নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বিষয়ে অনেক কিছু বলতে পারব হয়তো... কিন্তু নিজের ব্যাপারে কিছু বলতে গেলেই মুখে কিছু আসে না... টাইপ ও কিছু করতে পারি না... -_-

অশান্ত কাব্য

শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...

অশান্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির এক নিঃস্বার্থ উপহার... জোনাকী পোকার আলোর রহস্য :):)

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬







শহরে যারা থাকেন, তাদের কথা তো জানিনা- কিন্তু গ্রামাঞ্চলের দিকে যারা থাকেন বা কোন এক সময় থেকেছেন তাদের জোনাকী দেখার কথা। আমার যতদূর মন পড়ে, বসন্তের শেষে বা গ্রীষ্মের দিকে সন্ধ্যায় গ্রামে জোনাকি উড়তে দেখেছি। টিমটিমে আলোর অপূর্ব শোভা দেখিয়ে তাদের এদিকওদিকে ঘুরে বেড়ানো রাতে প্রকৃতিতে অনন্য দৃশ্যের অবতারণা করে। খুব কাছ থেকে না দেখলে এদের এই আলো সবার কাছে একটা রহস্যই থেকে যায়।





যারা দেখেছেন তাদের মনে কি আদৌ প্রশ্ন জাগেনি যে- এই স্বয়ংপ্রভ নীলাভ-সবুজ দ্যুতির সত্যিকারের রহস্য কি? আসে কোত্থেকে এই আলো ?

আজ ভাবলাম, এই বিষয়ে একটা নিবন্ধ লিখব। তাই উইকিপিডিয়া আর গুগলে লাঙল নামিয়ে দিলাম।

খুব কাছ থেকে তোলা ছবিতে দেখলে বুঝতে পারবেন এই রহস্যের উৎপত্তি সম্পর্কে। দেখা যায় যে, এই পতঙ্গটির তলপেটের দিক থেকে এই আলোর উৎপত্তি। বাস্তবিকই তাই। জোনাকির বা Lampyris noctiluca এর তলপেটের শেষের দিকে আলাদা একটি উপাঙ্গ আছে, যেখান থেকে এই আলোর উৎপত্তি হয়। এই প্রত্যঙ্গ হতে লুসিফেরিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরিত হয় যা জোনাকির শ্বাসনালী দ্বারা গৃহীত অক্সিজেন দ্বারা জারিত হয়। এই জারণ বা অক্সিডেশনে লুসিফারেজ নামক জৈবঅনুঘটক বা এনজাইম সহায়তা করে। জারণ বিক্রিয়াটিতে যে পরিমাণ শক্তি বা আলো উৎপন্ন হয়, তার মাত্র ২% হল তাপ। তাই এই আলো এতটা স্নিগ্ধ মনে হয়। ঐ বিশেষ অঙ্গটির স্নায়ু দ্বারা এই আলোর স্থায়িত্ব নিয়ন্ত্রিত হয়।





এই আলো তারা ব্যবহার করে তাদের বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে। স্ত্রী প্রজাতির জোনাকিরা এই আলো দিয়ে পুরুষ জোনাকিকে আকর্ষণ করে, ডিম পাড়ে এবং মারা যায়। নিষেকের পর লার্ভা দশায় অনেকদিন অবস্থান করতে হয় তাদের। তবে এই আকর্ষণের ব্যাপারটা প্রজাতিভেদে ভিন্ন। যেমন, আমেরিকায় এক প্রকারের জোনাকি আছে, যাদের পুরুষ প্রজাতি পাঁচ সেকেন্ড অন্তর জ্বলে উঠে, আর এর প্রতিক্রিয়ায় মাটিতে অপেক্ষমান স্ত্রী জোনাকি দুই সেকেন্ড পর পর জ্বলে উঠে। এভাবে তারা মিলন সংক্রান্ত তথ্য আদান প্রদান করে।



তথ্যসূত্র:

* en.wikipedia.org

* How Things Work- Webpage

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

এম আর সুমন বলেছেন: ভাল পোস্ট

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

অশান্ত কাব্য বলেছেন: :) ধন্যবাদ । :)

২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

শান্তা273 বলেছেন: অজানা অনেক কিছু জানলাম।

গ্রামে একটি কথা প্রচলিত আছে,
"জোনাকি পোকা ঘরে আসলে টাকা আসে"
হা হা হা হা..............

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

অশান্ত কাব্য বলেছেন: :D :D গ্রামে তো কত কথাই চলে... :)

৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

শুঁটকি মাছ বলেছেন: কতদিন জোনাকি পোকা দেখিনা!!!!!! :( :( :( :(
শেষ দেখেছিলাম হয়তো পাচ বছর আগে

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০০

অশান্ত কাব্য বলেছেন: :( আসলেই ভাই । লাস্ট জোনাকি পকা দেখসিলাম ক্লাস ৭ এ থাকতে । :|

৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

কলাবাগান১ বলেছেন: এই লুসিফারেজ জিনের সাথে অন্য জিনকে সংযুক্ত করে, বিজ্ঞানীরা ল্যাবে অনেক এক্সপেরিমেন্ট করে থাকে।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

অশান্ত কাব্য বলেছেন: হ্যা । গ্লোইং ফিস তৈরি করার এক থিওরি দেখলাম...

৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২

জাওয়াদ তাহমিদ বলেছেন: শহরে থাকলে তো দেখতে পাইনা। গ্রামে গেলে জোনাকি দেখি।

:)

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

অশান্ত কাব্য বলেছেন: এখন এমন অবস্থা... গ্রামে গেলেও দেখি না...

৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

এম হুসাইন বলেছেন: হারিয়ে ফেলেছি সে দিন,
তলিয়ে গেছে কোন গহ্বরে,
এখানে মহাকাল আমাকে ঘিরে রাখে,
অসীম শূন্যতায়----

কত দিন জোছনা দেখি না,
দেখি না জোনাক পোকাদের মিছিল--
তৃষিত হিয়া হয় নি তো সিক্ত,
অবাক সে জোছনায়----



কথা গুলো এম্নিতেই বেরিয়ে গেলো---

পোস্টে ভালোলাগা !

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

অশান্ত কাব্য বলেছেন: কবিতাটি জোস... মানতে হবে...

ভাললাগার জন্যে ধন্যবাদ । :)

৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

ভিটামিন সি বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: কতদিন জোনাকি পোকা দেখিনা!!!!!!
শেষ দেখেছিলাম হয়তো পাচ বছর আগে

হ্যাঁ ভাই, আমিও প্রায় ৫ বছর জোনাক দেখি না। আজকে দুপুরে কোকিলের ডাক শুনলাম সিংগাপুরে।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

অশান্ত কাব্য বলেছেন: :D বলেন কি !!!!! টাশকিত

৮| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

মাক্স বলেছেন: নাইস পোস্ট+++

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

অশান্ত কাব্য বলেছেন: :D থ্যাংকস...

৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

পেন্সিল চোর বলেছেন: প্রিয়তে নিলাম। তয় আমার আগের ডার্লিঙের নাম কিন্তু জোনাকি আছিল :( :( :( :(
কেমনে কেমনে আপনের পোস্টের সাথে মিল্লা গেল!!

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

অশান্ত কাব্য বলেছেন: বাস্তবজীবনের সাথে পোষ্টের মিল পাওয়া গেলে তা একদমই কাকতালীয়... :P

১০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

সোহানী বলেছেন: আমিও চিন্তাায় থাকতাম কিভাবে আলো জ্বলে। +++++

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

অশান্ত কাব্য বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.