নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।\"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

হামীম প্রসেস

হামীম প্রসেস › বিস্তারিত পোস্টঃ

সমাজ আমাকে ভুলটা আসল ভাবতে শিখিয়েছে পার্ট-১

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

চাপাতি কল্যান সংস্থার যে উন্নয়ন হয়েছে সেরকম উন্নয়ন আইন শৃঙ্খলা বাহিনীর হয়নি ।

আসল আসামি ধরতে দেরি হোক তবুও আসলটাকে ধরেন ।আসামিকে এমন ভাবে উপস্থাপন করিয়েন না যাতে জনমনে সন্দেহ হয় ।নিরাঅপরাধ কোন ব্যাক্তিকে কিভাবে নির্যাতন করে মিথ্যা শিকারক্তি করিয়ে নেওয়া হয় সেটা মানুষ জেনে গেছে ।এখন কোন কুখ্যাত আসামি ধরা পড়লেও কারো তেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না ।কারন সন্দেহ থেকেই যাই কুখ্যাত না সুখ্যাত ব্যাক্তিকে আসামি সাজানো হয়েছে ।

পক্ষান্তরে, আসল আসামিরা আরো গতিশীল হয়ে পড়ছে কারন তারা এটা বুঝে গেছে যে খুন আমরা করলেও আসামি অন্য জনকে করা হবে ।এ ধরনের নিশ্চয়তা থেকেই আজ চাপাতি সন্ত্রাসিদের অগ্রগতি সম্ভব হচ্ছে ।
আমি এ বলতে চাচ্ছি না যে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেনা ।চেষ্টাতো তারা করছেই কিন্তু জনপ্রিয়তা অর্জন, স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে তাড়াহুড়া করে ভাল কাউকে দোষী না করে তারা যেন দেরিতে হলেও আসল আসামি ধরে আইনের আওতায় বিচার করেন ।

টকশো নামের মিথ্যা শো অনেক দেখছি বহুবার দেখছি, তখন মনে করতাম এটা সমস্যা সমাধানের একটা আলোচনা অনুষ্ঠান কিন্তু আসলটা জানলাম পরে ।ঐটা টকশো নামে নিজ পক্ষে টানাটানির মিথ্যা প্রতিশ্রতি ও ধোকাবাজি শো মাত্র ।এতে না আছে নিরপেক্ষতা না আছে কোন পক্ষের সম্যাসার সমাধান ।সুশীল নামধারী কিছু জন্মগত সামাজিক ভাইরাস আসে তাদের ভাইরাস ব্রেক আউট করতে ।
.
ভুলটা আমাদের আমরা যাকে যে নামে চিনি আসলে তিনি তা নন ।আমাদের সমাজই ভুলটাকে আসল ভাবা শিখিয়েছে ।সু-চিন্তাশীল বর্হিবিশ্বে বসবাস করে এই শংকর বাঙ্গালীতে নয় ।
.
নিরপেক্ষ হোন আসলটা চিনতে পারবেন তানাহলে শত শত ডিগ্রি অর্জন করেও মুর্খ হয়ে মারা যাবেন ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.