নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্রিয়ায় বিক্রিত মনুষ্য।

হাইড্রোক্লোরাইড এসিড

বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে  সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন  একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে

হাইড্রোক্লোরাইড এসিড › বিস্তারিত পোস্টঃ

জীবনযুদ্ধে সৈনিক

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তি সময়ে চট্টগ্রামে

ব্রিটিশ সেনাবাহিনী এই

সমাধিসৌধ প্রতিষ্ঠা করে।

সূচনালগ্নে এখানে দ্বিতীয়

বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায়

৪০০টি সমাধি ছিলো।

তবে বর্তমানে এখানে ৭৩১টি সমাধি

বিদ্যমান যার

১৭টি অজানা ব্যক্তির।

এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত

বিদেশী সৈন্যদের প্রায়

২০টি (১জন ওলন্দাজ এবং ১৯জন

জাপানি ) সমাধি বিদ্যমান।

এছাড়াও এখানে দ্বিতীয়

বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) চট্টগ্রাম -

বোম্বের একটি স্মারক বিদ্যামান।



এখানকার বেশিরভাগ যোদ্ধা ভারতবর্ষ বা বার্মা এলাকায় যুদ্ধ করা সময় নিহত হয়েছিল।



ব্রিটিশ সৈন্যরা বেশিরভাগ খ্রিস্টান এবং মুসলিম যোদ্ধারা ইন্ডিয়ান রেজিমেন্ট হিসেবে পরিচিত ( ইন্ডিয়া বলতে গোটা ভারতবর্ষ) ।



চট্টগ্রামের কিছু প্রিয় এলাকার মধ্যে আমার অধিক প্রিয় এলাকা এটি।

অল্প কিছু কবরে কিছু বার্তা লেখা ছিল, এইসব বার্তা বেশিরভাগ স্বজনদের আবেগ বা মৃত্যুকালে লিখিত বার্তা।



২ টি লিখা আসলে এতই হৃদয়কে স্পর্শ কাতর যে, সেটি শেয়ার না করে পারছি না,



ফার্স্ট সার্জেন্ট, রয়েল এয়ার ফোর্স, C,Butler এর কবরের লিখা আছে,



-He laid down his life for those he loved and those he loved remember.



অর্থাৎ,  সে শায়িত আছে, সেসব বিষয়ের জন্য যেগুলোকে সে ভালবাসত, আর সে ভালবাসায় তাকে মনে রাখবে।



আরেকজন প্রেমিকা তার প্রেমিকের প্রতি ভালবাসা প্রকাশ করেছে ঠিক এই ভাষায়,



-Sleep on, beloved and take the rest. we loved you,  dear. But god love you best.



প্রিয়তমা, শান্তিতে ঘুমাও তুমি, আরামে থেকো, আমরা তোমায় ভালবাসি। কিন্তু তার চেয়ে সৃষ্টিকর্তা তোমায় বেশি ভালবাসে।



উপরের, প্রত্যক অক্ষরের সাথে মিশে আছে, কয়েকটি জীবনের আকাঙ্কা , ভালবাসা।

কত জীবন যে মিশে গিয়েছিল ২য় বিশ্বযুদ্ধে সেটা হতো কারো পক্ষে জানা সম্ভব না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.