নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্রিয়ায় বিক্রিত মনুষ্য।

হাইড্রোক্লোরাইড এসিড

বিক্রিয়ায় বিক্রিত একটি মনুষ্য আমি। মনুষ্য হয়ে জন্মেছি মনুষ্যকে ভালবেসে বরণ করে বেঁচে আছি।সৃষ্টিকর্তার লীলায় ঘেরা এই পৃথিবীতে,রোজ সকালে যখন প্রাকৃতিক নেশাগ্রস্থ অবস্থায় চোখ মিট মিট করে  সৃষ্টির দিকে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখার মনটি এখনো নুয়ে পরে নি। সৃষ্টিকর্তা আমাকে আরোও একবার সৃষ্টির স্বাধ নেওয়ার সুযোগ দিয়েছেন।অলস দুপুরে ঘামের পানি গুলো টপ টপ করে তখন  একটু ছায়ার আশায় নিবৃত্ত থাকি , বটতলায় দাড়িয়ে থাকা শিশু গাছটি তার ঢাল পাতা দিয়ে আমায় সূর্যি মামার রাগান্বিত রুপ থেকে রক্ষা করে।দিনশেষে আমরা সবাই একা, সূর্যি মামাও তার কোমল রুপে আমাদের ত্যাগ করে । জীবন জাগ্রত থেকে জাগ্রত হই স্বপ্ন দেখার।হইতো বা দুনিয়ার পাঠশালার সাথে সামলে নিতে না পেরে এই এসিড একদিন উবে যাবে।হইতো বা দুনিয়ার এই এসিডের বিক্রিয়া সকল বিক্রিয়া শেষ হয়ে যাবে। সবই আমরা সৃষ্টির লীলা খেলায় বেঁচে থাকার তীব্র চেষ্টায় উজ্জীবিত থাকি এক সত্যেকে আঁকড়ে ধরে

হাইড্রোক্লোরাইড এসিড › বিস্তারিত পোস্টঃ

স্লোগানটি

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৬

যখন আমি "জয় বাংলা " স্লোগান দিতে চাই,
তারা বলে আমি > হিন্দু!

যখন আমি " জয় বাংলা " স্লোগান দিতে চাই,
তারা বলে আমি > নাস্তিক!

যখন আমি "জয় বাংলা " স্লোগান দিতে চাই,
তারা বলে আমি > ভারতের দালাল!

ঘটনা:

উত্তাল ফেব্রুয়ারি, ২০১৩। রাজাকারের ফাসির জন্য রাত দিন এক করে স্লোগান দিয়ে যাচ্ছি একটাই " জয় বাংলা "। 
মুক্তিযুদ্ধ দেখে নি তাতে কি হয়েছে? 
মায়ের জন্য বাংলার ছেলেরা রাজপথ লাল রঙে  অলঙ্কিত করেছে,
আর আমরা কি " জয় বাংলা " স্লোগানে রাজপথ কাঁপাতে পারি না!

মুষ্টি বদ্ধ হাতে নেমে এসেছিল তারুণ্য।  সেদিন তারুণ্যর দেখা হয়েছিল রাজপথে,
আর দেশকে নতুন ভাবে ভাববার সময় এসেছিল " জয় বাংলার " সুরে।

ইতিমধ্যে অদ্ভুত কিছু শব্দের সাথে পরিচত হচ্ছি। যেমন : রাজাকারের ফাসির কথা বললে আমারে নাস্তিক নামে অভিহিত করা হচ্ছে।

প্রথম যেদিন নাস্তিক শব্দটি বুঝতে পারি সেদিন বুঝতে পেরেছি ধর্ম ব্যবসায়ীরা এখনও বাংলার মাটিতে বাস করছে।

২০১৩ সালে ফেব্রুয়ারি মাসে কোন একদিন, বিকালে আমি আসরের নামায পরে বের হচ্ছি হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠল " নাস্তিক কেমনে নামায পরে "
নাস্তিক শব্দটা যখন আমার দিকে তাক করলো তখন নিজেরে এত অসহায় রাখলো যেটা লিখার মতো ভাষা আমার নাই। আমি সেদিন ঐ বন্ধুর প্রশ্নের উত্তরে বলেছিলাম, আমি আল্লাহর ইসলাম পালন করি জামাতি ইসলাম না।

সেদিন বুঝতে পেরেছি ৭১ এ ধর্ম ব্যবসায়ীরা যা করতে পারে নাই সেটি করতে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত।

জয় বাংলা স্লোগান কি সাধারণ ২টি শব্দ? না এই ২টি শব্দে রয়েছে বাঙালির রক্তিম ইতিহাস।
যে স্লোগানে আমরা পেয়েছি অপার স্বাধীনতা শুধুই জয় বাংলার স্বাধীনতা।

৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর ঐ দানবগুলোর কালো হাত  আবার বাংলাকে আকড়ে ধরে।
দেশে এমনও অবস্থা গিয়েছে মুক্তিযোদ্ধারা পালিয়ে বেড়াতে হয়েছে আর ঐ দানবরা বুক ফুলিয়ে হাটতে থাকে।

কিন্তু রাত শেষে যে ভোর হই এবং সূর্য দেখাই তার রক্তিম আলো।
"জয় বাংলা " স্লোগান শেষ হই নি, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই স্লোগানা রক্ষা করা আমার, আপনার সকলের কর্তব্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ''জয় বাঙলা'' স্লোগানটি কার জানেন?

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৩

হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: অবশ্যই বীর বাঙালির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.