নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

HACKBANGLA

হ্যাকবাংলা

মন ভাল না

হ্যাকবাংলা › বিস্তারিত পোস্টঃ

বাংলা লিখার জন্য প্রাবাসীদের সুবিধার্থে বিজয় বায়ান্নো সফটওয়্যার এবং বিজয় বাংলা সফটওয়্যার

২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৪:১১

আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন ।

বেশ কিছুদিন দৃষ্টি আকর্ষণ করে আমার এই পোস্টটি লেখা। আমাদের দেশের অনেক বাঙালি দেশের বাইরে অবস্থান করতেছেন, যারা এখনো বাংলায় আমাদের কাছে মেইল করতে চায়। কারণ বাংলায় একমাত্র মনের ভাষা প্রকাশ করার সহজ উপায়, কিন্তু প্রবাসীগণ দেশের বাইরে গিয়ে বাংলা সফটওয়্যার ব্যবহার করতে পারেননা কোন উৎস না থাকার কারনে। এমনকি কোন অপারেটিং সিস্টেমে কোন সফটওয়্যার ব্যবহার করবেন তা ও অজানা থেকে যায়। আমার এক বন্ধু লন্ডনে থাকেন, উনি অনলাইনে যখন আসেন তখনি আমাকে ইমেইল করেন বাংলায়, উনি আমাকে একটা ইমেইল করে লিখেছিলেন কিছুদিন আগে - "ইংলিশতো জগাখিচুড়ি, বাংলায় বলতে না পারলে আমার আসল কথা ঠিক-ঠাক বলা হয়না"। উনি আমার কাছে একদিন বাংলা লিখার সফটওয়্যার চেয়েছিলাম যখন উনি উইন্ডোজ ৭ ব্যবহার করতেছিলেন, আমি উনাকে বিজয় বায়ান্নো সফটওয়্যার এর কথা বলি এবং উনার অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলা লিখার জন্য গুগল প্লে এপ্লিকেশনের কথা বলি, তখন থেকে উনি আমাকে প্রায় সময় ইমেইল করেন, এমনকি ফেসবুকে দেখা হলে উনার সাথে আমার বাংলায় কথা হয়। আশাকরি প্রিয়জনদের সাথে সবাই থাকবেন -

১) যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তাদের জন্য বিজয় বাংলা সফটওয়্যার - ডাউনলোড লিঙ্ক

২) যারা উইন্ডোজ ৭/৮ অথবা ম্যাক ব্যবহার করেন তাদের জন্য বিজয় বায়ান্নো সফটওয়্যার - ডাউনলোড লিঙ্ক



ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৪৩

ভিটামিন সি বলেছেন: ক্লাসিক প্রো (২০০৩) থেকে শুরু করে, বায়ান্ন আছে আমার কাছে, অভ্রও নামাইয়া নিছি। ল্যাপিতে কুবুন্টু চালাইতো, সেখানে কিভাবে বিজয় দিয়ে লেখা যায় তার ব্যবস্থা করে দেন।

২| ২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

হ্যাকবাংলা বলেছেন: বিজয় একাত্তর অবশয়ই চলবে, আপনি বিজয় একাত্তর পূর্ণ সংস্করণ ডাউনলোড করে নিতে পারেন। বিজয় ৭১ সফটওয়্যার সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় - ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক

৩| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

ভিটামিন সি বলেছেন: তা, দাদা উবুন্টু/কুবুন্টুতে চালাইছেন নি? অবশ্যই চলবে এইরাম না, অভিজ্ঞতা থাকলে কন।

৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০

হ্যাকবাংলা বলেছেন: হা, আমি ইতিমধ্যে ব্যবহার করেছি উবুন্টুতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.