নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরোবরে সৌরভ জাগ্রতচিত্তে !!জীবনে অনেক ঘুমিয়েছি এখন জেগে থাকতে চাই! !!

হ্যা সৌরভ

সরবরে সৌরভ জাগ্রতচিত্তে! !

হ্যা সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূননামা

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৯

হুমায়ূন আহমেদ স্যার এর "আজ রবিবার" নাটক দেখছিলাম।

আহা নাটক বুঝি একেই বলে মনে হয় বারবার দেখি।কত আবেগ আর মায়াভরা সেই চরিত্রগুলো।

নাটকে দাদার চরিত্রে অভিনয় করা এই দাদুর আসল নাম কি?কেউ কি জানেন।উনার অভিনয় এতটা জীবন্ত,মনে প্রাণে দাগ কেটে যায়।

সেই ১৯৯৪ সাল বা ঐসময়কার Lighting Fan,Switch Board,Load Shedding, মোমবাতি,হারিকেন। নাটকে দেখানো এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিষগুলো যেন আমার ছেলেবেলাকে মনে করিয়ে দেয়।

হুমায়ূন আহমেদ স্রষ্টা যা সৃষ্টি করে গেছেন,তার আবহ ভালবাসা দাগ কেটে যাবে বিশেষভাবে আমরা ৯০ দশকের মানুষগুলোর মনোপটে।

আহা!!এখনকার সময়ে নাটক হয় সত্য,কিন্তু হৃদয়মনে দাগ কাটতে পারে কতটা?

অথচ এই সব নাটকে খুব যে আহামরি টাকা বাজেট ছিলো তাও মনে হয় না।

এখন বুঝি, " কোথাও কেউ নেই" এর ফিকশনাল চরিত্র বাকের ভাই এর ফাসি ঠেকানোর জন্য কেন মানুষ ঢাকার রাস্তায় মিছিল করতে নামে। একটা অবাস্তব চরিত্রকে কতটা আবেগ দিয়ে ভালবাসা যায় তা দেখিয়েছেন হুমায়ূন স্যার,আসাদুজ্জামান নুর স্যার।

এগুলো এই দশকের ছেলেমেয়েদের কেউ বিশ্বাস ই করবে না।

স্যালুট হুমায়ূন আহমেদ স্যার,
স্যালুট আপনার সৃজনশীলতার।

বিঃদ্রঃ ১৯৯৪ সালে আমার জন্ম আমি নিজেও এই নাটক গুলো Youtube এই দেখেছি,তবে সেই সময়ের দর্শক যারা এন্টেনা লাগিয়ে বাশ ঘুরিয়ে ঘুরিয়ে সাদা কালো TV তে একমাত্র BTV Channel এ এসব নাটক দেখেছেন তাদের আবেগকে শ্রদ্ধা জানাই।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

শাহিন-৯৯ বলেছেন:
দাদুর আসল নাম ছিল, আবুল খায়ের।

২৫ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৫

হ্যা সৌরভ বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৮

নেওয়াজ আলি বলেছেন: আজ রবিবার এর আগে ছিল দর্শক প্রিয় হুমায়ুনের নাটক অয়োময়। বিপাশা হায়াতের প্রথম নাটক। ইমদাদুল হকের কোন কাননের ফুল।

২৫ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৬

হ্যা সৌরভ বলেছেন: দেখার চেষ্টা করবো,ধন্যবাদ আপনার মতামত এর জন্য।

৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৪

রাশিয়া বলেছেন: হুমায়ূন আহমেদের সাথে স্যার যোগ করা আমার কাছে এক ধরণের চাটুকারিতা লাগে। তার ছাত্ররা বললে ঠিক আছে। ঊনি কোন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকলে বা রাণীর কাছ থেকে ফজলে আবেদের মত নাইট উপাধি পেলে ঠিক আছে। কিন্তু নাটক আর উপন্যাস লেখার জন্য তাঁকে স্যার বলতে হবে কেন?

২৫ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩০

হ্যা সৌরভ বলেছেন: চাটুকারিতার কিছু নেই, জীবনের অতি ক্ষুদ্র একটা শিক্ষা এটা,আপনি যার থেকে এক অক্ষর ও নতুন কিছু যদি শিখতে পারেন এবং তার জন্য তাকে স্যার বা ম্যাম বলে সম্মান দেখাতে পারেন তাতে ধৃষ্টতা প্রকাশ পায় না,প্রকাশ পায় মানুষ হিসেবে আপনার উদারতা। আপনি জীবনে যত বড় পর্যায়েই থাকুন না কেন আপনার উপরের মানুষকে যদি স্যার ডাকতে পারেন তবে আপনার নিচের মানুষ যার থেকে এক অক্ষরও নতুন কিছু শিখেছেন তাকে সম্মান করতেই পারেন। সবাইকে এটা মানতে হবে তা বলছি না তবে আমি মানি।

৪| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বিটিবিতেই দেখেছি, বিদ্যুত বিভ্রাটের একটা আশঙ্কা তখন খুব ভোগাতো সবাইকে।

২৫ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৭

হ্যা সৌরভ বলেছেন: আপনারাই আদর্শিক প্রজন্ম, প্রযুক্তির বেড়াজালে নিজেদের আবদ্ধ রাখেন নাই। উপভোগ করেছেন জীবনের প্রকৃত মানে।

৫| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ বস।

৬| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৬

Sujon Mahmud বলেছেন: হুমায়ুন আহমেদ এর প্রতিটি সৃষ্টি অসাধারণ

৭| ২৪ শে জুলাই, ২০২০ ভোর ৬:৪৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: Protesting for a fictional character like Baker Bhai reflects the emotional immaturity of our people, who do not know where to protest and where not to.

২৫ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৪

হ্যা সৌরভ বলেছেন: এই বাঙালীর Emotional Foolness আছে বলেই হয়ত আজ স্বাধীন বাংলাদেশ হয়েছে,তা না হলে পাকিস্তানি ওই বিশাল অস্ত্র থাকা বিশাল দেহি শক্তিশালী শত্রুদের সাথে যুদ্ধ করার সাহস Emotional Fool ছাড়া কারো হওয়ার কথা না
আমরা যদি আমাদের এই আবেগকে সঠিক পথে প্রবাহিত করতে পারতাম তবে হয়ত এগিয়ে যেতে পারতাম।
আবেগ এর সাথে দুর্নীতি যেন আমাদের জীনের মধ্যে জড়িত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.