![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে
ছোড ছোড ঢেউ তুলি পানিত
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে
যার গই কর্ণফুলী।
হে এটাই কর্ণফুলী , শেফালী ঘোষের কণ্ঠে কর্ণফুলী তার পরিচয় নতুন করে পেয়েছিল।
বারো আউলিয়ার এই দেশ এখনো তার সৌন্দর্যে সৃষ্টিকারী হিসেবে বার বার পরিচয় করেছে এই বাংলায়।
বর্ষা যখন আসে, কর্ণফুলী তখনো তার গর্জন করার সাহস রাখে, খরস্রোতের এই তীব্রতা , জলের প্রতিধ্বনিতে এখনো মিষ্ট সুরের গান মন প্রাণকে আন্দোলিত করে তুলে।
সৃষ্টিকর্তার অশেষ কৃপা, এই কর্ণফুলী এখনো বুড়িগঙ্গার মতো নর্দমায় পরিণত হই নি।
কর্ণফুলী এখনো তার গতিতে বহমান আছে,
জেলেরা এখনো মাছ ধরে, একপাশে গ্রামের পর গ্রাম, শীত এসেছে তাই এখন ধান ক্ষেত থেকে এক অপরুপ হাসির স্নিগ্ধতা একজন হিংস্র মানুষকেও সৌন্দর্যতা শিখাই, আর অন্যদিকে শহরের পর শহরের ব্যস্ততা,
আবার, দক্ষিণ দিক থেকে শত বছরের বন্দরের জাহাযের প্রতিধ্বনি সিন্দাবাদের ন্যায় মানুষকে রোমাঞ্চকর করে তুলে।
তাই তো শিল্পীরা বলে :
ছোড ছোড ঢেউ তুলি পানিত
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে
যার গই কর্ণফুলী।
এক কূলদি নগরবন্দর
আর এক কূলত সবুজ দুয়ার মাতায়
সোনালী দান(ধান) হাসে
গাছর আগাত মালখাবানু গান
মরদ ফোয়া গা’র(গায়) ফরান খুলি।
পাহাড়ি কন সোন্দরী মাইয়া
ঢেউঅর আগাত যার
সিয়ান করি উডি দেখে কানত
কানর ফুল তার নাই
যেইদিন কানর ফুল হাজাইয়ে
সেইদিনত্তুন নাম কর্ণফুলী
©somewhere in net ltd.