![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
(১) অখন্ড অবসর।
খালে বিলে মাছ নেই। বিলুপ্তির পথে ছোট ছোট গ্রামীন নদী। নৌকারও তাই কাজ নেই। ঝিমুচ্ছে বসে বসে। দাদা গল্প করতেন ওনাদের সময় নাকি প্রচুর মাছ পাওয়া যেত। নদীতে বর্শি ফেললেই বোয়াল পাওয়া যেত মানুষ সমান। ছোট মাছের তো অভাবই ছিল না। সেই সব দিন আর নেই। আমরা সভ্য হয়েছি। মাছও সভ্য হয়েছে। দিন যায় কথা থাকে। রেখে যায় স্মৃতি। সময়ের শেষে কিছু অখন্ড অবসর। স্মৃতি হাতরে বেঁচে থাকার অবলম্বন খুঁজি আমার অনুজরা।
(২) শিকলে বাঁধা জীবন।
(৩) গ্রামিন ঐতিহ্য, বাঁশের সাঁকো।
(৪) মিতালি। আকাশের নীল আর জলের স্বচ্ছতার পরম মিলন।
(৫) চোখে ঘুম জড়ানো সকাল। সূর্যের অপেক্ষা।
(৬) আমি একা রইলাম বসে।
(৭) হলদে নদীর বুকে
(৮) হাঁসেরপাল (এটি একটি ভুল শিরোনাম)
(৯) মুখরোচক
(১০) দখলদারিত্ব। স্রোতহীন নদীটি আজ দখল করে নিয়েছে পানাদের দল।
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৪
হাবিব বলেছেন: থ্যাঙ্কস ভাই। আমি ইমগোর থেকে ট্রাই করলাম হচ্ছে না। সব কিছুই ফলো করছি। আলাদা আলাদা সাইজের ফটো যেভাবে পোস্ট করি সেভাবেই আছে সামুতে .....
২| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৭
আল-ইকরাম বলেছেন: বেশ। আলোকপাতের বিষয় বস্তু খুবই গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। বাস্তবতা বড়ই নিষ্ঠুর। তারপরও বলবো গ্রামীণ এ সবের মাঝেই যেন নিজেকে খুঁজে পাই। নিজের শিকরের প্রতি এক ভিন্ন আঙ্গিকের ভাললাগা বোধের সঞ্চার হয়। যা নানা সময়ের নানা ঘাত-প্রতিঘাতের মাঝেও বেঁচে থাকার প্রয়াসে প্রেরণা যোগায়। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৬
হাবিব বলেছেন: আমরাই তো সবকিছু খেয়ে ফেলছি। শিল্পোন্নয়নের ফল এগুলো। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি তা নিয়ে কেউ চিন্তা করি না।
৩| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৪
ভুয়া মফিজ বলেছেন: অপরিপক্ক..........? নিজের সম্পর্কে এমন উচ্চ ধারনা থাকা ভালো। আশা করছি, আস্তে আস্তে পক্ক হয়ে উঠবেন। তা, শুরুতে বেশ কয়েকটা নৌকার ছবি দেওয়ার কারন কি? এর পিছনে কোন বদ মতলব নাই তো!!!!
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৬
হাবিব বলেছেন: মিয়াভাই, আমি সাদা মনের মানুষ। ঘটকালি করলেও নজর এবং মন দুটোই ভালো
৪| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
#মফিজ ভাইয়া বদ মতলব থাকার প্রশ্নই আসে না। ভাবীজান আছে না মাথার উপর
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৭
হাবিব বলেছেন: ফাতেমাপা, আমার প্রতি আপনার ভরসা দেখে আনন্দিত হলাম। (লজ্জার ইমুজি হবে)
৫| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনিতো সরাসরি সামুতেই লোড করেছেন ছবি!!
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৮
হাবিব বলেছেন: পরে যখন হলো না তখন সামুতেই সরাসরি করছি। প্রথমবার ড্রাফট করে দেখে নিয়েছিলাম কাজ হয় কিনা।
৬| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো এই অংশটি আপনি ভুল করেছেন।
১৫
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৫
হাবিব বলেছেন:
৭| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ১৫
১৬
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৬
হাবিব বলেছেন: উপরের ছবি দুটি কপি করলাম আপনার প্রসেস অনুযায়ী। তবুও পারছি না.....
৮| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: এই দুইটি ছবি সরাসরি সামুতে পোস্ট দেন দেখি।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫২
হাবিব বলেছেন: দিয়েছিলাম। এরকম লম্বাটেই আসে।
৯| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: আই মিয়া দাদাদের সময় কোন বিলে মানুষ সমান বোয়াল মাছ পাওয়া যেতো?
বোয়াল মাছের সাইজ এত ছোট কেন,? আমাদের দাদাদের কাছে বলতে শুনেছি বোয়াল মাছ আর কুমির মিলে আলু চাষ করতো। মাঝে মাঝে হাটবারে বোয়াল মাছেরা হাঁটে আলু বেচতে আসতো। মানুষের টিস করার জ্বলায় ওরা পরে্রদিকে হাটে বাজারে আসা বন্ধ করে দেয়।
অপরিপক্ক হাতের কাজ তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবি আপুকে ম্যানেজ করেছেন কি দিয়ে আগে কন? ভূয়া ভাইয়ের সাথে সহমত নিশ্চয়ই বদ মতলব নিয়ে এতগুলো নৌকা বা পানসির ছবি দিয়েছেন।
যাওয়ার আগে কইয়া গেলুম করোনা বিধি অনুযায়ী চলবেন।সকলকে মেনে চলার আহ্বান জানাবেন।
আরিশকে অনেক আদর ও শুভেচ্ছা রইলো।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৭
হাবিব বলেছেন:
বিলে না ভাই নদীতে পাওয়া যেত।
ছবি আপা আমাকে আগে থেকেই ভালা পায়, আপা চোখ কান খোলা রেখে চলেন তাই।
ভূয়া ভাই যে কি বুঝাতে চাইলো তাই তো বুঝলাম না!! আমি আবার এত ইশারা ইংগিত বুঝিনা বাপু..........।
আপনিও ভালো থাকবেন। আপনাদের সবার জন্য জন্য শুভকামনা।
১০| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৫
জুন বলেছেন: এইটা কোন পাথরঘাটা ? আমি একটাতে ঘুরতে গিয়েছিলাম সেইটা বরগুনায় ?
ছবি ভালোলাগলো ।
আপনি এটা দিয়ে ট্রাই করেন ফাতেমা ছবি আপা দিয়েছিলো, আমি প্রিয়তে রেখেছি ওখান থেকে দিলাম। একটু সহজ আমাদের মত নভিসদের জন্য
সামুতে বড় ছবি পোস্টে সমস্যার সমাধান...(আমি যেভাবে ছবি পোষ্ট করি)
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪১
হাবিব বলেছেন: আপা এইটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। ছবি আপার পোস্ট দেখি ট্রাই করে হয় নাকি
১১| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৬
জটিল ভাই বলেছেন:
নৌকা দেখিয়া পরাণ জুরাইলো। এইবার গায়ে নতুন কিছু দেখার অপেক্ষায় শুভ কামণা রইলো
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪২
হাবিব বলেছেন: নতুন আর কি দেখিবার চান জটিল ভাই?
১২| ১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭
ফয়সাল রকি বলেছেন: বাহ সুন্দর।
তবে পিঠাটা দিয়ে আমার মতো খাদকদের ক্ষুধা বাড়িয়ে দিলেন।
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৪
হাবিব বলেছেন: ধন্যবাদ রকি ভাই। চিতই পিঠার সাথে এই রকম ভর্তা আসলেই মনোলোভা
১৩| ১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
অপরিপক্ষ হলেও গ্রাম বাংলার ছোট নদীগুলির করুন
অবস্থা উঠে এসেছে ছবি ব্লগটিতে সুন্দর করে ।
ছবি যে অনেক কথাই যায় বলে । যারা বুঝার
তারা বুঝলেই হয়, ছবি কি বলতে চায় ।
আপনার দাদা ঠিকই বলেছেন, সে সময় নদীতে
বরশি ফেললেই ধরা পড়ত মাথা সমান উঁচা বোয়াল মাছ ।
আমার মনে আছে ছোটকালে বাবার সাথে শুকনো কালে
নদীতে পানি যখন কমে যেতো, তখন বোয়াল মাছের বরছি
বাইতাম । ছিপের মাথায় লম্বা মোটা সুতার শেষ প্রান্তে
প্রায় ৬ ইঞ্চি লম্বা বাকানো বরশিতে প্রায় গুটা পঞ্চাশেক
পচা পুটি মাছ গেথে দিয়ে বোয়ালের জন্য আধার তৈরী
করে ছিপের মাথায় থাকা লম্বা সুতা ডিল মেরে নদীর মধ্য
খানে ছুরে দিয়ে বসে থাকতাম কখন বোয়াল এসে ধরবে
তাতে। অপেক্ষায় পালা শেষ হতো যখন বোয়াল অধার গিলে
বরশী মুখে নিয়ে দৌঁড় দিত । আর যায় কোথায় বাছাধন,
টেনে তোলা হতো তাকে । প্রায় মাথাখানেক উঁচা বোয়াল ।
বোয়াল নিয়ে নদী হতে আনন্দে লাফাতে লাফাতে বাড়ীতে
ফিরতাম বাপে পুতে । সেকি আনন্দ হতো বাড়ী জুড়ে ।
এখন নদী শুকিয়ে হয়ে যায় কাঠ , নাই পানি , নাই বোয়াল,
নাই পুটি মাছ , শুধুই গল্প কথা এখন সকলের মুখে মুখে ।
যাহোক ৭ নং মন্তব্যে মরুভুমির জলদস্যু'র দেখানো পথে
আপনার পোষ্টের প্রথম ছবিটি এবং হলদে নদীর বুকে
( আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি এখন
হলুদেরই বুকে পরিনত হয়েছে , নদীখোরে দখলে যাওয়া
নদীটির বুকে এখন হয় সরিষার চাষ, ধারন হরে হলুদের রং)
ছবি দুটি একটু বড় হয় কিনা ট্রাই করে দেখলাম । জানিনা
মন্তব্য প্রকাশের পরে কেমন দেখাবে , বড় না হলে মন্তব্যের
ঘরে সংশোধনের উপায় আমার না রবে কথাটা বলে গেলাম।
শুভেচ্ছা রইল
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৫
হাবিব বলেছেন: সৃজনশীল মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান। আপনি তো পারলেন বড় করতে আমি আবার চেষ্টা করে দেখি হয় নাকি
১৪| ১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫২
মনিরা সুলতানা বলেছেন: কি সবুজ আর কত যে সুন্দর !!
মুখরোচকের ছবি আহা ব্লগ ডে
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৭
হাবিব বলেছেন: আমার ব্লগ ডে আপনার জন্য চির স্মরণীয় হয়ে থাকবে ....
১৫| ১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
স্প্যানকড বলেছেন: গ্রাম বাংলা আসলে অনেক সুন্দর ! ভেজাল কম। যত ভেজাল শহরে ! সুন্দর ছবি ব্লগ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৯
হাবিব বলেছেন: গ্রাম বাংলার নদীগুলো আজ হারাবার পথে
১৬| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৮:১৮
শোভন শামস বলেছেন: সুন্দর ছবি, ভাল থাকবেন
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫০
হাবিব বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, ভালো থাকবেন
১৭| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৩২
ইসিয়াক বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ভালো লাগলো।
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি ভাই
১৮| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবি ও বর্ণনা ভালো লেগেছে। এই জীবনের মধ্য দিয়েই আমি বেড়ে উঠেছি।
৪ নাম্বারের মিতালি - বেশাল জালের ছবি। ছবি ও বর্ণনা ভালো লেগেছে। এই জীবনের মধ্য দিয়েই আমি বেড়ে উঠেছি।
নীচের ছবিটা বেশাল জালের ছবি। আমাদের আড়িয়াল বিল থেকে আমার তোলা।
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৩
হাবিব বলেছেন: আপনার ছবি টা খুব সুন্দর। আসলে গ্রামের মজা আর কিছুতেই নেই
১৯| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১১:২৪
শেরজা তপন বলেছেন: পাথরঘাটার পাথর কই গেল?
ছবি সুন্দর হয়েছে
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৫
হাবিব বলেছেন: এই পাথরঘাটায় কোন পাথর নেই, এটা মির্জাপুর উপজেলায়। ভালো থাকবেন ভাইয়া
২০| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৩১
অপু তানভীর বলেছেন: আপনার ছবি ব্লগ আমার দাদা বাড়ির কথা মনে করিয়ে দিল ।
চমৎকার সব ছবি আর বর্ণনা !
১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৮
হাবিব বলেছেন: গ্রামের সৌন্দর্য ভুলবার নয়
২১| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৫
হাসান রাজু বলেছেন: আপনার জন্য কয়টা ভরা বর্ষায় হাওরের ছবি -
১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৯
হাবিব বলেছেন: আহা.......... কি দারুণ ছবি। পানিবন্ধি জীবনের কষ্ট আর রাজহাঁসদের জলকেলীর সুখ দক্ষ হাতে তুলে এনেছেন। নিরন্তর ধন্যবাদ হাসান রাজু ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! ভালো হচ্ছে।