![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলে ভাসছে ভাগ্য, হাতড়ালেই ধনী! ‘গণেশের দুধ খাওয়া’র মতোই ভারতজুড়ে সাড়া ফেলে দিয়েছে একটি ঘটনা। দিনরাত ভিড় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। সকলেই ঝাঁপ দিচ্ছে সাগরে। খানিক্ষণ পর পাড়ে উঠছে হাজার টাকার কয়েকটি নোট নিয়ে। হ্যাঁ, মুম্বইয়ের সাগরে ভাসছে রাশি রাশি টাকা!
মঙ্গলবার দুপুরে প্রথম বিষয়টি নজরে আসে কয়েকজন মত্সজীবীর। মাছ ধরতে জাল ফেলেছিলেন তারা। জাল টানতে দেখেন, জালে উঠেছে প্রচুর হাজার টাকার নোট। খানিক পরে তারা দেখেন, চারদিকেই ভাসছে টাকা। ব্যস, খবর রটতেই আশেপাশের বাসিন্দারা সাগরে নামছেন, আর টাকা তুলে নিয়ে আসছেন।
মুম্বইয়ের কোলাবার বাসিন্দা হরিচন্দ্র সোমারের কথায়, ‘আমিও শুনলাম গেট ওয়ে অফ ইন্ডিয়ার সামনে সাগরে ভাসছে টাকা। গিয়ে দেখলাম, সত্যিই তাই। রাশি রাশি হাজার টাকার নোট ভাসছে। আমিও জলে নেমে ২ টো হাজার টাকার নোট তুলে আনলাম। পরে আবার গিয়ে আরও তিনটি হাজার টাকার নোট তুলে আনলাম।
হঠাত্ করে ৫ হাজার টাকা আয় হয়ে গেল। আরও টাকা তোলার লোভ হচ্ছিল, কিন্তু জল ক্রমশ বাড়তে থাকায় আর ঝুঁকি নিলাম না।’
একই বক্তব্য এস ওয়াকিল নামে আরেক বাসিন্দার। তিনি বলছেন, ‘আমি হাজার টাকা তুলেছি। আরও টাকা তুলতে যাওয়ার আগেই পুলিশ চলে এল।’ মঙ্গলবার দুপুর থেকে বহু মানুষই হাজার হাজার টাকা তুলে নিয়েছে সাগর থেকে। এখনও প্রচুর টাকা ভাসছে। তবে পুলিশ ঘিরে রেখেছে গোটা এলাকা।
কী ভাবে এল এত টাকা?
কোলাবা পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কোনও এক বিদেশি নাগরিক হাজার টাকার নোটের বান্ডিল একাধিক বান্ডিল পানিতে ফেলছিলেন। তবে ওই বিদেশি ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি এখনও। ঘটনার তদন্ত চলছে। পানিতে ভাসমান বাকি টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
২| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬
অর্বাচীন পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫
সুমন কর বলেছেন: