![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইনে টাকা ইনকাম করা যায় এ কথাটি নিশ্চয়ই আগে আরো অনেকবার শুনে আসছেন! কেউবা মূহুর্তে বিশ্বাস করছে, আর কেউ কেউ এটাকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছে।
তবে, সত্য কথা হলো অনলাইনে একদিনেই কোটিপতি হওয়ার সিস্টেম যেমন নেই, তেমনিভাবে অনলাইনে অন্যদিকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করারও যথেষ্ট সুযোগ রয়েছে।
যদি কেউ আপনাকে বলে যে, অনলাইনে একদিন কাজ করেই কোটিপতি হয়ে যাবেন! নিশ্চিত ভেবে নিন সে প্রতারক। আর কেউ যদি বলে অনলাইনে টাকা ইনকাম করার কোন সুযোগই নাই তাহলে আমি মনে করি সে অনলাইনের “অ” টাও বুঝে না।
অনলাইনে টাকা ইনকাম করার অনেকটি দিক রয়েছে। তারমধ্য অন্যতম কয়েকটি সহজ সরল কিছু দিক নিয়ে আমি নিচে আলোচনা করবো।ইনশাল্লাহ
আশা করি ধৈর্য সহকারে পড়ে যে কোন একটা দিক দিয়ে শুরু করবেন।আপনার জন্য অগ্রীম শুভ কামনা।
ব্লগিং
ব্লগিং বা ব্লগ সম্পর্কে যাদের ধারণা নাই তারা পড়ে দেখুন ব্লগ বা ব্লগিং কি?কিভাবে ব্লগ তৈরি করতে হয় । আর যদি ব্লগ সম্পর্কে ধাারণ থাাাকেক তাহলে জেনে নিন কিভাবে ব্লগ তৈরি করে টাকা ইনকাম করা যায়।
অনলাইনে টাকা ইনকাম করার অন্যতম এবং জনপ্রিয় সরল মাধ্যম হলো ব্লগিং। ব্লগ বা দিনলিপি আমরা অনেকেই সখের বসে খুলে থাকি।কিন্তু আমরা জানি না কিভাবে ব্লগ দ্বারা টাকা ইনকাম করা যায়!
ব্লগের মাধ্যমে ৩/৪ প্রকারের ইনকাম করা যায়।তারমধ্যে অন্যতম মাধ্যম হলো “গুগল এডসেন্স” মনে করুন আপনি একটি ব্লগ তৈরি করছেন যার নাম দিয়েছেন “দৈনিক মতামত” এখানে আপনি মানুষের জন্য হেল্প ফুল পোস্ট করেন তাই মানুষ সাইটটি নিয়মিত ভিজিট করে।তার মানি হলো সাইটটি জনপ্রিয়! আর আপনার সাইটটি যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন আপনি কয়েক রকমে টাকা ইনকাম করতে পারবেন স্বাভাবিক ভাবে।আমি নিচে
আপনার ব্লগে যখন ভালো মানের কয়েকটি পোস্ট করবেন তখন গুগল এডসেন্স এর জন্য আবেদন করুন।দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই গুগল রিভিউ করে এক্সিভ করে নিবে।আর যখন গুগল এডসেন্স এপ্রুভ হবে তখন গুগল আপনার সাইটে বিভিন্ন এড দিবে।আপনার কোন ভিজিটর যদি এডে ক্লিক করলে 0.02$ থেকে শুরু করে 2$ পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আপনার সাইটটি যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন বিভিন্ন কোম্পানি আপনাকে তাদের স্পনসর হিসাবে দেখতে চাইবে। অর্থাৎ আপনি তাদের কোম্পানির নামে একটি ভালো মানের সুপারিশ করবেন, যার বিনিময়ে তারা আপনাকে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০/২০ হাজার টাকা পর্যন্ত হয়তো দিয়ে থাকবে।
আপনি আপনার ব্লগে আপনার এ্যপালিয়েট লিংক ব্যবহার করেও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
কনটেন্ট রাইটিং
অনেকেই আছে যাদের লেখালেখির হাত খুব নিখুঁত। তার জানা বিষয় গুলো সাবলীল ও সহজ সরল ভাষায় উপস্থাপনা করতে পারে তাদের জন্য রয়েছে অনলাইনে টাকা ইনকাম করার অন্যতম একটি সুযোগ। আর যদি নির্দিষ্ট ক্যাটাগোরির উপর অভিজ্ঞ হয় তাহলেতো কোন কথাই নাই।
অনেক ব্লগার তাদের সাইটের জন্য কনটেন্ট রাইটার খুঁজে থাকে।তাই আপনার লেখার হাত যদি ভালো থাকে তাহলে প্রথমে যে সাইট গুলো পোস্ট করার সুবিধা দেয় যেমন- দৈনিক মতামত ও প্রযুক্তি বাংলা ইত্যাদিতে লেখালেখি করতে পারেন।অথবা আমার এই সাইটটিতেও লিখতে পারেন।দেখবে ব্লগাররা এবার আপনার পিচেই দৌড়বে। অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন।আমিও আপনাকে লেখার বিনিময় টাকা দিব।
ইউটিউব
অনলাইনে আয় করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও প্রসিদ্ধ সিস্টেম হলো ইউটিউব। যাদের লেখার হাত অত ভালো না।তবে, উপস্থাপনা ও সম্পাদনা সুন্দর তাদের জন্য অনলাইনে টাকা ইনকাম করার জন্য ইউটিউব হলো একদম পারফেক্ট।
প্রথমে ফ্রি একটি ইউটিউব চ্যানেল খুলুন।তারপর মানুষ যে সব বিষয়ের ভিডিও দেখতে আগ্রহী শুধু মাত্র সে সব বিষয়ের ভিডিও আপলোড করুন, তাহলে মানুষ তা দেখবে এবং সাবস্ক্রাইব করবে। আর আপনাকে আপনার চ্যানালের সাবসক্রাইবার ও ভিডিও দেখার সময় হিসাবে গুগল অর্থ প্রদান করবে।
তাছাড়া ইউটিউব থেকেও গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। কয়েকটি ভালো মানের ভিডিও আপলোড দিয়ে এডসেন্সের আবেদন করলেই দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই গুগল রিভিউ করে এক্সিভ করে নিবে।আর যখন গুগল এডসেন্স এপ্রুভ হবে তখন গুগল আপনার সাইটে বিভিন্ন এড দিবে।আপনার কোন ভিজিটর যদি এডে ক্লিক করলে 0.02$ থেকে শুরু করে 2$ পর্যন্ত ইনকাম করতে পারবেন
ডাটা এন্ট্রি জব
ডাটা এন্ট্রি জব হলো মূলত ক্যাপশা যোগ করার একটি সিস্টেম। বিভিন্ন সময় বিভিন্ন কারনে বিভিন্ন কোম্পানি এই ধরনের ক্যাপশা যোগ করায়।এবং প্রতিটি শুদ্ধ ক্যাপশার জন্য 0.004$ করে দিয়ে থাকে।
তবে বর্তমানে অটোমেশিনের কারণে এসব কামের চাহিদা কম।তারপরও ফ্রিল্যান্সিং সাইটে এসব কাজ পর্যাপ্ত পরিমান পাওয়া যায়।তাই যারা দ্রুত টাইপিং করতে পারেন তারা ডাটা এন্ট্রি জব এর কাজটি করে দেখতে পারেন।
পিটিসি সাইট
পিটিসি হলো কিছু ওয়েবসাইট আছে যে গুলোর এড দেখলে তারা আপনাকে টাকা দিবে।এরকম সাইটগুলো পিটিসি সাইট বলা হয়। তবে, অবশ্যই এরকম সাইট গুলোতে প্রবেশ করতে প্রথমেঔ টাকা দেওয়া লাগে।তাই এরকম সাইট গুলো বেশির ভাগই ভুয়া ও প্রতারক হয়।এ কারণে পিটিসি সাইট গুলোতে প্রবেশ করে দেখে-শুনে জেনে-বুঝে প্রবেশ করুন।
জিপিটি সাইট
Get Paid to বা GPT জিপিটি সাইটে কাজ করেও টাকা ইনকাম করা যায়। জিপিটি সাইট হলো পিটিসি সাইটের মতই।তবে, পিটিসি সাইট থেকে অনেকটাই ভিন্ন ও ইনকামও বেশি। কেননা, পিটিসি সাইটে শুধু মাত্র অ্যড ক্লিক করে টাকা ইনকাম করা যায়।আর জিপিটি সাইট শুধু মাত্র অ্যাডে সীমাবদ্ধ নয়।
জিপিটি সাইটে একাউন্ট খুললে তারা আপনাকে অনেক গুলো কাজ যথা-ইমেইল পড়তে দিবপ, অথবা অ্যাড ক্লিক করতে দিবে, বা ছোট টাস্ক, অথবা ভিডিও দেখা, গান শুনা, ওয়েবসাইট ভিজিট, অনলাইন সার্চ, ফেসবুক পেজ লাইক করা, টুইটার ফলো করা ইত্যাদি আরো কত কি কাজ দিবে।
আপনি ভালো করে মনোযোগ সহ কাজ করলে প্রতিদিন নিম্নে ২ থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ ডলার ইনকাম করতে পারবেন। ইনশাআল্লাহ
শোশাল মিডিয়া
শোশাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক,টুইটার ইত্যাদি শুধু শুধু সময় লস্ করার জন্য নয়।এগুলোর মাধ্যমে টাকাও ইনকাম করা যায়।
ফেসবুকে বিভিন্ন কোম্পানির পণ্য প্রচার করে টাকা ইনকাম করতে পারবেন।এবংhttp://shopo.com.bd থেকেও একটি ফ্রি একাউন্ট খুলে তাদের পণ্য ফেসবুকে বিক্রয় করেও কমিশন পাবেন।তাছাড়াও কিছু কোম্পানি আছে যারা শুধু মাত্র কোম্পানির পণ্য প্রচার করলেই টাকা দিয়ে থাকে।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল সহকারী
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো স্ব শরীরে উপস্থিত না থেকেও অনলাইনে সহকারী হিসাবে কাজ করা। অর্থাৎ আপনি কোন কোম্পানি/ব্যক্তির সহকারী হিসাবে কাজ করবেন অনলাইনের মাধ্যমে।
আপনাকে যে সব কাজ দিতে পারে তা হলো – উপদেষ্টা, ওয়েব ডিজাইনার, ফিলিন্সার, গ্রাফিক্স ইত্যাদি ।
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটই হলো বর্তমান অনলাইনে টাকা ইনকাম করার জনপ্রিয় সিস্টেম। আপনি যদি ধৈর্য বান হোন তাহলে অ্যামাজন, আলিবাবা ইত্যাদি সাইটের পণ্য প্রচার করে টাকা ইনকাম করতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এ বেশি ইনকাম ও বেশি জনপ্রিয় হওয়ার কারন হলো বর্তমান বিশ্বে মানুষ অনলাইনে শপিং করতে অভ্যস্ত হয়ে পড়ছে,এবং দিন দিন তাদের চাহিদা প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে।
অনলাইন জরিপ
জরিপে অংশ গ্রহণ করে টাকা ইনকাম করতে পারবেন। ইন্টারনেটে জুড়ে এমন হাজারো সাইট রয়েছে যে গুলো বিভিন্ন কোম্পানি ও অ্যাপ অথবা পণ্যের জরিপ নিয়ে থাকে। প্রতিটি জরিপে ২০/৩০ মিনিট সময় নিয়ে আপনাকে কিছু প্রশ্নের উঃ দিতে হবে।যার বিনিময়ে তারা আপনাকে ১ ডালার থেকে শুরু করে ২০ ডলার পর্যন্ত প্রদান করতে পারে।
এন্ড্রয়েড মুবাইল
আপনি সারাদিন অযথাই মুবাইলে ফেসবুক ও গেম খেলে সময় কাটান! অথচ আপনি জানেন না যে, ফেসবুক ও এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করা যায়? তাহলে প্রাথমিক ধারণা নিন।
ফেসবুকে যদি আপনার একটি পেজ থাকে এবং ওই পেজে ১০০০+ লাইক থাকে।তাহলেই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনাকে ফেসবুকে সর্বনিম্ন ৩ মিনিটের ভিডিও আপলোড করতে হবে।সর্বশেষ ৬০ দিনে আপনার সর্বমোট ভিডিও মিলয়ে যদি ৩০০০০+ দর্শক হয় তাহলে আপনার ভিডিওতে এড শো করবে।এবং তার বিনিময়ে ফেসবুক আপনাকে টাকা দিবে।
প্লে স্টোরে এমন হাজারো অ্যাপ রয়েছে যে গুলো আপনাকে কিছু কাজ দিবে। যার বিনিময়ে তারা আপনাকে ১ ডলার থেকে শুরু করে ১০০ ডলারও বেশি প্রদান করতে পারে।কেউ কেউ বিকাশ দিয়ে টাকা উঠানোরও সিস্টেম করেছেন।
সূত্রঃ অনলাইনে ইনকাম করার গোপন ট্রিক
©somewhere in net ltd.