![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hello There! Welcome to The Bangla Blog of Koushik Raj (Halim Mazi Koushik)
ছেলেঃ চাকুরী করবেন?
মেয়েঃ নাহ!
ছেলেঃ তাহলে কোচিং করেন কেন?
মেয়েঃ এমনিতেই।
ছেলেঃ কোন দপ্তরে আবেদন করেছেন?
মেয়েঃ চাকুরী যেহেতু করবোনা আবেদন করে কী হবে?
ছেলেঃ ওহ হ্যাঁ, তাও ঠিক।
(সংক্ষেপিত)
অথচ মেয়েটি প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে শুরু করে রূপালী ব্যাংক লিমিটেড, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, এনটিআরসিএ, বিসিএস, পিএসসি নন-ক্যাডার ইত্যাদি আরো কত কী দপ্তরে চুপি চুপি (তলে তলে) আবেদন করেই যাচ্ছে।
'যদি লাইগ্যা যায়' ভেবে।
মেয়েটি ছেলেটিকে মিথ্যা বলে।
এদিকে মেয়েটার উদ্দেশ্য একটাই-
এত কষ্ট করে, এত্ত লেখাপড়া করে, এত্ত বিশাল কোচিং করে, গভীর রাত জেগে ইমো, হোয়াটসএপ, ম্যাসেঞ্জারে ইত্যাদিতে গ্রুপ স্ট্যাডি (গ্রুপ স্ট্যাডির নামে কত কী) করে যদি চাকুরী-ই না করি?
কী লাভ??
অন্যদিকে ছেলেটির মনে এ নিয়ে কোন হিংসা-বিদ্বেষ, আফসোস দুঃখ-কষ্ট কিছুই নেই। এমনকি মেয়েটি যদি ছেলেটির চেয়ে অনেক দামী (বিসিএস) চাকুরী পায়ও।
তবুও ছেলেটি বলবে-
ফি আমানিল্লাহ! হয়ে যেতেও তো পারে। কোচিং করা ছাত্রী বলে কথা। হোক না ক্ষতি কী?
তবে কেন, কীসের জন্য এবং কার জন্য এ সুমিষ্ট মিথ্যা বলা??
-মু. আবদুল হালিম মাঝি (কৌশিক)
একজন পরোক্ষ বেকার।
০২/০৮/২০১৭ খ্রিঃ
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজেও কি মিথ্যার উপর ভর করে চলছেন?