![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে
- ঐ দোস কি অবস্থা ?
হেব্বি একটা গান ডাউনলোড করছি ,
পুরাই পাঙ্কা।
-ভালা লাগতাছে নারে , গোবিন্দ
হাওলাদার মারা গেছে।
- ওমা, ইনি কে?
এবং আমি - মাথা নিচু করে মাটির
দিকে তাকিয়ে।
স্বাধীনতার ৪৩ বছর কেটে গেছে, 1g,
2g, এবং সবশেষে আমরা 3g
যুগে চলে এসেছি।
দেশে 3g যুগের পুলাপানের অভাব
নাই।
3g অর্থাৎ 3 জাতের goat ( ছাগল) ।
দেশে আজ ৩ জাতের ছাগল বিদ্যমান।
★১ম জাতের ছাগল :
নিজেরে বিপ্লবী ভাবে,
বুকে পিঠে চে গুয়েবারার
ছবি নিয়া ঘুরে, A to Z
কিভাবে জন্মাইছে,
কেমনে মরছে গলগলাইয়া বলতে থাকে।
কিন্তু তারে যদি বলা হই
বীরশ্রেষ্ঠ ৭ মুক্তিযোদ্ধার
ডিটেএলস বলেন?
তিনি প্যালপ্যালাইয়া থাকাই
থাকেন।
★২য় জাতের ছাগল :
ত্যানারা তো একেবারে পাক বীর্য
থেকে তৈরি, নতুন নতুন ইতিহাস
তৈরি করে মুখে ফ্যানা তুলে ফেলেছেন।
দেইল্লা রাজাকারের বয়ান
শুনে নিজেরে আজ
জেহাদি হিসাবে পরিচত দিতে শুরু
করেছে। অথচ বীথির নামাযের নিয়ত
জিগ্যাস করলে ত্যানে খুব সাধু!!
★৩য় জাতের ছাগল : এই জাতের ছাগল
খুবই কমন, সানিলিয়নের বেবী ডলের
সাথে কোমড় দোলাইয়া নাচবে 3g
স্পিডে,
3g স্পিডে চটি বই গুগলে চার্চ
দিবে, কিন্তু
একটা মুক্তিযোদ্ধার
কাহিনী সার্চ দিতে বললে, খুব
পেইন লাগে তার।
মাটির নিচে আমাদের
মাটি পেয়েছি,
একটা পতাকা এবং একটা লাল
সবুজে মাখা ইতিহাস।
উপরোক্ত কাহিনী সম্পুর্ণ
কাল্পনিক,
আসলে আমরা ( আমি নিজেও) আজ
আমাদের রক্তমাখা জীবনের ৭১
ভুলে গিয়েছি, গোবিন্দ
হাওলাদারকে চিনছি না, আমাদের
মতো অভাগা জাতি আর একটি নেই।
তার সে গানের
সুরে সবাইকে একটি কথা বলি,
"মোরা ১টি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ
করি"
এই যুদ্ধ এবার হবে সেই রাজাকারদের
বিরুদ্ধে,
এবারের যুদ্ধ হবে দেশকে নতুন
করে স্বাধীনতার রঙিন স্বপ্ন
দেখার।
জয় বাংলা
©somewhere in net ltd.