নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্রিয়ায় বিক্রিত মনুষ্য।

হাইড্রোক্লোরাইড এসিড

বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে  সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন  একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে

হাইড্রোক্লোরাইড এসিড › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাত না প্রতিবাদ!!!

১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২১

বাঙালি শব্দটির সাথে প্রতিবাদী শব্দটি যদি না যুক্ত হয়ে থাকে তাহলে যেকোন প্রতিবাদের ভাষাকে ছোট মনে হবে।

একজন বাঙালি তার জীবন যুদ্ধে প্রতিবাদ শব্দটি ব্যবহার করছে সহস্র বছর ধরে।
যাই হোক প্রতিবাদ শব্দটি বা আমার প্রতিবাদের প্রথম উন্মেষ ঘটেছিল #জাফর_ইকবাল স্যারের "মোহাব্বত আলীর একদিন " বইটি যখন পড়ছিলাম। তখন আমার বয়স ছিল ঠিক ১১বছর, বয়স হিসেবে নিজের ছোট জীবনের বাইরে বাহ্যিক জীবনযাপন বা সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আমার কোন ধারণা ছিল না।
বইটি বুঝতে  যদিও অনেক সময় লেগেছিল তারপরও যেদিন বুঝেছিলাম সেদিন মুষ্টিবদ্ধ হাতগুলো কেঁপে উঠেছিল, কবি নজরুলের ভাষার মতো সংকল্প করেছিলাম
" থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে "

জগৎটা যে এত মায়ার কে বা জানত। মানুষের জীবনটা যে স্বপ্নের বাস্তব প্রতিবিম্ব আকারে প্রতিফলিত হচ্ছে, ভাবতে সত্যিই অবাক লাগে।

দিনশেষে বুঝতে পারি বাঙালি, তার নীতিকে তার ধর্মকে কবরে দাফন করে, চোখের উপর কাল কাপড় বেধে চলতে থাকে গন্ধ যুক্ত সমাজে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

পাবনার পাগল বলেছেন: বাঙালি সব কিছু করতেই পটু । কখনো বিড়ালের মত ভীতু, আবার কখনো বাঘের মত হিংস্র ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: বাঙালি, তার নীতিকে তার ধর্মকে কবরে দাফন করে, চোখের উপর কাল কাপড় বেধে চলতে থাকে গন্ধ যুক্ত সমাজে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: ঐ গন্ধ যুক্ত সমাজে আজ আমরা নিকৃষ্ট জীব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.