নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

০-----০-----০

রক্ত গরম

দেশ নিয়া উলটাপালটা কথা শুনলে রক্ত গরম হইয়া যায়, কিন্তু কিছু করতে পারিনা :(

রক্ত গরম › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ এর কবিতা

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:১৫

প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ



এই লাইন এর কবিতার নাম কি ?

কেউ জানলে জানাবেন প্লিজ~~~~~~~~~~~~~~~~

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২৩

স্বপ্ন ছায়া বলেছেন: বিশ্বাস করেন ভাই
অনেক দিন ধরে আমিও খুজতেছি।
আপ্নে পাইলে আমারে আওয়াজ দিয়েন পিলিচ

২| ২৮ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

তেপান্তর মন বলেছেন: ভাই এইটা আলাদা কোন কবিতা না। এইটা রবিন্দ্র রচনাবলীর "নাট্যগীতি" এর ১১৫ নং নাট্যগীতি। এইটা অইভাবে আলাদা কোন নাম নাই। ১১৫ নং নাট্যগীতি সম্পূর্ণতা এইরকম।

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়
বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।
আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে–
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।
মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২০

রক্ত গরম বলেছেন: তেপান্তর মন ভাই , আপনাকে অনেক ধন্যবাদ ।
:) :) :)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

বহুরুপি জীবন বলেছেন: ভাই এইটা আলাদা কোন কবিতা না।
এটা শেষের কবিতার ভিতর আছে ।শেষের কবিতা কবিতার বই না জানেন তো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.