করার প্রতি আগ্রহ জন্মে। বড় লোকের মেয়েকে গরীব ঘরের ছেলেকে ভালোবেসে যখন তাদের ভালোবাসা কেউ মেনে নিতে চান না তখন তারা বলে " বাবা, ভালোবাসা আসে স্বর্গ থেকে, ভালোবাসা তো কোন অন্যায় নয়!" মনে শুধু একটা প্রশ্নই জাগতো, "আচ্ছা প্রেম ভালোবাসা যদি অন্যায় না হয়ে থাকে তাহলে সবার থেকে লুকিয়ে লুকিয়ে কেন প্রেম করতে হবে?" কিন্তু কাউকে প্রশ্ন করিনি কোন দিন। তাই বলে আমি আবার প্রকাশ্যে প্রেম করতে যাইনি। ;)

শীতের ছুটিতে এতো দিন তো আর না দেখে থাকা যায় না, একটা ব্যবস্থা তো করতে হবে। পাশের বাসার এক মেয়ে আমাদের চিঠি আদান-প্রদানে সাহায্য করতো ছুটির দিনগুলোতে। রোমান্টিক কথার মিশেলে চিঠি হয়ে উঠতো রোমান্টিকতার উপসাগর। মেয়ের বড় ভাইয়ের একটা নোকিয়া বাটন ফোন ছিলো। একদিন ফোন নাম্বার দিয়ে বলে সকাল ১০ টায় ফোন দিতে। আচ্ছা বিপদ, আমি কল করবো কোথা থেকে! আমার তো আর ফোন নেই যে চাইলেই কল করতে পারবো। কিন্তু কথা বলার লোভও সামলাতে পারছি না। বাজার গিয়ে মোবাইলের দোকানে অপেক্ষা করতে থাকলাম কখন ১০ টা বাজে। ২ টাকা প্রতি মিনিট হিসেবে বিল দিতে হবে, এই চুক্তিতে দোকান থেকে কল করেছিলাম। পকেটে ১০ টাকা আছে। টিফিনের টাকা থেকে রেখেছি। কিন্তু কথা বলবো আর কি, হাত-পা কাপাকাপি শুরু হয়েছে কি বলবো এই ভেবে। অবশেষে ৫ মিনিট কথা বললাম। কথা বলা শেষে দেখি গায়ের জামা ভিজে গেছে। হায়রে সাহসী আমি!! ;)

এসএসসি পাশ করে শহরে চলে আসি। যোগাযোগে ভাটা পরে। আমার কাছে মোবাইল ফোন না থাকাতে যোগাযোগ করা আর হয়ে উঠেনি। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তখন ওর বিয়ে হয়ে যায়। কেন জানি মোটেই কষ্ট লাগেনি। বিয়ের প্রায় এক বছর পর আবার কথা হয় মেয়েটির সাথে। ইন্টারমিডিয়েট টেস্ট পরিক্ষার পর ছোট মামার দেয়া মোবাইল ফোনের সুবাদে। মেয়েটির কথা আর আহ্লাদের ধরন সেই আগের মতোই দেখলাম। তার পর থেকে প্রায়ই কথা হতো। আমাকে খুব করে বলতো বিয়ে করতে। কেন বলতো জানিনা। তবে এইটুকু বলতে পারি, মনে হয় আমার মন পরীক্ষার জন্য বিয়ে করতে বলতো। আমার বিয়ের খবর যখন শুনে তারপর থেকে কেমন যেন কথার সুর পাল্টাতে থাকে। আগের মতো আর কথা বলে না। শুধু বলতো, "বিয়ে করেছো এখন আর আমার হক নাই। এখন তুমি অন্য কারো।" দেখা হলে শুধু মুচকি হাসে।

এখন প্রায় পাঁচ বছরের একটা ছেলে আছে ওর। গ্রামে গেলে দেখা হয় অনেক সময়। এখন কথা বলতে পারি। এখন আর কাউকে দেখে ভয় পাই না।

আগে থেকে ওর মা আমাকে বাবাজি বলে ডাকতো। এখনো তেমনই কথা বলে। একদির রাস্তায় থামিয়ে বলে, "আমার রুবিকে তুমি পছন্দ করতে তা যদি আগে জানতাম তাহলে কি তোমাকে হাত ছাড়া করতাম! বোকা রুবিও বলেনি কোনদিন!" কথা শুনে আমি তো অবাক। শুধু লজ্জা লজ্জা ভাব নিয়ে হাসি দেয়া ছাড়া কোন উত্তর দেইনি সেদিন।

মন্তব্য ৫৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

ফয়সাল রকি বলেছেন: মিস হয়ে গেলো দেখি! :#)

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

হাবিব বলেছেন: হা হা হা.........

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: এযুগে যোগাযোগ রাখাটা খুব সহজ। মেইল আছে, মোবাইল আছে। ফেসবুক আছে।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

হাবিব বলেছেন: হুম, প্রেমটা তো আর এ যুগের নয়........

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে স্মৃতিকথা ।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

হাবিব বলেছেন: ধন্যবাদ রফিক ভাই

৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বোকা রুবির জন্য সত্যি খারাপ লাগছে।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

হাবিব বলেছেন: রুবি যদি ওর মার কাছে বলতো আসলেই সম্পর্কটা পোক্ত হতে পারতো......

৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন:
আপনি যা বলতে চা তা যদি সময় না বলে তবে আপনি এটি হারাতে পারেন ।

আপনাদের উভয়ের সাথে এটিই ঘটেছে ।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

হাবিব বলেছেন: মহাসত্য বলেছেন ভাই

৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

নীল আকাশ বলেছেন: প্রচুর বানান ভুল হয়েছে। ইচ্ছে করে এভাবেই লিখেছে না অগোচরে হয়ে গেছে।
বাল্য প্রেম বড়ই মধুর, ভোলা যায়না তাকে।
একাকী নিঃসঙ্গ কিছু ক্ষনে দোলা দিতে থাকে।
ছবি মানান সই হয় নি।
মাপ করে দিলাম। ভাবীকে জানাবো না।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

হাবিব বলেছেন:





লেখার পর রিভিশন না দেয়াতে এমনটি হয়েছিলো।
অনেকটাই ঠিক করলাম। ছবিও পরিবর্তন করে দিলাম।

মাপ করে দিলাম। ভাবীকে জানাবো না। ..... B:-)

৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...

বোকা রুবির মুচকি হাসি দেওয়া ছাড়া আর কিছু করার নেই, মনখারাপ করা পরিবেশ তৈরি না হওয়াই ভালো।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

হাবিব বলেছেন: হুম, ঠিক তাই। ভাবটা এখনো আছে, পরিবেশটা নেই। তাইতো মুচকি হাসিই ভরসা

৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: টক-ঝাল-মিষ্টি পর্ব ভালো লাগলো। জীবনের প্রথম প্রেম! আলাদা অনুভুতি।লেখায় অনুভূতির ছাপ আছে। যদিও ভাঁজ মাছ উল্টিয়ে খেতে পারিনা গোছের কথাতে ভুলছি। একটুখানির জন্য শাশুড়ি আম্মা হতে গিয়েও হলো না, আন্টির জন্য সমবেদনা রইলো। ওনার দ্বিতীয় কন্যা থাকলে লেখক বা স্লিপ খাওয়া শাশুড়ি আম্মার কথার সত্যতা পাওয়া যেত। তবে আপনি আমাদের প্রিয় ইসিয়াক ভাইয়ের মতো একাকিত্বের জীবন যে বেছে নেন নি,এতে শুকরিয়া। নীল আকাশ ভাইয়ের সুরে জানিয়ে রাখলাম এবারটা আর বাড়িতে জানাবো না। কিন্তু পরেরবার কি করবো কথা দিতে পারছিনা।হাহাহা

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

হাবিব বলেছেন:




আন্টির আরেক মেয়ে আছে তবে খুবই বোকা মানে বুদ্ধি প্রতিবন্ধি।
ভাজা মাছ উল্টিয়ে কি সবার সামনে খাওয়া যায়!! ;)

তাইতো, ইসিয়াক ভায়ের কবিতায় বিষয়টা স্পষ্ট।

পরেরবার কি করবো কথা দিতে পারছিনা .... B:-)

৯| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

নুরহোসেন নুর বলেছেন: আয়েশা ভাবী কি এ ব্যাপারে জানে?

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

হাবিব বলেছেন: হা হা হা... না জানে না।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

ভুয়া মফিজ বলেছেন: অসফল বাল্য প্রেমের কাহিনী। আপনি তো দেখি অকালপক্ক ছিলেন!!
তবে যতো যাই বলেন, আপনার রুমান্টিক বর্ণনা পড়ে আমার রোমান্টিক ভাব উবে গিয়েছে! :P

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

হাবিব বলেছেন: রোমান্টিক ভাব উবে যাবার কারণ কি অসফল বর্ণনা? :(

১১| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

মা.হাসান বলেছেন: রুবির মায়ের সাথে দেখা হলে জানাবেন, সৎ পাত্র হাত ছাড়া করার কোন দরকার নেই, ওনার ছোট মেয়ে না থাকুক- ভাগনি, ভাতিজি যা আছে হোক সমস্যা নাই। বড় ভাবি একা থাকেন, একজন সঙ্গি পেলেন খুশি হবেন আশা করি, না হলে আমরা সব ব্লগার রা বুঝিয়ে বলবো B-))
দেরী করবেন না।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

হাবিব বলেছেন: এই কথা যদি পাঁচ কান হয় আমার রক্ষা নাই....... :((

১২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

ভুয়া মফিজ বলেছেন: রোমান্টিক ভাব উবে যাবার কারণ কি অসফল বর্ণনা? না....রোমান্টিককে রুমান্টিক বলা। :)

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

হাবিব বলেছেন: ঠিক করে দিলাম..... :(

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,





আগে যদি জানতেন তবে ফসকে যেতে দিতেন না, এইতো ?

"গাছটা হইলো সবুজ বন্ধু ফুলটা হইলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।"
"দুধ থেকে ছানা হয় ছানা থেকে মিষ্টি, ভালোবাসা থেকে হয় প্রেমের সৃষ্টি।"

বোঝা গেলো পেকে গেছেন অনেক আগেই, দুধ থেকে ছানা হওয়ার মতো!

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

হাবিব বলেছেন:


হা হা হা... পেকেছিলাম বলতে পারেন।

"আগে যদি জানিতাম" কথাটা মেয়ের মায়ের জন্য। আমার কোন আফসোস নেই! ;)

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

ভুয়া মফিজ বলেছেন: ঠিক করে দিলাম..... :( দুঃখ করবেন না, টাইপে ভুল হতেই পারে। পোষ্ট করার আগে পাঠক হিসাবে একবার পড়ে নিবেন। তাহলে লেখার আনন্দ পুরাপুরি উপভোগ করা যায়। :)

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

হাবিব বলেছেন: মনে থাকবে ভাই.......

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: ক্লাসে যাওয়ার পথে একটা বালিকা উচ্চ বিদ্যালয় পড়তো পথে - শুনতে ভালো লাগছে না।
আমার স্কুলের পথেই একটি উচ্চ বালিকা বিদ্যালয় পড়তো-কেমন লাগে, ভাবতে বলবো।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১

হাবিব বলেছেন: ঠিক বলেছেন। লাইনটা পরিবর্তন করে দিবো। এই না হলে ব্লগ বন্ধু, সবকিছু খুটিয়ে বলেন আপনি। এজন্যই ভালো লাগে আপনাকে

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
স্মৃতিকথা কখনো কষ্টের কখনো বেদনার।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

হাবিব বলেছেন: কখনোবা আনন্দের। তবুও ভালো লাগে স্মৃতিচারনে।

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৪

সাইন বোর্ড বলেছেন: স্মৃতি কখনো হারাবার নয়, সে বার বার ফিরে আসে । পড়ে ভাল লাগল ।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫২

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪১

আখেনাটেন বলেছেন: বোকা রুবির ভাবিটা কি জানে এ ব্যাপারে, স্যার। :(

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫২

হাবিব বলেছেন: না না....... জানে না।.. :-B

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৮

করুণাধারা বলেছেন: ক্লাস এইটে থাকতেই প্রেম! আপনি যখন ইন্টারমিডিয়েট পড়ছেন, তখন রুবি আপনাকে বললো বিয়ে করে ফেলতে!!

বাংলা ভাষায় আপনার মত ছেলেদের একটা নাম আছে- ডেপো ছোকরা। ;)

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

হাবিব বলেছেন: হা হা হা.......... ডেপো ছোকরা;)

২০| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৬

ওমেরা বলেছেন: অপরিনত বয়সের পিরিতি এরকমই হয়।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪

হাবিব বলেছেন: হুম, ঠিক বলেছেন। মেয়েদের বিয়ে হয়ে যায়, ছেলেদের খবরই না।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম, প্রেমটা তো আর এ যুগের নয়........

এ যুগের প্রেম সহজ হয়ে গেছে।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

হাবিব বলেছেন: এজন্য অনাসৃষ্টিও বেশি হয়।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আবার এলাম।
কে কি মন্তব্য করে তা জানার দরকার আছে।

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০

হাবিব বলেছেন: ধন্যবাদ রাাজীব ভাই

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

তারেক ফাহিম বলেছেন: বাহ শৈশব পেরেম

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫২

হাবিব বলেছেন: হা হা হা হা.....

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

বলেছেন: বাবাজি - পবজি ........মায়া লাগাইছে ........

হাসলাম .............

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৬

হাবিব বলেছেন: B-) B-) B-)

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

জুন বলেছেন: বাল্য প্রেম বলে কথা হাবিব স্যার ;) সুন্দর বর্ননা ভালো লাগ্লো অনেক।
আমারো অসফল বাল্য প্রেমের উপর একটা পোস্ট আছে এই ব্লগে লিংক দিবো নে পইড়েন :-/

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

হাবিব বলেছেন: আচ্ছা আপু, আপনিও কি গুপী দাদাকে পছন্দ করতেন<< ?:P

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

জুন বলেছেন: প্রেম নয় !! :``>>

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

হাবিব বলেছেন: "জুনের বর গুপী দাদা, জুনের বর গুপী দাদা......." B-)

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

জুন বলেছেন: আচ্ছা আপু, আপনিও কি গুপী দাদাকে পছন্দ করতেন

আমার লেখাটি পড়ে আপনার কি মনে হলো হাবিব স্যার ? :``>>

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

হাবিব বলেছেন: যখন নায়ক বললেন এবং নায়কের বর্ণনা দিলেন তখন মনে হলো আপনি পছন্দ করতেন। আবার যখন বললেন মাটির ভিতর লুকাতে ইচ্ছা করতো, তখন মনে হলো আপনি পছন্দ করতেন না, অথবা ছোট ছিলেন বিধায় পছন্দ করলেও লজ্জা পেতেন। তাই কনফিউশনে আছি..

২৮| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪

আরোগ্য বলেছেন: হা হা হাবিব স্যার পোস্টখানা আয়েশা ভাবীর সমীপে সমর্পণ করিতে হইবে তখন পাইবেন ভিটামিন ডি।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

হাবিব বলেছেন: ঐ মিয়া, আপনি কি আমার শত্রু??? X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.