নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরোবরে সৌরভ জাগ্রতচিত্তে !!জীবনে অনেক ঘুমিয়েছি এখন জেগে থাকতে চাই! !!

হ্যা সৌরভ

সরবরে সৌরভ জাগ্রতচিত্তে! !

হ্যা সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা অক্ষত _ বিশ্ববিদ্যালয়ে পদদলনের পূর্বে !!

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮

অপেক্ষা নাকি তেতো স্বাদযুক্ত | কেউ কেউ তাই বলে অপেক্ষা নাকি লিটমাস টেস্টে নীল রংকে লালে পরিনত করে, আর আমি বলি মানলাম না | কারন আমি এখন যে অপেক্ষাতে আছি তার স্বাদ যদি সুমিষ্ট নাও হয় তবে তেতো হবে না আমি Damn Sure |



ঈদ,Picnic বা যেকোন আনন্দময় দিনের কথাই বলি ঐদিন আমার যতটা আনন্দ হবে ভেবি দেখা যায় তার চেয়ে স্বল্পটুকুই ঘটে,মূলত ভালোলাগাটা ঘটে ঐবিশেষ দিনের অপেক্ষায় থাকা আগের দিনটাতে | কত রকম পরিকল্পনা, স্বপ্ন, আরো কত কিছু খেলা করে ঐদিনটাতে | আমি তাই ঈদ টাইপ আনন্দের আগের অপেক্ষাময় দিনটার অপেক্ষাতেই থাকি |



নতুনত্ব নিয়ে আগ্রহটা সবারই থাকে | কাল ক্যাম্পাসে বন্ধুগুলোর সাথে বাস্তব পরিচয় ঘটতে যাচ্ছে | Virtual আর Real জগতের গ্যাড়াকলে পড়তে যাচ্ছি জানি | বৃষ্টিবিলাসী বলা বন্ধুটা বাস্তবে বৃষ্টিতে ভেজাটা অপছন্দ করতেই পারে, Virtually সুমধুর বন্ধুত্ব হওয়া মানুষটা আমাকে দেখে মুখবন্ধ রাখতেই পারে | তাই Virtual এ তৈরি নতুন এই মানুষগুলার উপর কোনরূপ Expectation রাখাটা বোকামি | প্রত্যাশা আর পছন্দ অপছন্দ ব্যাপারটা বউ খোঁজার জন্য রেখে দিলেই চলে |Disco আর Ultra Modern পোলাপাইনজদের বলছি,বন্ধুত্বে থাকে না প্রত্যাশার ভার, থাকে না কোন শর্ত | তাই এটাও কারো উপর চাপাবি না | যে তোর সাথে মিশবে তাকে তোর মতই হতে হবে এমন ভাবা বন্ধুদের বলছি ১০০ হাত দুর ভাগো আর পারলে তোরা মাখনলালের মুড়ি খা |



হ্যা, আজকে আমি এবং আমার মত অনেকেই ওমন এক অম্লমধুর অপেক্ষার প্লাটফর্মেই আছি, প্রহর গুনছি, স্বপ্ন দেখছি আর নতুনত্বের স্বাদ নেবার জন্য মুখিয়ে আছি |



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,আমি আসছি, রঙ দিতে, রঙিন হতে, প্রজাপতি স্পর্ষে স্পর্ষিত হতে |

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.