নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।\"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

হামীম প্রসেস

হামীম প্রসেস › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট VS মানুষের জীবন

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

ক্রিকেট ভক্তের দেশ বাংলাদেশ ।বাংলাদেশ যখন ক্রিকেট খেলায় জয় লাভ করে তখন আমরা খুব উচ্ছ্বসিত হয় ।কিন্তু আপনি কি জানেন ক্রিকেট খেলার সাথে মানুষের জীবনের অনেক মিল রয়েছে ।একজন ব্যাটসম্যানকে আউট করবার জন্য অনেক ফাঁদ বা পদ্ধতি রয়েছে যেমন ক্যাচ আউট, বোল্ট আউট, রান আউট, এলবিডব্লিউ স্টাম্পিং ইত্যাদি ।আর মানুষের জীবন পৃথিবী থেকে আউট হয়ে যাবার জন্য পৃথিবীতে অনেক ফাঁদ পাতা রয়েছে যেমন বিভিন্ন ধরনের এ্যাকসিডেন্ট ছাড়াও বিভিন্ন ধরনের মারাত্মক রোগ রয়েছে যার যেকোন একটির কারনে মৃত্যু হতে পারে ।একজন ব্যাটসম্যান টিকে থাকার চেয়ে আউট হওয়ার ফাঁদই বেশি ।তেমনি একজন মানুষ যে পৃথিবীতে এখনও বেঁচে আছে এটাই আশ্চর্যজনক, মৃত্যুটায় স্বাভাবিক ।কারন আপনাকে বেঁচে থাকতে হলে মৃত্যুর সকল ফাঁদ এড়িয়ে আপনাকে বেঁচে থাকতে হবে ।একজন ব্যাটসম্যান যদি অনেক বল খেয়ে কম রান করে তাহলে আমরা তাকে ধীর গতির ব্যাটসম্যান বলি এসব ব্যাটসম্যানকে কেউ পছন্দ করেনা তারা তাদের টিমের জন্য ভাল অবদানও রাখতে পারেনা।তেমনি একজন মানুষ যে শুধু বেঁচে থাকে তেমন কোন সৃজনশীল কাজ করেনা ঠিক সেই ধীরগতির ব্যাটসম্যানের মত তাদের জীবনে কোন উন্নতি হয়না ।এসব মানুষদের কেউ পছন্দ করেনা এরা দেশ ও জাতির জন্য বোঝাস্বরুপ ।আবার যেসব ব্যাটসম্যান ফোর ছক্কা হাকায় তাদেরকে আমরা দ্রুতগতির ব্যাটসম্যান বলি এদেরকে সবাই পছন্দ করে ।আবার এরা ভাল খেলার প্রতিদান স্বরুপ মানুষের ভালবাসা ছাড়াও বিভিন্ন ধরনের পুরুষকার পেয়ে থাকে ।এদেরকে সবাই মনে রাখে ।তেমনি একজন মানুষ যারা কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতির উচ্চশিখরে উঠে যায় তাদের সবাই গুনগান গায় তাদেরকে সবাই পাছন্দ করে এবং পরিশেষে এরা দেশ ও জাতির অহংকারে পরিনত হয়। কিন্তু আপনি কি জানেন ক্রিকেট খেলার সাথে মানুষের জীবনের একটা অমিল রয়েছে ।ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান খারাপ খেললে বা শুন্য রানে আউট হলেও হয়ত বা পরবর্তী ম্যাচে রান করার সুযোগ পেলেও পেতে পারে ।কিন্তু একজন মানুষের মৃত্যু ঘটলে তার আর ভাল বা খারাপ কোন কিছুই করার থাকে না। একজন মানুষ ভাল কাজ করলে বিধাতা তাকে প্রতিদানস্বরুপ জান্নাত দান করবেন আর খারাপ কাজ বা বিধাতার হুকুম পালন না করার জন্য বিধাতা তার জন্য বরাদ্দ রেখেছেন ভয়ংকর জাহান্নাম তাই আসুন মৃত্যু হওয়ার আগে আমরা ভাল কাজ করি , বিধাতার হুকুম মেনে চলি তাহলে ভাল কাজের প্রতিদানস্বরুপ বিধাতা যে চিরশান্তির স্থান জান্নাত আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন তা অর্জন করার চেষ্টা করি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.