নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত কারাগার

অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজতে চাই, নিজেকে জানতে চাই, নিজের পথে চলতে চাই ।

হাম্মাদ সেজুল

অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজতে চাই, নিজেকে জানতে চাই, নিজের পথে চলতে চাই ।

হাম্মাদ সেজুল › বিস্তারিত পোস্টঃ

চেতনায় ৭১ (পর্ব-১)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০





১৯৭১ সালের মার্চ মাস । সারা পূর্ব বাংলা আন্দোলনে উত্তাল । ঢাকার রাস্তায় প্রতিদিন জোয়ারের মত মানুষ নেমে আসে । বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন । জয় বাংলা ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস ।

দরিদ্র বাবার মেয়ে সুমিত্রাও যোগ দিয়েছে সেই আন্দোলনে । সুমিত্রার বাবা সতেন্দ্র একটি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক । সুমিত্ররা দুই বোন এক ভাই । সুমিত্রা সবার বড়, আর ভাই ইন্দ্র সবার ছোট । তারা ঢাকার বনেদি পরিবার । দেশ বিভাগের সময় অনেক স্বজন ওপার বাংলায় পাড়ি জমালেও যেতে পারেননি সুমিত্রার বাবা সতেন্দ্র । মাটির ঠানে থেকে যান জন্মভূমিতে । তাদের পরিবার যে খুব সচ্ছল তা নয় । বাবার একার আয়ে চলে পাঁচ জনের সংসার । অন্যদিকে ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে কাজ করায় গত দুই মাস ধরে বেতন দিচ্ছে না সামরিক জান্তারা । এদের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রতিদিন বিক্ষোভে অংশ নেয় সুমিত্রা । পাকিস্তান সরকারে বিরুদ্ধে শ্লোগান দেয় । একাজে তাকে উৎসাহ দেয় তার অন্তরঙ্গ বন্ধু সেলিম । তারা উভয়ে কাঁধে কাধ মিলিয়ে বিক্ষোভে অংশ নেয়, বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ শুনে দ্বিগুণ উৎসাহে এগিয়ে যায় ।



১৯৭১ সালের ২৫ মার্চ, বৃহস্পতিবার । ঢাকার অবস্থা থমথমে । যেকোনো সময় বিস্ফোরণের আশংকা । সেলিম সুমিত্রাকে নিয়ে নিরাপদে চলে যেতে চায় । কিন্তু সুমিত্রা নারাজ । সেলিম চায়না সুমিত্রা কোন বিপদে পড়ুক । এমতাবস্থায় বঙ্গবন্ধুর গাড়ি ৩১ নম্বরে ঢুকে । সুমিত্রা বঙ্গবন্ধুর কাছে যেতে চায় । কিন্তু সেলিম মানা করে । সুমিত্রা সেলিমকে রেখেই চলে যেতে প্রস্তুত হয় । সুমিত্রার পেলব চেহারা, নিটোল ভরাট বুক, জেন স্বর্গের অস্পরা । সেলিমের চোখ জুড়িয়ে যায় । সেলিম আর মানা করে না ।

তারা চলে যায় বঙ্গবন্ধুর বাড়িতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.