![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ছোটোবেলা থেকেই লেখালেখির ইচ্ছা। পড়াশুনা আর ব্যস্ততার কারনে হয়ে উঠেনি।
আদিম পৃথিবী হতেই সন্তানের সাথে মায়ের একটা সার্বজনিন সম্পর্ককে অতি গুরুত্ব দেওয়া হয়।যে কোন জাতির কালচার,গল্প উপন্যাস, সিনেমা দেখলেই বোঝা যায় মা ও সন্তানের আত্তীক সম্পর্কটা কতটা গভীর। এটা আসলে অস্বীকার করার কোন উপায় নেই।
এখন দেখা যাক সন্তানের সাথে বাবার আত্বীয়তাটা কেমন? মায়ের সাথে সন্তানের সম্পর্কের যেমন একটা আদিম ও জৈবিক রূপ আছে বাবার সাথে তেমনি আছে সন্তানের একটি আদর্শগত ও বিকাশজনিত রূপ। আমি বিশ্বাস করি একজন সৎ ও ভালো বাবা একটি শিশুর ব্যক্তিত্ববিকাশে যতখানি Positive ভুমিকা রাখতে পারে তা আর কোন কিছুতেই সম্ভব নয়।বাবারাও তার সন্তানদের মায়ের মতোই যুক্তি ছাড়াই ভালবাসে যা পুরুষের সহজাত স্বভাবের কারনে চোখে পরেনা।একটা শিশু যখন পরম নির্ভরতায় বাবার হাত ধরে প্রথম বাইরে বের হয় সে দেখে তার বাবা আশেপাশের পরিবেশের সাথে কেমন আচরন করছে?ধরা যাক তার বাবা একজন রিকশাচালকের সাথে ধমকের সুরে কথা বলছে অবশ্যই সেই শিশু ধরেই নিবে রিকশাচালকের সাথে বুঝি এভাবেই কথা বলতে হয়।এটা শুধুই একটা উদহারন।এরকম হাজার উদহারন শিশু বাবার কাছ থেকে নেয়।বাবার চোখ দিয়ে সে বাইরের পৃথিবীটেকে দেখে।একজন বাবা তার পরিবারের অন্য সদস্যদের সাথে,পরিবারের বাইরের মানুষদের সাথে কেমন আচরন করছে সেটা তার সন্তান গভীর মনোযোগের সাথে লক্ষ্য করে কারন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বেশীর ভাগ শিশুর কল্পনা থাকে সে বড় হলে বাবার মতোই হবে। একজন অতি ক্ষীনকায় দূর্বল বাবাও তার সন্তানের চোখে আর্নল্ড শোয়াজনেগার।অতি দুষ্ট লোকও তার সন্তানের কাছে বিরাট সন্ত।। বাবার কোন দূর্বলতাই শিশুরা দেখতে পায় না। এই যে গভীর বিশ্বাস এটাকে কোন বাবা কাজে লাগাতে পারে একজন সৎ,বুদ্ধিমান,হৃদয়বান সন্তান গড়ে তুলতে। আর এই বিশ্বাসের ভিতটা নড়ে গেলে শিশুর মানসিক জগৎটা ওলটপালট হয়ে যেতে পারে।আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন ভালো অথবা প্রতিভাবান ছাত্র ছাত্রী থেকে একজন ভালো মানুষ হওয়া অনেক জরুরী।আমাদের বাংলাদেশে এখন ভালো মানুষের বড় দরকার। কে জানে সন্তানের জন্য ভালো কিছু করার উদহারন তৈরী করতে করতে হয়তো গোটা সমাজটাই ভালো মানুষে ভরে যাবে।
শেষে বলছি সম্প্রতি আমিও বাবা হয়েছি।একটি নয় একসাথে দুটো ছেলেমেয়ের।চেষ্টা করছি ভালো বাবা হবার আর ওদেরকে ভালো মানুষ করার। এই লেখাটা বাবা হবার অনুভূতি থেকে লিখছি।কেমন যেন বাবা বাবা লাগে.........।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪
গাউস বলেছেন: ধন্যবাদ। বাচ্চারা এখন বেশ বড় হয়ে গেছে। এটা বেশ আগের লেখা।
২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সহমত।
পোস্টে ++++++++
চমৎকারভাবে বিষয়টা উপস্থাপন করেছেন।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫
গাউস বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০
~মাইনাচ~ বলেছেন: ++++
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০
খেয়া ঘাট বলেছেন: একজন ভালো অথবা প্রতিভাবান ছাত্র ছাত্রী থেকে একজন ভালো মানুষ হওয়া অনেক জরুরী । ঠিক , ঠিক, ঠিক।
বাবা হওয়ার জন্য আপনাকে দুবার অভিনন্দন।