নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

উল্টা রথ

১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬


ছবি নেট, পিক ফর এটেনশন।


বিয়ের আগে:

শোন মেয়ে................
আকাশ থেকে তোরই জন্য চন্দ্র দিবো পারি
তোরই জন্য বেনারশি রেশমী সুতার শাড়ি।
তোকে নিয়ে ঘুরতে যাবো একশো বৃন্দাবন
গয়না গাটি সবই সোনার পাবি টন কে টন!
খাইতে দিবো বেলপুরি আর ছবি দেখবো হলে
মন চাইলে পার্কে গিয়া ঘুরবো দু'জন মিলে।
অবসরে খেলবো লুডু কিংবা লুকোচুরি
ফুডপান্ডায় আনবো লুচি পিজ্জা ঝালেরমুড়ি।
টেস্টি ট্রিটের পেস্টি দিবো তোরই জন্মদিনে
ঈদের আগে আড়ং থেকে থ্রি-পিস দিবো কিনে।
বসুন্ধরায় শপিং যাবো প্রতি শুক্রবারে
তোরই জন্য হাজির পাবি আমার পরানটারে।
তোরই চুলের গন্ধে পরে পরানটাতে ভাঁজ
আগুনজ্বালা রূপে পুড়ে রাতের গন্ধরাজ!
তুলবো ছবি কাশবনে আর আপলোড ফেসবুকে
টুইটার আর ইন্সট্রাগ্রামে, ভিডিও টিকটকে!

বিয়ের পর:

শোন মেয়ে............
ভালো কইরা বুইজা নে সব এই যে ভাতের হাড়ি
প্রতি বছর একটাই পাবি মোটা পাটের শাড়ি।
লাকড়ি লাগে আইনা লবি পাশেই শালের বন
লাগলে কিছু আনবি গিয়া বাপের বাড়ির ধন।
দুপুর বেলা রান্না হবে পান্তা সকাল হলে
বাকী সময় ঘরে যেন সেলাই মেশিন চলে।
শক্রবারে থাকবি উপোস নইলে হবি মুটি
চুল গুলোরে কাইটা ফেলতো ভাল্লাগেনা ঝুটি!
ডাকার আগে হাজির হবি যদি দু'ডাক লাগে
হাতের লাঠি পিঠের উপর মারবো তরে আগে!
ঘরের বাইরে বের হবি না তুলবি না পিকচার
ফেসবুকটারে ভুইলা যাবি রাখবি না টুইটার!

ভোটের আগে:
শোনেন আমার মা-বোনেরা আছেন যত জ্ঞানী
আপনারইতো আমার সাহস বুকের মধ্যে জানি।
আপনাদেরই চরণ ধূলি সুরমা বলে মাখি
ঘুমের মধ্যেও আপনাদেরই মনের মধ্যে রাখি।
ডাকার আগে হাজির পাবেন আপদ বিপদ যত
নিজের বলে দূর করিবো জনগনের ক্ষত!
সব ক্ষমতার উৎস এবং শক্তি জনগন
ধন চাইনা যশ চাইনা চাই আপনাদের মন!

ভোটের পর:

তেরি বেরি কিনবা কেহ বেশি পাকনা হলে
ডিজিটাল এক আইনে ধরে সব ভরে দে জেলে!
এত্তো সাহস তর্ক করে মুখের উপর কথা
দাঁত ভেঙে দে সব কয়টা গুম তরে দে মাথা!
ফি বছরই বাড়ছে দেশের জিডিপি আর রপ্তানি
সিঙ্গাপুরের পরেই আছি আমরা কি আর কম জানি?

মন্তব্য ৩৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আধুনিক কবিতা!!!

১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৪

হাবিব বলেছেন: একটু চেষ্টা করলাম আর কি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

২| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: হায়রে!!!!!

ক্ষনে ক্ষনে ম্যুড স্যুইং রোগ দেখি তাহাদের !!!!!!

১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৫

হাবিব বলেছেন: মুড সুইং না আপা, সুবিধাবাধী। মুখে মধু অন্তরে বিষ

৩| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে। সবই সত্য

১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৬

হাবিব বলেছেন: এমন লোকের অভাব নেই আমাদের দেশে

৪| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৩

জটিল ভাই বলেছেন: কাজের আগে:
আপনে গুরু আপনে মহান আপনে বিজ্ঞ জানি,
মানি বলতে এই জগতে আপনারেই শুধু মানি।
আপনি আমার রতন আপনি আমার আশা,
সব ছাড়িয়া আপনারেই করি তাই ভরষা।
কাজটা হইলে সারাজীবন রাখুম আপনারে মনে,
আমাকে সবার আগে পাবেন শয়নে আর স্বপনে।
অতীত ভুল সব মাফ করিয়া একটা সুযোগ চাই,
এইবারের মতো আমায় বাঁচায়া দেনা নাগো ভাই!

কাজ ফুরালে:
ধুর ব্যাটা তুই কোন সে গোপাল? তুই জানি কে?
এসব কাজ মোর হাতের নস্যি কতো ঠেকাই যে!
তোর মতো কতজনেরে পকেটে রাখি ভরে,
কত মানুষ কাঁপে ভয়ে, কাঁপে আমার ডরে!
তোরে দিয়া কোনকালে লাগছে কিবা কাম?
তোর ধারে গেলে আমার যাইবে ছালা আম।
যদি কভু দরকার হই এই আমারে তোর,
না হয় দিমু তারজন্য পকেটে কিছু ভর।

১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৮

হাবিব বলেছেন:




মহা মন্তব্য করলেন।
সুন্দর হয়েছে কবিতাটি।


এক্কেবারে ষোলকলা দেখিয়ে কাঁচকলা খাওয়ানো।

৫| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪০

শায়মা বলেছেন: জটিল ভাইজানও কি কবি হয়ে গেলো নাকি!!!


১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৭

হাবিব বলেছেন: ভাইসাব তো জটিল কবি,

৬| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৫

জটিল ভাই বলেছেন:
শ্যামাপি কি আমার লিখা ছন্দ প্রথম পড়লেন? অবশ্য আপনার বড় ভাইয়ুর সংঙ্গামতে আমি সাহিত্যের গার্বেজ বটি। তাই হয়তো আপনিও আমাকে অনেকটাই এড়াইয়া ম্যারাইয়া চলেন =p~

১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫২

হাবিব বলেছেন: শায়মাপুর নজর কোন কিছুই এড়ায় না।

৭| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।

তবে সব পুরুষ এমন হয় না।

যারা করে ছল চাতুরী তাদের মাথায় পড়ে হাতুড়ী
আকাশ থেকে হুমরী খেয়ে পড়ে জমিনের উপরে
কষ্টে জীবন যায়, যেন বদ্ধ ঘরে বন্দী থেকে
পাপের প্রাশ্চিত্ত করেই জীবন কেটে যায় ।
ঘরের বাহিরে যেতে মানা দেখাবে টালবাহানা
দুঃখের নদী বয়ে চলে নীল দরিয়ায়.. :P

১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৪

হাবিব বলেছেন:



ঠিক বলেছেন সেলিম ভাই। সবাই একরকম হয় না।

কনকনে শীত
গাইছি বসে গীত।

৮| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: সময় এমনি করে চলে!

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২১

হাবিব বলেছেন: সময় তো যায় আমরা মরি গ্যারাকলে।

৯| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:৪২

প্রিন্স ঠাকুর বলেছেন: চলমান কবিতা।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২২

হাবিব বলেছেন: সবসময়য়ের জন্যই এমন দেখে আসছি। ইদানিং অবশ্য বেড়ে গেছে সব

১০| ১২ ই জুলাই, ২০২১ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: মাথায় লাঠির বারি দিয়া পুরানো কথা মনে করায়ে দিতে হবে :p
দারুণ হয়েছে লেখা।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: আপ আপনাকে আরেকদিন ভাপা পিঠা হাতে প্রপোজ করবার মন চাইছে। কবে যে সুযোগ আসবে। :P

১১| ১২ ই জুলাই, ২০২১ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: দারুণ

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইসাব। আপনাকে পেলাম মেলা দিন পর।

১২| ১৩ ই জুলাই, ২০২১ রাত ১:৫০

কুশন বলেছেন: পড়ে বেশ মজা পেলাম।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৫

হাবিব বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে

১৩| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ৮:১২

সোহানী বলেছেন: হাহাহাহা......... সত্য কথন কবিতায় ভালোলাগা।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৬

হাবিব বলেছেন: আপা, শুধু ছেলেরা না, মেয়েরাও কিন্তু পল্টি খায় বিয়ের পর। :|

১৪| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



উল্টোরথ , কবিতার সুন্দর শিরোনাম ।
চরম বৈপরিত্ব । বিয়ের আগে ও পরে
ভোটের আগে ও পরে , দারুন লিখেছেন
উপমা দিয়ে দিয়ে ।

ব্যক্তির ইচ্ছা বা অভিপ্রায় এবং পরে কর্মের বৈপরিত্বে ঠাসা উপমা নির্ভর কবিতা গুচ্ছ পাঠে মনে হলো
বিপরিতমুখী কাজ , সকাম কিংবা নিষ্কাম প্রত্যেকটি কর্মের অবশ্যই কোন না উদ্দেশ্য থাকে ।
প্রত্যেকটি ঐচ্ছিক কাজের পিছনে থাকে কোন না কোন অভিপ্রায় । অভিপ্রায় দেখেই কাজের মুল্যায়ন ।
যেমন কর্ম বা অভিপ্রায়, ফলও সেই রকম হয়। সৎকর্মের ফল সুখ বা পুণ্য, অসৎ কর্মের ফল দুঃখ বা
পাপ । কোন জীবের পক্ষেই কর্মফল এড়ানো সম্ভব নয় । জীবকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে
হবে । অবশ্য নিস্কাম কর্মের ফল ভোগ করতে হয়না । কর্মবাদের এই নীতি অলঙঘনীয়, ব্যতিক্রমহীন ,
বা সর্বজনীন । ব্যক্তিকে তার কর্মফল ভোগ করতে হবে এটাই সর্বজনীন নীতি ।

সকাম কর্ম বিষয়ের প্রতি আশক্তি সৃষ্টি করে । কামনা বাধাপ্রাপ্ত হলে ক্রোধ হয় , ক্রোধ হতে মোহ, মোহ
থেকে স্মৃতিভ্রম , স্মৃতিভ্রম বুদ্ধি নাশ করে, বুদ্ধি নাশে মানুষের অধঃপতন,পরিনামে মানুষ দুঃখ ভোগ করে।
আশক্তির বশবর্তী হয়ে মঙ্গলজনক কাজ করলেও পরিনামে দুঃখ জন্মায় । তাই অনাশক্তভাবে কর্মের ফল
মানুষকে মুক্তির পথ দেখায় । অনাশক্ত কর্ম জগতের মঙ্গল সাধন করে । জীবনকে মহৎ করে । মহৎ
ব্যক্তিরা জগতের মঙ্গলের জন্য নীজকে উৎসর্গ করেন ।

জ্ঞানী মানুষ নিস্কাম কর্মের অনুষ্ঠান করেন । তিনি দুঃখে স্থির , সুখে স্পৃহাহীন, ও আশক্তি শুন্য , ভয়শুন্য,
ক্রোধ শুন্য , তিনিই বুদ্ধিমান , স্থিতপ্রজ্ঞ। তাঁর মন সংযত , ইন্দ্রিয় মনের বশিভুত। তিনিই শান্তির অধিকারী।

কিন্তু বিষয়কামী অনৈতিক মানুষ কখনই শান্তি পায় না। তার ইচ্ছা , অভিপ্রায় কর্ম সবই পরিনামে নিস্ফল ।
তাই মানুষের বিপরিতমুখী কর্মের ও অভিপ্রায়ের ফলও বিপরীতমুখী,সৎকর্মে সুফল, আর অসৎ কর্মে কুফল।
ফল যাই হোক না কেন Intention is therefore is the object of moral judgement . বাহ্যিক
বিচার না হলেও নৈতিক বিচারের সন্মুখীন ব্যক্তিকে হতেই হবে ।

সুন্দর অর্থবোধক কবিতা গুচ্ছের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৯

হাবিব বলেছেন: আলী ভাই, বিশদ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। তবে দেশের চলমান পরিস্থিতিতে সত্যকথন আরো স্পষ্ট হয়ে উঠছে। আমরা পড়ি ম্যাইনকার চিপায়

১৫| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫২

নীল আকাশ বলেছেন: ৩ নাম্বারটাই দেশের বর্তমান অবস্থা কী জানিয়ে দিচ্ছে।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩২

হাবিব বলেছেন: আমরা তবুও বেশ আছি, কুরবানীর গরুর মতো

১৬| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৬

শেরজা তপন বলেছেন: চতাইলে বৌরে যে সারা বিশ্বের তাবৎ পুরুষকুল ভয় পায় সেইটা কেম্নে?

আপনারটা যেমন ঠিক তেমনি বিয়ের পরে বউরাও যে স্বামীদের আঙ্গুলী হেলনে নাচায় সেইটাও লিখবেন- নাহলে একতরফা হয়ে যাবে। বিয়ের আগে
মেয়েরাও কি সপ্ন দেখায় না?
ভোটের আগে পরে টা ঠিক আছে। তবে এখন গ্রাম গঞ্জের লোক চালাক হয়ে গেছে। যে বেশি পয়সা দিবে তাকেই ভোট দেয়। কিছুতো উসুল হয়।


* আমার নিজের প্রচুর টাইপো মিসটেক হয়। তবু বলছি; বেলপুরি না ভেলপুরি হবে।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪

হাবিব বলেছেন:




মাইয়াগোর নিয়া লেখার ইচ্ছা আছে ভাইসাব। ওনাদেরটা তো আরো ভয়ংকর!
গ্রামে গঞ্জেও সবাই পায় না। দুই একজন নেতা ফেতা সব মাইরা দেয়।

টাইপো ঠিক করে দিবো ভাই।

ভালো থাকবেন।

১৭| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৫

স্প্যানকড বলেছেন: আগে সব ঠিক পরে কেন বেঠিক ! এ জিনিসটা ভীষণ ভাবায়। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৫

হাবিব বলেছেন: মুখোশ ভাই, সবই মুখোশের খেলা। শুধু ক্ষনিকের জন্য খোলস পালটায়।

১৮| ১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো গোটা পর্বটা। কথার ছলে নির্মোহ বাস্তবতাকে তুলে ধরেছেন।++
শুভেচ্ছা জানবেন স্যার।

১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২০

হাবিব বলেছেন: যাক, শেষমেশ পেলাম আপনাকে। ভাল থাকবেন সবসময় ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.