নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

এই জয় যতটা না আনন্দের, তার থেকে বেশী টেনশনের

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

> তামিমের পার্টনার নাই।
> তামিমের বিকল্প নাই।
> সলিড তিন নাম্বার ব্যাটসম্যান নাই।
> ডেথ ওভারে হার্ড হিটার ব্যাটসম্যান নাই।
> লেগ স্পিনার নাই।
> ডেথ ওভারে কন্টিনিউয়াসলি ইয়োর্কার দেয়ার বোলার নাই।
> পাওয়ার থ্রো করার মতো ২-৩টা ফিল্ডার নাই।

আজকে হয়তো জিতে গেছি। বাট আমরা যদি এই স্পিডে আগাই, আর আফগানরাও যদি ওদের স্পিডে আগায়, বেশী না, তিন বছরের মধ্যেই ওরা আমাদের ৫০ ওভারের সিরিজ হেসে খেলে হারাবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২

বাকপ্রবাস বলেছেন: আফগানিস্তান এমন ধারাবাহিকতা রাখতে কী পারবে? মধ্যপ্রাচ্য আর পাকিস্তান নির্ভর প্লেয়ার দিয়ে চালাতে হবে, উত্তরসুরি বের করতে না পারলে ভাল প্লেয়ারগুলি ফুরিয়ে গেলে আবার পড়ে যাবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

অসমাপ্ত অধ্যায় বলেছেন: বর্তমান দলে কোনো মধ্যপ্রাচ্য বা পাকিস্তান নির্ভর নাই। সব ওদের লোকাল প্লেয়ার। উত্তরসূরী এখনই বের করার কোনো দরকারও পড়তেসে না আপাতত। দলের অ্যাভারেজ বয়স ২৪। গত ৪ বছরের পারফর্ম্যান্স যথেস্ট উঠতির দিকে। ওদের অনূর্ধ ১৯ এর অবস্থাও যথেস্ট ভাল। এ বছরেই তো আমাদের অনুর্ধ ১৯ কে হারিয়ে দিয়ে গেলো

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কোচ ছাড়া আমাদের কোন গতি নেই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

অসমাপ্ত অধ্যায় বলেছেন: আফগানদেরও ভাল কোচ ছিলো না। পুরো টা হলে নিজেকে বিলিয়ে দেয়ার ব্যাপার। আমাদের বোলাররা নাকি নেটে ৪-৫ ওভারের বেশী সময় দেয় না ! অথচ পার্শ্ববর্তী দেশের বোলাররা ১-২ ঘন্টা টানা বল করে যায়। আমরা ফিটনেসের ব্যাপারে সচেতন না। বিরাট কোহলী ওদের লোকাল পানি খায় না। তার ২৫০ মিলি একটা বোতল সম্ভবত ফ্রান্স অথবা ইতালি থেকে আসে। যেটার দাম বাংলাদেশী টাকায় ৬৫০ টাকা ২৫০ মিলি !!! বুঝতে পারেন ওদের ডেডিকেশণ লেভেলের অবস্থা?

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

শাহাদাত নিরব বলেছেন: আমার মতে আমাদের ক্রিকেটে সবচেয়ে দুর্বল পয়েন্ট দল নির্বাচন করা
কোন খেলোয়াড় দিয়ে কোন টিমের সাথে মোকাবেলা করাতে পারবে এটা বুঝার মত এখনো নির্বাচক রা তৈরী হয়নি ।
যার কারনে অনেক টা ম্যাচ/সিরিজ আমাদের হাতছাড়া হয়ে যায় ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

অসমাপ্ত অধ্যায় বলেছেন: বর্তমান নির্বাচক কমিটি আমার দেখা মতে সবচেয়ে অযোগ্য নির্বাচক কমিটি

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: আরে না----
এত সহজ নাকি??
আর তিন বছর কি আমরা বসে থাকবো??

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

অসমাপ্ত অধ্যায় বলেছেন: ২০১৫ বিশ্বকাপের পর থেকে বলতে গেলে এক মিরাজ আর মুস্তাফিজ ছাড়া আমরা বলার মতো কোনো পারফরমারই পাই নাই। সৌম্য শুরুতে যা ছিলো, তারপরেই তো খুজেই পাওয়া যাচ্ছে না। গত ৩ বছরে আমরা কতটুকু এগিয়েছি,বসে ছিলাম না দাড়িয়া ছিলাম না দৌড়ালাম, সেটা এই ৩ বছরেই বোঝা যাচ্ছে। আর সে কারনেই বললাম যে আমরা যদি এই গতিতে আগাই, পরের তিন বছরে অনেক খারাপ কিছুই হয়ে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.