নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

একটি বিড়াল হত্যা ও অন্যান্য

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০



(১) আমি তখন ক্লাস সিক্স পড়ি। আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিলনা। সপ্তাহের একদিনের বাজার দিয়ে মা পুরো সপ্তাহ চালাতেন। মাছ আনা হলে ভালো করে ভেজে রাখতেন। সকাল-বিকাল আবার গরমও করতেন, না হলে গন্ধ হয়ে খাবার অনুপযোগী হয়ে যেত। ভেজে রাখা মাছ দু-এক টুকরা করে তরকারিতে ভেঙে দিয়ে রান্না করতেন। যেদিন মাছ আনা হতো শুধু সেদিন একটা করে আস্ত টুকরা খেতে পারতাম। আমাদের দুইভাই আর বাবাকে দিতেন ঠিকই কিন্তু মা খেতেন না। কোন কোন দিন দেখতাম বাবার প্লেটে থেকে মাছের টুকরা ভেঙে মাকে দিতে।

একদিন ক্লাশ থেকে ফিরে এসে দেখি মায়ের মন খুব খারাপ। জিজ্ঞেস করলে মা জানালেন, বিড়াল নাকি মাছ খেয়ে ফেলেছে। কথাটা শুনে আমার মনটাও খারাপ হয়ে গেল। যতটা খারাপ মাছের জন্য হয়েছে তার থেকে বেশি হয়েছে মায়ের মন খারাপ দেখে। সপ্তাহ শেষ হতে আরো পাঁচ দিন বাকি। নিরামিস খাওয়া ছাড়া উপায় নেই। কোত্থেকে যে বিড়ালটা এসেছে আমরা কেউই জানি না। বাড়ির ছোট ছোট মুরগির বাচ্চাগুলোও শেষ করে দিচ্ছে বিড়ালটা। অনেকেই ধরার চেষ্টা করছে কিন্তু পাড়ছে না। এ পাড়ায় ভালো খাবারের সন্ধান পেয়ে বিড়ালটাও যাচ্ছে না। প্রায় প্রতিদিনই কারো না কারো ঘর থেকে মাছ চুরি করে খাচ্ছে বিড়ালটা। সবাই অতিষ্ট হয়ে উঠেছে।

একদিন আমাদের ঘরে মাছ খাবার সময় হাতে-নাতে ধরে ফেলি বিড়ালটাকে। হাতে কাপড় পেঁচিয়ে নিয়েছিলাম খামছি খাবার ভয়ে। তারপর একটা বস্তায় ভরে রাখি। মা বলেছিলেন দূরে কোথাও ফেলে দিয়ে আসতে। কিন্তু নিয়ে যাবার সময় রাগে বিড়ালটাকে কয়েকটা আছার মারেছিলাম। আর তাতেই মরে যায় বিড়ালটি। বিড়ালটি মারা যাবার পর নিরে মধ্যে একটা অনুশোচনাবোধ কাজ করতে থাকে। পণ করি আর কোনদিন বিড়াল মারা তো দূরের কথা বিড়ালকে কষ্টও দেব না।



(০২) কয়েকদিন ধরে অফিসের ব্রডব্যান্ড লাইনগুলো কেটে সাবার করে ফেলছে কিছু ইঁদুর। ইঁদুরের উৎপাতে আমরা সবাই যখন অতিষ্ঠ তখন কোত্থেকে যেন বিড়ালটি আমাদের অফিসে আসে। সারারাত কষ্টকরে ইঁদুর তাড়িয়ে বিড়ালটি সকাল হবার কিছু আগে ঘুমুতে যায়। ঘুমের মাঝে সকালের সূর্য চলে আসলে নিজের হাতে চোখ ঢেকে আবার ঘুম দেয়। সেই মুহুর্তে ক্যামেরা বন্ধি কিউট বিড়ালটি।

দিনরাত অফিসেই থাকে। বিস্কুট দেই কিন্তু খায় না। যেখানে সেখানে ঘুমায়। কখনো টেবিলের উপর কখনো আলমারির উপর। কখনো বা সোফার উপর আয়েশ করে। সকালের ঘুমে মাঝে একবার ডাক দিয়েছিলাম বলে বিছুটা রাগকরেছিল বিড়ালটি। আমার দিকে না তাকিয়ে কাত হয়ে আবার ঘুম দিল। আমি আর বিরক্ত করলাম না। ঘুমুতে দিলাম।



(৩) একজন ব্যভিচারী মহিলার ও কুকুরের কথা হাদীসে এসেছে। যে মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতী হয়। হাদিসটি হলো:

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (একবার) একটি পতিতা মহিলাকে মাফ করে দেয়া হলো। (কারণ) মহিলাটি একবার একটি কুকুরের কাছ দিয়ে যাবার সময় দেখল সে পিপাসায় কাতর হয়ে একটি কূপের পাশে দাঁড়িয়ে জিহবা বের করে হাঁপাচ্ছে। পিপাসায় সে মরার উপক্রম। মহিলাটি (এ করুণ অবস্থা দেখে) নিজের মোজা খুলে ওড়নার সাথে বেঁধে (কূপ হতে) পানি উঠিয়ে কুকুরটিকে পান করাল। এ কাজের জন্য তাকে মাফ করে দেয়া হলো। (এ কথা শুনে) সাহাবীগণ আরয করলেন, পশু-পাখির সাথে ভাল ব্যবহার করার মধ্যেও কি আমাদের জন্য সাওয়াব আছে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যাঁ। প্রত্যেকটা প্রাণীর সাথে ভাল ব্যবহার করার মধ্যেও সাওয়াব আছে। (বুখারী, মুসলিম)।



আবার একজন ধার্মিক মহিলার কথাও অনেকেও জানেন, যিনি বিড়ালকে কষ্ট দেয়ার জন্য জাহান্নামে যাবে। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘এক মহিলাকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয়েছে। সে তাকে বেঁধে রেখেছিল এবং অবশেষে সে মারা গিয়েছিল, পরিণতিতে মহিলা তারই কারণে জাহান্নামে প্রবেশ করল। সে যখন তাকে বেঁধে রেখেছিল, তখন তাকে আহার ও পানি দিত না এবং তাকে ছেড়েও দিত না যে, সে কীট-পতঙ্গ ধরে খাবে।’’ [সহীহুল বুখারী ২৩৬৫, ৩৩১৮, ৩৪৮২, মুসলিম ২২৪২ ]



বিড়ালকে ভালোবাসার জন্য এক প্রসিদ্ধ সাহাবীও বিড়াল ছানার পিতা উপাধি পেলেন। আরেকজন ধার্মিক মহিলা বিড়ালকে কষ্ট দেয়ার কারনে যাবেন জান্নাতে। আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন না?

কিয়ামতের দিন আমাদের জন্য অনেক সারপ্রাইজ থাকবে। আমরা হয়তো দেখব আমাদের অনেক ভালো কাজ মীযানের পাল্লায় তেমন ভারীই হচ্ছে না, কিন্তু ছোট ছোট কিছু ভালো কাজ অনেক ভারী হচ্ছে। আজীবন ধর্মীয় লেবাস পড়ে বড়াই করা লোকটার ভাগ্যে হয়তো জাহান্নাম জুটবে, অথচ সবার চোখে পাপী ও ঘৃণ্য লোকটা তাঁর এক মুহূর্তের 'Sincerity' এর মাধ্যমে আদায় করে নিয়েছে জান্নাত।

তাই ছোট ছোট ভালো কাজ বা ছোট আমলগুলোর প্রতিও বড় আমলের মতই সমান যত্নবান হওয়া উচিৎ । বলা তো যায়না, বিচারের মাঠে কোন কাজের কেমন ওজন হবে? আল্লাহ চাইলে আমাদের পার্থিব জীবনের এক মুহূর্তের ছোট্ট কোনো ভালো কাজের বিনিময়েও জান্নাত দিতে পারেন ।

(৪) সবশেষে একটা সনেট: বিড়ালের সংসার।



বিড়াল সেজেছে বর আজ তার বিয়ে
গহনা কোথায় পাবে কোথা পাবে শাড়ি?
কমদামী গহনায় করে মুখ ভারি
বিড়ালনি বসে তবু বিয়ের পিড়িতে।
সেজেছে টিকলি আর সফেদ শাড়িতে
কারণ সে ভালোবাসে বিড়ালকে খুব,
যতই অভাব থাক তবু রয় চুপ
সাজাবে সংসার সে ভালোবাসা দিয়ে।

না থাকুক দামী ঘর দামী আসবাব
যদি থাকে প্রেম আর কিছু সদভাব
সাজাবে দুজনে মিলে প্রেমময় ঘর।
দুই জনে মিলে সেথা অভাবের 'পর
দূর করে দিবে তার সব কষাঘাতে
ফুটাবে রঙিন ফুল জীবন রাঙাতে।


আরো বিস্তারিত পড়তে চাইলে: একটি বিড়ালের কারনে একটি মহিলা জাহান্নামে চলে যায় এবং ব্যভিচারী নারী কুকুরকে পানি পান করানোর জন্য ক্ষমা পেয়েছিলেন লিংক থেকে ঘুরে আসতে পারেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: এই পৃথিবীকে যে রকম দেখছেন, আপনাকে সেটাই মেনে নিতে হবে- এমন কোন কথা নেই।
আমাদের কাজ হবে আমরা যে রকম পৃথিবী চাই, যে পৃথিবী আমাদের পছন্দ, তা খুঁজে নেয়া।’

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

হাবিব বলেছেন: আমরা যে রকম চাই সবসময় তা পাওয়া সম্ভব হয়ে উঠে না। আবার যদিও সম্ভব হয়ে উঠে, তা বৈধ নাও হতে পারে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: জীবনের কোথায় যে কি, তা বুঝতে পারা বড় মুশকিল।

ভাল লাগল আপনার লেখাটি।

এনিওয়ে বিড়াল আমার খুব প্রিয়!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

হাবিব বলেছেন: আশলেই মুশকিল, তবে কঠিন নয়। আসল কথা হচ্ছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
বিড়াল আমারও খুব প্রিয়। ভালো লাগার কথা জানানোর জন্য কৃতজ্ঞতা। শুভ সন্ধ্যা।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া......।ব্যস্ততা তাই মন ভরে মন্তব্য করতে পারলাম না। পরে সময় পেলে আবার আসবো।
শুভকামনা রইলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

হাবিব বলেছেন: শুভ সকাল ইসিয়াক ভাই।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

ডঃ এম এ আলী বলেছেন:
নেট প্রবলেম করছে।
ভাললাগা জানিয়ে গেলাম ।
পরে আবার আসব।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

হাবিব বলেছেন: অপেক্ষায় রইলাম ভাইয়া।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৩

নতুন-আলো বলেছেন: দারুণ লিখেছেন

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

নীল আকাশ বলেছেন: লেখায় একই সাথে কয়েকটি বিষয় উঠে এসেছে। আলাদা করে নাম্বার দিয়ে লিখলে ভালো হতো।
প্রথম হাদিসের সূত্র কই? দয়া করে কখনই ফেসবুক থেকে ধর্মীয় কোন কিছু কপি করবেন না। আমি এতই
ভয়াবহ সব ভুল পেয়েছি সেটা বলার নয়। ফেসবুকের পেজেও হাদিসের সূত্র দেয়া হয় নি। যে কোন জায়াগায়
হাদিস উল্লেখ করতে হলে অবশ্যই সহী সনদ সহ লিখতে হয়। এটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন।
ব্লগ ডে আমাকে দেখে এবার পালালে কিন্তু খবর আছে!

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২০

হাবিব বলেছেন:




শুভসকাল জুনায়েদ ভাই। ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। ঠিক করে দিলাম। প্রথম হাদীসের সনদ হলো: বুখারী ৩৩২১, মুসলিম ২২৪৫, আহমাদ ১০৬২১, শারহুস্ সুন্নাহ্ ১৬৬৬, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪১৬৩।। পোস্টে ঠিক করে দিব।

হা হা হা....... না ভাই, এবার আর পালাবো না ইনশাআল্লাহ।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

রুমী ইয়াসমীন বলেছেন: লিখাটা অনেক সুন্দর লিখেছেন ভাইয়া পড়ে ভালো লাগলো তবে মৃত বিড়ালটার জন্যে কিছুটা খারাপ লাগছে।
আপনার লিখার মধ্যে ইসলামীক হাদিসের ঘটনাগুলো ছোটবেলা হতেই জানি। তাই ইচ্ছা করে কখনো কোনো প্রাণীকে বিনা কারণে মারা তো দূরে থাক আঘাতও করিনি।
বিড়াল ও কুকুর আমার খুবই প্রিয় পোষা দুটো প্রাণী।
আমিও একটা বিড়াল পোষতাম সেটা নিয়ে অদ্ভুত কিছু ঘটনা আছে যা আমাকে সবসময়ই ভাবায়। আপনার লিখাটা পড়ে আমার সেই বিড়ালটার কথা আবার খুব করে মনে পড়ে গেল ভাইয়া।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

হাবিব বলেছেন: আপনি অনেক সুন্দর মনের মানুষ।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪২

ওমেরা বলেছেন: একটা লাইনে জাহান্নামের জাান্নাত লিখেছেন ।
আল্লাহর কাছে বেশী বেশী ক্ষমা চান , আল্লাহ চাইলে সব করতে পারেন ।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২২

হাবিব বলেছেন: ইনশাআল্লাহ..... ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমা জগতে বিড়াল কুকুরকে যেই পরিমাণ আদরযত্ন করে, তাতে মনে হয়, অনেক অনেক বেশী হাদিস ঐদিকে চলে গেছে; ওরা তো পুরো বেহেশত দখল করে ফেলবে, মনে হয়।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

হাবিব বলেছেন: হৃদয়ে ঈমান থাকতে হবে একনিষ্ঠ। তবেই ক্ষমা পেতে পারেন, অন্যথায় নয়।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: "ছোট ছোট ভালো কাজ বা আমলগুলোর প্রতি বড় আমলের মতোই যত্নবান হওয়া উচিত" |
সহমত |

পশুপাখির প্রতি মায়া থেকে মানুষের প্রতিও মমতার জন্ম নেয় | বর্তমানে মানুষ যে পরিমান হিংস্র হয়ে পড়েছে তা থেকে বের হয়ে আসতে হলে ছোট ছোট ভালো কাজের প্রতি গুরুত্ব দিতে হবে, পশুপাখিদের প্রতি মমতা প্রদর্শন তারই মধ্যে একটি |

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

হাবিব বলেছেন: একদম ঠিক বলেছেন।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫০

নুরহোসেন নুর বলেছেন: বিড়াল একটু চোর প্রকৃতির প্রাণী,
বাড়ীতে বিড়াল থাকলে খাবার সাবধানে রাখা প্রয়োজন নয়তো বিড়াল সাবাড় করতে পারে।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

হাবিব বলেছেন: হুম, তবে ওদেরকে খাবার দিলে চুরি করে খায় না।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রুমী ইয়াসমীন বলেছেন: চাঁদগাজী বলেছেন:


পশ্চিমা জগতে বিড়াল কুকুরকে যেই পরিমাণ আদরযত্ন করে, তাতে মনে হয়, অনেক অনেক বেশী হাদিস ঐদিকে চলে গেছে; ওরা তো পুরো বেহেশত দখল করে ফেলবে, মনে হয়।"

আজজের সেরা মন্তব্য !
হাসতে হাসতে মুখ ব্যথার উপক্রম....
হা হা হা হা..... =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

হাবিব বলেছেন: আমি জানতাম, এরকম মন্তব্য যদি কেউ করেন তাহলে চাঁদগাজী সাহেবই করতে পারেন।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

জুন বলেছেন: শিরো
শিরোনামে বিড়াল হত্যার কথা পড়ে খুব খারাপ লেগেছিল হাবিব স্যার। পরে পুরোটা পড়ে শান্তি পেলাম যে আপনি রিপেন্টেড। বিড়াল পাখি আমার ভীষণ প্রিয়। সবচেয়ে নিরিহ এবং আদর নিতে জানা প্রানী যা মানুষের খুব কাছাকাছি থাকে।

+

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

হাবিব বলেছেন: আপু বিড়াল ছানাটি কি আপনার? অনেক সুন্দর।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিড়াল কথনে ++++

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

হাবিব বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

শের শায়রী বলেছেন: আমরা পাপ করতে করতে ক্লান্ত হয়ে যাব কিন্তু রাব্বুল আলামীনের ক্ষমায় কোন ক্লান্তি নেই। নিশ্চয়ই আমরা তার ক্ষমার ছায়ায় আশ্রয় পাব।

লেখায় ভালো লাগা।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

হাবিব বলেছেন: আলহামদুল্লিাহ। দারুণ বলেছেন। ধন্যবাদ শের দাদা

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি বেশ ভাল লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

জুন বলেছেন: না হাবিব স্যার বিড়ালটি আমার পালিত নয় । আসলে আমার লেখা উচিত ছিল এটি আমার একটি গ্রুপ থেকে নেয়া :`>

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

হাবিব বলেছেন: ও আচ্ছা, যাই হোক। আমি যখন চোখের উপর হাত দেয়া বিড়ালের ছবি আমার বিবিজানকে দেই তখন আহ্লাদে বলে.... "এতো কিউট বিলাল (বিড়াল)। এইটা কাল (কার) বিলাল (বিড়াল)? হা হা হা হা.....

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

আরোগ্য বলেছেন:

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

হাবিব বলেছেন: ওলে....... কি কিউট!! এইটা কি আপনাল বিলাল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.