নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অজানা ভুবনে!

হাসান যোবায়ের

ফেসবুক এ আমি ..facebook.com/hasan.jubair1 বাংলা ভিডিও টিউটোরিয়াল www.projuktiteam.com

হাসান যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সেরা ৫ এ্যানিমেশন মুভি !

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৪

আমি সাধারনত টেকি পোষ্ট করি (ব্যর্থ চেষ্টা)। তারপরেও আজকে একটা মুভি বিষয়ক পোষ্ট দিলাম। আমি সব ধরনের মুভিই পছন্দ করি। তবে আজকে শুধু এ্যানিমেশন মুভি নিয়ে বলবো।



একান্তই ব্যাক্তিগত পছন্দের তালিকা। তাই দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না।



১: WALL.E





আমার দেখা সেরা একটা এ্যানিমেশন মুভি। যারা এ্যানিমেশন মুভি পছন্দ করেন না তাদের কাছে আমার অনুরোধ একবার হলেও এ মুভিটা দেখবেন। রোবট নিয়ে জটিল একটা কাহিনি।



২: Kung Fu Panda



এ্যানিমেশন দিয়েও যে খুব ভাল এ্যাকশন মুভি বানানো যায় তার জলন্ত প্রমান এ মুভিটি।



৩:Ratatouille



ইঁদুর যে মানুষের ক্ষতি করে তা ভুল প্রমানিত করে অসাধারন কাহিনী নিয়ে এ মুভিটি।



৪: Cloudy with a Chance of Meatballs



এমন যদি হয় আকাশ থেকে খাবার বৃষ্টির মত পড়ছে আর সবাই তা খোলা আকাশের নিচে বসে খাচ্ছে তাহলে কেমন হয়? এই মুভিতে এটাই ঘটেছে।



৫: Mary and Max



সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ছবি। আমার পরামর্শ থাকবে এ মুভিটা দেখার সময় সাবটাইটেল ব্যবহার করা। ঠান্ডা মেজাজে মুভিটা দেখলে নিশ্চিত ভাল লাগবে।



এছাড়াও আরও অনেক ভাল এ্যানিমেশন মুভি আছে। যেমন

Ice age

Toy Story

Up

Finding Nemo

Monsters.Inc ইত্যাদি ইত্যাদি।

মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০১

টিপস ম্যান বলেছেন:

Superhit Animation Movie Ever
"Finding Nemo" কই?????????????????????? গরগরগরগরগরগরগরX((X((X((X((X((X((

রাগ করছি :((:((:((

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৪

হাসান যোবায়ের বলেছেন: ভাই রাগ কইরেন না। এড করে দিলাম। :)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৪

কাউসার রুশো বলেছেন: ম্যারি এন্ড ম্যাক্স ছাড়া সবগুলো দেখা। সবগুলাই জোশশশশশশশশশ। :)
আপনার সঙ্গে পছন্দ মিলছে ++++
bt Finding Nemo কই??

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৫

হাসান যোবায়ের বলেছেন: Finding Nemo অনেক আগে দেখেছি তাই মনে ছিল না। এখন যোগ করে দিলাম।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৮

নতুন বলেছেন: Finding Nimo .... can come in top 5...

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৫

হাসান যোবায়ের বলেছেন: :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৮

অসি বলেছেন: Horton Hears a Who!

এইটা দেইখেন..........

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৬

হাসান যোবায়ের বলেছেন: অল্প দেখছিলাম। এখন পুরাটা দেখব। :P

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: WALL.E এর কোন রিজিউম সার্পোট ডাউনলোড লিংক দিতে পারবেন।

আর এই ছবিটি কত সালে মুক্তি পায় ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০০

হাসান যোবায়ের বলেছেন: Click This Link

আর এটা ২০০৮ এ মুক্তি পায়।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩০

নিমপাতা১২ বলেছেন: hasan vai,http://www.somewhereinblog.net/blog/nimpata12/29242049

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০১

হাসান যোবায়ের বলেছেন: কাজ হলে জানান।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৯

আকাশ_পাগলা বলেছেন: reviewonanimations.blogspot.com এখানে দেখেন। কিছু (সংখ্যা বাড়ানো হবে অতি সত্বর) আনকমন মুভির রিভিউ + ডাউনলোড লিংক পাবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৭

হাসান যোবায়ের বলেছেন: ভাল। :)

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৬

বৃহস্পতি বলেছেন: Grave of the fireflies
Bolt
Flushed Away
Ponyo
Madagascar

এইরকম অনেক ভালো Animation মুভি আছে

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৪

হাসান যোবায়ের বলেছেন: Madagascar দেখেছি। Grave of the fireflies মুভিটাও খুব ভাল কিন্তু এটা কার্টুন তাই দেই নাই।

আর বাকি গুলা এখনও দেখিনি।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৫

স্বাধীনতার বার্তা বলেছেন: আমার সেরা পাঁচ এনিমেশন মুভি যদি করি তাহলে থাকবেঃ
১। The Girl Who Leapt Through Time
২। Finding Nemo
৩। Grave of The Fireflies
৪। Monsters Inc.
৫। (এই জায়গাটা এখনো খালি আছে)

এছাড়া Ratatouille, Mary and Max, Ice age, Coraline, আর মারমার কাটকাট এনিমাশনের মধ্যে Ghost in The Shell, Ghost in The Shell: Innocence, Final Fantasy VII: Advent Children ভালো।
শুধু আমেরিকান ফিল্মগুলো দেখলেও Finding Nemo টপ ৫ এ থাকা উচিৎ (এটা একান্ত ব্যাক্তিগত মতামত)।

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৩

হাসান যোবায়ের বলেছেন: আসলে এখানে ইনাদিংকার ছবি বেশি দিয়েছি। Finding Nemo, বাগস লাইফ অনেক আগের। সাধারনত এগুলা সবাই দেখেছে।
আর আপনার লিষ্টটাও ভাল হয়েছে।
Grave of The Fireflies কার্টুন ছবি তাই দেয়নি।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১১

শূণ্য উপত্যকা বলেছেন: একটাও দেখি নাই।তবে জেনে দেখার ইচ্ছা হলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৪

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৫

অক্টোপাস বলেছেন:

২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২৩

হাসান যোবায়ের বলেছেন: বুঝলাম।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৩

মজার মানুষ বলেছেন: bolt, how to train ur dragon যদি না দেখে থাকেন তাহলে দেখে ফেলেন. দুইটাই লিস্টে এসে পরবে আশা করি.

২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২৪

হাসান যোবায়ের বলেছেন: how to train ur dragon দেখেছি। bolt এখনও দেখা হয়নি।
দেখে নিব।
ধন্যবাদ।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৮

কাউসার রুশো বলেছেন: মজার মানুষের সঙ্গে সহমত।

২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২৫

হাসান যোবায়ের বলেছেন: ok

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪১

চতুষ্কোণ বলেছেন: ১১ নং কমেন্টে দেয়া মুভিটা সবসময়ের প্রিয়। ঐটার খুব সম্ভবত তিনটা পার্ট বের হৈছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৮

হাসান যোবায়ের বলেছেন: কথা সত্য।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৫

মেঘেরদেশ বলেছেন: অনেক গুলো মুভির নাম জানা হল।দেখতে হবে।ধন্যবাদ:)

১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪১

হাসান যোবায়ের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৫

জাওয়াদ হাসান বলেছেন: আরেকটি জোশ পোস্ট।

২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২২

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৪

ধূসরধ্রুব বলেছেন: কি কমু আমারতো সব এ্যানিমেশন মুভিই ভাল লাগে :) :)
তবে আমার কাছে এগুলো টপ ফাইভ :) :)
kung fu panda
Ice age
Toy Story
Cars
Monsters.Inc

২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১১

হাসান যোবায়ের বলেছেন: লিস্টে কিন্তু আপনার মুভিগুলাও আছে। :)

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৮

বল্টু মিয়া বলেছেন: জোবায়ের শেষের ২টার ডাউনলোড লিংক দিয়ো।

২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২৫

হাসান যোবায়ের বলেছেন: Click This Link

Click This Link

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:১৪

সিস্টেম বলেছেন: evaaaaaaaa evaaaaaaaaa :)

৩০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৬

হাসান যোবায়ের বলেছেন: Wall-eeeeeeeeee
miss u

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.