নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্রিয়ায় বিক্রিত মনুষ্য।

হাইড্রোক্লোরাইড এসিড

বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে  সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন  একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে

হাইড্রোক্লোরাইড এসিড › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলার, বাঙালিরা

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

বাঙালি আজ তার ইতিহাস, অহংকার, ত্যাগের নীতি ভুলে গিয়ে এক মাতাল খেলাই মেতে উঠেছে। অবাক লাগে যখন সে তার ইতিহাস, অহংকারকে তাচ্ছিল্য ভাবে গ্রহণ করে। বাঙালি জাতির চারপাশে এক কাটা তার জড়িয়ে পরেছে আর এই কাটা তার বাঙালিকে তার ইতিহাস এবং অহংকারকে ছিন্নভিন্ন করতে সাহায্য করছে। প্রতিবাদের বজ্র কণ্ঠের মুখ বন্ধ করে তারা এক মাতাল সুরে নিজেদের আবদ্ধ করে ফেলেছে।
সবার মুখে এক প্রশ্ন  "দেশ তাকে কি দিয়েছে? " এই দেশে মানুষ তাকে নাকি?"
হাইরে অভাগা জাতি এমন জঘন্য প্রশ্ন তোদের মাথাই আসে কেমনে?
কখনো একবার ভেবে দেখেছিস তুই দেশরে কি দিয়েছিস? অন্যায় দেখলে মুখ লুকিয়ে পলায়ন করিস আর তুই বলিস দেশ তোরে কি দিয়েছে? দেশ তো আমাদেরই আর তো কারো না। এই দেশ ৫২, এই দেশ ৫৮, এই দেশ ৬৬,এই দেশ ৭১, এই দেশ বঙ্গবন্ধুর।
আর এই মাটির প্রত্যক কণায় লেগে আছে ৩০ লক্ষ শহীদের রক্ত। ভারত, পাকিস্তানের মতো এই দেশ টেবিলে বসে সৃষ্টি হয় নি।
নিজ মায়ের সম্মানের রক্ষার জন্য এই বাংলা রাজপথ রক্তাক্ত করে ছিল।
এখন আরেক বার পারি না? এই বাংলার এমন এক ভোর আনতে, যে ভোরের সূর্য রশ্মিতে বাংলার মমতাময়ী সুখ,  দেশ বিরুধি রাজাকারের গন্ধ ছাড়া একটি সকাল।
অবশ্যই পারব।
সভ্যতার নির্মল পুষ্প নষ্ট হওয়ার , ছাড়পত্র হীন সূর্য কীরণ হওয়ার আগে জয় বাংলার ধ্বনিতে বজ্র কণ্ঠে আরো একবার বিদ্রোহ করতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.