![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...
প্রকৃতি সকল প্রাণীকেই দিয়েছে তার নিজের মত করে আত্মরক্ষার সুযোগ আর দিয়েছে নিজের খাবার যোগার করে নেয়ার উপযুক্ত যগ্যতা। একটি সিংহ বা চিতা যদি নিচেকে বনের মাঝে লুকাতে না পারতো তাহলে কি সে সহজে তার খাদ্য জোগার করতে পারতো? না, পারতো না। আবার একটা প্রজাপতি বা ব্যাঙ যদি নিজেকে ঠিক মত লুকাতে না পারে তাহলে সে সহজেই অন্যের খাদ্যে পরিণত হয়ে যাবে। তাই প্রকৃতি প্রায় প্রতিটি প্রাণীকেই দিয়েছে পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে নিয়ে লুকিয়ে থাকার একটা আশ্চর্য ক্ষমতা। এটাকে বলা হয় প্রাকৃতিক ছদ্মবেশ। দেখুন প্রাণীগুলি কি করে নিজেদেরকে লুকিয়ে ফেলে পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে।
১। সবুজ গিরিগিটি
গাছের পাতার সাথে মিশে আছে সবুজ একটি গিরিগিটি।
২। পেঁচা
গাছের শুকনো বাকলের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে একটি পেঁচা
৩। ব্যাঙ
ব্যাঙটি মিশে আছে তার পায়ের নিচের দাগগুলির সাথে।
৪। মথ
মথটি বালির সাথে নিজের পাখার রং আর নিজের গায়ের ফুটকুরির সাথে মিশে আছে।
৫। মাকড়সা
মাকড়সাটি ক্যামোফ্লেক্স হিসেবে ব্যাবহার করছে বালি।
৬। পোকা
সবুজ পোকাটি সবুজ পাতার সাথে মিলে গেছে।
৭। গিরিগিটি
গাছের ছালের আর গিরিগিটিটির গায়ের রং ও কারুকাজ ক্যামফ্লেক্স হিসেবে কাজ করছে।
৮। মাকড়সা ২
এখানেও মাকড়সাটি বলির সাথে নিজেকে কি করে মিশিয়ে নিয়েছে দেখুন।
৯। ব্যাঙ ২
১০। চিতা
চিতাটির গায়ের কালো ফুটকুরি গুলি বনের শুকনো ডাল-পালা আর লতা-পাতার সাথে মিশে আছে।
১১। প্রজাপতি
এটি প্রজাপতি নাকি শুকনো পাতা?
১২ । বিছা
গাছের পাতার সাথে এমন ভাবে বিছাটা মিশে আছে যে আলাদা করে তাকে দেখায় যায় না।
১৩। সিংহ
শুকনো নলখাগড়া জাতীয় ঘাস বনে নিজেকে লুকিয়ে রেখেছে সিংহটি।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
আত্মমগ্ন আিম বলেছেন: nice.
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
জাওয়াদ তাহমিদ বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট। ভাললাগা জানিয়ে গেলাম।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ...
৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
ভিটামিন সি বলেছেন: তাইলে হাম্বালীগ, বিম্পি আর জামাত তো এক প্রকার প্রাণী (যাদের প্রাণ আছে তাদের প্রাণী বলা হয়, আর যেসব প্রানীর মন আছে তাদের মানুষ বলা হয়, উক্ত প্রজাতির প্রানী মনুষ্য শ্রেণীভুক্ত নয় যদিও তারা কর্ডাটা গ্রুপের) তারা কেন সাধারণ মানুষ প্রজাতির সাথে মিশতে পারে না?
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
অশান্ত কাব্য বলেছেন: মিশে তো... কে বলে মিশে না ??? শাহবাগ আন্দোলন না হইলে আমরা কি এদের ভালভাবে খুঁজে পাইতাম ??? আমাদের মাঝেই তো লুকায়া থাকতো ...
৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
পেন্সিল চোর বলেছেন: ৪র্থ ভালো লাগা পেন্সিল চোরের।
শেষেরটা দেখলে মনে হয় এডিটিং । একেই বলে প্রাণীদের প্রাকৃতিক ছদ্মবেশ
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
অশান্ত কাব্য বলেছেন: থাঙ্কু ভাই ।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
মাক্স বলেছেন: পেলাচ!
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
হাসি .. বলেছেন: গাছের পাতারটাতো আমি প্রথমে বুঝতেই পারিনি
++++
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
অশান্ত কাব্য বলেছেন: প্রাকৃতিক ছদ্মবেশ ।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
আলামিনস্টাইন বলেছেন: বেশ ভাল লাগলো ছবি গুলো দেখে।
ভাল থাকবেন।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।
৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
সোহানী বলেছেন: +++++++
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫
অশান্ত কাব্য বলেছেন: থ্যাংকস...
১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
বোকামন বলেছেন: অসাধারন পোষ্ট
খুব ভালো .......
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
দীপ্তপন বলেছেন: ভাল লাগল । শুধু্ই কাদা ছোড়াছোড়ির পোষ্টের মাঝে বর্তমান সময়ে এই পোষ্ট বিরল।